এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৩ | 61.95.144.123
  • টুথব্রাশ, টুথপেস্ট, এবং স্পেয়ার অন্তর্বাসও;-)
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৩ | 61.95.144.123
  • টিপিন কৌটো, জলের বোতল, স্লিপিং ব্যাগ, মশার ওষুধ - এসব নিয়ে যেও।
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪০ | 207.179.11.216
  • বাড়ি থেকে ফিরে তালে একদিন থানায় যেতে হবে।
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৯ | 207.179.11.216
  • যাঃ।

    এফ আই আর করতে হলে কোথায় কবে কিভাবে হারিয়েছে এসব বলতে হয় তো? আমি এগুলোর একটারও উত্তর জানি না।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৮ | 203.99.212.224
  • চীনের সঙ্গে ভারতের তো লেগে গেল বলে অবস্থা বলে দাবী করছে সকলে।
  • d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৭ | 144.160.5.25
  • ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এগুলো হারলে তো এফ আই আর মাস্ট বলেই জানি। কারণ হারালে পরে অন্য কেউ পেয়ে মিসইউজ করতে পারে।
  • d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৫ | 144.160.5.25
  • যে কোন রকম ছবিওলা পরিচয়পত্র টাইপ কার্ড হারালেই এফ আই আর করতে হয়। আপিসের আই ডি কার্দ হারালেও তো অনেক কোং করতে বলে। ঐটা আগে করে নিন। তারপর অন্য কাজ।
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৪ | 207.179.11.216
  • অ। তালে ওই করবো। এফ আই আর ইত্যাদি হাঙ্গামায় আমি নেই।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩১ | 61.95.144.123
  • এফআইআর করতে হবে কিনা জানি না, তবে ইনকাম ট্যাক্সের সাইট থেকে ফর্ম নামিয়ে লস্ট প্যান কার্ড বলে নতুন অ্যাপ্লাই করতে হবে মনে হয়। আগেরটার কপি-টপি লাগবে।
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৪ | 207.179.11.216
  • এটা ক্যা হ র চেয়েও ঘিনঘিনে। সবটা দেখলে আরো না জানি কি দেখতাম।

    যাগ্গে, আমার প্যানকার্ড কোত্থাও খুঁজে পাচ্ছি না। একজন বলল এফ আই আর করতে হবে। নম্বর আমি জানি আর জেরক্স আছে আমার কাছে। কি করিতে হইবে?
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৯ | 61.95.144.123
  • আরেকখান ক্যানিবল হলোকস্ট।

    বাই দ্য ওয়ে - সেই এককালে "ফৌজি' বলে একখান সিরিয়াল হত (শারুখ খানের প্রথম কি দ্বিতীয় সিরিয়াল) - আমার মাধ্যমিকের সময় (৮৮-৮৯)। পরীক্ষা সামনে বলে শেষের কয়েক মাস আমারে দেখতে দেওয়া হয়নি (কি জঘইন্য ক্রাইম) - শেষ অবধি কি হল জানতে ইচ্ছে করে। ওইটের ডিভিডি/টরেন্ট পাওয়া যায়?
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৮ | 65.194.243.232
  • অরিজিত, বেশ এ তো ভাল খবর। ঃ)
  • nyara | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৭ | 64.105.168.210
  • সেদিন খুব মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চশমার কাঁচ মাঝেমাঝেই ঝাপসা হয়ে যাচ্ছিল। শ্মশানের ইলেক্ট্রিক চুল্লির যে ঘরটা, তাতে ঢুকে দূর থেকে দেখলাম বিভিন্ন সরকারী নির্দেশের মধ্যে একটায় লেখা আছে, "মন চল নিজ নিকেতনে"। সরকারী কর্তাব্যক্তিদের রসবোধে মনটা দ্রব হয়ে গেল। কাছে গিয়ে দেখি আসলে লেখা আছে, "মাল নিজ দায়িত্বে রাখুন"।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:১২ | 71.62.121.158
  • হুঁ শকুমেন্টরিই বটে।
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:০২ | 207.179.11.216
  • আমি কালকে একখান ভয়াবহ রকম শকুমেন্টারি দেখলাম। তারপর রাতে আর খেতে ইচ্ছে হলো না। ব্যাপাট্টার নাম Ultime grida dalla savana

    একদম বিচ্ছিরি। একটা লোক সিংহর ফটো তুলছে, গাড়িতে বৌ-বাচ্চা অপেক্ষা করছে। হঠাৎ দুটো সিংহ ঝাঁপিয়ে পড়ল আর লোকটাকে খেয়ে নিল। বৌ-বাচ্চার চিৎকার। শেষে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা। সত্যিকারের ফুটেজ। অনেক উপজাতিদের অদ্ভুত রিচ্যুয়াল, ভয়ানক ভায়োলেন্স এইসবে ভর্তি। সব সত্যি ঘটনা। এগুলোর জঁরের নাম নাকি mondo
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৫ | 71.62.121.158
  • হ্যাঁ হ্যাঁ, ওটাই।
  • sinfaut | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫১ | 203.91.193.7
  • না দেখাই ভালো। সিনেমাটা তেমন ভালোও না প্লাস গোর জঁরের ভায়োলেন্স। ঃX
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৯ | 207.179.11.216
  • অদ্রেদেবীর সিনিমাটি কি "নুঙ্গা ছুন্দর জিনিছ'?
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৬ | 207.179.11.216
  • তেসিসও দেখি নাই। আমেনাবার বাবুর দুটি মাত্র সিনিমা দেখিয়াছি। sea inside আর open your eyes
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৩ | 71.62.121.158
  • অবশ্যই দেখো। নামটা মনে পড়ছে না, কিন্তু সেতো আইএমডিবি ঘাঁটলেই পেয়ে যাবে। ঃ)
  • sinfaut | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৩ | 203.91.193.7
  • দীপু তেসিস দেখেছো?
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪২ | 71.62.121.158
  • সরকার ছাড়া আর কেই বা বাঁশের কদর বুঝবে!
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪১ | 207.179.11.216
  • দেকি নাই।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
  • * A four-ft clear open space on all sides
    * Pandal superstructure to be made of tubular steel frame or saal wood properly nailed and fastened with metal wire. Side walls and roof to be of corrugated sheet/ aluminium sheets
    * Height of the roof of the super-structure not to be more than 40 feet
    * No inflammable materials like sugarcane pulp, tyres, tubes, bidi leaves, coconut, jute fibres to be used in pandals
    * No structure or pandal beneath any live electrical line or adjacent to a transformer or feeder box
    * Separate exit and entrance gates to be made in such a manner that fire engines may go up to the pandal smoothly. Minimum measurement of the gate should be 12 ft x 14 ft
    * No open flame within 200 yards of the main pandal. No cooking arrangements to be allowed within the area
    * Adequate water, sand in buckets besides the provision of fire extinguishers as per norms
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
  • ফায়ার সেফটি-র জন্যে।

    অপ্পন - আমার ফাইনাল রসিদ এসে গেছে, তিন দিনের মাথায়। তোমার একটা খাওয়া ডিউ রইলো। আর এখানকার লোকটার গুচ্ছ ক্যাল। আপিসের কারোরই এখনো আসেনি।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৮ | 71.62.121.158
  • একটা সিনিমায় টার্কি থেকে আসা ইল্লিগাল ইমিগ্র্যান্ট হইসিলো হেইডা দ্যাখসো? সাথে হোটেল রোয়ান্ডার পোলাডা।
    কাকে ছেড়ে কাকে দেখবো? দুর্ধর্ষ অভিনয়।
  • d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৬ | 144.160.5.25
  • কেন বাঁশ কি বিপন্ন? লোকে দিয়ে দিয়ে শেষ করে ফেলেছে?
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩২ | 61.95.144.123
  • উরিশ্লা স্টীল ফ্রেম বা শাল কাঠের প্যাণ্ডেল চাই।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩০ | 61.95.144.123
  • হাইকোট বাঁশ দেওয়া বারণ করে দেছে - মানে বাঁশ, ত্রিপল, কাপড়, নারকোল দড়ি - এসব দিয়ে প্যাণ্ডেল হইব না। কি দিয়ে বানাবে রে?
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৭ | 207.179.11.216
  • এমিলি দুর্দান্ত।

    অদ্রে ততুর দুটো অন্য সিনেমা দেকিচি, তাতে এমিলির মতন ভালো লাগেনি।
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৫ | 207.179.11.216
  • আইরিন জেকবের একটা সাদাকালো ফটো হালে আমার খুব পচন্দ হইচে। ওয়ালপেপার বানিয়েচি।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৫ | 71.62.121.158
  • বিদেশী ছবিগুলো দেখতে দেখতে একটা জিনিসে একটু অসুবিধে হয়। সাবটাইটেল দেখতে গিয়ে কিছু কিছু জিনিস ( যেমন কিনা বক্তার এক্সপ্রেশন, পারিপার্শ্বিক, হেলাফেলা করে ছড়ানো টুকিটাকি) মিস করে যাই। তখন আবার রিওয়াইন্ড করতে হয়। এর মধ্যে Amelie দেখলাম। এই সিনেমায় দেখার মত এতকিছু আছে যে সাবটাইটেলে মন দিতে ইচ্ছেই করেনা।

    অদ্রে ততুকে যত দেখছি ততই ভাল্লাগছে! সে দীপু যাই মনে করুক! ;-)
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৩ | 61.95.144.123
  • আরে শিল মানে বাটনা বাটার শিল। অন্য যে কোনো ভারি জিনিস হলেই চলবে - আসল কথা হল জল একদম বের করে নিতে হবে।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:১০ | 61.95.144.123
  • এই কৃত্তিবাস, সুবর্ণরেখার যে লিংকগুলো জনতা দিচ্ছে সেগুলোকে কম্পাইল করে কোথাও রাখা হোক। একটা ওই "ইম্‌পর্ট্যান্ট লিংকস' গোছের টইয়ে।
  • Bhuto | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৮ | 203.91.193.7
  • ব্রতীনদা কে বলি , অক্ষ হলেন দাদী ;)
    দা+দি= দাদী।
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৫ | 207.179.11.216
  • দূরবীন কেনো আর বসে পড়ো .....http://www.gigagalaxyzoom.org/
  • d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৭ | 144.160.5.25
  • হুঁ "অক্ষ', "যক্ষ' এগুলোর পরে যেমন দাদা হয় ....
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৭ | 71.62.121.158
  • নামের শেষে নারি (বানামটা এরমই হবার কথা) দেখে দিদি লিখেছে। পয়েন্ট হ্যাজ! ঃ-)
  • dipu | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০৬:২১ | 59.164.98.145
  • হুঁ, আমারো একটু পুরনো দিনের আইই। মাঝে মাঝেই ভয় দেখায় কিসব বন্ধ করে দেবে বলে।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৫ | 143.111.22.23
  • "অংশুমানের ছবি" কেউ দেখেছ?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৫ | 128.128.250.98
  • http://www.telegraphindia.com/1090915/jsp/calcutta/story_11496339.jsp

    Bengali band Lakkhichhara and singers Rupankar and Shampa Kundu have been denied the P-3 visa issued to artistes and entertainers to perform at cultural events in the US. The United States Citizenship and Immigration Services denied the visas on the ground that their music was ?not culturally unique? and used ?western principles of music?.

    The rejection has left the artistes peeved ? and poorer ? this Puja. While Rupankar and Shampa were denied visas because of doubts over their ?authenticity? as Bengali singers, Lakkhichhara was turned down because of the band?s goals, which the members had described as ?becoming world famous rockers? and ?influenced by Santana, Pink Floyd and Deep Purple?.

    ?They said having a keyboardist and drummer in the band disqualified us as musicians who ?possess culturally unique skills?,?
    ...
    ইত্যাদি ইত্যাদি !

    :O
  • Blank | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০১:০১ | 59.93.255.203
  • আমি অবশ্য এক বার কত পয়েন্ট পেয়েছে রিভিউয়ার দের কাছে সেটা টুক করে দেখে নি। একটু বেশী না হলে সময় নষ্ট করি না।
  • Blank | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৯ | 59.93.255.203
  • পরিচালক কি দেখাচ্ছেন সেটা পুরো তার ব্যপার। আমি কি দেখছি সেটাও আমার ব্যপার। সেদুটো না মেলাই আমার কাছে স্বাভাবিক মনে হয়। সে তার মতন বানিয়েছে, আমি আমার মতন দেখবো। ট্র্যাশ তখন, যদি পরিচালক দাবী করে যে 'এমনি করেই দেখতে হবে'। কমেϾট্র শুনলে আমার নিজের সেটাই মনে হয়।
    শুধু সিনিমা কেনো, যেকোনো ভিসুয়াল মাধ্যমের ক্ষেত্রেই এটা আমার মতামত। আঁকা ছবিতে নাম দেওয়াটাও আমার সহ্য হয় না।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৩ | 143.111.22.23
  • প্রথমবার দেখাটা তো কমেϾট্র ছাড়াই। আমি তো রিভিউও পড়িনা, যে সিনেমা দেখব ভাবি তার। যেমন বিক্রমের লেখাটা এখন পড়বনা আমি। আর আমার দেখাও যেমন একটা দেখা, পরিচালকের দেখাও আরেকটা দেখা। এবং তিনি কি ভেবে কি বানাচ্ছেন,সেটা আমার চোখে একেবারের দেখাতে ধরা নাও পড়তে পারে। ৫ বারের বার পড়তে পারে, নাও পারে। এরমধ্যে ট্র্যাশের কি হল? এত শ্যামলবাবুর মতই কথা হল। আমি যা দেখছি তার বাইরে আর কি কি দেখার ছিল, সেটা জানতে আমার মজা লাগে।

    এছাড়া বিদেশী সিনেমাতে অনেক কালচারাল, ঐতিহাসিক রেফারেন্স থাকে যা চট করে ধরা সম্ভব হয়না, কিন্তু সেগুলো আছে। সেগুলো জানলে আমার কাছে আরো উপভোগের ব্যপার হয়।
  • Blank | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৫ | 59.93.255.203
  • সিনেমা দেখার সময় অন্যের কমেϾট্র নিলে সবচেয়ে সমস্যা হয় কি, সারাক্ষন কমেϾট্র নির্ভর হয়ে যেতে হয়। এইটা আমার বড় চাপ লাগে। সিনেমা নিয়ে ভাবতে বসলেই সিনেমার ছবির থেকে ঐ মন্তব্য গুলো বেশী মনে আসে। আমার নিজের কাছে আমার দেখা কোনো মুহুর্ত যেভাবে আসবে সেটাই ঠিক। অন্যের দেখা আর আমার দেখা আলাদা।
    আর কেউ যদি বলে যে পরিচালক এইটা বোঝাতে চেয়েছিলো, কিন্তু তুমি বোঝোনি, তাহলে বলবো ট্র্যাশ বানিয়েছে লোকটা
  • tkn | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০২ | 122.161.63.38
  • এখন আই ই ডা/লোডাতে গেলেই সোজা ৮ দিচ্ছে। আর ৮ দিয়ে আমি আবাপ পড়তে পারছি না। পোচ্চুর ল্যাদ ঐ সব ট্যাব ফ্যাব সেট করাতে। ক্রমশঃ পিছিয়ে পড়ছি... পিছিয়ে পড়ছি...........
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০০ | 117.195.33.254
  • আমি তো বাপু আই ই ৫। দিব্বি আছি তো। আজকাল দেখি অক্কুট, ইউটিউব খুললেই চেতাবনী দেয় যে আই ই ৭ থেকে ৮ এ যাও নয়ত ফাফ 3.2 তে যাও নয়ত ক্রোমে যাও। নাহলে তোমাকে সাপোর্ট দেব না। তার মানে ওরা আই ৫ এর সাপোর্ট নিশ্চয় বন্ধ করে দিয়েছে অ্যাদ্দিনে। কিন্তু তাতে তো আমার কিস্যু এসে যায় নি। কাজেই করগে যা তোরা যা খুশী।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৯ | 143.111.22.23
  • আরে আই ই কোন ভার্শান দীপু? লেটেস্টটা ডাউনলোডানোর পর থেকে এই হচ্ছে। ফাফ খুলতে ল্যাদ লাগে, স্টার্ট হতে হতে বেলা বয়ে যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত