এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৯ | 63.82.71.141
  • দ, তাড়ার কিছু নেই। ঘুরে এসো, তারপর হবে।
  • rabaahuta | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:০২ | 121.241.111.12
  • বড় ঘুম পায়
    মহালয়া, রাঙা চাঁদ ওঠে
    সোনার খাঁচায়
    রয়ে গেছে নটি বয় জুতো
    বেলবট্‌স, শালিমার,
    হামারা পেয়ার

    ভবনদী, বয়ে চলে টালিগঞ্জ ঘেঁষে
    পাড়ে বসে, সোনার খাঁচায়,
    ইদানিং বড় ঘুম পায়
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫২ | 117.195.36.62
  • তেকেনা,

    কাটিয়ে দাও। কাল তো আমি পৌঁছেই যাব। আমি গিয়ে ঠিক খোঁজ করে নেবো।

    পায়েস, পারমিতা ইত্যাদি প্রচুর লম্বা লিস্টি রয়েছে আমারও। এই কাপড় কেচে এলাম। এবারে ঘরদোর মুছে তারপর গোছগাছ করব। কাল ভোর ৪ টেয়্‌ত বেরোতে হবে। ঃ(((

    দেখছি আজ না পারলে পরশুর মধ্যে পাক্কা। ঃ(
  • Samik | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৬ | 219.64.11.35
  • বড়মাসিও লিস্টিতে ছিল? ঃ-)
  • tkn | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৮ | 122.173.176.167
  • সেই তো আবার বীরবল নামেও লিখছে দেখছি। একই আই পি তো

    দ, আজ ওদিকে যাওয়া হয়ে ওঠে নি। পারলে কাল একবার ট্রাই নেব। আজ ওবাড়ি যাওয়ার আগে মা ফোন করে একটা লম্বা লিস্টি ধরালো যাতে বড়মাসিকে পিকাপ করাও ছিল ঃ-((। তাই ক স্ট্রী ঢোকা হয়নি। কাল পারলে যাব। তুমি কি কলকাতা ফিরে অর্কুট দেখবে? আর, ঐ পায়েসের জন্য কি পায়ে ধরতে হবে!!!!
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৯ | 117.195.36.62
  • আচ্ছা এই 59.161.131.228 বিজ্ঞাপন দেবার জন্য হঠাৎ গুচকে বেছে নিল কেন? আমার কিরম মনে হচ্ছে এটা কোন হাফসোল খাওয়া পাবলিক অন্য কারো নাম্বার যথেচ্ছ বিলাচ্ছে তাকে উৎপাত করার জন্য।

    পুলিশকে দিতে হলে আই পি অ্যাড্রেসটা দেওয়াই ভাল শমীক।
  • h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২৯ | 203.99.212.224
  • এবং হাঃমূলক সোশাল কমেϾট্র।
  • h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২৮ | 203.99.212.224
  • একবিংশ শতকের চতুরাশ্রম।
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৬ | 125.18.104.1
  • শর্ট এন্ড স্মেলি। ঃ-))
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৫ | 125.18.104.1
  • আমার শৈশবে অ্যা পেত, যৌবনে হাগু, এখন হাগা পায় এবং বার্ধক্যে বাহ্যে যাব। এক লাইনের আত্মজীবনী।
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৪ | 125.18.104.1
  • বিষ্ঠার সঙ্গে কোষ্ঠকাঠিন্যের একটা ফোনেটিক সাযুজ্য আছে বলে ভ্যাড়ভ্যাড়ে সেন্সেশনটা ঠিক বিষ্ঠার সাথে যায় না। সেইজন্য বোধ হয়।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১০ | 163.244.62.139
  • সামহাউ বিষ্ঠা শব্দটার সাথে আমি একদম মানুষজাতকে আইডেন্টিফাই কত্তে পারি না।
    কাক-টাক-পায়রা-টায়রা ইত্যাদি মনে আসে , ম্যাক্স কুকুর-টুকুর। খুব রেয়ারলি গোপালভাঁড়। ব্যাস।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৮ | 163.244.62.139
  • গুরুকে কোন দলে ফেল্লে তাই ভাবচি। অবিশ্যি প্রতিষ্ঠান আর টোটালেরিয়ান শক্তির দুটোর যে কোনো একটা হওয়া মানেই গুরুর হিল্লে।

    জ্জয় ম্যানিফেস্টু !
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৮ | 125.18.104.1
  • দ্বর্থ্যবোধের অবকাশ না রাখতে চাইলে বিষ্ঠাত্যাগোৎসুক।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৭ | 65.194.243.232
  • ওকে। পেন্টুল হলুদ হয়ে যায়। বেসিকালি দেখলাম এইটা সবচেয়ে কাছাকাছি যাচ্ছে। এমনিতেই মহাজ্ঞানীরা কয়ে গেছেন মানুষ কবিতা লেখে যখন তারা বাপ-মা, প্রতিষ্ঠান, টোটালেটেরিয়ান শক্তি ইত্যাদিকে যমের মত ভয় পায়।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৬ | 163.244.62.139
  • আরে গত পোশশু থেকে গুরুতে লিখে ক্লোজ দিস উইন্ডোতে ক্লিকালেই গুরু ক্র্যাশ করে যাচ্চে।
    কি করন কাম ?
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৪ | 163.244.62.139
  • এইটে অবিশ্যি কুচোরা বলে , অ্যাডাল্টদেরটা শুনতে মোটেও কিউট নয়। আর সেটা বল্লে শ্রা আমাকে অসইব্য বলবে , তাই বল্লুম না।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০১ | 163.244.62.139
  • মালয়ালীতে বল্লে বেশ কিউট শুনতে হয় ,
    এনিক্কে আপি ইট্টু।

    হাউ স্যুইট !
  • dipu | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০১ | 207.179.11.216
  • লোকে ভাববে শপিং মল থেকে বেরোতে চাইছে।
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৯ | 125.18.104.1
  • "হাগা পাওয়া" শক্ত লাগলে মলত্যাগস্পৃহাকুলও বলতে পার।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৯ | 163.244.62.139
  • আর অ্যা পায় শুনলেই আমার হাল্কা কাঁদুনে মুখ , তুলতুলে গাল , ঝুপসো চুলের উর্দ্ধমুখী খুকী মনে পড়ে যে ঃ(
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৫ | 216.52.215.232
  • হাগা পায় টা দাপট নিয়ে বলতে হয়। তোমার কথা শুনলে আমার হাগা পায়, ... ইত্যাদি। বেসিকালি ল্যালা মনুষ্য, দাপট কোথা থেকে আসবে?
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৬ | 163.244.62.139
  • আরে সে আর নতুন জিনিষ কি , সে তো গুড 'ওল শিবনাথ মুখুজ্জের ও পেতো।

    তবে কি না হাগা পায় টা শুনতে অনেক বেটার ।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৩ | 163.244.62.139
  • এখন একটা কন কল চলচে যাতে বক্তা গত দেড় ঘন্টা ধরে আমাদের নতুন স্ট্র্যাটেজি ই®¾ট্রাডিউস ইত্যাদি করছেন।

    যেটা নোটিস করে আমি হাঁ হয়ে গেলুম সেটা হচ্চে , গত দেড় ঘন্টাতে উনি একবার ও উমম , আঁ , ওয়েল , সো অন ইত্যাদি টাইপের ফিলার একটাও ব্যবহার করেন নি। কি অদ্ভুত ফ্লুয়েন্সি!
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪১ | 65.194.243.232
  • আমার তো অনেক সময় সিরিয়াস কথা শুনলেই অ্যা পেয়ে যায়।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪০ | 163.244.62.139
  • তোমার সিরিয়াস কথা আচে শুনেই তো শুকিয়ে গেনু, টিপস পজ্জন্ত যাবার দর্কার নাই ।

    অন অ্যা সিরিয়াস নোট , ওকে। হপ্তান্তের মধ্যেই মেলিয়ে দোবো।
  • Samik | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৯ | 219.64.11.35
  • কুমোরটুলি থেকে স্টারানন্দ ঃ

    তা হলে সোহিনী, এখানে কিন্তু দেখতেই পাচ্ছো পূজোয় কিন্তু অনেকেই থাকবেন না বলে আগে থেকেই তাঁরা কিন্তু কুমোরটুলির স্টুডিওগুলিতে চলে আসেন। শুধু দক্ষিণবঙ্গ থেকেই নয়, এখানে এমনকি আসাম থেকেও কিন্তু দর্শনার্থীরা আসেন, তাঁরা কিন্তু উপভোগ করেন ঠাকুর বানানোর দৃশ্য। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত ঠাকুরের চক্ষুদান প্রায় শেষ। কুমোরটুলির শিল্পীরা কিন্তু চরম ব্যস্ততার মধ্যে ...
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১৬ | 125.18.104.1
  • সকাল থেকে "শুভ্রশঙ্খরবে" শুনে শুনে এমনিতেই কাজ করতে ইচ্ছে করছে না। তার উপর কিছু খোকাখুকি খেয়েদেয়ে কুমোরটুলিতে বেউবেউ করতে গেল। ঃ-|
  • h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৮ | 203.99.212.224
  • পাল্লিন, তোকে ভিকি আমার ইমেল দেবে। তুই আমায় টুক করে একটা ইমেল করে দিবি। কথা আছে। সিরিয়াস। ভয় নেই আমি রোগা হওয়ার টিপ্স দোবো না ঃ-)
  • h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৬ | 203.99.212.224
  • এত অল্প খাই, ভেতরে গিয়ে সব কোথায় হারিয়ে যায়।
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৫ | 125.18.104.1
  • ঃ-O
  • Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৪ | 61.95.144.123
  • খিদে খিদে আমারও পাচ্ছেঃ-((
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫২ | 125.18.104.1
  • অঙ্খার না, এখন আসলে এট্টু খিদে খিদে পাচ্চে। ঃ-P
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫০ | 203.91.193.7
  • উঁহ্‌, সংযম করে খুব অঙ্খার হয়েচে, এখন সবার পেচনে লেগেছে।
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৬ | 125.18.104.1
  • বোধিরও এক কেস। দুপুরে চিংড়িপোড়া আর মাংসপোড়া খেয়ে কোনোমতে ইয়ে, মানে প্রাণধারণ।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৪ | 163.244.62.136
  • তোমরা কি সব একসাথে সাঁটাতে/ভাটাতে গেলে ? মজায় আছো বাবু তোমরা সব।

    হানু , তোমার দুঃখ বুজচি।আম্মো গত দুদিন ধরে স্যান্ডউইচ চিবিয়ে কোনোমতে প্রানে বেঁচে আছি ঃ(

    রাঙ্গা , তাইলে শুকোনো ছাড়া আর গতি কি ? *ফোঁস্‌স*
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩৮ | 203.91.193.7
  • অরিজিতদাকে আমি ঠিক দেখতে পেলাম না।
  • h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩৭ | 203.99.212.224
  • কী সংযম।
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩৫ | 125.18.104.1
  • অজ্জিত বেসিকালি মাদার ডেয়ারি, বাকিদের বেশির ভাগ আরামবাগ এবং ক্যাপ্টেন ভেড়ি।

    পাল্লিন, দুই নং করি, এক নং পারি না, তিন নং খুব একটা ইচ্ছে করে না। ওনলি থাট্টি থ্রি পার্সেন নিব্বান।
  • Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩৪ | 61.95.144.123
  • বোধি বেশি বলেছে - আমি মোটেও পনেরোটা গুলাবজামুন খাইনি - খান দশেক হবে, আর তিনটে ফিরনি - চারটে নয়। সাথে দুটো ম্যাঙ্গো পেস্ট্রি, চারটে চকোলেট ব্রাউনি, আর দুটো লিচু mousse
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৮ | 216.52.215.232
  • বাব্বা, পুরো হাংরি জেনারেশন খেতে গেছিল এক সাথে। ;-)
  • h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৭ | 203.99.212.224
  • আমি কিছু-ই প্রায় খাই নি। আজকাল খেলেই মনে হয় কবিরা কষ্ট পাবে।
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৭ | 163.244.62.141
  • অ মা , তোমার মতন কেউকেডা লোক না খেয়ে শুকিয়ে নিরভানা আনবে ক্যান।

    তুই বরম শেষেট্টা টাইপস কিচু কর -

    "Yes, there is Nirvana; it is in leading your sheep to a green pasture, and in putting your child to sleep, and in writing the last line of your poem" - kahlil Gibran
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৮ | 125.18.104.1
  • নির্বাণ। ;-)
  • P | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১২ | 163.244.62.141
  • এত অ্যাবস্টিনেন্স ক্যানো রে রাঙ্গা ??
  • r | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৭ | 198.96.180.245
  • মেইন কোর্সে কোনো ননভেজ ছুঁই নি। মূলতঃ রাশিয়ান স্যালাড আর আলু চাট। ডেসার্টে একরাশ ফল আর এক প্লেট ফির্নি। আপিসে পিজ্জার অফারটাও প্রত্যাখ্যান করেছি। বউ বাচ্চা না থাকলে সন্নেসি হওয়ার আর কোনো বাধা ছিল না।
  • Samik | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৬ | 219.64.11.35
  • দ,

    দুয়েকটা স্যাম্প্‌ল প্লিজ?
  • Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৭ | 61.95.144.123
  • এরকম ভরা পেটে কাউকে হাইবারনেট বোঝানো কি রকম কষ্টের কাজ সেটা আর কেউ বুঝবে নাঃ-(
  • d | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৬ | 144.160.5.25
  • সম্মন দেওয়ার জন্য যেন আমি হেদিয়ে মরছি।

    মাইরী এই রঙ্গন, অজ্জিত, বোধি, ব্ল্যাঙ্কিকে ধরে ধরে খারাপ খারাপ গালি দিলে হয়।
  • Samik | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৪ | 219.64.11.35
  • সোমনাথ গরু পোষে? কটা গরু সোমনাথের?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত