এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৫ | 117.195.36.154
  • রবাহুত লিখেছিল না ও গুরু-১ কলকাতা থেকে কালেক্ট করে নিয়েছিল।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৪ | 117.195.36.154
  • এই পাল্লিন, দেশে কবে আসছ গো? আর পুঁটু কতা কয়? কী কয়?
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৩ | 219.64.11.35
  • রবাহুত কিন্তু এখনও আমার কাছ থেকে গুরু ১ নিয়ে যায় নি। নেবে না নাকি?
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩১ | 163.244.62.138
  • আমাদের সোনামুই এর সব্জী বাজারে কত বৌ-মেয়ে নাইটির ওপর ওড়না লাগিয়ে পাথর-পাথর মুখ করে দরদাম করে বেড়ায় , কই খারাপ লাগে না তো ঃ)
    অবিশ্যি তাদের লুরুর গরুড়া মলে দেখতে কেমন লাগবে জানি না !
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৮ | 117.195.36.154
  • হুঁ কিন্তু ভাবো দিকিনি লোকজন নাইটি পরে কিম্বা বিকিনি পরে শপিং মলে ঘুরে বেড়াচ্ছে।

    ও তেকেনা, কেউ চায় নি বলে আমি আর কষ্ট করে হেমকণা পায়েসটা টাইপাই নি।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৭ | 163.244.62.138
  • সুত না , স্যুট।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৫ | 163.244.62.138
  • আরে এটা দেখিনি/শুনিনি তো।
    বেশ দেখতে তো , আমাগো চুরিদার-কামিজের মতই শুদু মাথায় একটা টোপা আছে।
    কেন ঢুকতে দিচ্চে না কেন ? এতো ঐ সার্ফিং সুতের মতন ই জিনিষ। না ঢুকতে দেওয়া অন্যায়।
  • vikram | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:২১ | 83.71.238.44
  • বুরকিনি হলো বোরখা-সুইমসুট। এক ফরাসীর (নাকি আলজীরীয় ফরাসী?) তৈরি আরবীদের জন্য। কিন্তু দু এক জায়গায় পুলে ঢুকতে দিচ্ছে না ঐ পরলে। সবই ঢাকা, কোথাও নেই ফাঁকা।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:২০ | 65.194.243.232
  • যে বিকিনি বুর্কার ন্যায়।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৯ | 65.194.243.232
  • পাল্লিন, গেসওয়ার্ক।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৯ | 163.244.62.138
  • বুরকিনি কি , ও দম ?
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৭ | 59.164.189.159
  • হুঁ, homosexuality লেভেল ২, কিন্তু homosexual লেভেল ৩।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৬ | 163.244.62.136
  • অপ্পন ওটা কি সার্চিয়ে দেখে বল্লে ? নইলে গেসিং এ একশোয় একশো।
  • Bratin | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৬ | 117.194.99.137
  • প্রচুর ঝড় বয়ে গেছে আমার মন্তব্য কে ঘিরে।

    ১। প্রথমেই বলি অমি খুব হালকা চালে ই কথা টা বলেছিলাম; কিন্তু নিশ্চিত ভাবেই প্রকাশ ভঙ্গী ঠিক ছিল না। যারা আপত্তি জানিয়েছেন বা রাগ প্রকাশ করেছেন।খুব সঙ্গত তাদের রাগ। আমি আবার ক্ষমা চাইছি।

    ২। আমি খুব ওপেন মাইন্ডেড ছেলে ; ধারনা পরিবর্তন করতে বেশী সময় লাগে না। কিন্তু আমি first hand data তে বিশ্বাসী। অর্থাৎ যদি খুব নামী এক ব্যক্তিত্ব বলেন 'মেয়ে রা ছেলে দের থেকে বেশী দক্ষ' সেটার থেকে যদি আমার projet এ ২/৩ মেয়ে খুব efficiently কাজ করেন; আমি দ্বিতীয় ব্যাপার টা কে অনেক বেশী গুরুত্ব দেব।

    ৩। অনেক এ sample size নিয়ে কথা বলেছেন।
    আমি এখন অবধি ১০ টা project করেছি। একজন মহিলা ছাড়া পুরুষ ম্যানেজার। এবং তাদের মধ্যে ৪ জন পুরুষ ম্যানেজার খুব ভালো ছিলেন।এই data থেকে মহিলা ম্যানেজার রাই ভালো এই সিদ্ধান্তে বোধহয় উপনীত হওয়া যায় ।( small sample test করে দেখা যেতে পারে
    ঃ-)) )

    অন্য দিকে আমি যে কটা project e lead বা manager রোলে ছিলাম সেখানে এখন অবধি ৮৩ জন কে লিড করেছি।বিভিন্ন project e বিভিন্ন সময়। সব মিলিয়ে ৯ টি মেয়ে ছিল। এক জন কেও আমি সেরকম ভালো পই নি। এটা লেখার সময় আমি আমার cv খুলে লিখছি যাতে exact figure দিতে পারি।

    ৪। আমি সুযোগ্য কথা ট ব্যবহার করেছিলাম।

    আমার কাছে এক জন ভালো রিসোর্সে র ৩ তে জরুরী গুন থাক দরকার । ১।বুদ্ধি ২। commitment 3. willingness to learn/grow.

    প্রথম গুন টা মেয়ে দের নিশ্চিত ভাবেই আছে। ৩গুন র বেশ খানিকটা আছে। কিন্তু commitment/dedicationproblem । এই ধারনা again আমার sample size র ওপর নির্ভর করে।

    আমি বিতর্ক চাই না। শান্তি চাই....
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৪ | 117.195.36.154
  • *ঘুরে
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:১২ | 117.195.36.154
  • আমি গত শনিবার দোকানে গিয়ে বুরকিনি পরা কজনকে দেখে এমন অবাক হলাম যে কি বলব! ওটা তো সাঁতারের পোষাক। লোকে কিরম ফ্যাশান করে ঘু৮রে বেড়াচ্ছে!

    আর পুণেটা কি শহর রে ভাই! আমি এই বাড়ীটায় ১৪ মাস হল আছি। এখনও আমার কাগজওয়ালা প্রায়ই আমার দরজায় ইংরাজী কাগজের সাথে সাথে মারাঠী পেপারও দিয়ে যায়।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৯ | 65.194.243.232
  • লেভেলে ৩ কী হবে? সমকামিতা বোধহয়।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৯ | 117.195.36.154
  • কিন্তু "সচলায়তন' দিয়ে সার্চিয়ে ঠিক রেজাল্ট পেলাম না। সচলায়তন এর মেন পেজ দিল না।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৭ | 163.244.62.136
  • তবে ঐ যে সেন্সর যে শুধু করছে তাই নয় , তারমধ্যে আবার হারাম লেভেল ইত্যাদি এনে ব্যাপারটাকে একটু হাস্যকর করে তুলেছে।

    বা দ্য ও ,নোটিশ কল্লুম পিগ/পর্ক , ওয়াইন বা টেররিস্ম সবই সেন্সরড কিন্তু হারাম লেভেলে সেক্সের চেয়ে এক দাগ কম।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৪ | 163.244.62.136
  • আরে সেটাই বেশ ইম্প্রেসিভ। গুরু দিয়ে সার্চাতে ইস্নিপ্সের ঢাকায়কল্লোলদাশগুপ্ত ফোল্ডার পজ্জন্ত এনে দিল। উইথ স্ন্যাপশট !
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:০২ | 216.52.215.232
  • হ্যা। ঝক্কাস।
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:০০ | 168.26.215.13
  • এখানে ডিটেলে পাবে।

    http://technology.timesonline.co.uk/tol/news/tech_and_web/the_web/article6837965.ece

    অন্য কিছু না সেন্সরশীপেই শুধু আপত্তি। আমি ইউজার হিসেবে যা খুশি সার্চ করা যায় এমনি কিছু চাইব। অন্য কেউ অন্য কিছু চাইতেই পারেন। আমি ঐ "প্লিজ ক্লিক মি" তে ক্লিক করে দেখলাম। কিছুই দেখাল না।

    আমি অবাক হয়েছি টেকনলজিতে। মাইক্রসফট এদিকে একটা ঠিকঠাক সার্চ নামাতে প্যাণ্টলুন হলুদ করে ফেলল। কিন্তু এদের সার্চ রেজাল্ট বেশ ভালো লেগেছে আমার।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৬ | 65.194.243.232
  • বাঃ, এইটা অনেকটা সেন্সর বোর্ডের মত ব্যপার হৈল বটেক।

    ঃ-)))
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৯ | 163.244.62.136
  • "Reza Sardeha, the website?s founder says they have blocked all sexually explicit content and are in constant touch with the imams to consider what might be considered haram therefore be blocked! "
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৮ | 163.244.62.136
  • কটাক্ষপাত না কল্লে একটা কথা বলি ? সেক্ষ দে সার্চ কল্লে বলচে এ হারাম লেভেল ২ আউট অফ৩, সার্চিও না।
    আর তার তলায় লেখা , এরপরেও তোমার যদি মনে হয় "result will be clean" তাইলে এখানে ক্লিকাও। তাপ্পর সেখানে ক্লিকালেই সব ইসে লিংক পরপর এসে যাচ্চে।
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৪ | 219.64.11.35
  • কোরাণে সেক্ষ নিষিদ্ধ? খিখিখিখিখি ...

    ডিঃ আমি শ্রীনিরপেক্ষ।
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২১ | 168.26.215.13
  • এটার কথাই তাহলে সেদিন এনপিআরে বলছিল। হেব্বি তো।

    চাপটা অন্য জায়গায়। সেক্ষ দিয়ে সার্চ করে দেখো। কোরাণে যা যা নিষিদ্ধ এই সার্চ ইঞ্জিনেও নিষিদ্ধ।
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২১ | 219.64.11.35
  • ওরে হ্যাঁ ... আমিই ইনকারেক্ট হয়ে গেছি। পাল্লিন লিখতে গিয়ে পিপি হয়ে গেস্‌লো।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২০ | 163.244.62.137
  • ওরে বেথে , পিপি নয় পিপি নয়। এতো গুড 'ওল পাল্লিন রে।
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৮ | 219.64.11.35
  • হুঁ, এইবার পলিটিক্যালি কারেক্ট হল। আট্টু হলেই পিপি গেছিল আর কী!
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৫ | 163.244.62.137
  • একটা বোধহয় ডিসক্লেমার দিতে হত -
    কোনো পার্টিকুলার ধর্মর দিকে আঙ্গুল তোলা আগের পোস্টের উদ্দেশ্য ছিল না। ওয়েবের প্রথম হিন্দু বা ক্রিশ্চান সার্চ এঞ্জিন মাউসে পড়লে একইভাবে পোস্টাতুম।

    পীস।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১২ | 163.244.62.137
  • জনতা কেউ এইটে দেখেছ ?

    http://www.imhalal.com/

    ওয়েবের প্রথম মুসলিম সার্চ এঞ্জিন।
    যেটা দেখে বেশ ইম্প্রেসিভ হলুম সেটা হল কি সাংঘাতিক ঝকঝকে ইন্টারফেস। গুরুচন্ডালী কি-ওয়ার্ড দে সার্চালে গুরুর স্ন্যাপশট দিয়ে রেজাল্ট রিটার্ন হল। আর বেশ কম্প্রিহেন্সিভ রেজাল্ট।
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৮ | 219.64.11.35
  • উনি নিজেকে অত্যন্ত উচ্চবর্ণের পলিটিশিয়ান মনে করেন। হাই ক্লাস লাইফ লিড করাটা উনি ওঁর বার্থ রাইট মনে করেন। যে হোটেলে ছিলেন অ্যাদ্দিন, তার নাকি দৈনিক খরচ লাখখানেকের মত ছিল।

    লাস্ট কয়েকদিনের ঘটনাবলী পড়ে আমার এই রকমই মনে হল।
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৬ | 219.64.11.35
  • গুরু ২ আমার কাছে এসে পৌঁছয় নি।
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২৮ | 168.26.215.13
  • শশী থারুরের বক্তব্যটা পৃথিবীর যেকোন দেশে নিন্দিত হত। অবিবেচকের মতন কথাবার্তা। বেসিকালি ছাগল।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১২ | 122.173.181.242
  • রেসিপি পড়তে পড়তে আর কপি করতে করতে দেখি দ একজায়গায় হিমকণা পায়েস রেঁধে খেতে বলেছে। কিন্তু তার রেসিপি কোথায়? টেক্সট নেই, বোধিনী নেই, রাঁধতে বল্লেই হল???
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০০ | 216.52.215.232
  • এইটাও থাক। ঈশান আর কত বুবুভা লিখবে?

    http://www.anandabazar.com/17desh4.htm
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৭ | 65.194.243.232
  • পলিটিকাল কারেক্টনেসের ঠেলা।

    http://www.anandabazar.com/17desh1.htm
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৫ | 65.194.243.232
  • এইটা কী হল? প্রতিক্রিয়াশীল শক্তি ঝাড় খেল বলে পেত্যয় হয়।

    ফাফ 3.5.3 ভার্শনে দিব্যি আনন্দবাজার পড়া যাচ্ছে। আইই ট্যাব ছাড়াই!!!
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৪ | 144.160.5.25
  • আহা শুধু রেসিপী কেন? ওটা তো সবকিছু লেখার টই।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৪ | 65.194.243.232
  • আমার যাওয়া হয়নি। বহুদূর। তবে শালীর বাড়িতে বারদুয়েক ওর দোকানের মাছ খেয়েছি। ফাসক্লাস।
  • P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪১ | 163.244.62.138
  • আহা অপ্পন সেই ফিরোজের দোকান ! রোব্বার সক্কালে গেলেই "ইলিশ আচে , ভোলা আচে ,মাগুর আচে" ইত্যাদি বলে কি খাতির করেই না মাছ বেচত। পাক্কা ১১ কিমি গাড্ডি চালিয়ে যাওয়া সার্থক।
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪১ | 124.124.86.102
  • দুর, আমি তো এক্সপার্টদের কথা বললুম, নিজে পারলে তো টই খুলে ফেলতাম। আসলে আমার কাছে পুজোর খাওয়াদাওয়া মানে বড় ফ্যামিলীর সাবেক রেসিপী ডাল চচ্চড়ি মাছের কালিয়া চিংড়ীর মালাইকারী পাঁঠার মাংস।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৫ | 144.160.5.25
  • হ্যাঁ রওনা হয়ে গেছে অনেকদিন। কবে পৌঁছয় দেখো। যাও টই খুলে দিয়েছি, লিখে ফেলো গিয়ে।
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩০ | 124.124.86.102
  • কাগুজে গুরু ২ কি শমীকের কাছে আসছে?
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৬ | 144.160.5.25
  • কিন্তু ভাপা দই কাগুজেগুরু-২ তে প্রকাশিত হয়েছে না?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৩ | 122.173.181.242
  • পেয়েছি পেয়েছি ঃ-)))

    আর কি অদ্ভুত! আমিও ওরকম কপি পেস্ট করতে পারি ওয়ার্ডে গিয়ে এই মাত্র দেখলুম। আহা আমি, বাহা আমি ঃ-))
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২২ | 124.124.86.102
  • টিকেন, সর্ষেবাটা (১) ট্রাই করে দ্যাখো।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১৫ | 122.173.181.242
  • কই দই??
    দই কই??

    পেলুম না তো ঃ(
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১১ | 124.124.86.102
  • রন্ধন এক্সপার্টরা পুজোর মেনুর একটা টই খুলুন না। তাতে মেনু সাজেশন রেসিপীসহ থাকবে।
    আজ আমি এত পুজো মুডে অথচ একটা নতুন শাড়ী পর্যন্ত কেনা হয়নি!ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত