আমার অর্কূটে মহালয়ার গ্রিটিংস এসেছে। প্রথমে খেয়াল করি নি। এইসব হওয়ার পরে দেখলাম। আমার ছবি এরকম করে কেউ নিলে খুব খুশি হতাম।
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৯ | 117.194.226.1
যাঃ এতক্ষণের সব তক্কো পুরো হাপিস।
tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৯ | 122.173.176.167
হল না, হয়েই চলেছে ২০০৭ নভেম্বর থেকে ঃ-((((((((
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৮ | 122.252.231.12
বোঝো। টিকেন চিকেন হল। ঃ(
tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৭ | 122.173.176.167
হুম্ম্ম, শমীক, এখন তো আমার এমনিই ইংলিশ আসছে। তো আমি ঐ বাটন টিপে হিন্দী করে দেখলাম হিন্দীতে হচ্ছে। তার মানে সেটা হয়!!! আমি তখন সবে এসেছি। এক বন্ধুর সাজেশনে টাটা স্কাই নিলাম। সেটা নিতেই হত কারণ কেবল তো শুধু হিন্দী দেখাবেই। কিন্তু ইন্সটল যে করেছিল সেই বলেছিল যে ওগুলো ইংলিশে দেখতে হলে কোনো একটা পার্টিকুলার প্যাকেজ নিন (নাম মনে নেই, দেখে বলতে হবে)। তো আমিও ঃ-((( । এমনকি কল সেন্টারও তাই বলেছিল। কালই ফোন করে লো রেট প্যাকেজ নিয়ে ল্যাঙ্গুয়েজ সবুজ রঙ দিয়ে চেঞ্জ করে দেখব .. থ্যাঙ্কু
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৪ | 122.252.231.12
অরিজিতকে কানে কানে
(যত পারো এনজয় কর এইসব দুর্লভ মুহূর্ত)
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৩ | 117.194.226.1
ডিডিদা - বউ ছানাপোনা কেউ নাই - অনেকদিন পর আরামসে গপ্পের বই পড়ছিলুম, সিনিমা দেখলুম একটা, তাপ্পর এট্টু তক্কো করলুম। এবার ডাউনলোড চালিয়ে ঘুমুতে যাবোঃ-)
কপিরাইট লেখা ছিলো তো। অ্যাড এজেন্সি গুলো, যারা পোস্টার বানায়, তারা তো ছবি ঝেপেই বানায়। ভাবছি পুজোর পর একটা পোস্টার খুলে আনবো, নিজের তোলা ছবি ফ্রি তে একটা বড় প্রিন্ট আউট।
dd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১১ | 122.167.24.157
অজ্জিত তুমি তো শুনেছি বীয়ার ও খাও না। শামুকের মতম। তো, অ্যাতো রাত জেগে আছো যে বড়ো ?
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১১ | 117.194.226.1
টই ভোগে গেছে। আমি ডাউনলোড চালিয়ে এবার ঘুমুতে যাই। "নো ম্যান্স ল্যান্ড' নামছে। এর পর নামবে "মাইটিলি আফ্রিদিতি'।
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১০ | 143.111.22.23
*হেঁসে
tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১০ | 122.173.176.167
হুঁ, এটা বোধহয় কেবলওলাদের পছন্দের ওপর ডিপেন্ড করে। আর সেই ঝোপে কোপ মারে টা স্কা। কিন্তু কোনো কারণেই নিও না ও জিনিস। বৃষ্টি পড়লেই উনি রাধিকা হয়ে হাত পা ছেড়ে বসে পড়েন
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৯ | 143.111.22.23
হাঁসি কি কবি লিখেছেন না ভক্ত? ঃ-)
ভক্ত মানে তুমি না, যিনি নেটে তুলেছেন।
dd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৯ | 122.167.24.157
কিঞ্চিত বয়সের দাবী রাখি। প্রায় সিনিয়র সিটিজেন। আর ইশ্কুল জীবন গ্রাম গঞ্জে হলেও কালেজ থেকে খাস কলকেতায়। কাঠ আঁতেল। সব আইন কানুন নিষ্ঠা ভরে পালন করেছি। কবতে, ফিলিম, রাজনীতি,নাটক ইত্যাদি।
কিন্তু মলয় চোধুরীর নাম ও শুনি নি। এখন জেনে ও তেনার কাব্য পড়ে চমৎকৃত হলাম। একট দুটো কবিতা, মনে হলো, আমারই আগে লিখে ফেলা উচিৎ ছিলো।
রঞ্জন, নিশ্চয়ই চিনতেন উনারে ?
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৯ | 117.194.226.1
আমি কেন বিলেত যাবো?
Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৮ | 122.162.75.185
তেকোনা,
টাটা স্কাইয়ের সবুজ বাটন টেপো। ওখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়।
আমি যখন নিয়েছিলাম তখন কেবল টাটা স্কাইই ছিল। আর কোনও অপশন ছিল না।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৬ | 122.252.231.12
প্রচুর বানাম্ভুল আছে। যেখান থেকে টুকলাম আর কী!
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৫ | 143.111.22.23
আরে অন্তত নিজের ছবির ক্যাপা বোঝা গেল তাইলে! এটাও কি ক্যালকাটাওয়েবে ছিল? ক্যালকাটাওয়েবে কি ছবিগুলোর তলায় কিছু কপিরাইট নিয়ে লেখা নেই? তুমি ওদেরকে বলতে পার, তলায় লিখে দিতে।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৪ | 122.252.231.12
হ্যাঁ, দেবী রায়ের কবিতা। এই যে।
আমি চুপ করে থাকলে ------------------- নখ কাটতে গিয়ে আমার আঙুলে ব্লেড গঁথে যায় অনেক গভীর আমি আপেক্ষা করি, রক্তের -- দেখা নেই দারুন ভয় আমাকে চিৎ করে ফ্যালে, আমি ঢোঁক গিলি এই ভয় -- বিষম আন্তরঙ্গ কোনো মৃত্যুরই সমান অবিশ্বাস্য বাস-ট্রাম আমায় বহু সময় গিলে নেয় কোনো কোনো বন্ধুর ফ্ল্যাটে যেতে এক পায়ে খাড়া হয়ে কড়া নাড়ি দরোজায় বহুক্ষণ এক নাগাড়ে হাত ধরে যায় 'বাড়ি নেই' অপরিচিত বিদেশী স্বরে কেউ বলে ওঠে অথবা সরব হুক খোলার শব্দে দাড়ি কামানোর পর প্রথম আয়নায় নিজের মুখ দেখার সময়ে আমি হুডখোলা - কার ছুটি, রেড ধরে ফাঁকা রাস্তায় বন্ধুর স্ত্রী ঠেসে পরিচিত হতে চায় ফ্যাকাশে হেঁসে দারুণ ক্ষিদেয় আমি অশির হয়ে উঠি - দারুণ ক্ষিদেয় আমি এখন বাসট্রাম অবদি খেয়ে ফেলতে পারি - বেথানিয়া থেকে - আসার সময়ে যিশু অব্দি এমনি ক্ষুধার্ত হয়ে পড়েছিল আমি চুপ করে থাকলে রাস্তার পাথর অব্দি চিৎকার করে ওঠে মানুষের মুখের দিকে চেয়ে আমি বুঝি নপুংসক হয়ে জন্মায় কেউ মানুষের হাতে রাজনৈতিক নপুংসক হয়েছে কেউ কবিতাকে ধর্মের সমান দেখতে চেয়ে নিজেকে নপুংসক করেছে
Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৩ | 59.93.209.40
আরো এক খানা কেস আছে। আমার অ্যালবামে একটা নীল ব্যাক গ্রাউন্ডে দুগ্গা ঠাকুরের চোখ আঁকার ছবি ছিলো। সেই ছবি দিয়ে দেখি পোস্টার বানিয়েছে সল্লেকের AE block এর গ্রুপ ১ এর পুজো। আর বাঘাযতীনের সার্ভে পার্কের পুজো।
arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০০ | 168.26.215.13
ঈশান তক্কো করতে গিয়ে টই সারাচ্ছে না। কিছু পোস্ট উড়লই উড়ল। কোন উপায় নেই।
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৮ | 143.111.22.23
বাহ। ভালো খবর।
dd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৬ | 122.167.24.157
অজ্জিত? তুমি কি আবার বিলেত চলে গ্যালে ?
মানে, অ্যাতো রাতে ?
Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৫ | 59.93.209.40
হ্যা ঐ সাইটে মেল করেছিলাম। সাইট থেকে দু তিনদিন আগে মেল করেছে যে ছবি টা ওরা সরিয়ে দিয়েছে আর ঐ user কেও ওরা ব্যান করে দিয়েছে। আর এক খানা সরি জানিয়েছে।
dd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৪ | 122.167.24.157
এও ও এক অদ্ভুত নিয়ম বিধাতার। পাজীর পা ঝাড়াদের বুদ্ধি হয় সাংঘাতিক।
ইদিকে আমার থিওরী না কপচালে ভবিষ্যতের দুনিয়া কেমোন করে ইভোলিউশনের পথে এগিয়ে চলবে ?
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৪ | 117.194.226.1
লোকাল এরিয়ার ওপর ভাষা বদলায়। গল্ফ গার্ডেনে পোগোতে হ্যারি পটার দেখায় হিন্দিতে, আর আমাগো পুব্বো পুটিয়ারিতে একই পোগো একই হ্যারি পটার দেখায় ইঞ্জিরীতে।
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫১ | 143.111.22.23
ব্ল্যাংক ঐ আগের ভদ্রলোককে মেল করেছিলে?
Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৯ | 59.93.209.40
আমি একটা চিঠি পাঠালাম ন্যাড়া দা। যাস্ট জানিয়ে যে ব্যপারটা আমার পছন্দ হয় নি। দেখি ওরা কি রিপ্লাই দেয়
tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৮ | 122.173.176.167
ঃ-) জানিও
হ্যাঁ, আমি ভালোবাসা বলে একটা থ্রেড দেখে খুলতে গেলাম (এটার জন্য সমস্ত আপকামিং খিল্লিকে স্বাগত ঃ-)) কিন্তু খুলল ঐ সব হিজিবিজি নাম্বারওয়ালা থ্রেডটা। দুবার। কেন??
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৬ | 122.252.231.12
ভুলভাল লিখছি। সাবস্ক্রিপশন।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৬ | 122.252.231.12
টিকেন। দেখে জানাবো। আমার মেয়ের জন্যও অ্যাক্টিভ গোল্ড না কী যেন ছাই তার অ্যানুয়াল মেম্বারশিপ নেওয়া আছে।
arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৬ | 168.26.215.13
ও ঈশান টই আবার গেছে। গেল গেল কিছু পোস্ট উড়লই উড়ল। বুদ্ধি করে লিখছি না।
tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪২ | 122.173.176.167
কিছু সিরিয়াল হয়, যেমন Hanna Montana, Wizards of Waverly Place, Sonny with a chance, That so Raven, এগুলো হিন্দিতে ডাবড ভার্সানটাই দেখায় তো। ঐ প্যাকেজটা নেওয়ার পরে সব ইংলিশে আসে। তুমি একবার চালিয়ে দেখো তো বাড়িতে এই শো গুলো ইংলিশে আসছে কিনা! তাহলে আমি লাস্ট দু বছর ধরে ফালতুতেই এতোগুলো টাকা দিয়ে ঃ-((((((((..... দেখে জানাও আমায় প্লিজ। তাহলে এই মাস থেকেই সস্তার প্যাকেজে যেতে পারি...
dd | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪২ | 122.167.24.157
বাড়ীর গেস্টোরা এক্ষুনি গ্যালো। উ। আর পারিন্না।
nyara | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৯ | 64.105.168.210
ব্ল্যাংকবাবু, তুমি যদি ছবিগুলো সাইট থেকে সরাতে চাও তাহলে কড়া কিন্তু বিনীত চিঠি দাও যে অমুক দিনের মধ্যে ছবি না সরালে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের জন্যে নালিশ করব।
আর যদি শুধু অ্যাকনলেজমেন্ট চাও, সেটা লিখে দাও। আমার লেখা এর আগে বহু সাইট না বলে রিপ্রোডিউস করেছে, কিছু ক্ষেত্রে এডিট করে। চিঠি পাঠাতে সবাই শুধরে দিয়েছিল। আমি অবশ্য শুধু অ্যাকনলেজমেন্ট চেয়েছিলাম।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৯ | 122.252.231.12
মিশ্টেক। মিশ্টেক। এখন মেয়ের সাথে কম্পিউটারের স্ক্রিন শেয়ার করছি। ঃ-(
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৮ | 117.194.226.1
ওক্কুট থেকে যায় - কিন্তু কারো অ্যালাবাম শুধু বন্ধুদের জন্যে হলে আরবিট লোকে দেখতে পাবে না। মানে ধরো আমার অ্যালবাম আমার লিস্টির বাইরে কেউ দেখতে পাবে না। ডাউনলোডাবে কি করে? শুধু লিস্টির লোকেরাই সেটা পারবে। কিন্তু ব্ল্যাংকির ক্ষেত্রে সেটা কি হয়েছে বা হতে পারে?
tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৭ | 122.173.176.167
এখন বোধহয় অর্কুট থেকে ডাউনলোডানো যায় না
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৭ | 122.252.231.12
টিকেন, টিকেন। দাঁড়াও। একই প্রবলেম আমারো হচ্ছিল। কিন্তু টাটা স্কাইতে ল্যাংগুয়েজ সেটিং চেঞ্জ করা যায় তো। সিবিবিজের প্রোগ্রামগুলি হিন্দিতে আসছিল দেখে বিরক্ত হয়ে পাল্টে ইংলিশ করে দিলাম।
জানিনা। ডিশে নয়? আমায় তো একজন বলল এয়ারটেলে তাদের সবই চলে। ফোন, ব্রডব্যান্ড, টিভি। তো তাদের তো জানলা দিয়ে একটা মোটা তার ঢুকেছে দেখলাম। ডিশের তার ভেবেছিলাম
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৩ | 143.111.22.23
অর্কুট থেকে ডাউনলোডানো যাবেনা কেন? ইন্দোর তোলা নন্দীগ্রামের ছবি তো আমি ইন্দোর অ্যালবাম থেকেই নামিয়েছিলাম। আমার বন্ধুদের তোলা পাঠভবনের ছবিও নামিয়েছি।
Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩১ | 122.162.75.185
এয়ারটেলের টিভি কি ডিশে চলে? ওটা আইপিটিভি না?
Samik | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৯ | 122.162.75.185
অর্কুট থেকেই বরং ডাউনলোডানো যায় না। পিকাসা থেকে যায়।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৮ | 122.252.231.12
বরং দেবী রায়ের একটা কবিতা পড়াই। ওই আন্দোলনের সাথে যুক্ত। কবিতা হিসেবে আরো ভাল লাগল। প্র বৈ ছু লেখার জন্য মলয় অভিযুক্ত না হলে এত হইচই হবার ছিলও না।
হৈচৈ তো প্রচণ্ডই হয়েছিল। বিদেশেও। ওই সময়টাই ছিল বোধহয় এরকম। যার জন্য কবিতাটি অযাচিত প্রসিদ্ধি লাভ করে। নেট থেকেঃ
whole generation of American writers supported Malay and the Hungry Generation Movement by voicing their protest against the Indian Government and legal authorities. Howard McCord, Carol Berge and others published a chapbook with the same title, several readings at St. Marks by young American poets followed aiming to collect small funds that were sent to Malay to help him fight the court case.
Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৮ | 59.93.209.40
এগুলো কোলকাতাওয়েব থেকে ঝেপেছে। এগুলো তো কোলকাতাওয়েবে বেরিয়েছিলো। আজকে অন্য লোকের স্ক্র্যাপ বুকে এগুলো দেখে অমি অবাক।
tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৮ | 122.173.176.167
মেয়ে ডিজনি ইংলিশে দেখতে চায় বলে ওদেশ থেকে এসেই টাটা স্কাই লাগালাম। কেবলওয়ালারা তো হিন্দীতে দেখায়। টাটা স্কাই ফালতু একটা প্যাকেজ বানিয়ে গুচ্ছ বেশি টাকা নেয় শুধু ঐ ইংলিশে ডিজনির জন্য। তখনো এ পাড়ায় এয়ারটেল ডিশ দিত না। ওটাই একমাত্র অপশন ছিল এখন ঐ চারহাজারি সেট টপ বক্স প্রাণে ধরে ফেলতেও পারি না। ভাগ্যিস টিভি দেখিনা, দেখলে কেঁদে কুল পেতাম না। কক্ষোনো নিও না। এয়ারটেল হয়ত ভালো হবে। ব্রডব্যান্ড বিএসেনেল থেকে সুইচ করে মাস ৫-এ হল এয়ারটেল করেছি। ভালো। তাই ধরে নিলাম ডিশও ভালো হবে
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৫ | 117.194.226.1
এয়ারটেল এদিকে মনে হয় আসে না। টাটা জানি না, তবে টাটা ইন্ডিকম যাদের আছে তাদের ফীডব্যাক খুব বাজে।
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৪ | 117.194.226.1
ওক্কুট অ্যালবামগুলোকে শুধু বন্দুকদের জন্যে করে দেওয়া যায়। আমার তাই করা আছে। মনে হয় ঝাড়ছে পিকাসা থেকে। ওই সাইটে একটা কড়া করে লেখো। এখানে সাইবার ল অত ইমপ্লিমেন্ট হয় না বলে এগুলো চলে। বিলেতে কিন্তু একটা অনলাইন ট্যুরিস্ট গাইড আমাকে মেল করে পারমিশন নিয়েছিলো রোমের একটা ছবির জন্যে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন