এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ১২ অক্টোবর ২০০৯ ১১:৫১ | 59.93.178.139
  • আচ্ছা , এই তেকোনা মেয়েটা গেলো কোথায়?
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:৫০ | 61.95.144.122
  • দিপু কি হোম ডেলিভারির ওপর বেঁচে আছে?
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:৪৯ | 207.179.11.216
  • অ। তালে আজ বিকেলেই কিনব।
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 121.50.4.240
  • মনে হয় আবার কি। দিব্যি পাওয়া যায়, খুব ভালরকম পাওয়া যায়,প্রচুর পরিমাণে পাওয়া যায়, সব ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায়, রাস্তার ধারের সব মুদীর দোকানেও পাওয়া যায়। খুঁজতে হবে মানে !!
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:৪৮ | 61.95.144.122
  • হুঁ - জানি। কিন্তু মেক্যানিকাল ভয়েসে পড়লে ভাল্লাগবে? সে তো নতুন অ্যাডোবে রিডারেই ভয়েস অন করা যায় - ছেলের গলা, মেয়ের গলা, হেঁড়ে গলা,পাতলা গলা - কিন্তু পড়বে পুরো মেক্যানিকালি।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:৪৬ | 207.179.11.216
  • শুকনো লংকা এখানে পাওয়া যায় মনে হয়। খুঁজতে হবে।
  • kc | ১২ অক্টোবর ২০০৯ ১১:৪৪ | 213.132.250.2
  • তোমরা কেউ পিডিএফ রিডার বলে কোনো গ্যাজেটের কথা জান? জিনিষটা নাকি একটার বইয়ের মতন সাইজ, আর তাতে নাকি ইউএসবি পেনড্রাইভ লাগিয়ে দিলেই হল। কেউ কি ফান্ডা দেবে? দাম ক্যামন?
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:৪২ | 61.95.144.122
  • ন্যাপথালিনে এখন খুব একটা কাজ দেয় না। শুকনো লংকা দাও।
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১১:৪২ | 121.50.4.240
  • উফ্‌ফ, কি দৌড়োদৌড়ির একটা উইকেন্ড গেল রে বাবা। গল্পের বই তো দূর, মিতামাসির বাড়িটা বাদ দিলে দুদন্ড ভাল করে জিরোবার টাইম পর্যন্ত পেলামনা।

    দিপু আবার ঘরবাড়ি গোছাবি কেন? স্রেফ সময় নষ্ট। আমরা চেষ্টাই করিনা।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩৯ | 207.179.11.216
  • আর হ্যাঁ, আরশোলা কামড়ায়। বেশ একটা কুটুস করে ফিলিং হয়।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩৭ | 207.179.11.216
  • তারপর যত্রতত্র হাগুক!

    যাগ্গে, মলাট দেওয়ার টাইম নেই। বাড়িতে দেখেছি ন্যাপথালিন দিয়ে রাখে, তাই দিয়ে চেষ্টা করি বরং। ন্যাপথালিন খুঁজতে হবে।
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩৬ | 61.95.144.122
  • লস্ট সিম্বল আমি দুদিনে শেষ করেছি - হাফ তো আপিসে বসে। গুগুল খোলাই থাকেঃ-)
  • kc | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩৪ | 213.132.250.2
  • অ্যাতো তাড়াতাড়ি পড় কী করে? সেদিন যে তুমি লস্ট সিম্বলের নরম প্রতিলিপিটা দিলে, সেটা পড়তে গিয়ে অ্যাতোবার কাকুর দোরে ধন্না দিতে হচ্ছে যে এতদিনে শুধু ৫০ পাতা মতন পড়া হয়েছে।
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩৪ | 121.50.4.240
  • টিকটিকি এনে ছেড়ে দে।
  • rokeyaa | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩৩ | 203.110.246.230
  • আর্শোলা নিয়ে প্রোফেশনাল কন্সালট্যান্ট আছে তো গুরুতে!
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩২ | 61.95.144.122
  • স্প্রে পাওয়া যায় কিনা জানি না। তবে শুকনো লংকা, কালোজিরের পুঁটলি - এগুলো বেশ কাজে দেয়। সবচেয়ে ভালো হল ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মলাট - ওটা ফুটো করে ঢুকতে পারে না। একদিন রোদ্দুরে দাও সব বই, তাপ্পর মলাট দিয়ে দাও।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:৩০ | 207.179.11.216
  • আরশোলা নিয়ে মুশকিল হচ্ছে ওদের ধরা খুব চাপ। তাড়া করলে নানারকম খাঁজে ঢুকে পড়ে যেখানে কিছুই পৌঁছয় না।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:২৮ | 207.179.11.216
  • ধুর, সিনেমাও কিচ্ছু দেখা হচ্ছে না। ওয়েডিং ইন গ্যালিলি নামের একটা পোতিক্কিয়াশীল এবং বিতর্কিত সিনেমা কব্বে থেকে পড়ে আছে, দেখা হয় নাই।

    তা দোকানে গিয়ে সিলভারফিশ বললে স্প্রে পাওয়া যাবে তো? থাকুক আর না থাকুক, ছিটিয়ে দিই।
  • M | ১২ অক্টোবর ২০০৯ ১১:২৭ | 59.93.178.139
  • আরশোলা বই ভালোবাসে এমন বদনাম তো আগে কেউ দেয় নাই,তুমি খেয়ে নিয়ে খামোকা ওদের নামে দোষ দিচ্ছ নাতো?বা মাছ পোকা গুলো তোমার চোখে ধুলো দেয় নাই তো?
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:২৫ | 61.95.144.122
  • বইয়ের মধ্যে ছোট ছোট রূপালী পোকা আছে কিনা দ্যাখো - সিলভারফিশ - ডেঞ্জারাস জিনিস।
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:২৪ | 61.95.144.122
  • তোমরা যেমন সিনেমা দ্যাখো, আমি পছন্দের বই পেলে গোগ্রাসে গিলি।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:২০ | 207.179.11.216
  • একটি পোশ্নো রয়েছে। আরশোলা কি বই খায়? আমার কয়েকটা বইয়ের মলাট কিসে খেয়ে নিয়েছে, অথচ আমার ঘরে উইপোকা নেই, শুধু আরশোলা।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:১৯ | 207.179.11.216
  • অ্যাতো সময় পাও কোথা? আমার উইকেন্ড অ্যাতো হুড়মুড় করে ফুরিয়ে যায় ক্যানো? ঘরদোর গোছানোর টাইম পাই না। পুরো খাটাল হয়ে রয়েছে।
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:০৭ | 61.95.144.122
  • দুই দিনে "দ্য নর্দার্ন লাইটস' (সাড়ে তিনশো কি চারশো পাতা হবে) এবং "দ্য সাটল নাইফ' (এও প্রায় এক) শেষ করে কাল থেকে "দি অ্যাম্বার স্পাইগ্লাস' ধরেছি - প্রায় সাড়ে পাঁচশো পাতা। আজকালের মধ্যে শেষ করে ফেলবো। প্যারাল্যাল ইউনিভার্স, ডার্ক ম্যাটার, ভুত/ভগবান/উইচ/আর্মারড বেয়ার/অ্যান্টি-ভগবান গ্রুপ/চার্চ - কি নেই?
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১১:০০ | 61.95.144.122
  • "The Authority, God, the Creator, the Lord, Yahweh, El, Adonai, the King, the Father, the Almighty, those were all names he gave himself. He was never the creator. He was an angel like ourselves, the first angel, true, the most powerful, but he was formed of Dust as we are, and Dust is only a name for what happens when matter begins to understand itself. Matter loves matter. It seeks to know more about itself, and Dust is formed. The first angels condensed out of Dust, and the Authority was the first of all. He told those who came after him that he had created them, but it was a lie. One of those who came later was wiser than he was, and she found out the truth, so he banished her. We serve her still. And the Authority still reigns in the Kingdom, and Metatron is his Regent' - দি অ্যাম্বার স্পাইগ্লাস - এটা heresy বলে চিল্লামিল্লি করবে না তো কাকে নিয়ে করবে?
  • Samik | ১২ অক্টোবর ২০০৯ ১০:২৮ | 122.162.75.230
  • ও মামু, আমি টই স্পেসিফিক উত্তর চাই নাই। বুঝভুম্বুল হয়ে গেছে। আমি ইন জেনারেল বলতে চেয়েছিলাম। প্রথম ইস্যু বেরনোর সময়েই বেশ কয়েকজন জিজ্ঞেস করেছিল, তা হলে অনলাইন গুরু কি গুরু তেরোতেই আটকে রইল? সে কোন টইতে, আমার মনে নেই। তবে গুরু চোদ্দ সম্বন্ধে কোনও পরিষ্কার মতামত পাওয়া যায় নি বলেই মনে পড়ছে। অবিশ্যি আমার চোখ এড়িয়ে গিয়েও থাকতে পারে। গুরু চোদ্দ সম্বন্ধে অনেকদিন কেউ কথা কইছে না, সেটা কি একেবারে মায়া হয়ে গেল? সেটাই জিগিয়েছিলাম।
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১০:২৭ | 61.95.144.122
  • আমাদের তো ব্লকের গপ্পো নাই! মানে ছিলো না। আর করলেও শুধু ইয়াহু আর ওক্কুট কেন? জিমেল, ফেসবুক খুলছে দিব্যি।
  • kc | ১২ অক্টোবর ২০০৯ ১০:২৫ | 213.132.250.2
  • দ্যাখো, ব্লক কইর‌্যা দেছে বোধহয়।
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১০:১০ | 61.95.144.122
  • নাঃ আমার এদুটোর কোনোটাই আসছে না। অথচ জিমেল, গুচ, খপরের কাগজ - সব আসছে। cache ক্লিয়ার করেও হচ্ছে না।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১০:০৭ | 207.179.11.216
  • ইয়াহু, ওক্কুট দুটোই দিব্যি চলছে।
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১০:০২ | 61.95.144.122
  • ইয়াহু, ওক্কুট - এগুলো সব একসাথে ডাউন? কানেকশন তো আছে - নইলে লিখছি কি করে?
  • Ishan | ১২ অক্টোবর ২০০৯ ০৯:৩৩ | 173.26.17.106
  • শমীকের লেখা পড়ে কনফিউজড হয়ে গেলাম।

    কাগুজে গুরুর টইয়ে আমার লেখার কথা নয় ভেবে ঐ ছাপা গুরু বনাম কাগুজে গুরু নিয়ে কিছু লিখি নাই তো। উত্তর এক্সপেক্ট করা হচ্ছে জানলে ঐ টইয়ে কত্তো কিছু লিখতাম। ঃ)
  • kc | ১২ অক্টোবর ২০০৯ ০২:২৬ | 89.203.49.18
  • দাদাসাহেব ফালকে পাওয়ার পর মান্না দে একটা সাক্ষাৎকার দিয়েছেন, খুব সম্ভবত টাইম্‌স অফ ইন্ডিয়াতে, তাতে উনি শাস্ত্রীয়সঙ্গীতের ক্ষেত্রে সময় নিয়ে রাগবিস্তার করার বিরুদ্ধে মতমত দিয়েছেন।""ওতে রাগ ছিঁড়ে যায়।"" শাস্ত্রীয়সঙ্গীতের সারস্বত মহলে বেশ হৈচৈ হচ্ছে কথাটাকে নিয়ে।
  • kd | ১১ অক্টোবর ২০০৯ ২২:৫৯ | 59.93.240.37
  • আমার মনে হয় সুপ্রীম কোর্ট বড্ড বাড়াবাড়ি করছে। প-ব-সরকার দেশের দশের মঙ্গলের জন্যে দেশ থেকে 'বজ্র নিষ্কাশন' করার চেষ্টা করছে সেটাও ওদের পছন্দ হচ্ছে না। ওরা কি জানে না বছরে কত লোক বাজের ঘায়ে মারা যায়!
    http://bartamanpatrika.com/content/main1.htm
  • Abhyu | ১১ অক্টোবর ২০০৯ ২২:২৯ | 97.81.110.126
  • *তোদের
  • Abhyu | ১১ অক্টোবর ২০০৯ ২২:২৯ | 97.81.110.126
  • অবশ্য সে সত্যি কথা, স্যারের কিছু গান এতো ন্যাকা যে... কি বলব? এই বছর পুজোয় একটা গান আবার শুনতে হল "ওলো সই ওলো সই, আমার ইচ্ছে করে ওদের মতন মনের কথা কই" ... সঙ্গে আবার নাচ ছিল - (বড়দের অনুষ্ঠান, বাচ্চাদের না)
    ঃ(
  • nyara | ১১ অক্টোবর ২০০৯ ২১:৫৯ | 64.105.168.210
  • আমার তো মান্নার গাওয়া 'না চাহিলে যারে পাওয়া যায়' খুব ভাল লাগে। অসম্ভব রিফ্রেশিং, রাবীন্দ্রিক ন্যাকামি-বর্জিত।

    রবীন্দ্র শতবর্ষে আর তার পরে সন্তোষ সেনগুপ্ত এই একটা ভাল কাজ করেছিলেন। অন্য গানের গাইয়েদের দিয়ে রবীন্দ্রনাথের গান গাইয়ে টিপিকাল স্টাইলের বাইরে একটা অন্য ধরণের গায়নের পরিচয় পাওয়া গেছিল। সব উতরোয়নি। তো কি?
  • d | ১১ অক্টোবর ২০০৯ ২১:৩৫ | 121.245.158.109
  • তো?
  • Abhyu | ১১ অক্টোবর ২০০৯ ২১:০৮ | 97.81.110.126
  • ও হ্যাঁ সব্বাইকে শুভ বিজয়া (বিলেটেড) আর শুভ দীপাবলী (অ্যাডভান্সড) ঃ)
    গত হপ্তায় এ পাড়ার একজনকে ফোনে মেসেজ রেখেছিলাম - তা গলা শুনে বুঝতে পারে নি - সেটা গত কাল ফোন করে কনফার্মড হলাম!
  • Abhyu | ১১ অক্টোবর ২০০৯ ২০:৪৫ | 97.81.110.126
  • হ্যাঁ ওটা স্যারের গান। মান্না দে বেশ ঝুল গেয়েছেন। আমার কাছে আছে। সময় পেলে আর খুঁজে পেলে দেবো'খন। না পেলেও খুব কিছু মিস করবেন না। আপাততঃ এইটা দেখুন http://www.ganguly.de/mannadey/index.html
  • Samik | ১১ অক্টোবর ২০০৯ ২০:৩৭ | 122.162.75.138
  • প্রখর দারুণ একটু খুঁজলে বোধ হয় পেয়ে যাবো। কিন্তু না চাহিলে বোধ হয় আরেন্টিসং। ওটা কি মান্না দে-র গাওয়া?
  • Pintu | ১১ অক্টোবর ২০০৯ ১৪:৪৭ | 80.219.211.223
  • কারোর কাছে মান্না দে-র "প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্‌ধ দিন" আর "না চাহিলে যারে পাওয়া যায়" এই গান দুটো আছে?
    লিঙ্ক পাওয়া যাবে?
  • Arpan | ১১ অক্টোবর ২০০৯ ১৪:১১ | 122.252.231.12
  • আমার মেয়ের দিব্যি পছন্দ হয়েছে প্রচ্ছদ। দিব্যি বলল বড় মাংকি আর ছোট মাংকি।

    প্রচ্ছদ নিয়ে বাকি জ্ঞানগর্ভ মন্তব্য পরে।
  • papiya | ১১ অক্টোবর ২০০৯ ১২:২৯ | 71.169.197.254
  • আমার তো গুরুচন্ডালি প্রোফাইলে প্রথম প্রছছ্‌দ দিব্যি লাগলো
  • d | ১১ অক্টোবর ২০০৯ ১২:১৬ | 115.118.225.174
  • আমি অবশ্য অর্কুটে ঐ "গুরুচন্ডা৯' প্রোফাইলে দ্বিতীয় প্রচ্ছদটা দেখিনি। কে জানে আছে হয়ত কোথায়ও।
  • d | ১১ অক্টোবর ২০০৯ ১২:০২ | 115.118.225.174
  • হ্যাঁ সাপ শুনে আমিও অবাক। কিন্তু ধর যারা গুচ কমিউনিটিতে রোজ আসে যায়, তাদেরকে তাও কিছু কারণ দেখানোর চেষ্টা করা যায়। এক্ষেত্রে "ওকে পরের ইস্যুটা দেখো' বলে চুপ করা ছাড়া কোন উপায় দেখিনি।

    শমীক,

    তো প্রথম, দ্বিতীয় দুটোই পেয়েছে। একেবারে দুটো নিয়েই লিখো। যারা দুটোই পেয়েছে, তাদের দুটোর তফাৎ চোখে পড়বেই।
  • a x | ১১ অক্টোবর ২০০৯ ১১:৪৩ | 75.53.198.45
  • অ্যাঁ সাপ? কি সাংঘাতিক আমার তো বাঁদরের মত লাগছে! মানে আমি অ্যালবামে আর প্রিভিউতে যা দেখলাম, তাতে। উদ্বাহু নৃত্য করছে দাঁত কেলানো লোমশ বাঁদরেরা। এরকম এতগুলো স্পিসিস জাম্প হল কি করে - সাপ থেকে বাঁদর?
  • pi | ১১ অক্টোবর ২০০৯ ১১:৪০ | 74.78.149.12
  • ছাপায় ওটা লাল এসেছে ?
    অজ্জিতদার সাথে পুরো একমত ।
  • pi | ১১ অক্টোবর ২০০৯ ১১:২৭ | 74.78.149.12
  • অর্কুটে সেটা নেই কে বল্লো ?
    তবে একটাই কথা বলার। আমরা এখান থেকে যে জিনিস কম্পুটারে দেখে ছাপার জন্য পাঠিয়েছি, আর ছাপা হয়ে যে জিনিস পেয়েছি তার মধ্যে অনেক তফাত। দেখে আমরাও অনেকটাই অবাক। এবং চিন্তিত।কারণ তফাতগুলো সব ই জিনিসটাকে আরো বাজে করেছে।
    প্রেস থেকে শুরু করে অনেক কিছুই বদলানো হচ্ছে। সেগুলু কতটা ফলপ্রসু এই ইস্যুটা ছেপে না বেরোলে আর সেটা হাতে পেয়ে না দেখা অব্দি বলা যাবে না।
  • Samik | ১১ অক্টোবর ২০০৯ ১১:২৬ | 122.162.75.20
  • অত স্ট্রং রিয়্যাকশন না হলেও, হ্যাঁ, প্রচ্ছদ ভালো লাগে নি। কেন ভালো লাগে নি, এক্ষপ্ল্যানেশন দিতে পারব না। খুব চিন্তা করে দেখলাম, লাল রং আমার খুব একটা ভালো লাগে না। লাল মারুতি সুইফ্‌ট ছাড়া। এই জন্য আমার প্রথম দুটো প্রচ্ছদ ভালো লাগে নি। আশা করি পাঠক তৃতীয় প্রচ্ছদ অপছন্দ করবে না। সেখানে অন্য অনেক কালার আছে, লাল প্রায় নেই বল্লেই চলে।

    না, প্রচ্ছদই অপছন্দ হবার একমাত্র কারণ নয়। আরও অনেক আছে। আজ রাতে লিখব। একটা এক্ষকিউজ। প্রচ্ছদ প্রথমে ভালো না লাগলেও কেন তা হলে সেটা নিয়ে বলি নি আগে? যখন বইটা তৈরি হচ্ছিল? বলি নি কারণ, অত সহজে কোনও কিছুকে খারাপ বলে দেওয়া যায় না। আমি এমনিতেই ছবি একেবারে বুঝি না। খেলা যতটা বুঝি, ততটাই বুঝি মডার্ণ আর্ট। আর, প্রথম দুটো ইস্যুতে আমার ভূমিকা ছিল যেহেতু বইটা বানানো, তাই আমি একেবারেই দিমাগ লাগাই নি। কোর কমিটি যেমন যেমন বলেছেন, আমি মেকানিকালি তেমন তেমন ছবি লেখা দিয়ে পেজ সাজিয়েছি। তখন প্রচ্ছদ ভালো কি খারাপ এই নিয়ে আর্গু করার সময় ছিল না সত্যিই। কিন্তু এখন একজন এন্ড পাঠক হিসেবে ছাপা পত্রিকা হাতে পেয়ে কিছু কিছু কমেন্ট করা উচিত বলে মনে হল।

    তবে তৃতীয় ইস্যুর প্রচ্ছদ, আমার মনে হয়, এই সব অভিযোগ কাটিয়ে উঠতে পেরেছে। লোকে দেখলে অ্যাপ্রিশিয়েট করবে। আশা করি।

    তবে ছাপা গুরুর প্রতি আমার সবচেয়ে বড় অভিযোগ, এটা আমাদের অনলাইন গুরু সাময়িকীকে একেবারে দুয়োরানী করে ছেড়েছে। কয়েকজন মিনমিন করে জিজ্ঞেস করেছে বটে কয়েক সময়ে, কিন্তু সম্পাদক অনলাইন গুরু নিয়ে কোনও উত্তর দেন নাই।

    বাকি রাতে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত