এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:০১ | 122.252.231.12
  • যা, শ্রাবণীদিও জব লিখছে। মনে হতেই পারে রিসেশনদষ্টকালে জনৈক বেকারের অকপট ভাষণ। ঃ-)
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:০১ | 69.236.190.131
  • পাইরেট্‌স অফ দ্য ক্যারিবিয়ান - ব্লু রে তে ৪৬ জিবি.... সেই হিসেবে বললাম আর কি।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:০০ | 71.62.121.158
  • অপ্পন,
    আতিফের প্রথম অ্যালবামটা শুনেছিলাম। তারপর তো বেশ নাম করে ফেল্লো মনে হয়। আমি সিনিমার গান তেমন শুনিনি ওর গলায়। ভালোই গায়। ঘুমোই। ঃ)
  • shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৯ | 124.124.244.109
  • মোহিতের তুমসে হী টা বেশ ভাল যদিও জব উই মেটে আমার ফেভ "আওগে জব তুম ..... "
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৮ | 122.252.231.12
  • অ্যাঁ। এলসিএম বলে কী! না না, অত সাইজ হয় না। ঃ-)
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৬ | 69.236.190.131
  • মনোরমা..., আর, জনি গদ্দার.... দেখেছি। ইন্টারেস্টিং।
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৪ | 69.236.190.131
  • নামালুম - মানে? পুরো সিনেমা ডাউনলোড করলে? কিন্তু অনেক বড় সাইজ না? ১৫-১৬ জিবি?
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫০ | 122.252.231.12
  • আজকে ছুটি নিলাম। সকালে উঠে দুম করে বলে দিলাম যাচ্ছি না। ঃ-)

    ভাবছি মনোরমা সিক্স ফিট আন্ডার আবার দেখব। আর জনি গদ্দার। ভাবতেই চোক চক্‌চক কর্ছে।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
  • গুলাল (অনুরাগ কাশ্যপ) আমার ভালো লেগেছে। তবে ওই কি বলে - বেশ "হার্ড হিটিং' সিনিমা আর কি। মনে হবে পেটের মধ্যে কোঁত করে একখান ঘুষি মারলো;-)

    এটা দেখার পর "দেভ ডি' নামালুম - কিন্তু সে আর দেখা হয়ে ওঠেনি।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৬ | 122.252.231.12
  • রিপ ভ্যান উইঙ্কল।
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৬ | 69.236.190.131
  • গুলাল - কার ? ভালো?
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৫ | 69.236.190.131
  • আমি মুন্নাভাই এম্বিবিএস দেখেছি।
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৪ | 69.236.190.131
  • ওহ! তাই বলো। যব - হিন্দী। আমি তো ভাবছি - উই পোকার 'মেট'-এর চাকরি ...
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৪ | 61.95.144.123
  • মাঝে একবার দুম্‌ করে একদিনের জন্যে বর্তমানে পৌঁছে "গুলাল' দেখে ফেলেছিলুম।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৩ | 61.95.144.123
  • ওরে দাদারে আমি একনো মুন্নাভাই দেকিনি - বছর পাঁচেক আগে আটকে আছিঃ-(
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪১ | 122.252.231.12
  • * যব
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪১ | 122.252.231.12
  • মোহিত চৌহানের গান এর আগেও জনপ্রিয় হয়েছে তো। "জব উই মেট'।
  • Aranya | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৫ | 98.221.52.119
  • পরিচয় ঃ
    নিবাস - NJ, USA
    বয়স - ৪৫, তবে ৪০-এর পর থেকে উল্টো দিকে চলায় আসলে ৩৫ ঃ-)
    লেখাপড়া - কল্যাণী, IIT KGP, Rutgers University , তবে সেসব দিন চলে গেছে কুড়ি কুড়ি বছরের পার, এখন AT&T-তে কর্মরত বহু দিন
    নেশা- অরন্য-ভ্রমণ, বাংলা সাহিত্য, ফুটবল খেলা (NJ-তে ২৫ থেকে ৪৭ - বিভিন্ন বয়সের প্রায় ৩০ জনের একটা দল আছে আমাদের, প্রতি রোববার জমিয়ে খেলা হয়)
    ইচ্ছে- ভ্রমণ সংক্রান্ত কিছু লেখালেখি
    গুরু বিশ্লেষণ - রাজনৈতিক মতপার্থক্য , লেখার content বা form নিয়ে বিবাদ, সব ছাপিয়ে একটা ভালবাসার সুর শোনা যায় গুরু-র পাতায় - মানুষের প্রতি ভালবাসা - দেশে ফিরে যাওয়া অরিজিত, ক্যামেরা চোখে Blankie , কল্লোল-দা বা দীপ্তেন-দার মতো লোক যারা ৭০-এর দশকে সব মানুষের জন্য নিজের জীবন বাজী রেখেছিল , ছত্রিশগড় -থেকে Ranjan-দা যখন সালোয়া জুড়ুম নিয়ে লেখেন, ঈশান, দময়ন্তী, পারমিতা, আর্য্য - এতো সময় আর যত্ন দিয়ে গুরু-কে তৈরী করেছে, সাজিয়ে তুলছে - এই আকালেও কিছু লোক যে স্বপ্ন দেখে, দেখছে তা একটা আশার জন্ম দেয়
  • shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৪ | 124.124.244.109
  • আমি এই কমাসে বেশ পিছিয়ে গেছি।ঃ(
    তবে আতিফের অনেক গানই বেশ ভাল।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩২ | 61.95.144.123
  • উরিবাবারে কত নতুন নতুন গাইয়ে - কারো নাম শুনি নাই।

    আচ্ছা বাবুল সুপ্রিয়র রবীন্দ্রসঙ্গীত শুনেছ? সেটা শুনে মনে হল কিশোরকুমারও গ্রেট রবীন্দ্রসঙ্গীত গায়ক।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩০ | 122.252.231.12
  • আতিফ মানে যে রেসের গানগুলি গেয়েছে তো? আমি প্রথমে শুনে কুণাল গাঞ্জাওয়ালা ভেবেছিলাম।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • না শুনিনি। সে কে বা কি? এই গানটাতে কেমন একটা কাঁপা কাঁপা গলায় ভেংচানিমার্কা উচ্চারণ - ইস্পেশ্যালি ওই "খায়ে থ্যা'-তে।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৫ | 71.62.121.158
  • এখুনি শুনলাম। খারাপ লাগলো না।
    বোঝাই যাচ্ছে অজ্জিতদা আতিফ শোনে নাই। ;-)
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
  • হুঁ এটাই। কি করে তোমাদের এই গানটা ভাল্লাগলো কে জানে।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৩ | 122.252.231.12
  • * কি
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৯ | 122.252.231.12
  • এইটা কী? এইটা বহুত ভালো গান। অবশ্য জো বায়েজের গাওয়া নয়!

    http://www.musicindiaonline.com/p/x/e-mm7Ne5D9.As1NMvHdW/
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.123
  • অ - মানে প্রেম কত্তে কত্তে এমন অন্যমনস্ক ছিলো যে কাঠবেড়ালি বাদামের ঠোঙা থেকে বাদাম খেয়ে গেসলো, তাপ্পরে প্রেম কত্তে কত্তে সেটাই খেয়েছে - এরম কিছু দাবি। বহুত ন্যাকাটাইপের গলায় ন্যাকাটাইপের গান।
  • shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৪ | 124.124.244.109
  • কাঠবেড়ালীর এঁটো মটর? এটা গান? আমি কেন শুনিনি কে জানে, আমার অবশ্য আকাশবানীর এফ এম টা বেশী চলে, মির্চি নয়।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৪ | 122.252.231.12
  • কামিনে। মোহিত চৌহান বোধহয়।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৩ | 72.83.75.193
  • যাক, অরণ্যের নীরবতা অবশেষে ভঙ্গ হলো। ঃ)
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫০ | 61.95.144.123
  • আচ্ছা একখান গান ইদানিং রেডিও মির্চি খুব শোনাচ্ছে - সকাল বিকেল - "পহেলিবাআআআআআআর মোহব্বত কিইইইইইই হ্যায়' - এটা কার গাওয়া? কি রকম উদ্ভুতুড়ে খোনা গলা আর ভুতুড়ে উচ্চারণ। "হাআআআআআমনেএএএএএএএ গিলেহরি কে ঝুঠে মঠর খাআআআআআয়েএএএএএ থ্যেএএএএএএ' - এই লাইনটা শুনলেই কি রকম কান চুলকোচ্ছে। লাইনটার মানে কি? আর "থে'-র বদলে "থ্যে' বা "থ্যা' বলে কেন?
  • h | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৪ | 203.99.212.224
  • একটা বড় ইনফরমেশন দিতে ভুলে গেছি। গানটা চিও চিও চি র সুরে গাওআ হত। অন্ততঃ যে ফর্মে আমি শুনেছি। পরের ডিম পাউঁরুটি টা সম্ভবত 'সাজন' সিনেমার অরকেস্ট্রেশনের প্যারডি।
  • Aranya | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২০ | 98.221.52.119
  • গুরু-র একটা নিয়ম আছে, নতুন লেখককে প্রথমে ভাটে ঠেলাঠেলি করে বসতে হবে। ২০০৭-এর মার্চে নন্দীগ্রাম-সংক্রান্ত লেখা খুঁজতে গিয়ে প্রথম গুরু-র খোঁজ পাই, তারপর থেকেই মুগ্‌ধ পাঠক। টই-এর ধারণাটা দুর্দান্ত, patent নেওয়া গেলে ঈশান অনেক টাকার মালিক হতে পারত - ঃ-)
    বুলবুল ভাজা , কূট্‌কচালী, খর্ব নয় - অসাধারণ বহু লেখা উপহার দিয়েছে। টইপত্তর -এর অনেক গুলো টই মনে রাখার মত, পাঠককে ছুঁয়ে যায় - কল্লোল-দার 'কারাগার, বধ্যভূমি---', ইন্দো ডাক্তার-এর জীবনানন্দের ওপর লেখাগুলো, 'সব চরিত্র কাল্পনিক' সিনেমা-টা বোধহয় আর দেখতে পারব না, ইন্দো-র কবিতার ক্লাস যে উচ্চতায় গেছে - ঋতুর ক্ষমতা নেই তার কাছে পৌঁছানোর। DD-র 'আমার সত্তর', দ্বীতীয় বিশ্বযুদ্ধের ওপর লেখাগুলো গুরুচন্ডালী-তে, শমীক-এর 'লা জবাব দিল্লী'; ঈশান, রন্‌জন-দা, বোধি/হনু, সম্প্রতি তেকোনা - প্রচন্ড ক্ষমতশালী এতো লেখকের লেখা এক জায়গায় পাওয়া নিঃসন্দেহে খুব বড় প্রাপ্তি।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৬:২৬ | 61.95.144.10
  • একটু গেয়ে দেখলাম, বহুযুগের ওপার হতে আরো দুইটা লাইন আইলো।

    দুঃখহরণ রোড
    এই আমাদের কোড
    এখান থেকে করি আমরা
    যত এনার্জি লোড
    তার পরেতে এদিক সেদিক
    ঘোরাই মোদের সোর্ড
    রেল গাড়ি আসবে কখন
    ফিলিং ভেরি বোর্ড

    ইত্যাদি। এই রেল গাড়ি টা হল লাইন দিয়ে কিচেনে খেতে যাওয়া একটু বড় মেয়েদের দল। ইত্যাদি। গানটার মধ্যে স্লাইট পিডো ফিলিয়া ও আছে, কারণ বেশি লাইন ও বেশি উত্তেজনা স্কুলের উঁচু ক্লাশের মেয়ে গুলোর মধ্যে ছিল। এগারো বারো বা বি এ ক্লাশে ওঠার পরে, খেতে যওয়ার সময় লাইনের প্রশ্ন-ই ওঠে না, বা অন্য লাইনের প্রশ্ন ওঠে। ইত্যাদি।

    এখন দূর থেকে দেখলে মনেহচ্ছে, লোচ্চা গুলো পঞ্চদশী ষোড়শীদের নিয়ে বেশি এক্সাইটেড ছিল, গো-ইং বাই এভিডেন্স অফ পোয়েটিক ইনস্পিরেশন। বেসিকালি কবিদের কোন কাজ নেই।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০৬:১৫ | 61.95.144.10
  • অহনা আমার ক্লাসমেট ছিল। বন্ধু ছিল। আমরা বহুত ইজ্জত করতাম অহনাকে। যাকে বলে সিরিয়াসলি বড় মাপের প্রতিভার অধিকারী। ও ছোটো বয়সেই টুক টাক যা লিখতো তাতেই লোকে চমকে যেত। ওরা যখন ইউনিতে পড়তো ফেমিনিস্ট গ্রুপ শুরু করেছিল শান্তিনিকেতনে। তার পরে আমরা যখন এগারো বারোয় বা তারো আগে, অ্যাকচুয়ালি মনে নেই কবে, একবার সম্ভবতঃ দেশে ওর কবিতা বেরিয়েছিল, তখন আমরা ওকে প্রচুর অভিনন্দন জানিয়েছিলাম। বা জানিয়েছিলাম কিনা মনে পড়ছে না।

    আমি গানটার যে ভার্সন টা জানি, মেয়েদের হোস্টেলের সামনের রাস্তায় গাওয়ার গান। জত ফালতু লোচ্চা টাইপের ছেলেরা পরে এই ডিম পাউঁরুটি কেসটা জুড়ে দেয়, এবং মেয়েদের মধ্যে একটা হিহি আর হ্যাহ্যা সঞ্চার করে, যেটা আমরা ছোটো থেকে-ই যারা সমাজ পরিবর্তনের লক্ষ্যে নানা পোবোন্ধো লিখতুম তারা পারিনি। ঈর্ষায় নীল হয়ে গেসলাম, এটা মনে পড়লো। বলা যায় না সেই থেকেই আমি কবি, বিশেষতঃ লোককবিদের উপরে স্লাইট খচে আছি।

    দুঃখহরণ রোড
    এই আমাদের কোড
    এখান থেকে করি আমরা
    যত এনার্জি লোড

    কিন্তু অহনার একটা উপন্যাস ও আমি পড়েছি সেটার নাম আমার মনে পড়ছে না।

    ইত্যাদি।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০২:৪৩ | 198.82.22.58
  • অপ্পন কেমন মশার ভয়ে চুপ করে আছে।
  • tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫২ | 122.163.3.55
  • ওক্কে, শাখামেলই সই
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪২ | 198.82.22.58
  • উপমেল না শাখামেল? ঃ-)
  • tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৫ | 122.163.3.55
  • আচ্ছা, এই যে তোমরা মেল করার পরে এখানে আবার একটা উপমেল মারো "মেল চেকিও" বলে, সেটাও যদি মিসায় কেউ? তখন কি করো?? ফ্যাক্স করে দাও এটা চেক করে জেনে নিতে মেল আছে কিনা? যদি ফ্যাক্স মিস করে? তখন মেল করে জানাও ফ্যাক্স দেখতে যাতে ফ্যাক্স দেখে জানতে পারে ভাটে মেসেজ আছে তারপরে ভাট দেখে মেল চেকায়???
    ঃ-))))))
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৫ | 122.252.231.12
  • পাই। মেল চেকিও। উত্তর জানা থাকলে উত্তর দিও।

    (বড্ড মশার পনপনানি)
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫২ | 122.162.75.107
  • কাব্লিদা,

    ৩০ তারিখ, বিকেল চারটেয়, সল্টলেকের সিটি সেন্টারে। অনির্বাণ (ভূতো) কনট্যাক্টস জোগাড় করছে, ওকে ফোনিয়ে নাও।
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫১ | 122.162.75.107
  • সৈকত, পাই, ইমিডিয়েটলি জিমেল চেক করো।
  • kd | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৫ | 59.93.193.215
  • ৩০শের কলিভাটের কোনো আপডেট আছে নাকি? হচ্ছে? হ'লে কোথায়? ক'টায়?
  • kali | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৬ | 76.114.64.110
  • অহনা বিশ্বাস মোটেই শান্তিনিকেতনী মাইয়া নয় কো। ক'বছর শান্তিনিকেতনে থাকলেই শান্তিনিকেতনী হয়ে যাবে নাকি? অহনা বিশ্বাস অত্যন্ত আসানসোলী মাইয়া। আমার প্রায় পড়শী ছিলো।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৫ | 122.252.231.12
  • আরে আমার মত ল্যালা লোকেও নাম জানে। তাই ফেমাস।

    বেথেভাই, হ্যা, পূর্ণযতি ইগনোর করলে হবে ভাই?
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৯ | 122.162.75.107
  • কবিতা লিখলেই ফেমাস ব্যক্তি?
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৭ | 122.252.231.12
  • আরে অহনা বিশ্বাস তো ফেমাস ব্যক্তি। কবিতা লেখেন।
  • tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৭ | 122.163.3.55
  • কাজের কথার উত্তর দেয় না কেউ ঃ(
    - না, কলকাতায় বৃষ্টি হচ্ছে না।
  • I | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৪ | 59.93.192.42
  • শুধু একটাই কথা। শান্তিনিকেতনে যেমন দোল, এনারেসের কাল বলতে তেমনি রিইউনিয়নের সন্ধে। স্থান রবিনদার ক্যান্টিন/কদমগাছতলা। পাত্র বলতে পাত। গাঞ্জার চিরল চিরল পাত।

    তফাত বলতে এইটুকুই।
  • arjo | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫১ | 168.26.215.13
  • রোকেয়াবিবি কে একটা থ্যাংকু।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত