এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 143.111.22.23
  • ওবামা বেচারীটা রোজ বোধহয় ৫০বার করে হিক্কা তোলে! একটা জায়গায় একজনের ওবামার প্রতি অনুভূতির দেখলাম -

    OBAMA is a huckster, a liar and a radical communist in my opinion. VOTE the RATS OUT IN 2010! IF scientist ever leaked out the link between vaccines and autism, the pham industry would have to pay billions upon billions! DO NOT TRUST THIS MAN. HIS SPEACH AND AGENDA HAVE MORE IN COMMON WITH HITLER than you! HE is in the NWO hip pocket..how else do you think this nobody from nowhere became President? Obama: Got a birth Certificate, YET? Chicago-long legged Mack Daddy -street hustlin racist.

    ঠিক যেন, "মিনসে মুখপোড়া, মর মর তুই, ওলাওঠা হয়ে মর!"
  • Tim | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 198.82.23.23
  • রোকেয়ার পোশ্নোটা বেশ। কিন্তু তাবলে কঠিন নয়কো। প্রতি পাব্বনে ইস্পেশাল বেরোনোর মত মশলা থাকলে তো গুরু কবেই রেগুলার হয়ে যেত! সেইটা একটা পয়েন।
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 121.245.171.125
  • কত্তো প্রশ্ন! আচ্ছা বোকা তো সব! আরে গ্যাস ওভেন আর মশলার বাস্কেটের পেছনে খুবসে হিট দিলাম। তাতে ব্যটারা তরতরিয়ে দেওয়াল বাওয়া লাগাল। তখন ঝুলঝাড়ার গায়ে একপাটি চপ্পল বেঁধে চটাশ চটাশ করে পিটিয়ে মারলাম। যেগুলো টুপ করে পড়ল তো পড়ল, যেগুলোর পুরো প্যঁটাপুটা গেলে দিয়েছি, সেগুলো লেপটে রইল। তখন সাবানজল সহ কিচেন তপে চড়ে সাদা দেওয়ালকে আবার সাদা করলাম।

    কাল রাতেই গুইণেগেঁথে বাইরের করিদরে ফেলে রেখেছিলাম। আজ সকালে আরো দুটো ফেলতে গিয়ে আবার গুণে দেখলাম আধমরাটাকে ঘা দিয়ে মেরে ফেলাই উচিৎ ছিল।
  • arjo | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 168.26.215.13
  • উফ, সব পোস্নের উত্তর আমাকে দিতে হবে

    ১। সব কটা লেখা দুগ্গা পুজো নিয়ে বলে দুগ্গা সংখ্যা। সব কটা লেখা গুরুনানককে নিয়ে লিখলেই সেই সংখ্যা হবে। রোবাস্টা প্ল্যানিং।

    ২। দেয়ালে আর্শোলা নীচে দ। আর্শোলা দকে দেখছে আর দ আর্শোলাদের। (এখানেই সেই বাবল টা হবে যেটা চিন্তা বোঝাতে ব্যবহার হয়)। ""কি করে যে মারি? এত উঁচুতে, হাতও যাবে না""। (এবারে অন্য বাবল) ""এই হুশ হুশ""। (আবার অন্য বাবল) ""না গেল না, শালা মর্কট এক একটা""। এবার শুরু হল যুদ্ধু, কখনো ঝাঁটা হাতে কখনো ফুলঝাড়ু হাতে দ একদিকে তো আর্শোলারা অন্যদিকে। চলতে চলতে যখন দ প্রায় ক্লান্ত হয়ে বিছানায় বসলেন তখনই সেই বুদ্ধি এলে যে বাল্বটা সেটা জ্বলে উঠল। হাতের কাছে ছিল হাওয়াই চপ্পল উড়ে গেল দেওয়ালের দিকে, শব্দ হল ""চ্যাৎ"", দেহ রাখল একটি আর্শোলা। দয়ের মুখে তখন বিজয়ীর হাসি। এইভাবে হাওয়াই চপ্পল ঘুরল দেওয়ালের একদিকে থেকে অন্যদিকে খাটের তলা থেকে আলমারীর মাথায়। মারা পড়ল ২৩ টি আর্শোলা। এরপরে রণক্লান্ত দ বিজয়ীর হাসি মুখে নিয়ে বিছানায় পড়লেন এবং ঘুমোলেন। সকালে উঠে আবার মৃতদেহ পোস্কার করতে হবে।
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 122.252.231.12
  • আবতক তেইশ।
  • Bratin | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৪৫ | 117.194.96.36
  • মনে হয় কোন target ছিল। এই কটা মারবো ই...
  • pi | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৩৯ | 128.231.22.89
  • আরে, অক্ষদার মনেও এক ই প্রশ্ন।
    তাহলে তো কোশ্চেনের ভ্যালিডিটি নিয়ে একেবারে নিঃসন্দেহ হলুম।
    দমদি, জবাব চাই, জবাব দাও। জগতের মশারা এই দাবীতে তোমার কানের কাছে মুখরিত হউক।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৩৭ | 122.162.42.212
  • আমারও প্রশ্ন ... মারলে, গুনলে, কিন্তু ফেল্লে না কেন তখনই?
  • pi | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৩৬ | 128.231.22.89
  • যবে থেকে রোকেয়াবিবির সামনে আজ্জোদা এই সিইও হবার গাজর আটকেছে, বিবিজান এরকম সবসময় সব প্রশ্ন তুলে বেড়াচ্ছেন।
    তবে প্রশ্ন আমারো পেয়েছে। দ দির পোস্ট পড়ে।
    আরশোলার দেহাবশেষ উদ্ধার করতেই খালি টেবিলে উঠতে হলো কেনো ? মারতে উঠতে হয়নি ? আর যাদের মারতে উঠতে হয়নি, তাদের মৃতদেহ এরকম উচ্চতায় পৌঁছে গ্যালো ক্যামনে যে মাটিতে পা রাখলে আর নাগাল পাওয়া যায় না ?
    নাকি মৃতেরা সব আপওয়ার্ডলি মোবাইল হয়ে যায় ?
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৩৩ | 121.245.171.125
  • এখানে লক্ষণরেখা পাওয়া যায় না। ঃ( ঃ( হ্যাঁ ঐ ব্যটা আধমরা পরে পালিয়ে গেছে দেখলাম। আমি কুড়িয়ে কাচিয়ে বাইরের করিডরে ফেলেছিলাম, সকালে আরো দুটো মেরে ফেলতে গিয়ে গুণে দেখলাম ২৩টা। ঃ((( সাধে আর ব্যটারা ডাইনোসরের আমল থেকে বেঁচে আছে!!

    ইপ্পিকে আমি ..... ইপ্পিকে আমি ........... না না ক্যালাবো না, সেরেফ মশার মত টিপে ...
  • arjo | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৩১ | 168.26.215.13
  • আরশোলা মারতে হবে? ঘরের মাঝে একটা ভালো গন্ধ যুক্ত খাবার খুলে রাখো, আর চোখ বড় বড় করে নজর রাখো। একটা করে আরশোলা যেই খাবারের লোভে আসবে অমনি জুতো দিয়ে পিটিয়ে দাও। দিয়েই মৃতদেহ সরিয়ে ফেল নইলে অন্যরা আসবে না। এইভাবে লুপ চালাও যতক্ষণ না খাবার দেবার দু ঘন্টার মধ্যে একটাও আরশোলা দেখা না যায়। এবারে সবকটা আরশোলা একসাথে চলে এলে খাবার সমেত আরশোলার গায়ে বস্তা ফেলে দাও। বস্তার মুখ ভালো করে আটকে ডাস্টবিনে ফেলে এসো।
  • a x | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:২৯ | 143.111.22.23
  • খুব জটিল সিচুয়েশন। ধাঁধা। আর্শোলারা মরে দেওয়ালে কেন? মানে মরলে তো তাদের টুপ করে ঝরে মাটিতে পড়ার কথা। আর যদি পিটিয়ে ছাতু করে দেওয়ালে চিপকে মারা হয়, তাহলে তো হাতের নাগালেই, তাদের পাড়তে তখন টেবিল চেয়ার লাগবে কেন? হ্‌ম্‌ম্‌ম্‌।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:২৪ | 122.162.42.212
  • ইকি!!! তুমি লক্ষ্মণরেখা টানোনি??? তাতেই তো আরশোলা বংশ ধ্বংস হয় চটপট। আর দেওয়ালেও আটকায় না। আর, ইয়ে, অর্ধেক মরে না কখোনোই (রেফাঃ সাড়ে তেইশ ঃ-)) )
  • pi | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:২০ | 128.231.22.89
  • টিকটিকি পোষো।
    btw, তুমি নিজেই না মিস মার্পল ? মানে টিকটিকি ই তো হলে , তাই তো ? তাইলে আর কি। ধরো আর খাও। না , না, রান্না করেই খাও।
    এই যে রেসিপি রইলো।
    http://www.yoursinclair.co.uk/wiki/Main/Cockroach
    চাও তো সর্ষেবাটার টই তেও ভাল করে লিখে দিতে পারি।
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:১২ | 121.245.171.125
  • ২ সপ্তাহ পর বাড়ী ফিরে কাল সাড়ে তেইশটা আরশোলার বাচ্চা মারলাম। তারপর কিচেন টেবিলে চড়ে দেওয়াল থেকে তাদের দেহাবশেষ পরিস্কার করলাম। আজকেও খান ছয়েক মেরেছি। ঃ((((((
    এদের হাত থেকে পার্মানেন্টলি মুক্তি পাওয়ার সহজ কোন উপায় কেউ জানে???
  • Du | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:০৪ | 65.124.26.7
  • এইজন্যিই আম্রিগায় আছে 'হলিডে'
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:০২ | 121.245.171.125
  • রোকেয়ার প্রশ্নটা বেশ পছন্দ হল আমার। গুড কোচ্চেন।
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:০০ | 121.245.171.125
  • বড়মা,

    মাসুদা ভাট্টি বর্ণিত প্রথাটি কোন কোন অঞ্চলে পালিত হত, এখনও হয় কিনা জানিনা। তবে এই কদিন আগেই তো মধ্যপ্রদেশে রীতিমত কুমারীত্ব পরীক্ষা নিয়ে তবে সরকার কন্যাদান করতে দিল, কাজেই আগেকার প্রথা তো অমনি হবেই।
  • rokeyaa | ০৫ অক্টোবর ২০০৯ ২২:৪৫ | 203.110.243.22
  • কত্তো ভাট!
    কিন্তু, গুরুতে শুধু পুজো ইস্পেশাল বেরোয় কিঁউ?
    এক্ষমাস নয়, ঈদ নয়, গুরুনানক নয়, বুদ্ধপূর্ণিমা নয়, খালি পুজো কিঁউ?
    আর, এই পোশ্নোটাও আমাকেই কর্তে হয় কিঁউ?
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ২২:৪৫ | 122.162.42.212
  • সত্যি .... সয় না সয় না সয় না প্রাণে ....
  • I | ০৫ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 59.93.218.218
  • খালি ভায়োলেন্‌ছ ! মো ইলাগণের বিরুদ্ধে অ্যাট্রোছিটি(কুক্কুরী রেপ)/ লালগড়/ স্টীমারে মান্‌ছ কেটে খেয়ে নিয়ে যাচ্ছে...... এ আর সহ্য হয় না।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ২২:৩৫ | 122.163.79.249
  • প্রতি পিঙ্‌ঙ ঃ-)
  • kc | ০৫ অক্টোবর ২০০৯ ২২:১২ | 89.203.49.18
  • হ্যালো!
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২১:৫৭ | 121.245.171.125
  • পিঙ্‌ঙ্‌
  • M | ০৫ অক্টোবর ২০০৯ ২১:২৬ | 59.93.216.47
  • অবশ্য কুকুরগুলো ও যেন কেমন ধারা হয়ে যাচ্ছে, সেদিন দেখলুম একটা মেয়ে কুকুরকে দুটো ছেলে কুকুর যাতা রেপ করছে, আর সেটা কি চিল্লাচ্ছে, এরাও কেমন মানুষ মানুষ টাইপ হয়ে যাচ্ছে।
  • M | ০৫ অক্টোবর ২০০৯ ২১:২৩ | 59.93.216.47
  • আমাদের পাড়ায় কি কুকুরের উৎপাত হয়েছে, আর লোকে জলের পাইপ দিয়ে কি পেটান পেটাচ্ছে, আর আমি আর ঋভু কেবল ওদের আর্তনাদ শুনে জানলা অব্ধি যাচ্ছি আর মন খারাপ করে চলে আসছি। কিচ্ছু ভাল্লাগছেনা।
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৯ ২০:২০ | 122.252.231.12
  • ঐশিক, বেঙ্গালুরুতে ফিরোজের মাছের দোকানের কথা বলেছিলাম না? ওদের ওয়েবসাইটও আছে। আর ফোন করলে হোম ডেলিভারি দেয়।

    http://www.firozseafood.com/
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ২০:১৬ | 122.162.42.159
  • না না। বেথে হয়ত কোনোজনই না। হয়ত এয়ারটেল এইভাবে সান্টা বান্টাকে খুঁজছে। যারা উত্তর দেবে তাদের মধ্যে লটারী করে করে সান্টা বান্টা চিনে নেবে খন ঃ-)))
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৯ ১৯:১০ | 122.252.231.12
  • বোঝো! তা বেথে কোনজন?
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৯:০০ | 122.162.42.159
  • ওগুলো মনে হয় সান্টা সিং আর বান্টা সিং-এর জন্য পাঠায় ঃ-)
  • Samik | ০৫ অক্টোবর ২০০৯ ১৮:৪৬ | 219.64.11.35
  • দিল্লিতে এয়াট্টেল মোবলিতে প্রায়ই এসেমেস আসে। জওয়াব দিজিয়ে আউর জিতিয়ে এক লাখ রুপয়ে। লাল কেল্লা কাহাঁপর হ্যায়? A) লন্ডন b) দিল্লি।

    কিংবা, হিরো নাম্বার ওয়ান মে হিরো কউন হ্যায়? A) গোবিন্দা B) সিলভেস্টার স্ট্যালোন।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:৫৯ | 122.162.42.159
  • আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা kc

    পাগল, ওটা তো আপেক্ষিক। সাজতে হয় না ঃ-)
  • kc | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:৩২ | 213.132.250.2
  • সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা আর ভালবাসা।
  • pagla | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:১৭ | 122.167.208.119
  • হেহে,বাচ্চা সাজার প্রয়াস।।ফিল্মি স্টার হবে নাকি হে? তা বেশ!! তা বেশ ।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:১৬ | 122.162.42.159
  • অরিজিতকে ডিট্টো ঃ-) হয় নাই এখানো ঃ-)
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:১২ | 61.95.144.123
  • কই আর হলঃ-(
  • pagla | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:০৮ | 122.167.208.119
  • না মানে ইয়ে ।ইয়ে আবার কি হে?যত্ত সব নেকা নেকা,বোকা বোকা,বাচ্চা বাচ্চা হাব ভাব,বয়েস তো কম হোলোনা বাপু তোমাদের ।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:০৬ | 61.95.144.123
  • না মানে ইয়ে - বাড়ি যাবার সময় বাড়ি যাওয়া, রাস্তার দিকে তাকিয়ে থাকা কে কোথায় চাপা পড়তে এলো কিনা দেখা ছাড়া তো আর কিছু করার নাই - কাজেই ওগুলো কানে ঢোকেঃ-(
  • pagla | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:০৪ | 122.167.208.119
  • সব নেকা নেকা কথা। ঐ সব না শুনে বরং অন্য কাজে মনোনিবেশ করো না বাপু।
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:০৪ | 207.179.11.216
  • ওয়ার্ল্ড মুভিজ মোনয় কেউ দ্যাখে না। আর এবারে খেয়াল করলাম, ওরা সিনেমা বেশ ভালোরকম কেটেছেঁটে দেখায়, যাতে করে অনেকসময় উদোর ঘাড়ে বুধো চেপে পড়ে। শুধু ইরানের সিনেমাই একদম যেমনটি তেমন দেখায় ঃ-)
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:০৩ | 61.95.144.123
  • ওর প্রোগ্রাম শুনিনি কখনো। আগে একটা অ্যাড দিত - ওই মিহি গলায় "কে আমাকে জল গামছা এগিয়ে দেবে, কে আমাকে খেতে ডাকবে বলো - তুমি ছাড়া, সোনার মেয়ে?' শুনে বেদম খচে গেসলুম। পরে জানলুম ওটি জয় গোস্বামীর কবিতা - সেই থেকে ওই ভদ্রলোকের ওপরেও কেমন একটা খচা খচা ভাব আছে। তো সেই অ্যাড শুনে থেকে এই গানের ফেরিওয়ালার ওপর এম্নি রাগ আছে যে ওর গলা শুনলেই আমি চ্যানেল পাল্টে দিই। কাজেই কি বলে কখনো শুনিনি।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৭:০১ | 122.162.42.159
  • আহা, না শুনলে গালি দেব কেমন করে? না জেনে কথা বলা কি ভালো? বলো? গালি তো প্রেম নয়। দেওয়ার আগে পুরো হোমওয়ার্ক করতেই হয় ঃ-))
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৫৯ | 122.162.42.159
  • ওকে প্রেম? নিবেদন? করে???? এমন মেয়েও আছে বাজারে??? বাপরে!!

    হ্যাঁ, অসইইইইইইইইইইইইইহ্য। শুধু গলা!! বক্তব্যগুলো শুনেছ??
  • pagla | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৫৯ | 122.167.208.119
  • win wenders হবে উত্তর,হংকং ঘুরে এসো সব
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৫৮ | 61.95.144.123
  • ওরে শুধু ঠিক উত্তর দিলে হবে না - বেশি না, এই চল্লিশ লাখ এϾট্রর মধ্যে তোমাট্টা উঠলে তবে। ফ্রেন্ডসের পনেরো দিনে পনেরো বাইক কনটেস্টের কোশ্চেনগুলো কখনো শোনো নাই?
  • pagla | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৫৬ | 122.167.208.119
  • আরে শোনাও চাই,আবার গালি দেওয়াও চাই?কেন বাপু?যত্ত সব
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৫৪ | 207.179.11.216
  • ওয়ার্ল্ড মুভিজ চ্যানেল, কিংফিশার এয়ারলাইন্স এর সাথে মিলে একটি প্রশ্ন করছে। Who is the Director of the Academy Award nominated film "Buena Vista Social Club"?। তিনটি অপশন। ১) Ram Gopal Varma ২) Subhash Ghai ৩) Wim Wenders। ঠিক উত্তর দিতে পারলেই হংকং য়ে বেড়াতে নিয়ে যাবে।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৫২ | 61.95.144.123
  • আমি রাজা, তোমার গানের ফেরিওয়ালা (ফিনফিনে মিহি গলায়)? সে তো ফ্রেন্ডসে - অসইহ্য ন্যাকা। তাকে নাকি আবার পোচুর মহিলা প্রেম নিবেদন করে - আবাপ-তে লিখেছে নিজেই।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৫০ | 122.162.42.159
  • তবে সবের মধ্যে মন্দের ভালো মীর। আর অসহ্য হল রাজা।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৪৮ | 122.162.42.159
  • শুধু অ্যাড??????? উদভুট্টি সব প্রশ্নোত্তর সার্ভেও তো। তোমার ননদকে তোমার প্রেমিকের সঙ্গে ঘুরতে দেখলে তুমি কি করবে?? তোমার বন্ধুর বাড়িতে গিয়ে যদি তাকে বেসামাল অবস্থায় আর কারুর সঙ্গে দেখে ফেলো তাহলে কি করবে?? যেমন ছাতার প্রশ্ন তেমন রেনকোটের উত্তর। কেন যে লোকে পয়সা খরচ করে এসবের উত্তরও দেয়! আর অ্যাডের তো ল্যাজামুড়ো নেই। মাঝে মাঝে ভুলেই যাই কি শুনছি কেন শুনছি ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত