এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৫৯ | 65.194.243.232
  • আরেকজন হলেও হতে পারে। মিতাদি চেক করবে আজ।
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৫২ | 170.153.65.102
  • https এও খুলছে না?
  • san | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৪২ | 121.50.4.240
  • হানুদা , বাড়ি ফিরে করব। জিমেইল ফের কঠিনভাবে ব্লক করে দিয়েছে ঃ-(

    শনিবারের ফাইনাল কাউন্ট ঃ ৬ জন কনফার্মড। ২ জন আসবেনা। অনামিকেরটা শনিবারের আগে জানা যাবেনা ঃ-(
  • h | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৩৮ | 203.99.212.224
  • স্যান আমারে একটা মেইল করবি? আমি তোর মেইল হারিয়ে ফেলেছি।
  • dd | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৩৫ | 122.167.32.59
  • স্যান
    বাইরের খাবার আর পানীয় একটি অতি উত্তম প্রস্তাব। মিতেরে রাত্রে ফোনিয়ে জেনে তোমায় জানাবো।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৩৫ | 61.95.144.123
  • ম্যাক ফোরামে একটা চিঠি লিখবো - ইনস্টলেশনের সময় ল্যাঙ্গুয়েজ প্যাকের একটা অপশন দেওয়া উচিত - কোরিয়ান, সোয়াহিলি, আফ্রিকান্স ইত্যাদি আশিখানা ল্যাঙ্গুয়েজ প্যাক রেখে আমার কি কাঁচকলাটা হবে? কিছু টুল আছে এসব হঠানোর জন্যে - প্রায় আড়াই জিবি জায়গা উদ্ধার করা গেলো।
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৩৩ | 170.153.65.102
  • বেস্ট হলো কোলকাতা থেকে অর্ডার করা
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৩২ | 122.161.165.82
  • আবাপ** ঃ-( কি টাইপো!!
  • san | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:৩০ | 121.50.4.240
  • ডিডিদা, থ্যাংকু, থ্যাংকু। মোজা আর বাইনোকুলারের ব্যবস্থা করব ঃ-)

    কিন্তু মিতামাসি ফের এতজনের জন্য খাটাখাটনি করবে তার চেয়ে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করলে হয়না?
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:১৬ | 122.161.165.82
  • এ পাতা ও পাতা কোনো পাতারই ছবি দেখতে পাই না তো অরিজিৎ ঃ-( আনাপ আজও খোলে না। ভাবছি তোমাকে ল্যাপীটা পাঠিয়ে দিই.... জানলার "কাশ্চে" দু ঘা দিয়ে গঙ্গা পদ্মা নামিয়ে একটু এগিয়ে দিতে পরো যদি আমাকে ঃ-)
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:০৮ | 61.95.144.123
  • আইডিয়ালি এয়ারপোর্ট এক্সট্রীম যে কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক ডিটেক্ট করে কানেক্ট করার কথা জিগ্গেস করবে। সিকিওরড হলে পাসওয়ার্ড লাগবে, নইলে এম্নিই দম্মাদ্দম ঢুকে যায়। কোথাও কোনোদিন আটকায়নি।
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:০৭ | 216.52.215.232
  • ব্যাস, ওতেই হবে জি।
  • dd | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:০৭ | 122.167.32.59
  • অপ্পনের যে কি পোশ্নো। এই শুনলেই হাত পা ভয়ে হিম হয়ে যায়। কোনো কম্পিটারোয়ালার কাছে এই জন্নেই যাই না। তাদের অহৈতুকী কৌতুহল আর শেষই হয় না।

    আমার ম্যাক নিয়ে বাড়ীর মধ্যে যেথায় সেথায় নেট ধত্তে পারি। এই বার যা বুঝবার বুঝে নাও।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:০৫ | 61.95.144.123
  • ডিডিদা - আমার ফোন নং তো আছেই। আর আমি অপ্পনকে শিকিয়ে দেবো মেল করে।

    টিকেন - মেশিন বোলে তো কম্পু নয় - এটিএম - ওই পাতায় অন্য ছবিটা;-)
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ১৫:০১ | 216.52.215.232
  • এসে যাবে। আপনি ম্যাক দিয়ে ওয়াই-ফাই কানেক্ট করতে পারেন তো?
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৫৯ | 122.161.165.82
  • আহা, তক্ক কই??? দুধ আর পানি নিয়েও কি তক্ক হয়? বা অপরাজিতায় আর কম্পুতে????
  • dd | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৫৮ | 122.167.32.59
  • বুইলে অজ্জিত
    এই শনিবার লুরুভাটে আমি ম্যাকবগলে যাবো। হোথায় ১০০% কম্পিউটারোয়ালারার আসর।
    তারা যদি ম্যাককে পথে আনতে পারে তো ভালো নইলে .... নইলে আর কি ই বা করবো। সবই অদৃষ্ট।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৪৯ | 61.95.144.123
  • ম্যাক না জানলা এই নিয়ে তক্কোই হয় না। কেউ কি porsche আর ইন্ডিকার মধ্যে তুলনা করে নাকি?

    লিনাক্ষ আর জানলা নিয়েও তক্কো হয় না - করলে টি৯০ আর টেম্পোর মতন হবে।

    ;-)
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৪৩ | 122.161.165.82
  • ছেলেতোকুলুপএঁটেছে ঃ-)
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৪২ | 122.161.165.82
  • তাইলে ম্যাক না জানলা তাই নিয়ে তুমি লেগে পড়বে ঃ-)

    ইয়ে, ঘোষদাসের যদি মাথাব্যথা না থাকে বেথে নিয়ে দাশগুপ্তরায়ের কি দায় পল্ল!! ঃ-))))
    অবিশ্যি বেথে যদি পাসসোনালি অবজেকশানিয়ে রিকোয়েস্টায় তো চল্লুম আবাপ অভিযানে ঃ-)
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৪২ | 216.52.215.232
  • তালেবুঝতেহবেছেলেউচ্ছন্নেগেছে।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৩৭ | 61.95.144.123
  • আয্‌যদিমেশিন্টাহয়?
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:৩৩ | 216.52.215.232
  • আরে ছেলেটাকে এমন কুলগোত্রহীন কারুর সাথে ভেসে যেতে দেওয়া ঠিক হবে? জেনে নিতে হবে না রায় না দাস? হবে না দুধ কা দুধ অউর পানি কা পানি? ঃ)
  • tkn | ০৭ অক্টোবর ২০০৯ ১৪:২৯ | 122.161.165.82
  • ঃ-) দিন পাল্টায়, ক্ষণ পাল্টায়, ক্রাশ পাল্টায় না? বেথে তো নিজেই স্বীকার করেছে ওরই ক্রাশ। তবে মেরা কেয়া মাথাব্যাথা অপ্পন?
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ১৩:৫৫ | 216.52.215.232
  • আর কী আশ্চর্য! ডিডিদার পোস্টে বানাম লইয়্যা কোন ছ্যাবলামো নাই। (বেলুর/বেলুড় ডিসকাউন্ট দিলাম) ঃ-)
  • Arpan | ০৭ অক্টোবর ২০০৯ ১৩:৫৪ | 216.52.215.232
  • বেথের ক্রাশের পদবী ঘোষদাস। টিকেন কি আবাপ অফিসে ফোং করে এবার বকে দেবে?
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১৩:২৩ | 61.95.144.123
  • আজকের টাইমস অব ইন্ডিয়া ই-পেপারে এঁদের একটা স্টেটমেন্ট আছে এই নিয়ে। সম্ভবত পাঁচ কি ছয় নম্বর পাতায়।
  • aranya | ০৭ অক্টোবর ২০০৯ ১৩:০৩ | 98.221.52.119
  • আবাপ অনুযায়ী ঝাড়খন্ডে গত ছ বছরে ৩৮৮জন পুলিশ মারা গেছে মাওবাদীদের হাতে, আর আজ ফ্রান্সিস-কে এইভাবে গলা কেটে খুন। মানবাধিকার সংগঠনগুলোর উচিত এই খুনগুলোর তীব্র প্রতিবাদ করা। অরিজিত/ব্ল্যাঙ্কি-কে সমর্থন - যে কোনো গ্রেপ্তারের থেকে এই খুন অনেক বেশী ভয়ংকর। আমরা - ওরার চক্কর থেকে বেরিয়ে এই খুনগুলোর সম্মিলিত প্রতিবাদ দরকার।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪৬ | 61.95.144.123
  • লাগাই নি এখনো। বেশ দাম। তাই আগে ব্যাটারি পাল্টাবো, তাপ্পর র‌্যাম। এক এক করে। গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে একটা অ্যাপল সার্ভিস সেন্টার আছে - ওখানে যেতে হবে।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪৫ | 61.95.144.123
  • হুঁ - এটা আমারো হত মাঝে মাঝে - জানলা ল্যাপিটাতে। বিশেষ করে আবাপ খোলার সময় অন্য ট্যাবে অন্য কোন সাইট খুলতে গেলে আবাপ-র পাতাটা ঘেঁটে যেত। তখন ট্যাবটা বন্ধ করে ফের খুলতে হত।
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪৩ | 203.99.212.224
  • অজ্জিত দা, ম্যাক বুকে র‌্যাম লাগালে কোথা থেকে? নিজেই লাগালে কিনে?
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪২ | 203.99.212.224
  • আরে পদ্মা তো আছেই। কিন্তু আপিসে তো আই ই। আর কি অদ্ভুত, আই ই তে মাঝে মাঝে ঠিক তআক আসে, মাঝে মাঝে কিছুতেই আসে না। বহুবার রিফ্রেশ করতে হয়
  • Sayantan | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 125.22.97.34
  • হুম! ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়।
    একটি ম্যাকবুক প্রাপ্তিযোগের সম্ভাবনা বেশ জ্বলজ্বল করছে। আর হপ্তা দুইয়ের মধ্যেই হয়ত এসে যাবে। তখন আরও হেল্প চাই।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৩৭ | 61.95.144.123
  • তার দরকার নেই। আবাপ আর গুচ-র টেকনিক আলাদা। গুচ ফন্ট থাকলেই খুলবে। আবাপ-র ফন্টটা প্রোপ্রাইটারি।
  • Sayantan | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৩৬ | 125.22.97.34
  • আগে বলা হয়নি, কলিভাটের ছবিতে বেথ্‌স কে ঐ হোয়াইটকলার ঝকমকে শার্টটায় বেশ বেণীমাধব বেণীমাধব লাগছিল।
  • Sayantan | ০৭ অক্টোবর ২০০৯ ১২:৩২ | 125.22.97.34
  • তাইলে ডিডিদা ওনার ম্যাকে পদ্মা নামালেই তো চুকে যায়।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১২:২৩ | 61.95.144.123
  • ওটা ইউনিকোড কনভার্টার। ম্যাকে আইই ট্যাব বলে কিছু নাই। অগত্যা আবাপ পড়তে হলে পদ্মা ছাড়া গতি নাই।
  • Sayantan | ০৭ অক্টোবর ২০০৯ ১২:২৩ | 125.22.97.34
  • এসে গেছে!

    আচ্ছা। ভুতো কি কিছু বলছিলি আমাকে?
  • Sayantan | ০৭ অক্টোবর ২০০৯ ১২:১৮ | 125.22.97.34
  • এটা লাগালে বাংলা আসবে? আমি পাতি আইই ট্যাব দিয়ে আবাপ খুলি।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১২:১১ | 61.95.144.123
  • ফায়ারফক্সের অ্যাড-অন
  • Sayantan | ০৭ অক্টোবর ২০০৯ ১২:১০ | 125.22.97.34
  • পদ্মা কে?
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৫৭ | 61.95.144.123
  • পদ্মা লাগিয়ে নাও।

    কিন্তু মেয়েটা (যার জন্যে বেথে বারান্দায় টেলিস্কোপ লাগাতে যাচ্ছিলো) ক্রাশ না মেশিনটা? সেটা তো আগে ক্লিয়ার করুক বেথে;-)
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৫৬ | 61.95.144.123
  • মুশকিলটা হল এই ধরণের আইন (আগের জমানার NASA/ESMA-র মতন) কখন কোন পর্যায়ে চলে যায় তার ঠিক নেই। হোমল্যান্ড সিকিউরিটির নামে অনেক কিছুই হয় অন্য দেশগুলোতে। এখানেও একসময় বরুণ সেনগুপ্তকে ইন্দিরা একাদশী লেখার পর জেলে ভরে দেওয়া হয়েছিলো। দাড়িদাদুর কিছু গান গাইলে লোককে জেলে ভরা হত। ব্রিটিশ আমলে নয় - স্বাধীন দেশে। ভয়টা সেখানেই।

    বরং আমার কাছে উল্লেখযোগ্য প্রশ্ন হল এই ফ্রান্সিস ভদ্রলোককে যে গলা কেটে ফেলে রেখে গেলো - তাতে কার কি লাভ হল? সত্তরের দশকে এমন ঘটনা কম ঘটেনি - কি লাভ হয়েছিলো? চিদুবাবু তাঁর স্টেটমেন্টে এটাও বলেছেন - যে এই খুনটা একইভাবে নিন্দনীয় হবে আশা করেন। আমিও করি।
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৫২ | 203.99.212.224
  • ধুর, মেয়েটালে চিনতেও পারলুম না। বাংলা এলো না বলে পড়তেও পেলুম ন
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৪৭ | 61.95.144.123
  • আবাপ - ব্যাবসার পাতায় বেথের ক্রাশের ফটো। বেথে ক্লিয়ার করেনি কোনটে;-)
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৪৭ | 203.99.212.224
  • UAPA আইন টা খারাপ না। ওটা দিয়ে শুধু (বিরোধীদের) গ্রেপ্তার করা যায়, গলা কেটে মেরে ফেলা যায় না।
  • Blank | ০৭ অক্টোবর ২০০৯ ১১:৪৫ | 203.99.212.224
  • কোথায় ছবি?
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১১:০৮ | 61.95.144.123
  • ডিঃ ওই পাতায় দুটো ছবি আছে।
  • dd | ০৭ অক্টোবর ২০০৯ ১১:০৮ | 122.167.32.59
  • স্যান

    মিতাকে রাতের বেলা ফোন করে প্রোবাবল ভাটিয়ালের সংখ্যা জানিয়ে দেবো। ও বেচারা, বাড়ীতেই রান্না করে খাওয়াবে তাই যতোটা অ্যাকুরেট নাম্বার পাওয়া যায় ততোই ভালো।

    উপস্থিতির টাইম সাড়ে বারো। লেট হলে মিনিট প্রতি এক টাকা ফাইন। পরের লুরুভাটের ফান্ডের জন্য রেখে দেওয়া হবে। আর লাস্ট যে আসবে সে বীয়ারের পয়সা দেবে।

    আর বেলুড় ইত্যাদি আমি তিনবার গেছি। এখান থেকে গাড়ী চালিয়ে বা ভাড়া করে গেলে মনে হয় সুবিধে হবে। হাসানে রাত্রি যাপন কোরো। মোটামুটি হোটেল আছে।

    শ্রাবনবেলেগোলা হাসানের পথেই দেখে নিও। পাথরের প্রায় শ তিনেক সিঁড়ি ভেঙে উঠতে হয়। রোদ থাকলে তেতে উঠে ফোস্কা পরে যায়। জুতো খুলেই যাওয়ার বিধান। তাই মোটা মোজা পরে নিও।

    রাত্রে হাসানে থেকে সকাল বেলা বেলুর ও তারপরে হেলাবিড দেখে বাড়ী ফিরো। খাবার দোকান খুব বেশী নেই, তাই মোটামুটি ভালো দোকান পেলেই পেট ভরে খেয়ে নিও।

    বেলুরে অবশ্যই অবশ্যই গাইড নিবে। নাহলে মজাই মাটী। আর একটা ছোটো বায়নাকুলার থাকলেও ভালো। বেলুরের তুলনা নেই।
  • Arijit | ০৭ অক্টোবর ২০০৯ ১১:০৭ | 61.95.144.123
  • কোনটে বেথের ক্রাশ? ওপরেরটা না নীচেরটা? ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত