এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫১ | 207.179.11.216
  • তালে শনিবার বিকেলে রেসিডেন্সি রোডের পেল্যান ক্যান্সিল।
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫১ | 65.194.243.232
  • কারণ এদের লজিক হল h বসালে নরম উচ্চারণ হয়। ড নায় হয়ে দ হয়। ট না হয়ে ত হয়। ইত্যাদি।
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫১ | 122.166.22.73
  • আহা, ভুতো মিস করবে,তা আমি ভুতোর হয়ে প্রক্সি দিয়ে দেবো।
  • dipu | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫০ | 207.179.11.216
  • উচ্চারণটা দোসা।

    দক্ষিণ ভারতে একটা বদভ্যাস হচ্ছে ইংরাজী বানানে অস্থানে h বসিয়ে দেওয়া। ওইভাবেই dhosa। এরা ভাগীরথী বানান ইংরাজীতে লেখে baghirathi
  • lcm | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৫০ | 128.48.254.32
  • হে হে, dd যে কেন এই ম্যাক-এর ঝামেলায় গেল।
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪৯ | 216.52.215.232
  • শমীক, দোসা বা দোসাই। দিল্লিওলারা ডোসা/ঢোসা বললেই সেই হেজিমনি মানতে হবে নাকি!
  • Bhuto | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 203.91.193.7
  • লুরু ভাট, এই শনিবার?
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 216.52.215.232
  • মিতাদির তো একখানা জানলা ল্যাপি আছে বলে জানি। তাতে তো গুচ দিব্যি আসে।
  • san | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 121.50.4.240
  • ধুস। দোসা ,বা দোসাই।

    ডোসা, ঢোসা এরা আবার কারা?
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
  • স্টিভ জবসকে জিগাই - আমারে একটা ম্যাকবুক প্রো গিফট করবে কিনা। আর আপিস টাপিসে কাজের জন্যে একটা ম্যাকবুক এয়ার।

    সিরিয়াসলি - ডিডিদা - আপনে কিছু একটা মিস করছেন। নইলে বিশ্বশুদ্ধু লোক (আমি বা ব্ল্যাংকি নয় - এই ম্যাক ও ইউনিকোড নিয়ে বাংলাদেশে গুচ্ছ কাজ হয় - ইভেন সেদিন ম্যাকে লেটেক দিয়ে বাংলা লেখার একটা লিংক পেলুম, সেও বাংলাদেশের) ম্যাক ও বাংলার বন্ধুত্বের খোশবাই নিচ্ছে...
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪৪ | 122.166.22.73
  • @ডিডিদা, লুরু তে নাকি? তাহলে আমি রাজি ।
  • Samik | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪১ | 122.162.75.198
  • ঢোসাটা একটু ভুল লিখলাম, ওটা বলে ডোসা। মানে ড আর ঢ-এর মধ্যে কিছু একটা বলে।
  • sinfaut | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৪০ | 203.91.193.7
  • হ্যাঁ হ্যাঁ যাও। ম্যাক তোমারে ইন্ডিয়ার অ্যাম্বা করে দেবে।
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
  • নাঃ ম্যাকের বদনাম ঘুচোতে আর ডিডিদাকে সন্তুষ্ট করতে নিজের গাঁটের কড়ি খচ্চা করে ব্যাঙ্গালোর যেতেই হচ্ছে দেখছি।
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩৮ | 61.95.144.123
  • সে তো সায়েবরা গান্ধি (Gandhi) কে তাই বলতো। কিন্তু কোবাডবাবুর ক্ষেত্রে পদবী লিখেছে তো Ghandy - এটা কি ডাব্লু সি বনার্জী কেস?
  • dd | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩৮ | 122.167.32.59
  • শনিবার দুপুরে মিতার বাড়ীতে গেট টুগেদারে কে কে থাকতে চাও? আমি রোব্বারে নেই, শনির সাঁঝবেলাতেও না।

    ভুতো তো নেই। কে এই গুরু দায়িত্ব নিয়ে সবাইকে খপর দিবে? তারপর মিতাকে রিকনফার্ম করবে। কৈ হ্যায়?

    মিতা কিন্তু গু চ পত্তে পারে না। ওর ল্যাপীতে হাবিজাবি আসে। হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। ওটা ম্যাক।
  • lcm | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩৭ | 128.48.254.32
  • ধ্যার, ভুতো কি সব বলছে, দোসা!
    অবশ্য ইংরেজি বানানে তো তাই লেখে না? dosa? নাকি, dhosa?
    কনফিউশন!
  • lcm | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩৪ | 128.48.254.32
  • এখানে বলে - গ্যান্ডি
  • Bhuto | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩৩ | 203.91.193.7
  • দোসা বলেই তো জানতাম ঃ-(
    ভালোবেসে দোসে ও বলে থাকে।
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩২ | 61.95.144.123
  • কোবাড গান্ধী/গাঁধী না ঘান্ডি - কোনটে ঠিক রে বাবা? http://tinyurl.com/y9nkscj
  • dipu | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩১ | 207.179.11.216
  • ঢোসা কে বলে?
  • Samik | ০৬ অক্টোবর ২০০৯ ১১:৩০ | 122.162.75.198
  • বাঙালি বড় নরম উচ্চারণপ্রেমিক। ঢাবাকে বলে ধাবা, ঢিংড়া-কে বলে ধিংড়া, ঢোসা-কে বলে ধোসা, কাজেই টাকিয়া-কে তাকিয়া বলবে, এতে আর আশ্চর্য কী? ঃ-))
  • lcm | ০৬ অক্টোবর ২০০৯ ১১:২৮ | 128.48.254.32
  • শমীক-এর অ্যালবামে - আয়েশা "তাকিয়া' - দেখে মজা পেলাম। কিন্তু, এর নাম কি - টাকিয়া, টেকিয়া?
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • আমার তক্কের মুড নেই তাই টইয়ে দিলুম না। তবে এগজ্যাক্টলি এই কথাটা আমি গত কয়েকদিনে বেশ কয়েকজনের মুখে শুনলুম - http://tinyurl.com/ydnggsf
  • lcm | ০৬ অক্টোবর ২০০৯ ১১:২৩ | 128.48.254.32
  • অরিজিৎ, অ্যান্ড্রয়েড-এর sdk - জানালা, ম্যাক, লিনাক্ষ - তিনটে প্ল্যাটফর্মেই আছে। আর যেহেতু জাভা তে প্রোগ্রাম লিখতে পারো, সুতরাং.....
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১১:২১ | 122.166.22.73
  • স্মাইলিটা উল্টে গিয়েছে ঃ))
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:১৮ | 61.95.144.123
  • যাশ্‌শালা এ ছেলেটা দুঃখ পেলো কেন? পাঠালুম তো!!!
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১১:১৭ | 122.166.22.73
  • অরিজিত দা কে আন্তরিক ধন্যবাদ ঃ((
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:১৬ | 61.95.144.123
  • হুঁ। আবার অ্যান্ড্রয়েডের জন্যে লিখতে গেলে জানলা চাই। *nix-এ অ্যান্ড্রয়েড অ্যাপ্লি লেখার কিছু আছে কিনা জানি না।
  • lcm | ০৬ অক্টোবর ২০০৯ ১১:১৪ | 128.48.254.32
  • অরিজিৎ/ন্যাড়া,
    এই মুহুর্তে আরো একটা ম্যাক অ্যাডভান্টেজ আছে। যদি আইফোন-এর জন্য কোনো অ্যাপ্লি ডেভলপ করতে চাও, তাহলে চাই xcode, এবং যা কেবলমাত্র mac-এ চলে (শেষ যা শুনেছিলাম)। প্রোগ্রাম লিখতে হবে Objective-C ভাষায়। আর, আই ফোনের অ্যাপ্লি এখন যাকে বলে সুপার হট । আমাদের অফিসে একটি ছেলে লিখেছে কিছু জিনিস।
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:০৪ | 61.95.144.123
  • আর দুটো ওপেন সোর্স প্রোজেক্ট আছে - বিখ্যাত - ফিঙ্ক আর ডারউইন-পোর্টস - এই দুটোর একটা বসিয়ে নিলে সমস্ত *nix জিনিসপত্র করে ফেলা যায়।
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:০২ | 61.95.144.123
  • ঐশিক - মেল আইডি দিলুম তো এট্টু আগে। arijit72 জিমেল।
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • তবে সবসময়েই একবার টেস্টড্রাইভ করে নেওয়া ভালো। ইন্টারফেস নিয়ে অসুবিধা হওয়ার কথা নয় - লিনাক্ষের ইন্টারফেসও প্রায় একই রকম। আর ডারউইন হল ওপেন-বিএসডি-র ওপর তৈরী - কাজেই কম্যান্ড লাইনেও অসুবিধা হবে না। তবে কীবোর্ডের লে-আউটে অল্প ডিফারেন্স আছে - সেটা নিয়ে অসুবিধা হতে পারে। স্পেশ্যালি এখানে ক®¾ট্রাল কী-এর ফাংশনালিটি রয়েছে "অ্যাপল' কী-তে। যারা ক®¾ট্রাল সি করে অভ্যস্ত তাদের এই "অ্যাপল সি'-তে যেতে একটু সময় লাগেঃ-)
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ১১:০১ | 65.194.243.232
  • ঐশিক, হ্যা, ওই সাইটে আবার কী থাকবে? তবে ওদের মারাথাল্লিতে একটা নতুন ব্র্যাঞ্চ খুলেছে।
  • nyara | ০৬ অক্টোবর ২০০৯ ১১:০০ | 64.105.168.210
  • থ্যাঙ্কু।
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫৯ | 65.194.243.232
  • কৌশিক। মিশ্‌টেক, মিশ্‌টেক।
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫৯ | 122.166.22.73
  • @অরিজিত, মেল আইডি জানি না ঃ((
  • kc | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫৮ | 213.132.250.2
  • অরিজিৎ, মেল করসি।
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫৬ | 61.95.144.123
  • যারা যারা লস্ট সিম্বল চাও আমাকে মেল করো।

    ন্যাড়াদা -

    (১) আমি ম্যাক স্পেসিফিক ডেভেলপমেন্ট করি নি কখনো - তবে নর্মাল কাজকর্ম - জাভা/সি/সিপিপি/পার্ল/পাইথন ইত্যাদি সবই অনায়াসে হয়। ভিজুয়াল স্টুডিও চলে না বটে, কিন্তু অন্য সমস্ত আইডিই-র ম্যাক ভার্সন আছে - এক্লিপ্স, নেটবীনস, ইনটেলিজে। ওয়েব সার্ভারও অঢেল - সবাই চলে।

    (২) ম্যাক স্পেসিফিক ডেভেলপমেন্টের জন্যে অ্যাপলের সাইট থেকে অনেক টুল পাওয়া যায় - বেসিক্যালি কোকো/অ্যাকোয়া স্টাইলের ইন্টারফেস রিলেটেড।

    (৩) প্রচুর ওপেন সোর্স/ফ্রী ইউটিলিটি আছে। আমি সেই সবই ব্যাভার করি - একমাত্র আপিস ফর ম্যাকটা ইউনি থেকে এনেছিলুম।

    (৪) যদি মিউজিক আর ভিডিও এডিটিং-এ উৎসাহ থাকে তাহলে অ্যাডভান্টেজ ম্যাক। আমি মিউজিক এডিটিং করি নি, তবে গ্যারেজব্যান্ডের প্রশংসা শুনেছি। অন্য অনেক টুলও আছে। ভিডিও এডিটিং আমি করেছি - ভালো। অন্ততঃ পিন্যাকল স্টুডিওর চেয়ে iMovieHD বেটার। আর যদি ফাইনাল কাট স্টুডিও থাকে তো কথাই নেই - তবে বেজায় দাম।

    http://www.xvsxp.com - এইটে ভালো সাইট - কম্পেয়ার করার জন্যে। তবে এখন তো টাইগার নেই - স্নো লেপার্ড - কিছুদিন হল বেরিয়েছে।
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫৫ | 122.166.22.73
  • চালচিত্র টা ভালো।
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫১ | 122.166.22.73
  • @অর্পনদা, ফিরোজ এর সাইট এ কিছুই নেই।ঃ((ফোন নং আগেই পেয়েছি, কোর্মোংগ্লা র পুজো তে লিফ্লেট বিলি করছিলো।
  • a x | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৫০ | 75.53.198.45
  • আমি ভাবতাম আমি একজনকেই জানি যে বার্গার খুলে আগে সন্তর্পণে মাংসটা সরিয়ে রাখে, পাঁউরুটি খেয়ে, তারপর মাংস খায়! ধোসা খুলে আলুটা সরিয়ে রাখে, আগে খোলাটা খেয়ে পুরটা পরে খায়।
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৪৭ | 122.166.22.73
  • আর হ্যাঁ, লস্ট সিম্বল আমিও চাই।
  • aishik | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৪৭ | 122.166.22.73
  • শমিকদা কে ধন্যবাদ। আমি অন্য ছবি গুলোও চুরি করে দেখে নিলাম।
  • nyara | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৪৭ | 64.105.168.210
  • অরিজিত, খোলসা করে ম্যাকের গুণগান গাও। অ্যাজ আ ডেভেলপার। ম্যাকে কী করা যায় আলাদা/সহজে? ফ্রি/ওপেন সোর্স ইউটিলিটি সফটওয়্যারের রিপোজিটরি কিরকম?
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
  • ন্যাড়াদা - আয়নার সামনে দাঁড়ালে যদি দাড়িওয়ালা- মাথায় জ্যোতির্বলয় চেহারা দেখা যায় তাইলে লিনাক্ষ - তাও যে সে লিনাক্ষ নয় - গ্নুসেন্স বা উটুটু বা ব্ল্যাগ ইত্যাদি (যদ্দিন না গ্নু কার্নেল বেরোচ্ছে)। আর যদি জাগুয়ার বা porsche-র ড্রাইভার দেখা যায় তাইলে ম্যাক। আর লঝঝরে ভাঙা গরুর গাড়ি দেখলে উইন্ডোজ;-)

    কেসি - arijit72 জিমেলে সাড়া দাও - পাঠিয়ে দিচ্ছি।
  • kc | ০৬ অক্টোবর ২০০৯ ১০:৩২ | 213.132.250.2
  • অরিজিৎ, লস্ট সিম্বল পিডিএফে আমিও পেতে চাই, পাব কি?
  • a x | ০৬ অক্টোবর ২০০৯ ১০:২৮ | 75.53.198.45
  • কলকাতায় প্যারী লেন কোথায়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত