এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৭ | 122.162.75.240
  • অনি কি দেশের বাইরে থাকো?

    ওটা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল বছর পাঁচেক আগে। দেশে বেরনো এযাবৎ ট্র্যাশতম লেখা।

    ষাঁড়ের নাদিসদৃশ। ঃ-)
  • ani | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৬ | 61.0.138.45
  • *বিজ রায়
  • ani | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৫ | 61.0.138.45
  • "আনন্দ"তে একটা বই দেখলাম বিজ রায়-এর লেখা "আমাদের কথা" - কেউ পড়েছেন? ভালো? কিনবো ভাবছি :)
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৯ | 122.162.75.240
  • সো গয়ি হ্যায় সারি বিল্লিয়াঁ
    ও সারি চিড়িয়াঁ
    সো গয়ে হ্যায় কুত্তা (ভৌ ভৌ)
    সো গয়া য়ে জহাঁ
    সো গয়া আসমাঁ
  • Somnath | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৯ | 117.194.194.83
  • রিসেন্টলি স্টক ক্লিয়ারেন্স সেল দিয়েছে ২৫% হপ্তা খানেক আগেই। এবার আবার দাম বাড়বে মনে হয়।
  • ani | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৭ | 61.0.138.45
  • "মিত্র ও ঘোষ"-এর প্রিন্টিংঅএর মান দিন দিন পরে যাচ্ছে ... প্রচুর বইতে কি বিশ্রী পাতার কোয়ালিটি! :-/
  • tkn | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৬ | 122.162.42.61
  • জাগে জাগে আরমাঁ জাগে জাগে হাম...
  • birbal | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩০ | 121.245.89.79
  • আমিও জেগে আছি।
  • M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০১:২২ | 59.93.195.209
  • আর আজ সবাই ঘুমুচ্চে, তাই আমি জেগে আছি, এরমই হয়। ধুর বাবা।
  • M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 59.93.195.209
  • উঃ কতো কতো এম!!!!!!!!!!
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৭ | 122.162.75.240
  • তীর্থংদার রাবন্দা সম্পূর্ণ কালেকশন আছে কারুর কাছে?
  • jani naa | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৫ | 122.162.75.240
  • আর ভাঙা প্রেম। জানি না দিদির কপালটাই ভাঙা ... ;-)
  • tkn | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২২ | 122.163.3.65
  • জানিনা দিদি??
    :-O
  • rokeyaa | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৮ | 203.110.246.230
  • জানিনা দিদি-ই কি ঐ ভাঙ্গা প্রেমের গল্পটা লিখতে লিখতে উঠে গেছলেন?
  • nyara | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১ | 64.105.168.210
  • 'জানি না'-র গুরু ই®¾ট্রাটি গুরুর ফ্রন্ট পেজে দেওয়ার মতন জিনিস হয়েছে। নবাগতদের বোঝানোর জন্যে খুব ভাল।
  • arjo | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৮ | 24.42.203.194
  • সব্বাইকে ধন্যযোগ, অভ্যুকে বিশেষ করে বলে রাখি গতকাল থেকে আমরা পাঁঠা খাচ্ছি, উঠতে বসতে। ঈদের শুভেচ্ছা রইল।
  • em | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৭ | 117.99.185.141
  • হুঁ। চাঁদ আমি নিজেও দেখলাম ছাদ থেকে।
  • Samik | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২২:০২ | 122.162.75.49
  • ইয়েম,

    হ্যাপি ইদ। কাল কি ডিক্লেয়ার হয়ে গেছে? ঃ-)
  • jani naa | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২২:০১ | 122.162.75.49
  • বীরবল,

    তোমার অসুবিধেটা বুঝতে পারছি। নবাগত হিসেবে এ রকম অস্বস্তি যে কারুর হতে পারে। আমি একটু সাহায্য করার চেষ্টা করছি তোমায়, কেমন?

    এটা ভার্চুয়াল আড্ডা মারার জায়গা। সারা পৃথিবীর বিভিন্ন কোনা থেকে বিভিন্ন রকমের বাংলাভাষী এখানে আড্ডা মারে, ইয়ার্কি মারে। এটা কোনও সাহিত্যচক্র নয়, এই আমার কবিতা কেমন হয়েছে বলো না, এই আমার প্রবন্ধ তোমাদের ভালো লেগেছে কিনা বলো না, এই রকমের আবদার এখানে আমরা কেউ করি না। কেউ ইচ্ছে হলে নিজের লেখা এখানে দিই, সেটাও টইপত্তর বিভাগে নির্দিষ্ট সেক্‌শনে, সেটা পড়ে যদি কারুর ভালো লাগে তা হলে সবাই বাহা-বাহা করে, না লাগলে লোকে হয় চুপ করে থাকে, নিতান্ত অসহ্য হলে পরিষ্কার বলে দেওয়া হয় ওটা ষাঁড়ের গু হয়েছে। যে বলছে, আর যাকে বলছে, কেউ কাউকে চেনে না, কেউ কারুর পয়সায় খায় না, সুতরাং কেউ কারুর ধার ধারে না। কেউ অভিমান করে "হ্যাঁ ভাই আমার সাথে তোমরা কেউ কথা বল্লে না, আমার লেখাকে ভালো বললে না, আমি আর আসবো না' বলে দিলে তার হাত ধরে সাধাসাধিও করার কেউ নেই, এখানে আসাও নিজের ইচ্ছেয়, যাওয়াও নিজের ইচ্ছেয়। আবাহনও নেই, বিসর্জনও নেই।

    কারুর প্রশংসা করলে নিজের দায়িত্বে, গালাগাল দিলেও নিজের দায়িত্বে, কোনও কিছুই এখানে ফিল্টার করা হয় না, এটা আনমডারেটেড ফোরাম, যে যা খুশি লিখতে পারে, কেবল তার বক্তব্যের দায় তার নিজের। লেখার কনটেন্ট সবার অপছন্দ হলে সবাই মিলে প্রতিবাদ করে এখানে।

    এখানে কোনও আমরা-তোমরা ভাগ নেই। কোনও লবিবাজি নেই। নবাগতকে র‌্যাগিংও করা হয় না, তোষামোদও করা হয় না। ঢালাও ফরাস পাতা, এলে বসে পড়ো, কেউ চা সিঙাড়া খাওয়াবে না, পোষালে গল্প করো, না পোষালে চলে যাও। সম্পূর্ণ নিজের ইচ্ছে।

    আমরা কেউ কারুর ব্যক্তিগত ব্যাপারে আগ্রহী নই। কে কোথায় থাকে, কে কীসে চাকরি করে, কার কটা বউ বাচ্চা, কতদিন বিদেশে আছে, ক্যালিফোর্নিয়ায় আছে না আন্টার্কটিকায় আছে, নাকি ঢাকায় আছে, সিম্পলি ডাজন্ট ম্যাটার টু আস।

    আস্তে আস্তে আলাপ পরিচিতির পরিধি বেড়ে গেলে পরে, নিজে নিজেই বুঝে যাবে কে কেমন। তখন জেনে যাবে কার কবে জন্মদিন, কার কবে মৃত্যুদিন, কে বেহালা বাজায়, কে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য।

    কিছুটা বোঝাতে পারলাম?

    আপাতত ভাটিয়ালিতে ভাট মারো, বাংলা লেখাটা এট্টুসখানি প্র্যাকটিস করে নাও। আর কেউ এসে টইপত্তরের শুলুকসন্ধান দিয়ে দেবে। তখন হাত খুলে টইতে লিখো। কেমন?

    অবিশ্যি এখন লিখতেও কেউ আটকাচ্ছে না ...
  • em | ২০ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪২ | 117.99.185.141
  • সক্কলকে, সক্কলকে ঈদের শুভেচ্ছা দুধ-সেমুই সহ ঃ)
  • birbal | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৮ | 121.245.90.22
  • আচ্ছা বানান তো ঠিক লিখলাম তবে এত ভুল হলো কেন?
  • birbal | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৩ | 121.245.90.22
  • আমি কখনই আপনাদের অস্বস্তির কারন হতে চাই না ।অআর খেলতে কথাটা হস্যরস তৈরির জন্য ছিল।অআমাকে পাকতেও দিলেন না!আমি সত্যিই না জেনে এখানে ঢূকে পরেছিলাম ।অজানি না আপনারা কে!আশলে অন লাইনে আমি নতুন তো।অআর দাদারা /দিদিরা সবার হাতে অনেক সময় থাকে না ,আপনারা সবাই ভালো থাকবেন।অবড্ড থাকতে ইচ্ছা করছিল।অআপনাদের আপন ভাবতে শুরু করেছিলাম, তাই পাত্তা না পেলেও আপমানিত হয়নি।
  • kui ekajan | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৯ | 115.240.152.78
  • বীরবল,
    অচেনা কারোর সাথে এরকম হঠাৎ করে যেচে গল্প শুরু সাধারণত হয়ে ওঠে না। এই যে আপনি বারবার 'খেলতে চাই' বলছেন আর কেউ পাত্তা দিচ্ছে না, সেটা আপনার কাছেও অস্বস্তিকর, বাকিদের কাছেও। বরং এখানে বা টইতে, আড্ডার মুড বজায় রেখে টুকটাক নিজের মন্তব্য দিতে থাকুন, দেখবেন আস্তে আস্তে সবার সঙ্গে আলাপ হয়ে যাচ্ছে। সে আলাপ পেকে বন্ধুত্ব হবে কি না, সে পরের ব্যাপার।
  • omnath | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৭ | 117.194.192.193
  • না; যদিও বৃষ্টি নিদারুণ পূর্বাভাস, অংশুমানের ছবি দেখেই আসি, নন্দনে। নইলে রাতে কি নিয়ে সমালোচনা লিখব? ;-)
  • birbal | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৩ | 121.245.118.154
  • আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই।
  • d | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৪ | 121.245.60.166
  • সিঁফো, বিকেল সাড়ে চারটের মধ্যে এই পোস্ট দেখলে অর্কুট চেকিও।
  • d | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৩ | 121.245.60.166
  • ব্ল্যাঙ্কি, আমার স্ক্যাপবুক দেখত? এটা তোরই ছবি তো? আমি জানতে চেয়েছি কার থেকে পেয়েছে?
  • em | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪০ | 117.99.40.96
  • আজকের***
  • em | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৯ | 117.99.40.96
  • আজ্জোকে জন্মদিনের শুভেচ্ছা।
    বিলেটেড হয়ে গেল যদিও।
  • em | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৮ | 117.99.40.96
  • আজোকের আবাপা তে মালুর একটা লেখা আছে, অমিতাভ মালাকার। ঢাকার পুজো। আমার এখানে আবাপা খোলে না তাই লিংক দিতে পারছি না।
  • d | ২০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩২ | 59.161.181.159
  • আজ্জোকে একটা হইচইভরা শুভেচ্ছা। সঙ্গে আকাশভরা ঝমঝমে বিষ্টি।

    ইপ্পি কয় কী? এরপরে কি বন্ধু করতে গেলেও রেফারেন্স দেখতে হবে নাকি? অক্কুট তো বেশ গোলমেলে বরাবরই। কিন্তু মাঝে একটু নিরাপদ বলে মনে হত যে। ঃ(((
  • pi | ২০ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪২ | 72.83.75.193
  • একটা ছবি আপলোডাতে গিয়ে দেখি অর্কুট থেকে আমার ঐ সাঁঝাবাতি র অ্যালবাম খানা হাওয়া !! এ কি সত্য ? এ ও কি সম্ভব ?? অ্যাকাউন্ট হ্যাক হল নাকি কোন বাগ ! আমার অ্যাদ্দিনের সাধের অ্যালবাম ... ছবি গুলো সব ও কোথায় ছড়িয়ে ছিটিয়ে আর আদৌ কোথাও আছে না কি কে জানে ঃ((((
  • Abhyu | ২০ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৫০ | 97.81.76.105
  • ও বুঝেছি। ওটা আজ্জোর জন্যি আজকালের জন্মদিনের উপহার। আর আমার তরফ থেকে ভুনি খিচুড়ি আর এট্টু কষা মাংস (আজ যা ওয়েদার)।
  • Abhyu | ২০ সেপ্টেম্বর ২০০৯ ০৭:০৬ | 97.81.76.105
  • ôÂËù ëÂ×i§îÂ

    ôÂËù ëÂ×i§î ýûþ¿ò¼ NASA õ± ßÂï±ûþ Õ±Ëå, Necessity is the mother of invention¼ ÷ý±ß±ú ÂóËëÂÿ 455C ô±Ð, Îüý× üÅÂó±õþßÅÂù î±Âó÷±S± üýÉ ßÂËõþ ÷ý±ß±ú û±ò ûÃàò ÂóÔ¿ïõÏõþ Õ±õý±Ýûþ± ÷GÂËù ›¶Ëõú ßÂËõþ, îÂÃàò î±Ëß üýÉ ßÂõþËî ýûþ 1,533 K •ÎßÂù¿öÂò— î±Âó÷±S± õ± 2,300C ô±Ð-Ûõþ òûþ, Multiple Sclerosis-Ûõþ ¿¦§ß±üÇ •Snickers— õ± Φó±éÇÂü ¸¼ î±ý× ÎúËø William Anders-Ûõþ Ûß Õ÷õþ ëÂ׿M ¿ðËûþ Îúø ß¿õþ¼ Anders ¿åËùò ÕɱËÂó±Ëù± 8-Ûõþ ùÅò±õþ ÷ËëÂù Âó±ý×ùé¼ ëÂ׿ò õËù¿åËùò, ‘We came all this way to explore the moon, and the most important thing is that we discovered the earth’¼ ÷ý±ß±ú ¿õ:±ò Ý áËõøí± ¿òõþ™Lõþ qÉËûþù±õþ •Eugene Schueller—-Ûõþ ùûþåÅ頕Drop-out—-Ûõþ üরেÃàÉ±Ý ßÂË÷Ëå ÎÂó±øß •Nutrient— üরেËû±æËòõþ ü¥óð •Living Rexources— [nî ôÅ¿õþËûþ Õ±üËå¼ Õ¿õùË¥¤ üরেõþ{Âí •Conservation— Ûõরে üরেõñÇò •Development— õÉõ¦š± ò± ¿òËù, ÃàÅõ ¿úá¿áõþý× qñÅ ö±õþî ÎßÂò, ü÷™¦ ¿õ«ý× ü±÷Å¿[ß ձ¿÷ø ÎïËß õ¿=î ýËõ¼
  • a x | ২০ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 75.53.198.45
  • ওহ মাঝে অনেককিছু লেখা মুছতে গিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছে। ভৌগোলিক না অর্থনৈতিক - এর পরে লিখতে চেয়েছিলাম, পুরুষ প্রধান জগতে মেয়েরা কি পিতা না ল্যালা, তারপর ভার্দার কথাটা। রাশিয়ার পর ভার্দা না!
  • a x | ২০ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৯ | 75.53.198.45
  • ঈশান, ফাল্গুনী রায়টা আমি ঠিক উদাহরণ দিইনি। ইনফ্যাক্ট এই ফাল্গুনী রায় বা ঐ গোষ্ঠীর লেখা আমার কাছে আরো বেশি করে পাশ্চাত্য দ্বারা প্রভাবিত মনে হয়েছে (বলে রাখা দরকার, হওয়াটাকে আমি আদৌ খারাপ কিছু বলে মনে করিনা)। বেসিকালি জানিনা বলেই উদাহরণ দিতে পারিনি। কিন্তু ফাল্গুনী রায়ের উদাহরণ দিয়ে আমি বলতে চেয়েছিলাম যে আমরা কবিতা সিংহ, সুবোধ ঘোষের নাম জানি কিন্তু এই ফাল্গুনী রায় বা দেবী রায়ের নাম কম জানি। আমরা মানে মেনস্ট্রীম পাঠককূল।

    তো তুমি যে এই পিতা/ল্যালা ভাগটা করলে, ধর খালি সাহিত্য বা সিনেমার ক্ষেত্রেই খালি ধরি যদি, সেটা কি দিয়ে? ইউরোপ/অ্যামেরিকা পিতা? জাপান কি পিতা? এটা কি ভৌগোলিক না অর্থনৈতিক? মানে জাপান তো পশ্চিম না, কিন্তু প্রথম বিশ্ব। রাশিয়া? আমি যদি ভার্দার সিনেমা ধরি? ভার্দার তো অ্যান্টি-এস্ট্যাবলিশমেন্ট সিনেমা অনেক। তার ভাষাও তার নিজের বলেই মনে হয়েছে। তারপর বোলিভিয়ার উকামাউ গোষ্ঠীর সিনেমা, জাপানের মাসাও আদাচি, হাইলি অ্যান্টি এস্ট্যাব্লিশমেন্ট কিন্তু এদের সিনেমাও নিজের ভাষাতেই। আমি কিছুই দেখিনি, এগুলো সব পড়ে বলছি। হয়ত সুমেরু বা শমিত আরো উদাহরণ দিতে পারবে। তো এই যে পাঠক/দর্শক হিসেবে আমাদের সামনে বুনুয়েল আসছে, আদাচি আসছেনা, এটাই বলার চেষ্টা করেছিলাম। কেননা আসছেনা, বাজারের কতটা সম্পর্ক তার সাথে, এরকম আরো অনেক প্রশ্ন আসে।

    এরপর থাকে আরেকটা কথা, সেটা টই তে লিখছি, পরে।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০০৯ ০০:২০ | 72.83.75.193
  • তো আর কি ? ইনকিউবেটরে রেখে দিলেই হবে। বিজয়া আসতে আসতে এক্কেরে ম্যাচিওর্ড হয়ে বেরিয়ে পড়বে।
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৩ | 122.162.75.190
  • আরে শু, এ তো হামেশাই হচ্ছে। আড়চোখে দেখলাম রুমাল, ঝাড়ি মারতে গিয়ে দেখি বেড়াল। এ আর নোতুন কী?
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৯ | 122.167.6.237
  • হ্যাপ্পী বিজয়া (সব্বাইকে)
    এট্টু প্রিম্যাচিওর্ড। তো ?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৯ | 72.83.75.193
  • আজ্জোদার জন্যি অনেক অনেক রসগোল্লা রইলো। ভেবে দেখলুম ওটা ই পাঠানোর কোনো ঝামেলা নেই, নিজেই সুবিধেমতন পছন্দমতন বানিয়ে টানিয়ে নিতে পারবে।
    আর কমলাভোগের জন্যি ঐ কমলা আকাচা গামছাও রইলো।

    তিমিভায়া,হ্যাঁ, মশা মারতেই ব্যস্ত। কামান দাগা কম কাজ ! ঃ(
  • Abhyu | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৪ | 65.13.24.158
  • শুভ বিশ্বকর্মা পুজো (সবাইকে - বিলেটেড)
    শুভ মহালয়া (সবাইকে - বিলেটেড)
    শুভ জন্মদিন (আজ্জোকে)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩২ | 122.252.231.12
  • একটু অ্যান্টিডোট দিয়ে যাই। ;-)

    রিলায়ান্স ডিলাইটে দেখে এলাম চমৎকার প্যাকেটে করে শুঁটকি বিক্রি হচ্ছে। সামনের বার গিয়ে নিয়ে আসব।
  • shu | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩০ | 59.93.163.10
  • জম্মোদিনের শুভেচ্ছা আজ্জো(দা)কে।

    বারান্দায় গেলাম ফোন কত্তে, হঠাৎ দেখি একটা হাঁস দাঁড়িয়ে নিচে রাখা কিছু একটা খাচ্ছে। ফোন কত্তে কত্তে হঠাৎ খেয়াল হল, হাঁস! কোত্থেকে?? ফোন নামিয়ে দেখা গেল, বেশ বড়ো সড়ো হুলো, যেটা কিনা মাঝে মাঝেই আসে বেউ কত্তে! আমি ওকে হাঁস ভাবলাম কেনো! আমি দিব্যি দেখতে পেলাম একটা হাঁস!!
  • I | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৯ | 59.93.163.61
  • আর কমলাভোগ ? সেটা বানাতে হলে কি গেরুয়া অন্তর্বাস পরা প্রয়োজন?
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৫ | 24.42.203.194
  • সবাইকে থ্যাংকু।

    ইন্দোদা স্পঞ্জ রসোগোল্লা জানে না!! আর শহরে গেলে যেকোন দোকান থেকে রসগোল্লা খেলেই দেখবে যে দাঁতের মধ্যে রসগোল্লা বাউন্স করছে। এরই নেমন্তন্ন বাড়ির নাম হল স্পঞ্জ রসগোল্লা। কেসি দাসের রসগোল্লা তো চিবিয়ে টিবিয়ে ছিবড়ে ফেলে দেওয়া যায়। আমাদের গেরামের দিকের মতন মুখে দিলে গলে গিয়ে সারা মুখে রস ছড়িয়ে পড়া টাইপ নয়। টেকনিকালি বলতে গেলে একটা রসগোল্লা আর একটা হল রসগোল্লার প্রোটোটাইপ, রং দেখে ঠকবেন না। আর এক ধরণের রসগোল্লা আছে সেটা হল ভাটপাড়ার রসগোল্লা। ভাটপাড়ার গলিঘুঁজির মধ্যের দোকানে আজও পাওয়া যায়। কড়া পাকের আর চনচনে মিষ্টি। দানাদার আর রসগোল্লার কনভেক্স কম্বিনেশন। তবে ঐ রসগোল্লা খাওয়ার জন্য ঘটি হওয়া নিতান্ত জরুরী। নইলে জিভে সইবে কিনা বলা মুশকিল।
  • snb | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৩ | 121.240.208.93
  • s.n.bhakat | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৫ | 121.240.208.93
  • তুমি কি ভলো আছো। আমি এক রকম আছি।
  • intellidiot | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩২ | 117.194.66.126
  • (-ঃ আর্য্যদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত