এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৪ | 121.50.4.34
  • সবাইকে অনেক থ্যাংকু।

    পুজো অর নো পুজো আমার মনে হেবি ফুত্তি। আজকে দোকানে পাতা ফেলে দিচ্ছি।
  • Bratin | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:১১ | 125.18.104.1
  • আমরা কটা র সময় meet করছি কালকে?
  • Bhuto | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৫ | 203.91.193.7
  • সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে, সুব্রতকেও ঃ)
  • Subrata | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩২ | 125.18.104.1
  • আমি এখানে নতুন। সকলের জন্যে শুভ বিজয়া র প্রীতি ও শুভেচ্চা
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৬ | 65.194.243.232
  • পুজো স্পেশালের দুটো লিংক দেখাচ্ছে বাঁদিকের প্যানেলে!
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫২ | 65.194.243.232
  • বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সবাই সুস্থ ও নীরোগ থাকুন এই কামনা করি।
  • Ri | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৫ | 121.241.218.132
  • শুভ বিজয়া। ভালো থেকো সব্বাই
  • Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৭ | 61.95.144.123
  • সকলকে বিজয়ার শুভেচ্ছা, স্যানকে বিলেটেড হ্যাপি বাড্ডে।

    তেকেনা-র মা কেমন?

    আমার মা কাল থেকে পুরো বিছানায় - হঠাৎ করে নিশ্বাসের কষ্ট, হাঁপানি, ডাক্তারের কাছে গিয়ে দেখা গেলো প্রচণ্ড হাই প্রেশার।
  • Suvajit | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৪ | 203.19.175.113
  • সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সংগে e-মিস্টিমুখ করালাম। আমার পঞ্চবর্ষীয়া কন্যা কাল আমার সাথে কোলাকুলি করে খুব মজা পেয়েছে। আজকেও বলেছে, ক্যান উই ডু দা কোলাকুলি ড্যান্স এগেন?
    আর চার হপ্তা পরে দেশে ফিরছি। কাউন্টডাউন চালু হয়ে গেছে। মোবাইলের রিংটোন বদলে হয়ে গেছে 'মা তুঝে সালাম' (ধনধান্যেপুষ্পেভরা খুঁজে পেলাম না)। কার জন্য কি নেব এই প্ল্যানিং চলছে সকাল বিকেল। মেয়েকে বাংলা শেখাচ্ছি দুজনে মিলে। নিজেদের বাংলা ভুলে যাবার উপক্রম। সব পুজোর মজা জমিয়ে রেখেছি আর চার হপ্তা পরের জন্য ঃ-)
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৫৫ | 128.231.22.89
  • ই এম, অবশেষে ট্রেন ইন কল্লো। ঃ)
  • kd | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৫ | 59.93.242.36
  • ভাই তেকেনা, তোমার মা মনে হয় আমার বয়সেরই হবেন। তাই বলি কি, এই বয়সে এই ভাঙ্গাচোরা সারতে একটু সময় নেয়, তাই বেশী চিন্তা কোরো না। আর একটা কথা, আমরা এখন একটু সেন্সিটিভ কারুর ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপারে, তাই উনি যদি একটু ইরিটেবল ব্যবহার করেন, ক্ষ্যামাঘেন্না করে মানিয়ে নিও।

    ও হ্যাঁ, আমি প্রায়ই সঠিক/বেঠিক না বুঝে উল্টো-পাল্টা লিখে ফেলি, দেখেছো বোধহয়। তাই, ওপরের লেখাটা যদি ইন-অ্যাপ্রোপ্রিয়েট বা আন-ওয়েলকাম হয়, জানিয়ে দিও (হয়তো ভবিষ্যতে শিখে যাবো) কিন্ত রাগ কোরো না, প্লীজ!

    সকলকে, শুভ বিজয়া। ইত্যাদি।
    (হনু'র এই 'ইত্যাদি'টা আমার বড় পছন্দ হয়েছে, চুরি করলুম)
  • tkn | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৯ | 122.161.63.229
  • হ্যাঁ। বাড়ি নিয়ে এসে যতটা সম্ভব সাবধানেই রাখব, দেখি কতদিনে ঠিক হয়ে ওঠেন।

    মন অশান্ত থাকলে শিশুটক থ্রেডটা পড়তে ইচ্ছা করে। অথচ সার্চ দিয়ে কিছুতেই সেটা খুঁজে পাচ্ছি না ঃ-(((
  • Du | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৫ | 65.124.26.7
  • হুম -- খুবই সাবধানে রাখতে হবে --
  • tkn | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২২ | 122.161.63.229
  • মা এখন সেদিনের থেকে ভালো। কথা বলছেন। আজ সলিড খাবার খেয়েছেন অল্প। ডাক্তার বলছেন সামনের রবিবার হয়ত বাড়ি ফিরতে পারেন। তার পরে দুমাস সম্পূর্ণ বেড রেস্ট। পাশও ফেরা বারণ। জানিনা কতদিনে সম্পূর্ণ সুস্থ হবেন। তবু, দুবেলা গিয়ে হাসিমুখটুকু দেখে কথা বলতে পারলেও একটু শান্তি।
  • Du | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৭ | 65.124.26.7
  • আর আগেরটা সিংফোকে - কারন আজকের কাগজে পাহাড়ী রাস্তায় হওয়া দুর্ঘটনার খবর পড়ে নতুন করে ভয় লাগলো।
  • Du | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৫ | 65.124.26.7
  • শুভ বিজয়া তেকেনা, মা কেমন আছেন?
  • tkn | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৩ | 122.161.63.229
  • শুভ বিজয়ার শুভেচ্ছা... সক্কলকে
  • Du | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৫ | 65.124.26.7
  • হাজার ভগবানের মত চালক হলেও রাস্তা খারাপ থাকলে ফিরে আসাই ভালো।
  • em | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১ | 117.99.29.13
  • আইদার ঘোটক, নয়তো দোলা
    করছে wait পাগলা ভোলা
    ঝপাস জলে, বরফকুচি
    ভাসান নাচছে, দুগ্গা মাঈকী...
    ছিড়ছে মালা, টানছে কাপড়
    পুজো শেষ, পুড়ছে কাঠখড়
    আসছে বছর আবার হবে
    শুভ বিজয়া জানাই তবে।।

    ---
    এম
  • I | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:০২ | 59.93.213.228
  • Pevear - Volokhonsky-র করা ব্রাদার্স কারামাজভ-এর ট্রান্সলেশন পাওয়া যায় কলকাতায়? কেউ জানেন?
  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৫ | 198.82.20.148
  • সব্বাইকে শুভ বিজয়া।
  • r | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৪ | 121.245.55.25
  • "আনন্দাদ্ধ্যেব খল্বিদানি ভূতানি জায়ন্তে।
         আনন্দেব জাতানি জীবন্তি।
       আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশন্তীতি।।

    ...এই আনন্দ থেকে আমরা জাত,
    এই আনন্দের মধ্যে আমরা বেড়ে উঠি,
    এই আনন্দ অভিমুখে যাত্রা করে,
    আনন্দে বিলীন হই আমরা।।"

    সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
  • anaamik | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪০ | 59.164.228.243
  • সব্বাই-কে বিজয়ার শুভেচ্ছা জানাই।
  • stoic | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৬ | 160.103.2.224
  • সব্বাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা আর ভালবাসা। ঃ-)
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৪ | 128.231.22.89
  • অপ্পন, মেল দেখো।
  • kali | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৬ | 76.114.64.110
  • বিজয়ার শুভেচ্ছা সবাইকে। স্যানকে বিলেটেড হ্যাপি বার্থ ডে।
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৫ | 72.83.84.203
  • নিমকি ও রইলো।
    মা এনেছেন দু' বয়াম ভত্তি। তার থেকে খানকতক স্পেয়ার করতেই পারি ঃ)
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৪ | 72.83.84.203
  • লাইনে কাজ হচ্চিলো, তাই একটু লেটে রান কচ্চে তো।
    আশা করা যায় আর কয়েকঘন্টার মধ্যেই ইন করবে। ঃ)
  • arjo | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০২ | 168.26.215.13
  • শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। সাথে একবাটি ঘুগনি, নারকোল ছড়ানো।
  • em | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫৮ | 117.99.174.35
  • ও পাই, ইশেন,
    এই আসিতেছে আসিতেছে বিজ্ঞাপনখানি কী আসছে বছর পুজো ইস্পেশালের??
  • Bhuto | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩১ | 117.194.227.84
  • সবাইকে অ্যাডভান্স শুভ বিজয়া ও কারেন্ট শুভ দশমী। ফোঁস .... যাই আবার লেগে পড়ি। ৪ দিন ডিউটি দিয়েই চলেছি ঃ)
  • Samik | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৩ | 117.194.3.6
  • কাল বলার সময় থাকবে না। তাই একটু আগেই ...

    পাশবালিশের খোল নিয়ে বেরোতে হবে তো।
  • M | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪৪ | 59.93.247.24
  • ওটা ঠাকুর বিসর্জনের পর বলা হয় বোধয়।
  • Bratin | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪১ | 117.194.96.228
  • সবাই কে জানাই শুভ বিজয়া
  • Samik | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪১ | 117.194.3.6
  • শুভ বিজয়া দশমী। পুনরাগমনায় চ।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৬ | 122.252.231.12
  • ইএম, আমাকে নির্দ্বিধায় একবার কল করুন কাল। নং ভুতোর কাছে পেয়ে যাবেন।
  • anaamik | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:০২ | 59.164.228.243
  • অপ্পন,

    JSTOR এখন আর সরাসরি অ্যাক্‌সেস নেই। তবে একটা-দুটো স্পেসিফিক আর্টিক্ল্‌ হলে হয় তো নামিয়ে দিতে পারবো।
  • Blank | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৪ | 59.93.195.224
  • সব্বাইকে শুভ নবমী আর দশমী জানিয়ে গেলুম।
  • em | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৩ | 59.93.203.27
  • অপ্পন,
    আমার কন্যা বেঙ্গালুরু যাচ্ছে মাসখানেকের জন্যে, কাল রওয়ানা দেবে। তোমার ফোন্নং ক্কী ভুতোর কাছে পাওয়া যাবে? তাইলে সেটা নিয়ে ওকে দিয়ে রাখব, যদি কোনো দরকার পড়ে, যোগাযোগ করবে।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২ | 122.252.231.12
  • দিলাম। তাড়াতাড়ি কও। এক্ষুনি আবার বেরুতে হবে। ঃ-(
  • em | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১১ | 117.99.182.115
  • ব্যাঙ্গালুরু-র জনতা, শুনতে পাইলে এট্টু আওয়াজ দিও, দরকার।
  • b | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৯ | 121.245.87.47
  • সবাই কেমন আছেন?পূজা কেমন কাটছে?আমি তো বন্ধ ঘরে....অন্ধের কিবা দিন কিবা রাত।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৯ | 122.252.231.12
  • ল্লে পচা। ঐশিক, গতকালের অনামিকের ২ঃ১৫-এর পোস্ট পড়ে নাও।
  • oishik | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৮ | 59.177.72.184
  • আমি ঐশিক বলছি, কাল মানে দশমীতে কি প্লান সুধিজানেরা বানালে আমায় যানিও। আমি কালকের দিনটা তোমাদের (মানে যারা বাঙ্গালোরে আছো) দলে ভিরতে চাই। আমার চলমান-দূরভাষ নম্বর হোলো ৯৬২০১০৭২৮৫। তাহলে কাল দেখা হবে
  • M | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৯ | 59.93.207.246
  • এবার শাড়ী পড়ে ঘ্যাঁচোর ম্যাচোর করে ত্যাঁদোর ছেলে সামলে বাড়ী যাবো, ভাবতেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে।
    যাকগে হ্যাপি নবমী(খিঁক)।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৩ | 122.252.231.12
  • কী প্রতিক্রিয়াশীল কথাবাত্তা! রূপমটা কে? ঃ-)
  • Samik | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৭ | 117.194.4.123
  • অরিজিৎ বোধ হয় কষে পুষ্পাঞ্জলি দিচ্ছে। ঃ-) ফোং করলাম, বেজেই গেল, রূপম আর চাগ্রি পেল না।
  • Sayantan | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৯ | 115.108.25.26
  • শুভ নবমী। সবার সব ভালো হোক।

    স্যান'এর জন্য রইল বিলম্বিত শুভ জন্মদিনের শুভেচ্ছা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত