এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৪৪ | 115.118.229.27
  • পদ্মরাগমণি তো চুনিই। একে "মাণিক্য'ও বলে তো।
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৩৯ | 59.164.191.116
  • পদ্মরাগ মণি মানে মনে হয় রুবি। এইটা দ্যাখেন। এথেকে কিছু বোঝা আমার সাধ্যে কুলোলো না।
    http://www.orissagems.com/ruby_bs.htm
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৩৮ | 123.201.53.4
  • আমিও পড়েছি। কিরীটী।

    পদ্মরাগ মণি একধরণের চুনি নয়?
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৩৪ | 115.118.229.27
  • বাপ্‌রে মিঠুর হঠাৎ হল কি!!!
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৩৩ | 173.26.17.106
  • কৈশোরে একটা রহস্য উপন্যাস পড়েছিলাম,তাতে পদ্মরাগ মনি নামে একটা পাথর নিয়ে যত কেলেংকারি হয়েছিলো,সেটার কথা কি কারুর মনে আছে, আর পদ্মরাগ মনি কে কি আমরা কোনো বিজাতীয় নামে চিনি?
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২২:২৬ | 173.26.17.106
  • নালায় নয় গো,স্বপ্ন মাথায় কিলবিল করে, বা খলবল করে বলা যায়- তবে কজন আর কে আছো জোয়ান হও আগুয়ান বলে ঝাঁপ দিতে পারেঃ)
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ২২:২৪ | 123.201.53.4
  • হ্যাঁ, নামটা পেটে আসলেও মুখে আসছিলনা। থ্যাংকু ঃ-)
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২২:২৪ | 173.26.17.106
  • ধ্যাৎ, গুচ্চি মুচ্চি চলবেক নাই, এখন জিমি চু, লুই ভিটনের যুগঃ)
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ২২:২৩ | 115.118.229.27
  • বেগম রোকেয়ার লেখা না?
  • a x | ১৩ অক্টোবর ২০০৯ ২২:২০ | 143.111.22.23
  • এই সব গুচ্চির গুষ্টির কালো হাত ভেঙ্গে দিয়ে?
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ২২:১৯ | 115.118.229.27
  • এখন কি টালিনালার কালো জলে স্বপ্নেরা সব কিলবিল করছে?
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২২:০৮ | 173.26.17.106
  • ডালমিয়া ওরফে ডলু তখন বিরাট ব্র্যান্ডঃ)
  • san | ১৩ অক্টোবর ২০০৯ ২২:০৭ | 123.201.53.4
  • অবরোধবাসিনী যেন কার লেখা?
  • dd | ১৩ অক্টোবর ২০০৯ ২২:০০ | 122.167.24.205
  • পিথিবী তখন সবুজ। আর নেই গ্লোবাল উষ্ণতা। কেঁচো মারার ওষুধ খাইয়ে খাইয়ে গ্লোবের ডি ওয়ার্মিং সমাপ্ত।

    ভাটপাড়ার শ্বশানে উচ্চারিত হচ্ছে পুত গুরু চন্ডাল মন্ত্র। হুতাগ্নিতে জ্বলে খাক হয়ে যাচ্ছে ম্যাক,প্লাস্টিক,আর পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্টেরা।

    আর প্রত্যহ সুজ্জোদয় হচ্ছে ঈশেন কোনে। পাক্কা।
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৫৪ | 173.26.17.106
  • সেই শক্তপোক্ত কলমী-হিঞ্চে-আর নটের গায়ে পেলব আদরে দুলবে রংবেরং এর হ্যামক। কল্পতরু তাল তমালের কাছ গিয়ে অস্ফূটে বলতে হবে কাঙ্খিত খাদ্য পানীয়ের নাম, টুপ্‌করে ঝরে পড়বে চীজব্রকোলির মাখামাখি পাস্তা, নরম ভুনা চিকেন-লাল নীল পানীয় আর পছন্দের বই...
  • a x | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৫১ | 143.111.22.23
  • এই ডালুমার্কা ব্যাগ জিনিসটা কি?!
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৫০ | 122.163.79.38
  • ঃ-))
  • dd | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৪৯ | 122.167.24.205
  • শিশুরা সুসংস্কৃত,সুমার্জিত। উদার হৃদয়।
    মুখস্ত বলে যায় লীলা মজুমদার ও সুকুমার আয় (মায় প্রিন্টার্সের ঠিকানা শুদ্দু)।
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৪৬ | 59.164.191.116
  • ঃ-)))
  • dd | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৪৫ | 122.167.24.205
  • সেই খাল বেয়ে সাঁতার কাটবে সনাতনী বাংলার মাছেরা। খলসে, মৌরলা, কাজরী। তাদের গলায় বাঁধা থাকবে ছোত্তো ছোত্তো মিত্তি সব ঘন্টা।
    সে কি সুমধুর ধ্বনী।

    খালের পাশে থরে থরে হিঞ্চে কলমী আর কাটোয়ার শাক। নটে গাছটি থাকবে মরমে মুড়িয়ে।

    তাল তমাল বৃক্ষ থেকে স্নিগ্‌ধ ভাবে খসে পরবে ছিন্নপত্রেরা। প্রতিটি অথেন্টিক, দেশে অপ্রকাশিত ও স্বাক্ষরিত।
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৪২ | 59.164.191.116
  • :-P
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৪০ | 122.252.231.12
  • বানান ঠিক লিখেছিস? শিওর প-এ প-এ হবে না? ;-)
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৩৯ | 173.26.17.106
  • চিজ হবে , সিঙ্গাড়া হবে, সঙ্গে খাল পথে চলবে ছোট বজরা(নো বেলফুল মালা ইটিসি)ঘড়ির বদলে পাওয়া যাবে দুনিয়া কাঁপানো 'ডালুমার্কা' ব্যাগ,চপ্পল..
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৩৬ | 59.164.191.116
  • বাংলা, হিন্দী, উর্দু ও ইংরাজীতে ধাবড়া করে "এই ধাপা মা-মাটি-মানুষের ধাপা' লেখা থাকবে।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৩৫ | 122.252.231.12
  • লন্ডন টু সুইৎজারল্যান্ড স্থলপথে ভিসা ছাড়াই যাওয়া যাবে। এইটা কেউ কইলেন না!
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৩৪ | 173.26.17.106
  • দীপু মনে হয় শমীকের 'ইসে ওরিয়েন্টেশান " নিয়ে সন্দেহ প্রোকাস কচ্ছে!!!!
  • Ishan | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৩২ | 12.163.39.254
  • চকলেট কেন? দুনিয়া কাঁপাবে ধাপার ফুলকপির সিঙ্গাড়া।

    *একটা সাবল্টার্ন টাচ নিয়ে এলুম। একটা পলিটিকাল অ্যাঙ্গল।
  • dd | ১৩ অক্টোবর ২০০৯ ২১:৩০ | 122.167.24.205
  • দুনিয়া কাঁপাবে ধাপার ব্রাউন চকোলেট। বানতলার ফুটালা চীজ।

    নেড়ী কুত্তাগুলো লোমোশ ও বেজায় ধামসা হবে। হোলি কাউদের শিং থাকবে না।
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ২১:২৮ | 59.164.191.116
  • কাজল দা? মানে কাজল বাঁড়ুজ্যে? নাচতে দেখিনি তো কখনো!
  • Samik | ১৩ অক্টোবর ২০০৯ ২১:২৬ | 219.64.11.35
  • ম্যান্ডোলিন বাজিয়ে আমি নেচে নেচে কাজোলের সাথে গাইব ধাপার মাঠে, তুঁঝেঁ দেঁখাঁ তোঁ ইঁয়েঁ জাঁনাঁ সঁনঁম্‌ম্‌ম্‌ ...
  • m | ১৩ অক্টোবর ২০০৯ ২১:২০ | 173.26.17.106
  • পঃবঙ্গ সুঃল্যাঃ হলে ধাপার মাঠ বরাবর গড়ে উঠবে সবুজ আল্পস , তাতে ধবলীর বদলে মহিষ ঘুরে বেড়াবে- গলায় বড় কাঠের ঘন্টা ঝুলিয়ে দিলেই মনে হবে পিকচার পোস্টকার্ডের ছবি- সায়েন্স সিটির কেবলকার টা বাইপাসের উপর দিয়ে এপার ওপার ঝুলিয়ে দিলেই হবে-আলবাৎ হবে,হতেই হবেঃ)
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ২১:০৪ | 122.252.231.12
  • আহ্‌হ্‌হ! বিজয়ার নারকেল নাড়ু এতদিনে শেষ হল। এখনো কুচো নিমকি আছে।
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ২১:০১ | 59.164.191.116
  • দুজন চিয়ারলিডার মাঝের আঙুল দেখালো।
  • Samik | ১৩ অক্টোবর ২০০৯ ২০:৩০ | 219.64.11.35
  • আমি যে কখন যাবো।
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ২০:২০ | 216.52.215.232
  • বেড়ার এপার আর ওপার।

    বাড়ি গেলাম।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ২০:১৩ | 122.163.79.38
  • ঃ-))
    ঃ-((
  • dipu | ১৩ অক্টোবর ২০০৯ ২০:১৩ | 59.164.191.116
  • পাহাড়, সবুজ, জুলাই মাসে কম্বল কিচ্ছু চাই না। আমি কল্কেতায় ফিরতে চাই। কিন্তু হায়, কোনো উপায়ই দেখি না ঃ-((
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ২০:০০ | 121.245.134.48
  • ইন্টেলি দেওয়ালীতে এসে গেলে, পরের উইকেন্ডে একটা কচি করে পুণে-ভাট নামিয়ে দেওয়াই যায়। গেছোদাদাও আছে এখন এখানে।
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ১৯:৫৮ | 121.245.134.48
  • ২। পুণের এয়ারপোর্টটা খুব মিত্তি। ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল একদম গায়ে গায়ে। আর বসে বসে দেখো সামনে প্লেনের ওঠানামা আর পেছনে দূরে বেঁটে বেঁটে পাহাড়। তবে ফোটো তোলা মানা -- এইটা বাজে ব্যপার।

    ৩। মুম্বাইয়ের ডোমেস্টিক হেব্বি ঘ্যামচ্যাক।

    ৩। আমস্টার্ডামে হিসু করলে ফ্লাশ হয় না ---- এই ঘেন্নায়ই আমার ওখানে নামতে ইচ্ছা হয় না। কিন্তু ঠিক নামার আগে ওপর থেকে বড্ড সুন্দর লাগে।

    ৪। কলকাতার গুঁজিয়ার থেকে দিল্লীর মোটাসোটা স্বাস্থ্যবান গুঁজিয়া অনেক ভাল খেতে। আহারে হলদিরাম .... ইশ্‌শ
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ১৯:৫২ | 121.245.134.48
  • ১। "কলকাতায় কী নেই' বলে তেকেনা কোমর বেঁধেছে .... আমি কোমরবন্ধনী খুলে খুউউব রিল্যাক্সড হয়ে বলছি শোন, কলকাতায় অফিসের জানলা দিয়ে তাকালে পাহাড় নেই। কলকাতায় বর্ষা এলে হঠ্যাৎ চারিদিক সবুজে সবুজ হয়ে যাওয়া নেই। কলকাতায় জুলাই আগস্ট মাসে রাতেরবেলা পাতলা কম্বল জড়িয়ে ঘুমানোর আরাম নেই।
    (কিন্তু হায় সেখানেই হয়ত যেতে হবে শেষপর্যন্ত ঃ( )
  • stoic | ১৩ অক্টোবর ২০০৯ ১৯:২৯ | 160.103.2.224
  • আম্মো কোনদিন না শুনিনি। ইন ফ্যাক্ট গতকাল যখন ইন্টারনেটে ইকোনোমিক্স এর নোবেল এর লাইভ টেলিকাস্ট খুঁজছিলাম, তখন একটা সাইটে দেখি প্রোব্যাবল উইনার্স দের ওপর লোকজন বেটিং করছে ! সেখানে রোমার আর ফামা র অডস্‌ ছিল ২/১, আর অস্ট্রম মাসিমার ৫০/১।
    ঃ-))
  • r | ১৩ অক্টোবর ২০০৯ ১৯:০৯ | 125.18.104.1
  • কাবলিদাকে বলতে ভুলে গিয়েছিলামঃ লেস্টার থারো গবেষক হিসেবে খুব একটা বড় কাজ করেন নি। ওনার নামডাক মূলতঃ পপুলার ডোমেইনে লেখালেখি ইত্যাদির জন্য। অনেকটা গলব্রেথের মত।
  • r | ১৩ অক্টোবর ২০০৯ ১৯:০৫ | 125.18.104.1
  • বুঝলি, বৌকে জিজ্ঞাসা করলে বলল এই অস্ট্রম মাসিমার লেখাপত্র ওর রিসার্চের জন্য পড়েছে। আমার যেদিকে কাজকর্ম ছিল তাতে পড়তে হয় নি।
  • stoic | ১৩ অক্টোবর ২০০৯ ১৮:৫১ | 160.103.2.224
  • ঃ-))
  • em | ১৩ অক্টোবর ২০০৯ ১৮:৪৫ | 117.99.163.163
  • এক্‌খান পোশ্নো ছিল

    ননী আর মাখন কি আলাদা জিনিস? নাকি যাহা ননী তাহাই মাখন বা যাহা মাখন তহাই ননী??

    ঐ যে পাউরুটিতে লাগিয়ে লাগিয়ে খায়, সেই মাখনের কথা বলছি না, মাঠা থেকে ঘি করার জন্যি যে মাখন বার করা হয়
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:৪৪ | 216.52.215.232
  • ঃ-))
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:৪০ | 61.95.144.122
  • এই প্রাইভেট কলেজগুলোতে জানলায় ডাবল ক্লিক ছাড়া আর কিছু কি আদৌ শেখায়? আমার বহুত সন্দেহ হচ্ছে!
  • r | ১৩ অক্টোবর ২০০৯ ১৬:৪৯ | 198.96.180.245
  • দিলে দেয়, না দিলে দেয় না। ঃ-)
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১৬:৪৩ | 122.163.79.38
  • খাইনি। হোলির গুজিয়ায় কি ভাং ফোড়ন দেয়?
  • r | ১৩ অক্টোবর ২০০৯ ১৬:৪১ | 198.96.180.245
  • দিল্লির গুজিয়াও বেশ ভালো। বিশেষ করে হোলির দিন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত