এই মেলেনা টাকেই ডিডি দা 'আমার সত্তর' নামক বিটার ও সংক্ষিপ্ত মেমোয়ারে ব্যবহার করেছিলেন। এবং তাঙ্কিÄক ভাবে দেখতে গেলে, এটাকে ইশানের ল্যালা থিসিসের বিরুদ্ধে ব্যভার করা যায়।
এতটা বুঝলাম, অথচ আমার কোন গর্ব ইত্যাদি।
Ri | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫২ | 121.241.218.132
শুভ মহালয়া।
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৭ | 61.95.144.123
দ্য লস্ট সিম্বল পড়তে শুরু করেছি - তবে আগের দুটোর মতন শুরুতেই সেই টানটান ব্যাপারটা লাগছে না। মানে তৈরী করার একটা চেষ্টা আছে, কিন্তু দা ভিঞ্চি কোডের শুরুতেই ভিট্রুভিয়ান ম্যান আর এঞ্জেলস অ্যাণ্ড ডেমনসের শুরুতেই ইল্যুমিনাটির ওই লোগো দিয়ে যতটা ঝাঁকানি দিয়েছিলেন ড্যানদা, এখানে সেরকম এখনো পেলুম না।
a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৯ | 75.53.198.45
এইযে বাছারা, আমাকে একটু বোঝাও।
প্রচন্ড বৈদ্যুতিক ছুতার - ছুতার মানে কি? এর ইংরেজি দেখছি jesus - ইহা কি করে সম্ভব?
নেটে বাংলায় পাচ্ছিনা। অর্পণ কি কারণে লিংক দিলনা কে জানে, জটিল সব ব্যপার। যাই হোক, ইংরেজিতে পড়ে আমার মনে গুটি কয় প্রশ্ন জাগিছে। কবিতাটার মধ্যে একটা বার্নিং সেন্সেশন আছে, ঠিক বৈদ্যুতিক না, মানে আমার লাগেনি, কিন্তু তারমধ্যে লেবিয়া, ক্লিটোরিস জাতীয় শব্দ যেন একটা ক্লিনিকাল ভাব এনে দিচ্ছে। বাংলাতে কি এই শব্দগুলোই ব্যবহার করা হয়েছে?
সবচেয়ে বড় যে প্রশ্ন, তাহা হইল। সবই বুঝলাম, যে এই কবিতা পছন্দ হয় নাই, কবিতে কবিতে খেয়োখেয়ি ইত্যাদি। কিন্তু তাই বলে বিপক্ষে সাক্ষ্য? স্পেশ্যালি যখন স্টেট কেস ঠুসেছে? শক্তি? সন্দীপন? কি যেন একটা মেলেনা।
Sudipta | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৩ | 115.184.220.150
সবাই কে মহালয়ার শুভেচ্ছা! পিনাকিদা-কে ঃ sudipta.bhattacharya83 জিমেল এ
h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩১ | 203.99.212.224
গুড, অন্ততঃ একজন রাগার চান্স আছে।
হ্যাঁ যা বলছিলাম ... ইত্যাদি।
pi | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৯ | 128.231.22.89
'তুমি প্রথম বিশ্বে এস্টাব্লিশড বলে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলতে পারবে না ' এরকম আজব দাবী এখানে আমি বা আর কেউ ই এখানে করেছে বলে তো মনে পড়ছে না। তাহলে ও সবার আগে হনুদাকে ফেমিনিস্ট স্ট্যান্ড নেওয়া নিয়ে কথা শোনাতুম।ঃ) সেরকম কোনো মিসইন্টারপ্রিটেশন নিয়ে তার বিপক্ষে যুক্তি হাজির করলে তা নিয়ে কিন্তু ফালতু তক্কো হয়ে চলবে ঃ(
যাহোক, অক্ষদার কথার পরিপ্রেক্ষিতে আরো এক দুখান কথা বলার ছিল। একটা মামু বলেই দিয়েছে। বাকি পরে লিখবো। আপাতত পনেরোটা পেপার ঘাড়ে করে ফিরচি। নাইট আউট মারতে হবে মনে হয় ঃ( বসের পিছনে যদি খান কতক মশা লেলিয়ে দিতে পারতুম !!
pinaki | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৭:০৬ | 131.151.102.250
সুদীপ্ত, সরি ভাই। তোর জিমেলটা আরেকবার দে। খুঁজে পাচ্ছি না। নয়তো কোন টইতে দিয়েছিলি সেটা আরেকবার বল।
ইদিকে ফরিদাদাকে একটা মেল কল্লুম। পাত্তা দেল না। ঃ-((
h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৬:১৬ | 61.95.144.10
যে কোনো মহান সাহিত্য আন্দোলনে ঝগড়া একটা বড় পার্ট। ঐটেই মূল চালিকাশক্তি। সাধে কেউ না রাগলে আমার ডিপ্রেসন হয়।
Blank | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৫৮ | 59.93.211.29
শুভ মহলয়া
vikram | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৫:০২ | 83.71.238.44
কাছে নয়, কাজ।
vikram | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০৫:০২ | 83.71.238.44
মামু! বুড়ো ভাম! সালা বিপ্লব করবে! তুমি মাইরি ম্যানিফেস্টো না লিখে গু চ এর পেজের প্যাঁচার ওপরের রিবনে তাকিয়ে দেখো। কি দেখছো? বেগুনীর মধ্যে নীল ছবি। পান কোরো না। মানে অন্যার্থ নিও না। যা দেখছো আবার দেখো। এইটে হচ্ছে মূল সুর। নিজের কাছে রাখার ও অন্যের কাছে পৌঁছে দেবার। যতো ম্যানিফেস্টো লিখবে, ততো রিজিড হবে। একটু গল্প টল্প লেখো না। নইলে লোকে সন্দেহ করবে, ঐ যে সালা হাতে ম্যানিফেস্টো নিয়ে আসছে। তোমার কাছে ভালো ভালো ল্যাখাঅ জোগাড় করা। অ্যাট দা বেস্ট মানুষকে মস্তিতে টাইম কাটাতে দেওয়া, বাকিদের বলা দেখ কেমন মস্তি করছি। আর তো কিছু না। তা নয়, যত ঘ্যানাপ্যাচা৯।
Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩১ | 198.82.24.71
এরা খালি খালি দুগ্গাপুজোর কথা মনে করয় ক্যান?
কেউ কি টইতে প্রচন্ড বৈদ্যুতিক কুঠারের মানেবই লিখবে? ;-)
tkn | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৩ | 122.173.176.167
আর হ্যাঁ, ঐ ঘটি তোলাটা মোটেই ইয়ে হয় নি। যাগ্গে আর ক ঘন্টা পরেই মহালয়া, দেবী জাগুন, তিনিই যা করার করবেন...
tkn | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০১:০২ | 122.173.176.167
মাঝখান থেকে ম্যানিফেস্টো আর লেখা হয় না ঃ-))
Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৯ | 12.163.39.254
ধুর। কি গুলিয়ে দিলাম। ১। ব্রতীন কমেন্টটা ঠিক করেন নি। সেটা নিজেও বলেছেন। আম্মো বলেছি। ২। তবে ওটা উনি ক্যাজুয়ালিও করেছেন। যতটা ক্যাজুয়ালি ইন্দো ঘটি তুলে গাল দিল, বা রিমি পুঙ্গব বলে, ততটাই। ওটা তার চেয়ে বেশি গুরুত্ব দাবী করেনা। ৩। অতএব এর থেকে সলিডারিটি ইত্যাদিতে পৌঁছে যাওয়া হাস্যকর। খিল্লি যোগ্য।
হাংরিদের মধ্যে প্রবল খাওয়াখাই ঃ( মলয় শৈলেশ্বরকে দেখতে পারেনা, শৈলেশ্বর সন্দীপনকে দেখতে পারেনা ইত্যাদি। তবে একথা সত্যি যে হাংরি করে যে পরিমাণ প্রচার মলয় পেয়েছিল, বাকিরা তা পায়নি। যেমন শৈলেশ্বর এবং সুভাষ ঘোষও জেল খাটে-ইন ফ্যাক্ট ওরাই প্রথম গ্রেপ্তার হয়-কিন্তু মলয়ের জেল-খাটা বেশ গ্লোরিফায়েড। এবং এটাও সত্যি যে মলয় পরে সরে গিয়েছিল। ব্যাঙ্কের ডিরেক্টর ইত্যাদি হয়-টয়। নকশাল আন্দোলনের শহুরে বুদ্ধিজীবীদের মত ব্যাপার খানিকটা আর কি।
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৩ | 122.252.231.12
ইন্দো, উইকিতে এইটা পড়েছিলাম। ঠিক ভুল জানা নেই:
"১৯৬৪ সালে হাংরি বুলেটিনে প্রকাশিত 'প্রচন্ড বৈদ্যুতিক ছুতার' কবিতাটির জন্য মলয় অশ্লীলতার অভিযোগে গ্রেপ্তার হন এবং ৩৫ মাসব্যাপী কোর্ট কেস চলে। কলকাতার নিম্ন আদালতে সাজা ঘোষণা হলেও, ১৯৬৭ সালে উচ্চ আদালতে অভিযোগমুক্ত হন। মলায়ের পক্ষে সাক্ষী ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তরুন সান্যাল, জ্যোতির্ময় দত্ত এবং সত্রাজিত দত্ত। মলয়ের বিরুদ্ধে সাক্ষী ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, শৈলেশ্বর ঘোষ, সুভাষ ঘোষ, পবিত্র বল্লভ, সন্দীপন চট্টোপাধ্যায় এবং উৎপলকুমার বসু। মকদ্দমা চলাকালীন মলয়ের খ্যাতি আমেরিকা ও ইউরোপে ছড়িয়ে পড়ে, এবং বিভিন্ন ভাষায় এই কবিতাটি অনুদিত হয়। ৪৫ বছর পরও কবিতাটি নিয়ে বিতর্ক কবিতাটিকে জীবন্ত রেখেছে, এবং এম ফিল ও পি এইচ ডি গবেষণার বিষয়বস্তু হয়েছে । গবেষণা করেছেন আসাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক কুমারবিষ্ণু দে ও রবীন্দ্রভারতী থেকে অধ্যাপিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত 'Modern And Postmodern Poetry Of The Millenium' সংকলনে দক্ষিণ এশিয়া থেকে অন্তর্ভূক্ত এইটিই একমাত্র কবিতা বলে ভূমিকায় জানিয়েছেন সম্পাদক জেরোম রোদেনবার্গ।"
মলয়ের উল্লিখিত কবিতাটি নেটে সার্চ করে পড়া যায়। এইখানে নানা কারণে লিঙ্ক দিলাম না।
I | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৩ | 59.93.245.209
""যেমন ট্রীটিয়া বিশ্বে আমাডিগের মটো হাংরিগণকে টোমরা পুলিশ লাগাইয়া ঢোলাই ডিতেছো। ঢোলাই বেশীডিন চলিবে না; টোমার আছে বন্ডুক টো আমার আছে টাইম ম্যাগাজিন-ইহা হাংরিডিগের পট্রিকা। বন্ডুক ও টাইম-উভয়েই ম্যাগাজিন শবড্টি আছে, ইহা ফাল্গুনি ডেখিল। ...সুনীল একটি খচ্চর আছে। উহারা , এবং টর্পেডো ইংরাজী জানেনা। উহাডের বেবি-ইংরাজি লইয়া খিল্লি করিলাম। ... আমাডিগের সিফিলিসগ্রস্ট আট্মার যে কন্ডোম ডরকার, টাহা ভারট সরকার বানাইটে পারিবে না। ট্রিটীয় বিশ্বে উট্টম রাবার টৈয়ারী হয় না, উট্টম হাংরি টৈয়ারী হয়।''....
(অ্যালেন গিনসবার্গের সঙ্গে ভৌতিক কথোপকথন; মামুর খিল্লির সাথে মিল থাকিলে তাহা নিতান্ত আপতিক। না কি আকস্মিক?)
tkn | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৮ | 122.173.176.167
হ্যাঁ, তবে এখন ব্রতীনবাবুকে ঘুমোতে না দিয়ে একবার ডেকে এনে ঈশানের সামনে এটা বলিয়ে না দিলে ঈশান মানবেনই না, কিছুতেই মানবেন না এ আমি তিন কোনা থেকে ওনার মুখ দেখেই ধরতে পারছি
a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৬ | 143.111.22.23
ঐদেখো, ঈশান কেমন গুলায়ে দিতে চাইছে।
ব্রতীনবাবু যখন কইলেন "বলাই বাহুল্য তিনি মহিলা", তখন তিনি আসলে "বলাই বাহুল্য তিনি একটি কালো, মোটা, অলস, রাগী, অকর্মণ্য, বেঁটে, চশমা পরা, বড়লোক, গাড়ি চড়া, পাউডার মাখা, ছাতা হাতে, মুখে গন্ধ, গম্ভীর, নাকে তিল, রক্ষণশীল, সিটি সেন্টার ফেরৎ, অপর্ণা সেনের ফ্যান, নবকল্লোল পড়া ...
.... ... মহিলা" এটাই বলতে চেয়েছিলেন।
tkn | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৮ | 122.173.176.167
অ, তাই তো! বাহ ঃ-)
ম্যানিফেস্টো লেখা না হলে কিই বা ক্ষতি?
h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 61.95.144.10
যেকোনো হেরো বামপন্থী-ই উত্তরাধুনিক। যেকোন বেশী বেশী সিকান্দার বামপন্থী হল স্টালিনিস্ট। মাঝা মাঝি গুলাই বেস্ট। তবে তারা বামপন্থী নয়।
Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 12.163.39.254
তেকোনা একসঙ্গে তিনদিকে থাকতে পারে। ঃ)
কিন্তু আমি ম্যানিফেস্টো লিখব কখ অ অ অন?
arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 168.26.215.13
কোনোই নীতি নাই। শুধুই ইস্যুভিত্তিক সমর্থন। হুঁ।
Du | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:১০ | 65.124.26.7
কাল এইসব আলোচনার পরে গেলাম ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে । সেইসময় তার রাজ্যের গল্প আমাকে ( বা বাবা নিয়ে শুলে তাকে) বলার সময়। তো কালকে বলছে - জানো মা, আমাদের ক্লাশের মেয়েগুলো কি করে? -কি ? - হাতে ধাক্কা দিয়ে ফোল্ডার ফেলে দেয়, খাবার থ্রেট দিয়ে নিয়ে নেয়, না দিলে গলা চোক করে দেয়। - আর ছেলেরা কি করে? - জাস্ট স্ট্যান্ড ভালনারেবল - আর যারা ছোটখাটো তারা চোকড হয় যেমন আমি - তবে আজকে জাপান্নীজরা (মেয়েরা) পার্ল হারবার করে ফেলেছে - তাইতে আমেরিকা ঢুকেছে ( মানে একটা বিরাট ছেলে - কোন মেয়ে তার ফোল্ডারটা ফেলে দিয়েছিল) আর যুদ্ধ প্রায় শেষ।
শুনে আমি থ । আমাদের আলোচনাটা আজকেই হচ্ছিল না ? ;-)))
শিশুদের এই দুনিয়াকে তর্কের বাইরেই রাখতে চাই। জাস্ট কালকেই হল বলে মজাটা শেয়ার করলাম শুধু।
tkn | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৯ | 122.173.176.167
আমি যে কোন দলে পড়ি কে জানে ঃ-( অবশ্য নতুন হিসেবে জাস্ট দুধভাতে থাকতে পারি
h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৯ | 61.95.144.10
পক্ষে অর্থাৎ ক। আমি জেন্ডার ডিবেটে সব সময়ে অক্ষর পক্ষে। এ ব্যাপারে, আমার সঙ্গে অক্ষর একটা প্রতিষ্ঠিত ক্যামরাডারি রয়েছে। তারপরে যখন ও আবার একটু নকু-নকু কেসটা বেশি করবে, তখন আবার একটা অবজেকটিভ এনকোয়ারির ভাষা, নো মোর সলিডারিটি। ইত্যাদি। এটাই ট্র্যাডিশন ঃ-)
Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৭ | 12.163.39.254
হনু উত্তরাধিনিক হইয়াছে। পক্ষে-বিপক্ষে নয়।
তবে একটা ব্যাপারে আমি হনুর সঙ্গে একমত। আমার স্ট্যান্ডকে ঠুসে দিয়ে অক্ষ যদি একটা গাব্দা লেখা লেখে, তাহলে ভালই হবে। ঃ)
arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৪ | 168.26.215.13
হানুদা অক্ষর পক্ষে না বিপক্ষে? পোস্ট পড়ে বোঝার উপায় নেই।
h | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ০০:০১ | 61.95.144.10
অক্ষর প্রতি সহানুভূতি নিয়ে অক্ষর বক্তৃতার পরে হ্যা হ্যা করে হাসবে। বেসিক এটিকেট বলে কিসু রইলো না।
অক্ষ আমি তোমার খচার কারণটা বুঝতে পারছি। কারণ আমার প্রতিটা লেখার পরেই আমার প্রিয় বন্ধুদের জাস্ট এই অ্যাকি কারণে জাস্ট অ্যাক রিয়াকশন হয়।
এরা ফালতু লোকজন। আমি এবার থেকে উপন্যাস লিখে সুদু হিলারি কে দোবো।
Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৯ | 122.252.231.12
লাস্ট ক্যাটেগরিটা তো বলেই দিয়েছে।
h | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৮ | 61.95.144.10
ইয়েস। ট্রু।
Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৭ | 12.163.39.254
এবার অক্ষ বলবে, কেন এক্সট্রাপোলেট করা হল ইত্যাদি। অক্ষ কি হিলারি, না এরকম একটা এক্সট্রিম কেস? সেসব লয়। এক্সট্রিম কেসে ফাটলটা ভালো করে বোঝা যায় তাই লিখলাম। অন্য কিছু না। রিয়েলিটি আসলে কোনো এক্সট্রিমে নয়, মাঝামাঝি কোথায়, সে, জানা ও বোঝা কথা।
Paramita | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৬ | 63.82.71.141
হনুর অন্ততঃ আরো দুটো ক্যাটেগরি ল্যাখা উচিত ছিল। রাগেও না ল্যাখেও না। রাগে কিন্তু ল্যাখে না।
আর কেউ কেউ আছে যারা রাগে, লেখে, হাসে কেউ কিসু বুঝতেই পারে না। যেমন আমি।
Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৪ | 12.163.39.254
পোচ্চুর কাজ। কিন্তু দেখে হাত চুলকাচ্ছে। কি করব। লিখেই ফেলি। ঃ)
বেশি কিছু অবশ্য লেখার নেই। একটি কাল্পনিক উদাহরণই শুধু দিই। হনুর কথা শুনে মনে পড়ল, তাই হিলারি ক্লিন্টনেরই উদাহরণ। মনে রাখবেন, এখানে সব চরিত্র কাল্পনিক। ঃ)
ধরা যাক, সেপ্টেম্বরের এক ফলের মনোরম সন্ধ্যায় হিলারি ক্লিন্টন মঞ্চে দাঁড়িয়ে বললেন, তৃতীয় বিশ্বে "আমরা' মেয়েরা কি পরিমান অবহেলিত হচ্ছি, ভাবা যায়? আমাদের মেয়েদের সেখানে জল নেই, ভাত নেই, পুষ্টি নেই। আমরা সেখানে মেয়ে বলেই শোষিত নিপীড়িত হচ্ছি।
অনেকে ভাবেন এগুলো তৃতীয় বিশ্বের সমস্যা। প্রথম বিশ্বের না। কিন্তু সেটা কোনো কথা নয়। একজন পুরুষ আজ আমাকে প্রেসিডেন্ট হতে দেননি। আমিও লিঙ্গবৈষম্যের শিকার। মেয়ে, স্রেফ মেয়ে বলেই, এই যে প্রেসিডেন্ট হতে পারলাম না, ঠিক এই জায়গে্তই আমি আর তৃতীয় বিশ্বের ফুলন দেবী এক হয়ে যাই। আমরা মেয়ে। আমরা শোষিত।
ইত্যাদি ইত্যাদি। তা আমার কথা একটিই। এই বক্তিমে শুনে আমি হাত্তালি দিতে পারবনা। হাসব। তার মানে তৃতীয় বিশ্ব বা প্রথ্ম বিশ্বের মেয়েদের সমস্যা সম্পর্কে আমার কোনো সহানিভূতি নেই তা নয়। আছে। কিন্তু তার পরেও এটা শুনে হাসব।
h | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫২ | 61.95.144.10
মানুষ রেগে গেলে বেশ ভালো লেখে। মানে যারা রাগী। যেমন অক্ষ। আর যারা জাস্ট খ**র, তারা মোটামুটি সবসময়েই ভালো লেখে, কখনই রাগে না। যেমন ডিডিদা। আর কেউ কেউ আছে যারা রেগে গেলে লেখেই না, যেমন শিবুদা।
Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৯ | 122.252.231.12
এইটা হনুর বহুদিনের আন্তরিক ও সৎ প্রচেষ্টা। কাউকে হ্যারে তুই কী রেগে গেছিস বলে আরো কিছু লেখা/বক্তব্য বার করে নেবার সুঅভিপ্রায়। ঃ)
arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৮ | 168.26.215.13
আজকের আবাপতে ইন্দ্রজিত রায়ের প্রবন্ধটা পচা হইছে।
a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৮ | 143.111.22.23
কি আশা? রেগে গেছি সেটা? ঃ-))
h | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৮ | 61.95.144.10
যদি লিখবেই, মানে একটা বা কয়েকটা বই বা কয়েকটা লেখক ধরে লিখবে, তাইলে লিখে এই টই ভাটে না লিখে আমারে পাঠিয়ো। পাই য়ের হয়ে একটু ক্যাম্পেন করে নিলাম। জয় নিতাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন