যা বলেচিস !! ;-) এদিকে আবার কার্ল ইয়ুং এর 'দ্য রেড বুক' অফিসিয়ালি প্রকাশিত হল। আমি আবার অনেকদিন জুরিখে ছিলাম কিনা। ঃ-)) ইটস্ রেইনিং গৌরব অ্যাট দ্য মোমেন্ট। ;-)
san | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:১০ | 121.50.4.240
লস্ট সিম্বল ও পেয়েছি।
san | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:০৯ | 121.50.4.240
জিমেল আমি মোবাইল থেকে দেখলাম। কিন্তু এসেমেসের মতন করে রিপ্লাই দেওয়া খুব চাপ। উত্তর সব বাড়ি ফিরে ঃ-)
r | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:০৭ | 125.18.104.1
তোর কলেজে পড়া একজন আগেই পেয়েছেন। গৌরবে ট্রিপল বহুবচন! ;-)
tkn | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:০৫ | 122.162.42.251
স্যান, তোর জিমেল দেখিস সময় করে
stoic | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:০৪ | 160.103.2.224
আমাগো রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘদিন কাজ করা দুজন এবার কেমিস্ট্রি তে নোবেল পেলেন। (মানে গৌরবে বহুবচন আর কি। হেঁ হেঁ।) ঃ-)
পাট্টিকুলার কয়েকজন যে সত্যিই প্রাইজ পেয়েছেন সেটা স্বীকার করতে বাধা কোথায়? কয়েকজন পেয়েছেন, আরো হয়তো কয়েকজন পাবেন। ইভেন দেশ যে দেশ - সেখানেও কদিন আগে মমতাকে সাবধান করে দিয়েছে যে কিছু লোক আগের জমানায় কিছু পাবার জন্যে সঙ্গে থেকেছিলো - না পেয়ে, বা যা পাবার পেয়ে গিয়ে এখন অন্য শিবিরে ভিড়েছে, এখান থেকে পাওয়া হয়ে গেলে আবার অন্য কোথাও যাবে (হর্ষ দত্তের লেখা)...
(টইয়ের কন্টি তক্কো আমার ভাল্লাগে না)
r | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:০১ | 125.18.104.1
প্রথমটা। ঃ-)
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৫৫ | 61.95.144.123
"পঁচিশশো নয়' তো? আছে। দিচ্ছি।
tkn | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৫৪ | 122.162.42.251
ওটা হল অনাবিল, কুন্তীর প্রথম পুত্র ছোঁয়া হাসি ঃ-))
san | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৫৩ | 121.50.4.240
এটা কি ? হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে? না কান্নাকাটির মধ্যে ফিক করে একটু হেসে ফেলেছে?
এবং আমার লস্ট সিম্বল চাই। অরিজিতের কাছে আমার আইডি আছে নির্ঘাৎ ?
r | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৪৯ | 125.18.104.1
ডিডির (২)- ঃ্-))
tkn | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৪৭ | 122.162.42.251
মানে, আচার আচরণে বেশ গম্ভীর ভাব কিন্তু কাউকে দেখলেই একটা মৃদু হাসি দিয়ে "হুঁ হুঁ বাওয়া, আমিও হেব্বি বড়লোক এখন" ভাব চুঁইয়ে প্রকাশ করা ঃ-)))) এই রকমটা না....
dd | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৪৬ | 122.167.33.170
(১) গু চর প্রথম পাতায় ঈশেনের বুবুভার লিং কিন্তু দেখাচ্ছে না। সকালে ছিলো। এখন নেই। ক্যানো ?
(২) এট্টু আগে আবাপে দেখলাম প্রথম পাতায় লিখেছে "গোইন্দা বিভাগের প্রধান হচ্ছেন দময়ন্তী"।
অথচ এটা আমরা এটা সেই কবের থেকেই জানি।
বোঝা গ্যালো যে গু চ আজ যা জানে, পশ্শুর পরে দিন সেটাই খপর হয়ে যায়।
san | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:৩৭ | 121.50.4.240
গম্ভীর ভাবে হাসিমুখে কিকরে থাকা যায়? ঃ-০
tkn | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:২৮ | 122.162.42.251
ঐশিক, গেছিলাম তো! ওটা তোমারই পৈতে ছিল? ঐ টিংটিঙে ন্যাড়া মাথা পোচ্চুর গিফট পেয়ে বন্ধুদের সামনে গম্ভীর ভাবে হাসিমুখে ঘুরে বেড়ানো ছেলেটাই তুমি!! বাঃ, বেশ তো ঃ-)))
অর্পনকে কি যেন একটা বলব ভেবে ভুলে গেলাম। আবার ফিরে পড়তে হবে
অরিজিৎকে একটা জিনিস দিতে পোচ্চোন্ডো ইচ্ছে করছে। দিই?
ডিডিদা, কাল কি ঐ রিটার্ণের চক্করেই তলিয়ে গিয়ে আজ রিটার্ণ করলেন? কেন যে ........ ঃ-))
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:০৫ | 61.95.144.123
আরেকটা ডাউনসাইড আছে অবশ্য - ছেলের খেলার সিডিগুলো চলে না। ওর মধ্যে বেশ কয়েকটা ভালো এডুকেশনাল সিডি ছিলো - সব উইন্ডোজের জন্যে। অবিশ্যি চাইলে একটা ভিএম বানিয়ে দেওয়া যায় - কিন্তু আমার কাছে উইন্ডোজ সিডি নেই।
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৩:০২ | 61.95.144.123
লেপার্ডের ডিভিডি আছে। কিন্তু সিঙ্গল ইনস্টলেশন প্যাক বলেই তো জানি। একাধিক কম্পুতে ওই এক সিরিয়াল নাম্বারে কি হয়?
Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫৯ | 216.52.215.232
দ্বিতীয় কথা, বাড়িতে ল্যাপিটা আমি ছাড়াও দেড়জন ইউজ করে। তাদেরকে নতুন করে ম্যাক শেখাতে পারব না। ওর থেকে মাটি কোপানো ভাল।
Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫৮ | 216.52.215.232
হ্যা তো। বন্ধু ডেমো দিয়েছিল।
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫৮ | 203.99.212.224
ম্যাক হলো বুলু লেবেলের মতন স্মুথ। খালি কালো রঙের ম্যাকটা আর মেলে না। এখন সাদা সব।
অজ্জিত দা লেপার্ড করলে কোথা থেকে? তোমার কাছে ডিভিডি হ্যাস?
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫৬ | 61.95.144.123
ভালো জিনিস আগ বাড়িয়েই করতে হয়। প্রথম অ্যান্টিক্যুইটি চেখেছিলে কি ডেমো দিতে এসেছিলো বলে? ;-)
Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫৫ | 216.52.215.232
আছে তো। কোন দরকার নাই। অফিসে ডেমো দিতে এলে দেখব। আমার কি দরকার পড়েছে আগ বাড়িয়ে যাবার?
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫৫ | 203.99.212.224
বিয়েমডাব্লু আরো ব্যাপক
Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫৪ | 216.52.215.232
ঃ)))
না মাইরি, মার্সিডিজটা ব্যাপক। দেখেই মারুতিটাকে খাটারা মনে হচ্ছে।
এখন খুব বেশি দাম নয় কিন্তু। এখানে ৪০ হাজার দিয়ে লেনোভো/ডেল কেনে - জালি উইন্ডোজ, আপডেট করতে গেলে বকা দেয়। ম্যাকবুক হল ৫২ না কত। একটু বেশিতে অনেক বেটার জিনিস।
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫২ | 203.99.212.224
অপ্পন দা ভয় পেয়েছে। একবার ম্যাকে হাত দিলেই উইন্ডোজকে দুর ছাই বলতে হবে, তাই অপ্পন দা ভয় পেয়েছে ;-)
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৫১ | 61.95.144.123
হুঁ। আমি টাইগার থেকে লেপার্ডে আপগ্রেড করার সময় পুরো অ্যাপ্লিকেশন ফোল্ডার কপি করে এক্সটারনাল হার্ড ডিস্কে রাখলুম। ল্যাপিটাকে ফরম্যাট করে লেপার্ড ইনস্টল করে ফের পুরোটা কপি করে এনে ফেল্লুম - আগের সব অ্যাপ্লি ফেরত এসে গেলো। একটা কিচ্ছু ডাউনলোডাতে হল নাঃ-)
শুধু QT Pro-র লাইসেন্সটা নিউক্যাসলে মেলের মধ্যে রয়ে গেছিলো বলে ওটা চালানো গেল না। অ্যাপলকে বল্লুম লাইসেন্সটা দেবে - ওদের লাইসেন্স ফাইলের কপি থাকে না বলে দিতে পারলো না, কিন্তু পয়সা ফেরত দিয়ে দিলো। তিন বছর আগে কিনেছিলুম।
আর জানলা ইউজ করার পর অ্যাপ্লিকেশান ফোল্ডার টা কে ম্যাজিক মনে হয়, যাস্ট ঐ ফোল্ডার টা কপি করে দিলেই সব কিছু ইনস্টল হয়ে গেলো নতুন মেশিনে। পাতি ডিলিট করলেই অ্যাপ্লিকেশান ডিলিট।
Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪৭ | 216.52.215.232
ঠিক আছে। উনি আনলে দেখে নেব। না আনলে আরো ভাল। বিশুদ্ধ গ্যাঁজানির মাঝে এইসব জিনিস না এলেই ভাল। ঃ্)
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪৭ | 61.95.144.123
আর মাউসের পুরো জানলা-মাফিক বা আরো বেটার ফাংশনালিটি চাইলে মাইটি মাউস আছে।
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪৫ | 61.95.144.123
এগুলো না দেখলে বুঝবা না। ডিডিদার ল্যাপি নিয়ে ট্র্যাকপ্যাডে দুই আঙুল চালিয়ে দেখো।
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪৪ | 203.99.212.224
অটো স্ক্রোলিং আলাদা। ম্যাক টাচ প্যাডে পুরো টু ডাইমেনশনাল স্ক্রোলিং হয়। মাউসের চাকা ঘোরাতে হয় না।
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪৩ | 61.95.144.123
এবং spaces - এটা সোলারিসের মতন মাল্টিপল ওয়ার্কস্পেস। এই দুটো করতে গেলে ক্ষুদ্রকোমল পেন্টুল ভিজিয়ে ফেলবে;-)
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪২ | 203.99.212.224
আর এক্সপোস, অসাধারন জিনিস।
Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪২ | 216.52.215.232
(৯) অটোস্ক্রোলিঙের কথা বলছ? জানলাতেও দিব্যি হয়।
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪২ | 61.95.144.123
হ্যাঁ - ওগুলো সব হট-কী সেট করা যায়। যেমন ডিফল্ট ctrl+alt+del টাইপের ফাংশনালিটি নেই - আমি এখন করে নিয়েছি - লক, শাটডাউন, রিস্টার্টের জন্যে।
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 203.99.212.224
হুঁ, ম্যাক গরম হয় বেশি। ম্যাক ল্যাপীর ফ্যান গুলো ভালো না। ভুল ভাল জায়গায় রাখা। আমি তই ল্যাপী ছেরে উঠলে বিছনায় এমনি পেতে রাখি না ল্যাপী কে। ভি করে রাখি, তাঁবু খাটাবার মতন করে রাখি। তাতে গরম অনেক কম হয়। বিছানায় পাতি রেখে দিলে, ফ্যানের গর্ত গুলো বিছনার চাদরে আটকে যায়
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৪০ | 61.95.144.123
(৯) স্ক্রোলিং - ট্র্যাকপ্যাডে দুই আঙুল রেখে ওপর নীচ এদিক ওদিক করলে যেদিকে যাচ্ছো সেদিকে স্ক্রোলিং হয়। জানলায় মাউসের চাকা দিয়ে বা মাউস টিপে করতে হয়।
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৩৯ | 203.99.212.224
এমনকি ফরোয়ার্ড ডিলিট টাও সেট করা যেতো। আমি করিনি, অভ্যেস হয়ে গেছে বলে।
Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৩৯ | 61.95.144.123
(৫) এয়ারপোর্ট এক্সট্রীম খুব এফিসিয়েন্ট ওয়্যারলেস অ্যাকসেস সিস্টেম। আজ অবধি কোথাও কোনো নেটওয়ার্কে আটকায়নি। এবং এটা পুরো নেটওয়ার্কিং ফ্রেমওয়ার্কের ক্ষেত্রেই সত্যি - খুবই সীমলেস।
(৬) প্রিন্টার ড্রাইভার নিজেই খুঁজে নেয়। আপিসে যখন নতুন প্রিন্টার লাগালো তখন জানলা পিসিতে আলাদা করে ড্রাইভার ইত্যাদি বসালো, কি সব আইপি কনফিগ করলো। অ্যাপল ল্যাপিটা নিজেই নেটওয়ার্ক প্রিন্টার ডিটেক্ট করে ঠিকঠাক কাজ করতে শুরু করলো।
(৭) পিসিতে বিল্ট ইন ফায়ারওয়্যার থাকে কিনা জানি না (আমার ছিলো না) - এতে থাকে।
(৮) এক্সটারনাল ড্রাইভ - ফ্যাট৩২ পড়তে/লিখতে পারে - স্লো হলেও। জানলা কিন্তু এইচএফএস ডিটেক্টই করে না।
ডাউনসাইড -
(১) ব্যাটারী খায়। ম্যাক্স তিন ঘন্টা চলবে পুরো কাজ করালে। এনার্জি সেভার ইউজ করলে একটু বেটার।
(২) বেশ গরম হয়ে যায়।
Blank | ০৮ অক্টোবর ২০০৯ ১২:৩৮ | 203.99.212.224
দুহাত লাগবে কেনো? এক হাতে সুধু মাউসেই রাইট ক্লিক করা যায়। সেট করে নিলেই হলো।
টাচপ্যাডে দু আঙুল রেখে, মাউস ক্লিক। এটা করলে রাইট ক্লিক হয়, এটা সেট করে নিতে হয়
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন