লসাগু, এই উইকেন্ডে কোথায় তোমার ঝাঁপি খুলছ? পশ্চিমি না প্রবাসী?
dipu | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩০ | 59.93.209.145
কাল না পরশুর একদিন কাগজে পড়লুম কোন শিল্পী ""ধনের (মশলা) উপর দুর্গাপ্রতিমা এঁকেছেন''।
কি বিচক্ষণ কাগজ!
lcm | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:২০ | 69.236.190.131
কাবলিদা-র শিব্রাম-টা আগে শুনেছি, যাই হোক এই শুনে আমার জোক্স পেয়ে গেল।
১) হাঙ্গেরিয়ান জোক - একজনের অ্যাজমা হয়েছে, ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার বললেন জানালা খুলে রেখে ঘুমোতে, না সারলে আবার আসতে। পরের দিন লোকটি আবার হাজির ডাক্তারখানায়। ডাক্তার জিগ্গেস করলেন, কি হল, অ্যাজমা যায় নি? লোকটির উত্তর - না, তবে মানি ব্যাগ, ঘড়ি... গেছে। এর মর্যালঃ হাঙ্গেরি-তে জানালা খোলা থাকলে চুরি হবেই। তবে অ্যাজমা চোর নেই।
২) ভারতীয় জোক - ভালো ইংরেজী না জানা এক চীনা সহকর্মী অসুস্থ শুনে এক ভারতীয় এক্সিকিউটিভ দেখতে গেছেন হসপিটালে। ঘরে ঢুকতে চীনা লোকটি ম্যান্ডারিন ভাষায় কিছু একটা বললেন। ভারতীয় দেখলেন যে চীনা লোকটি খুব কষ্ট পাচ্ছেন। লোকটি আর একবার ঐ একই ম্যান্ডারিন কথাটি বললেন, এবং, বলেই মৃত্যু মুখে ঢলে পরলেন। যাই হোক, এর অনেক দিন পরে ভারতীয় এক্সিকিউটিভ চীনে গেছেন লং টার্ম প্রজেক্টে এবং ম্যান্ডারিন ভাষা একটু আধটি শিখতে শুরু করলেন। ভারতীয় এক্সিকিটিভ এতদিন বাদে জানতে পারলেন, ঐ কথাটির মানে ছিল - তুমি অক্সিজেন সিলিন্ডারের পাইপের ওপর থেকে সরে দাঁড়াও, আমার দম বন্ধ হয়ে আসছে। এর মর্যালঃ ভারতীয় এক্সিকিটিভরা আতা।
Arijit | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৪ | 61.95.144.123
প্রিয়াডাল্লিং বলবে।
Samik | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৮ | 219.64.11.35
প্রিয়াঙ্কাকে খামোকা দিদি বলব কেন? আমরা তো একই এজ গ্রুপের বোধ হয়।
kd | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৬ | 59.93.212.34
lcmএর পোস্ট (অরণ্যর লাস্ট নেম) পড়ে শিব্রামের একটা লেখা মনে পড়লো - গাড়ীটার হর্ণ ছাড়া সবই বাজে।
kd | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৪ | 59.93.212.34
স্যানের আর একটা তবে নট সো গোপনীয় খবরও পাওয়া গেল - ও নাকি দুগ্গাঠাকুরের মতো দেকতে!
আবাপ আজ হাইট ছড়িয়েছে ব্রায়ান রবসনকে ইংল্যান্ড এবং ম্যানিওরের প্রাক্তন কোচ বানিয়ে। ভদ্রলোক দুইবার কোচ হওয়ার চেষ্টা করেছিলেন - বরো এবং ওয়েস্ট ব্রমে। ইংল্যান্ড এবং ম্যানিওরের "ক্যাপ্টেন মার্ভেল' হিসেবে খ্যাত হইলেও কোচ হিসাবে কিছু করিতে পারেন নাই - আপাততঃ থাইল্যান্ডের কোচ হইয়া দেখিতেছেন। লোকটা ভালো প্লেয়ার ছিলো - এবং প্রাক্তন ইংল্যান্ড এবং ম্যানিওরেরই - ক্যাপ্টেন - তা বলে কোচ বানিয়ে দেবে? ইল্লি আর কি।
Samik | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৪ | 219.64.11.35
বোঝো... পুজোর মার্কেটেও আবাপ আজকে কুসংস্কারের বিরুদ্ধে লিখেছে। তবে পথিক গুহ একেবারেই ছড়িয়েছেন।
nyara | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৩ | 64.105.168.210
আরে প্রতি বচ্ছর তো হুদো হুদো রাটগার্সিয়ান বেরোচ্ছে। আসলে ওনার সঙ্গে রাটগার্জে কিছুদিন ওভারল্যাপ থাকতে পারে। বিশেষতঃ অরণ্যবাবু যদি ডাক্তারি করে থাকেন।
lcm | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪১ | 69.236.190.131
অরণ্য-কে একটা প্রশ্ন - তোমার লাস্ট নেম কি দেব ঃ-)
lcm | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৮ | 69.236.190.131
ন্যাড়া=রাট্গার্সিয়ান=অরণ্য
Blank | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৭ | 59.93.198.167
দম দির নিকট হইতে স্যানের ব্যপারে আমার একটি অতি গোপনীয় সংবাদ আহরিত হয়েছে। যদিও গোপনীয় জিনিস সর্ব জন সমক্ষে আনা উচিৎ নহে, তাও ...
স্যান কলেজ স্ট্রীট বইমেলা হইতে এক খানি *** ব্যাকরন কৌমুদী *** কিনিয়াছে
nyara | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩২ | 64.105.168.210
অরণ্যবাবুকে আমার চিনে ফেলার একটা স্লাইট চান্স থেকেই যাচ্ছে।
Samik | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩০ | 219.64.11.35
বাঙালির টাইম। ৪টে বল্লে সবাই ৪টেয় থোড়ি আসবে!
কটা নাগাদ হলে চাপ হবে না?
আমি ঠিক চারটেতেই হাজির থাকবো, কারণ সেদিন আমি সকাল থেকেই কলকাতায় টইটই করব।
Bratin | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২২ | 125.18.104.1
৪ টে তে?? একটু চাপ হয়ে যাবে না?? বাকি রা কি বলে??
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৮:২৩ | 71.62.121.158
আরো একটা পুজো এসে গেল। সবাইকে শুভেচ্ছা।
Samik | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৮:২৩ | 122.162.75.39
সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা।
আমি ভাবছি বলবই না যে আমার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মনমোহনদাদু, প্রতিভাঠাম্মা, সোনিয়াবৌদি, গুরুদাশজেঠু, সোমনাথজেঠু এঁয়ারা থাকেন টাকেন। আর রাজনাথ সিং তো বলতে গেলে আমাদের পাড়ারই টেকো বুড়ো ...
এসব বল্লে লোকে আবার খিল্লি করবে ...
তা হলে ৩০ তারিখ বিকেল চাট্টে সিটি সেন্টার ... ঠিকাছে?
আচ্ছা অরণ্যদা, আপনি ই তো মনে হয় ঐ গুরুর গ্রাহক হবার ব্যাপারে জানতে চেয়েছিলেন ? যদি তাই হয়, তাহলে যে সরি বলাটা ডিউ আছে, সেটা বলেই দি। সেদিন কলব্যাক করবো বলেও আর করতে পারিনি কারণ আমার ফোনটি সেদিন রাতেই দেহ রাখে আর সমস্ত নম্বরেরাও সেই সাথে পঞ্চভূতে বিলীন হয়। ঃ(
M | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৭:০৭ | 59.93.197.184
আজ আম্মো যাবো আর পোচ্চুর ছবি তুলবো, হ্যাঃ।
যাঃ ব্যাটারি চার্জ দেওয়া হয়নিকো।
pi | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৭:০৪ | 128.231.22.89
ইস। পাশে বসে টিকটিকি দেখেও লোকে কি রেলা ন্যায়! আর আমি যে পাশে দাঁড়িয়ে কুকুর দেখলুম! অজয় দেবগণের পাশে। সেই যে এশিয়াটিক সোসাইটীর সিঁড়িতে শুটিং হচ্চিলো। দোতলা বাসে ঈশান অবস্তীর সিট টাতে বসেবসে দিব্বি পাশ দিয়ে দেখছিলুম। কারণ বাস গেছে ট্র্যাফিকে আটকিয়ে। হঠাৎ দেখি একটা কুকুর ঐ সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে শুটিং এর এলাকায় ঢুকে পড়ে আরকি ! তো, ছোট্টো একটা সোরগোল , আমার মতন ই সব লোকজন তাকালো কুকুরটার পানে। অবভিয়াসলি অজয় বাবু ও তাকালেন। তাইলে ব্যাপারটা কি দাঁড়ালো ? অজয় বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুর দেখলেন। পাশে বাসটাও দাঁড়িয়ে ছিলো। বাসে বসে আমিও দেখলুম। অর্থাৎ অজয় দেবগনের পাশে দাঁড়িয়ে আমিও কুকুর দেখেছি। কিন্তু তার জন্য কি একবার ও আমার অ্যাপ্রনের কলার তুলেছি ?
য়।
anon | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৬:৩৪ | 115.187.38.178
সবার জন্যে শারদ শুভেচ্ছা রইলো
Aranya | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৬:১১ | 192.128.167.68
পশ্চিম গোলার্ধে আমার সোষণ এইমাত্র শেষ হল রাত সাড়ে আটটায়। এবার এক ঘন্টা ড্রাইভ ঘরপানে - শালার জীবন, সত্যি অরণ্যেই চলে যেতে হবে মনে হচ্ছে পাকাপাকি ভাবে ঃ-(
Aranya | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৫৯ | 192.128.133.68
গালগল্প ভালো, খোসগল্প-ও বোধহয় চলবে। টিম, আমি তোমার কবিতা আর মণিদা-র গল্পের ফ্যান - আমাকে স্বচ্ছন্দে তুমি বলতে পার।
a x | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৪০ | 143.111.22.23
আমার ওপর কোনো স্যাডো ম্যাসোকিস্ট ভূত চড়াও হয়েছে। কাল "চোখের বালি" দেখলাম। কেন দেখলাম?
a x | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৩৯ | 143.111.22.23
anecdote- গালগল্প?
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৩৮ | 198.82.26.133
অরণ্যদা আপনার নামটা বেশ সুন্দর। ঃ)
Aranya | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৩৫ | 192.128.166.68
মিত্র-ঘোষের 'কলেজ স্ট্রীটের সত্তর বছর'-এ কালিদাস রায় এবং আরো অনেক লেখকের ওপর সুন্দর কিছু anecdote আছে (anecdote-এর বাংলা কী?)
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:২৯ | 198.82.26.133
কাব্লিদা, আমাদেরও। চোখে দেখিনি। কবিতা পাঠ্য ছিলো। চাত্রধারা।
Du | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:১৩ | 71.123.206.73
হ্যাঁ। খুব সুন্দর
a x | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:০৭ | 143.111.22.23
খুব সুন্দর ছবিগুলো।
kd | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:০৪ | 59.93.170.44
আমি অত বুড়ো নই। ইনি কালিদাস রায়, আমাদের মাস্টারমশাই। অবিস্যি কালিদাস নাগও থাকতেন এখানে তবে আমি দেকিনি।
a x | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:০১ | 143.111.22.23
ব্ল্যাংকের ২০ নং ছবিতে দুগ্গার মুখটা ঠিক স্যানের মত! :-o
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:৪৮ | 198.82.26.133
মহাকবি কালিদাস? কেডিদাকে পেন্নাম। ঃ)
tkn | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩৭ | 122.163.3.55
ঃ-(( ভোরের মুখে একি খিল্লি!!!!! এ তো পুরো খিল্লি পাতুড়ি ঃ-(( বহুত ব্যথা পেলাম টাইপের মুখ বানানোর চেষ্টা করছি কিন্তু এত্তো হাসি পাচ্ছে ঃ-))
kd | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩২ | 59.93.170.44
তেকেনার সঙ্গে আমার খুব মিল। ওর আশেপাশের যাদের নাম বললো তাদের বেশীরভাগের নাম শুনিনি, আর আমার আশেপাশের, যেমন মলিনা, ধীরাজ, উত্তম, বুড়ো, অনিল, হেমন্ত, অমল, সলিল, পিন্টু, প্রেমেন্দ্র, কালিদাস, মঙ্গল, এদেরও বেশীরভাগের নাম ও শোনেনি। বন্ধুবর্গ তো বাদই দিলুম।
ওঃ, বিকেল সাড়ে চারটেয় বেরিয়ে রাত দেড়টায় বাড়ি ঢুকলাম ঠাকুর দেখে। কতদিইইইন পরে অ্যাত্তো ঠাকুর দেখলাম ঃ-))) আহ্হ্হ্হ্হ পাড়ায় ফিল্মস্টার নিয়ে কত্ত কথা!! এদিকে আমার সামনে অপরাজিতা, কোণাচে সম্বরণ ব্যানার্জী, বাঁদিকে সুনীল গঙ্গোপধ্যায় (মাসে ১৫ দিন অন্ততঃ), পাশের পাশের হাউসিং-এ শংকর চক্কোত্তী উইথ ওয়াইফ সোনালী চক্কোত্তি... ইত্যাদি। নাঃ গব্ব করে লাভ নেই, কারণ মুখোমুখি ঋত্বিক রোশন থাকলেও আমি যে তেকেনা সে তেকেনাই ঃ-)
Blank | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৭ | 59.93.192.28
ঃ-)
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৩ | 198.82.26.133
ওব্ববা, এতজন আগে থেকেই ওৎ পেতে থাকে? ঃ-(
Blank | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৯ | 59.93.192.28
ধনুক টা পেতলের। দশমীর দিন সেসব খুলে রেখে দেওয়া হয় বড় বাক্সে। আগে তীর গুলো আগে সমান ভাগে ভাগ হয়ে যেতো। পঞ্চমীর দিন, যে যেকটা তীর বানিয়েছে, সেগুলো সব তার। সাথে আবার ময়ুর পুচ্ছ অব্দি ফ্রী। খালি কে বেশী ময়ুর পুচ্ছ পাবে, তাই নিয়ে ঝগড়া ঝাটির চোট ময়ুরের পাছু পুরো ন্যড়া হয়ে যেতো
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৭ | 198.82.26.133
কাব্লিদা তো অন্তত একজনকে হেব্বি চিনবে। ঃ)
Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৩ | 198.82.26.133
তীর ধনুকগুলো কি ফেলে দিস? ঃ)
Blank | ২৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪২ | 59.93.192.28
আমি আজকাল আর্কিটেক্ট হয়ে গেছি। ঃ)
গোখরী জিনিসটা দিয়ে গনেশের ধুতির পাড় তৈরী হয়। সরু, সোনালী রঙের জরি একরকম, কোঁচকানো থাকে। গনেশের সাদা বা ঘি রঙের ধুতির সাথে ঐ জিনিসটা চলে। কার্তিকের রঙীন ধুতির সাথে দিয়ে হয় চওড়া পাড়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন