এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:০২ | 122.173.176.167
  • না না, ফর্দর টই তো আলাদা ঃ-))

    আর্য্য! ওকি? ওগুলো আর্শোলা না, রোচেস ঃ-)
    আর মশা নেই আবার কি? সামার এলেই গাদা গাদা রিপেলেন্ট তাক আলো করে থাকে কার জন্য??
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:০১ | 143.111.22.23
  • প্রচুর মশা আছে। কামড়ে গর্ত করে দিল। আর আরশোলা মানে, উড়ন্ত আরশোলা আছে। আর বলব কি মশাই, ঘেন্নার কথা পিতার দেশে ল্যালা ছারপোকা আছে। এখানে তিনজনের বাড়িতে শুনলাম হয়েছে। সবাই কিন্তু ল্যালাদেশের নয়।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৮ | 122.252.231.12
  • মানে? আমি ফর্দ-ই-ননউরোসেϾট্রকওয়ার্ল্ড বানাবো নাকি। এয়ার্কি??
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৮ | 168.26.215.13
  • বিদেশে এই একটা জিনিষ খুব ভালো। মশা নেই। থাকলেও কামড়ায় না। কিন্তু আরশোলা আছে। খুব।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৬ | 122.173.176.167
  • ব্যাস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স ??????
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৪ | 122.252.231.12
  • যাহা চাই তাহা পাই না। মশাবিহীন রাত। স্ক্র্যাচবিহীন গাড়ির দরোজা। ঃ(
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫১ | 122.173.176.167
  • যাহা পাই তাহা চাই না ঃ-)
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫০ | 143.111.22.23
  • ঈশানের ল্যালা ম্যনিফেস্টো নিয়ে আপাতত একটাই কথা আর এটা আসল বক্তব্যতে কিছু কϾট্রবিউট করবেনা বলে এখানে লিখছি। প্রতিষ্ঠান পিতা - স্পিলবার্গ, প্রতিষ্ঠানবিরোধী - বুনুয়েল। এটা কম জানার জন্য মনে হয়েছে। র‌্যাদার বলব, এই জানাটা শক্তি জানি কিন্তু ফাল্গুনী রায় জানিনা যেমন, তেমনই। ইউরো সেϾট্রক বা প্রথম বিশ্বের বাইরে আরো কিছু, বেশ কিছু সিনেমার লোক আছে, যাদের প্রতিষ্ঠানবিরোধী বলেই দেখা হয়, এবং যারা এর গভীরে যায়, তারা ভালোভাবে তাদের ফলো করে। মানে তোমার কাছে বুনুয়েল আসে আমার কাছেও, লাইক শক্তি, কিন্তু আমার কাছে ফাল্গুনী আসেনা যেমন, তেমন তোমার কাছেও কেউ কেউ আসছেনা।

    আর তোমার গর্ব যদি হয় তুমি ল্যালা বলে, যে ল্যালার লেখা ল্যালারা পড়বেনা, কেননা সেটা সেল্ফ-ক¾ট্রাডিক্টারি, এবং এতই নিশ্চিত (তোমার কথাতেই) এবং পিতারা বা পিতার সন্তানরা তো পড়বেই না, তাহলে ম্যানিফেস্টো লেখা কেন। ল্যালা যেদিন গর্বিত হবে ল্যালা বলে, সেদিন সে কি করে ল্যালা থাকবে? সেদিন তো সে আরেক পিতা হবে। পিতা হওয়াই কি তাহলে উদ্দেশ্য? আগে এইটা ক্লিয়ার করি, নইলে সবই সার্কুলার লজিকে ঘুরছে।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৯ | 122.252.231.12
  • শন দ্য শিপ। মেয়ের আরেক ফেবারিট ক্যারেকটার।

    আম্রিকায় গিয়ে আমার "দ্যাট সেভেন্টিজ শো' আর "ফ্রেজিয়ার' দেখার ভয়ংকর নেশা চড়েছিল। ফিরে এসে দেখলাম স্টার ওয়ার্ল্ডে দেখাচ্ছে। ব্যস, সব নেশা নেমে গেল। ঃ-)
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৪ | 122.162.75.185
  • আমি মেয়েকে টম জেরি ছাড়া আর কোনও কার্টুন দেখতে দিই না ঐ ভয়ে।

    সিবিবিজ আর রিনিউ করি নি। ও তার রেসপেক্টে বড়ো হয়ে গেছে।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৩ | 122.173.176.167
  • ঃ-)))
    ডিডিদা, আমিও তাই দেখছি তো। সবাই তাই দেখছি। মহালয়ায় নেশা ফ্রি, করুন বা না করুন ঃ-))

    ভাপা দই অসাধারণ হয়েছে। আমার মেয়ে, মা, মাসি, মামী, মামা, মেসো এবং বোন খেয়ে খুব ভালো খুব ভালো বলেছে ঃ-) আমি ক্রেডিট দিয়ে দিয়েছি আপনাকে তখুনি
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৩ | 122.162.75.185
  • হুঁ। টেলিটাবিস, আন্ডারগ্রাউন্ড আর্নি, ইন দ্য নাইট গার্ডেন।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৩ | 122.252.231.12
  • মেয়ে ইদানীং মন দিয়ে রিচি রিচ দেখছিল বলে ঈষৎ চিন্তান্বিত হয়ে পড়েছি।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪২ | 122.252.231.12
  • টেলিটাবিস সিবিবিজে আসে!
  • nyara | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪০ | 64.105.168.210
  • আমাদের বাড়িতে কাইয়ু, জর্জ, সুপার কিডস, বিল্ডার বব ইত্যাদি ভাল খায়। আরও অনেকসব নাম আছে, যেগুলো আমার মনে নেই।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪০ | 122.167.24.157
  • লেঃ পচা।
    আমার কি ভয়ংকর নেশা হয়ে গ্যালো। দেখুন।
    বিকল্প টইতে একটানা কি রকম সব ল্যাখা দেখতে পাচ্ছি। পরপর। একটানা।
    নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গ্যাছে।
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৯ | 122.162.75.185
  • না, চিত্তরঞ্জন পার্কের কেবল অপারেটর বোধ হয় অনেকগুলো বাংলা চ্যানেল দেয়। বাকি দিল্লি এনসিআরে ঐ তিনটে। ডিডি ইটিভি জী।
  • nyara | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৯ | 64.105.168.210
  • বুয়েচি। যদিও কে লোকাল চ্যানেল আর কে প্রধান চ্যানেল সে কী করে জানা যায়, তা বুঝিনি।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৮ | 122.173.176.167
  • পি বি এস-এর কিছু কিছু শো পোগোতে দেখায়। যেমন টেলিটাবিস। আর্থার দেখায় কিনা জানিনা। berenstain bears দেখেছি এক দুবার। কিন্তু PBS আলাদা চ্যানেল বোধহয় দেখায় না
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৭ | 122.252.231.12
  • আর ন্যাড়াদা। এখন আর লুরু-কোচি-জলন্ধর-খড়গপুর আলাদা কিছু নয়। প্রধান বাংলা চ্যানেলগুলি সবজায়গাতেই পাবেন। না হলে কোথাও পাবেন না।

    লোকাল কেবল হলে অবশ্য অন্য কথা।
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৭ | 122.162.75.185
  • সরি, ওটা স্টারানন্দ হবে। ;-)
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৬ | 122.162.75.185
  • টা স্কা তে যা দেয় ঃ

    ডিডি বাংলা
    স্টার কিন্তু
    ইটিভি বাংলা
    জী বাংলা
    আকাশ বাংলা
    স্টার জলসা (ভয়ংকর চ্যানেল)

    শ্রাবণী আজ বলল ওর ডিশ টিভিতে কলকাতা ক রেডিও দেয়। টা স্কা আগে রেডিও দিত এখন বন্ধ করে দিয়েছে।

    আর তেকোনা, আমারও ব্রডব্যান্ডের সাথে ফোন ফ্রি। জেনে জানাবো।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৫ | 12.163.39.254
  • লেঃ পচা। সব আপিয়ে দিয়েছি। যেমন পেরেছি তেমন। ঃ)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৪ | 122.252.231.12
  • পিবিএস ভূভারতে কোথাও কি আসে?
  • nyara | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৩ | 64.105.168.210
  • *রাখছি*
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৩ | 122.252.231.12
  • আগের "না'-টা পিবিএস নিয়ে।

    বাংলা চ্যানেল ছ'টা আসে। কলকাতা টিভি বা ২৪ ঘন্টা আসে না। তারাও আসে না।
  • nyara | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৩ | 64.105.168.210
  • কোনটায় 'না'? নাকি দুটোতেই?

    সব ইনফর্মেশন নিয়ে লাগছি, কখন কী কাজে লেগে যায়!
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩১ | 122.252.231.12
  • না। আপনি কি তবে মানে এই তল্লাটে ...!!!
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩১ | 122.173.176.167
  • তাই ?? আমারও ব্রডব্যান্ড এয়ারটেলের। তার সঙ্গে একটা ফোনও তো আছে। তাহলে আমার ফোন কি এয়ারটেলের বলে ধরা হবে? (এমনিতে একটা বিএসেনেল আছে বলে ওটাকে তেমন ইউজ করি না)। ধরা হলে আমিও কি ফ্রি তে টিভি পাবো? শমীক, জানো এবং জানাও প্লিজ ঃ-))
  • nyara | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩১ | 64.105.168.210
  • বাংলা চ্যানেল সব পাওয়া যায়?
  • nayra | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩০ | 64.105.168.210
  • অর্পণ, ব্যাঙ্গালোরে পিবিএস আসে?
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩০ | 122.162.75.185
  • দিল্লি তো মরুভূমি। এখানে মেঘও করে না, তাই ছবিও যায় না। কখনো কখনো মেঘ করলে ছবি চলে যায় বটে। তবে সে ধর্তব্যে না আনাই ভালো।

    এখানে কেবলে তিনটে বাংলা চ্যানেল দেয়। আর টা স্কা দেয় ছটা। তাই টা স্কা।
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৯ | 122.162.75.185
  • হসন্ত হল আন্ডারস্কোর। (_)

    সেই জন্যেই এয়ারটেলের টিভির খোঁজ করছিলাম। আমার ব্রডব্যান্ড আর টেলিফোন এয়ারটেলের। ঘ্যামা সার্ভিস। গত তিন বছরে কুল্লে এক ঘন্টা ডাউন ছিল সার্ভিস। শুনলাম এসব থাকলে নাকি টিভির কানেকশন বিনামূল্যে দেয়। আইপিটিভি কিনা, আলাদা সেটাপ লাগে না।

    ফোং করে জাংতে হবে।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৮ | 122.252.231.12
  • কেবল ভালো না। কেন নাঃ

    ১) বেশ কিছু চ্যানেল ঝিরিঝিরি আসে। যেগুলো একদম শুরু বা শেষে থাকে।

    ২) ছবির কোয়ালিটি বাজে। একবার ডিশ দেখে ফেললে আর ওই জিনিস দেখতে ইচ্ছে করবে না। কলকাতায় গেলেই আমার টিভি দেখা কমে যায়।

    ৩) সব চ্যানেল আসে না। চাইলেও অ্যাডাতে পারবো না।

    ৪) হিন্দির অসহ্য উৎপাত।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৮ | 122.173.176.167
  • হায় রাম! লুরুর ডিশের মালিকদের প্রতি সে দৃষ্টি রি-ইনস্টলড হল
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৮ | 168.26.215.13
  • আরে না না। বুনানের ছবিটা দেখেই অক্কুটের ছবিটার কথা মনে হল। গিয়ে দেখি ওখানে তো দেখাচ্ছে। হয়ত এখনই আপডেট করেছে। জানি না।
  • samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৭ | 122.162.75.185
  • আমি শিশু টকে মন দিয়ে একটা পোস্ট করলাম। আর মামু সেই মুহুর্তেই সার্ভার বসিয়ে দিল। যত্তোসব।

    কাল আবার লিখব।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৬ | 122.173.176.167
  • ম্যানুয়াল মন দিয়ে পড়লে কি আর আমি স স্কি পড়াতুম? ঃ-)))

    কেবল তো আমার এলাকায় হিন্দীবাজী করে। ডিশ লাগতই। তবে সব ডিশই এমন করে জেনে সব শহরের সব ডিশের মালিকের প্রতি আমার ইর্ষাসূচক চাহনি প্রত্যাহার করলুম

    হসন্ত কেমন করে লেখে?
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৬ | 122.162.75.185
  • কোথা থেকে কী হাপিস হইয়াছে?
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৫ | 143.111.22.23
  • আরে লিখতে লিখতেই কাজে লাগল? নাকি আর্য কিছু ম্যাজিক করলে? দুটো ছবিতেই নাম দিয়েছে তো এখন!
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৪ | 122.252.231.12
  • ইয়েস। কমরেড শমীকও দেখি একই কথা লিখেছেন।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৪ | 122.252.231.12
  • হতেই পারে। কেজ্জানে! লুরুর বিষ্টিতে পবলেম হয় না।

    তবে ওরা অন্যরকম হা-- করে। বেসিকালি টাটা বলে কথা।
  • Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২২ | 122.162.75.185
  • ট স্কা-এর সাথে যে ম্যানুয়াল দিয়েছিল, টিকেন সেটা মন দিয়ে পড়ে নি।

    কলকাতায় বসে এই রকম কোনও সার্ভিসই নেওয়া উচিত নয়। কেবলে তো অনেক শস্তায় অনেক বেশি চ্যানেল দেয়। আর মেঘ করলে যে কোনও ডিশ-লাগানো টিভির ছবি চলে যায়, টাটা স্কাই, ডিশটিভি, সান ডাইরেক্ট, সব্বার। আর কলকাতা বা পবঙ্গ তো বৃষ্টিপ্রধান অঞ্চল। সুতরাং সেখানে এই ধরণের সার্ভিস নেওয়া উচিত নয়। কেবলই ভালো।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২২ | 122.173.176.167
  • আহা না। আমি ভাবলাম তুমি তো কাল তোমার ওখানে ওগুলো হিন্দীতে দেখায় কিনা সেটা দেখে বলবেই, তখন দেব ঃ-))
    সবুর-কে মেওয়া ইত্যাদি
    আচ্ছা, এখনই.. থ্যাঙ্কু
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 122.252.231.12
  • * ফ্লাড
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 122.252.231.12
  • লেঃ, মি ফ্লোয়িং ইন প্লাড ওয়াটার?
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 12.163.39.254
  • কেলো করেছি।

    টইয়ে কটা মাল উড়ে যাবে আগেই সন্দেহ করেছিলাম। সেইজন্য একটা ব্যাকাপও রেখেছিলাম। কিন্তু সেটা ভুল করে বাংলাপ্লেনে। ঃ(

    অজ্জিত যদি আমাদের মহামূল্যবান ডিবেটটা কোথাও জমিয়ে রাখতে চায় তো ওটা একটু কষ্ট করে কনভার্ট করে দিতে চায় কি?
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 122.173.176.167
  • কিন্তু সে নিশ্চই মেঘ ডাকলেই টপ করে নার্ভাস ব্রেকডাউনিয়ে যায় না
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২০ | 122.252.231.12
  • তবে দামের কথা যদি হয়, এয়ারটেলের দাম অনেক বেশি শুনেছি। সেট টপ বক্সের কথা বলছি। টারিফ জানি না।
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২০ | 122.173.176.167
  • বড্ডাসা থ্যাঙ্কু অরিজিৎকেও। টপিকটা তোলার জন্য ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত