সায়নদার শরীল কি অসুস্থ, ডাক্তারখানায় মানে পরীক্ষাকেন্দ্রে কি করতে গেছিলে? নাকি বাইরে যাচ্ছো বলে চেক আপ।
aishik | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:২৬ | 122.166.22.73
@সায়ন্তন, লুচি অলুর দম এর গল্প শোনানোর পরে পেট খারাপ হলে কে দায়িত্ব নেবে? আমি লোভ দিলুম।
dipu | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 207.179.11.216
আমি বলি নাই।
Sayantan | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:২৪ | 125.22.97.34
আজ লাঞ্চবাক্সে খান আষ্টেক লুচি ছিল। সকালে দেখেচি গরম ভাজার সময় বেশ গোলগাল আর এখন চিঁড়েচ্যাপ্টা। তবে সঙ্গৎ দিতে শুকনো আলুর দম ছিল। আর ছিল দুটি কালোজাম। নাই বা হল ফোলা লুচি, নেভার মাইন্ড্ড্!
Arpan | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:২১ | 204.138.240.254
অঃ মিনিয়াপোলিস না! কে যেন সেদিন বল্ল। দীপু?
Arijit | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:১৯ | 61.95.144.122
সত্যিই তো ফোলা। কিসে ফুললো? আর কতটা ফুললো? লুচির মতন না ফুচকার মতন?
Sayantan | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:১৯ | 125.22.97.34
** ফোলা! মামুর কল পারেও ঃ((
Arijit | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:১৮ | 61.95.144.122
ডেলফিয়া ফুলে গেছে? ফুলে ঢোল?
Sayantan | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:১৭ | 125.22.97.34
মিনিয়াপোলিস না তো! ফোলাডেলফিয়া। সেখান থেকে ডেলাওয়্যার। আর ওটা "ট্রিপ' ছিল?? আমি "ডে' শুনলাম যে!
h | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:১৫ | 203.99.212.224
এই অ্যাংগলটা আমারো মনে হচ্ছিল। আরেকটা আরো পাতি সম্ভাবনা হতে পারে, অবশ্য সেটা বোধায় আজকাল আর নিউজ হয় না, এখানে নতুন মরালিটি হতেও পারে, বুদ্ধিজীবি ডিগনিটারি রা মাল খেয়ে স্লার করছে সেটা দেখানো।
এর পরে মাইরি সম্ভাব্য খবর বলে একটা কলাম লেখা যায়, কারণ সকলেই যেহেতু গুল মারে, সেন্সিবল কল্পনার একটা জায়্গা থাকছে,হয়তো বাড়বে ঃ-)
Bhuto | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:১৩ | 203.91.193.7
কিন্তু শুভাবাবু মানে কি মাননীয় শুভাপ্রসন্ন বাবু? তাঁর বাড়িতে তিনোমূলের মিটিং কেন? তিনি তো শিল্পী মানুষ , রাজনীতির মিটিং তার বাড়িতে কেন? ঃ(
r | ১৪ অক্টোবর ২০০৯ ১৪:০২ | 125.18.104.1
মোস্ট প্রোবাবলি এটা কিসুই না, দিদি খচে গেলে এরকম করেই থাকেন। যদিও আমার একটা নিজস্ব কনস্পিরেসি থিওরি আছে। শুভাবাবুর বাড়ির মিটিঙে এমন কিছু লোকের আসার কথা ছিল যাদের মিডিয়ায় দেখা গেলে পোলিটিকাল ক্যাচাল হত। ২৪ ঘন্টার একমাত্র কাজ হল দিদিকে কাঠি করা। এরা কাঠি করতে যায় ও দিদির সাঙ্গোপাঙ্গোরা তাদের বাঁশ দেয়। উল্লেখযোগ্য আর কোনো ইলেকট্রনিক মিডিয়া শুভাবাবুর বাড়ি সামনে ছিল না। এখন এই লোক কারা সেটা এনিবডিজ গেস। প্রবল প্রতাপান্বিত মিডিয়া টাইকুন নাকি সর্বহারার বিপ্লবী প্রতিনিধি! ;-)
h | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৫৩ | 203.99.212.224
আসল সত্যি টা জিন্দেগী তে জানা যাবে না, কারো আগ্রহ-ও নাই অবশ্য।
h | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৫১ | 203.99.212.224
এই প্রতিক্রিয়াশীল ক্যান্টিনে আর খেয়ো না ঃ-)
Arijit | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৪৫ | 61.95.144.122
হুঁ। ক্যান্টিনের টিভিতে স্টারানন্দ দিয়ে রেখেছিলো বলে এক সাইডের নাটকই দেখতে পেলুম। যেভাবে রিপোর্ট করছে সেটাকে যাত্রা বল্লে ভুল হবে না।
h | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৪২ | 203.99.212.224
সাংবাদিকতাটা একটা ফুল নাটক হয়ে গেছে মাইরি।
Arijit | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৪০ | 61.95.144.122
স্টারানন্দ দেখলুম - এক গুঁফো প্রতিবেদক চুড়ান্ত আবেগমথিত গলায় কন্সপিরেসী থিওরি আওড়াচ্ছে। ওই আবেগ দেখে বেশি জ্বললো।
h | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৩৬ | 203.99.212.224
সত্যি পারে মাইরি।
dipu | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৩১ | 207.179.11.216
মেরে ফেল্লো গোওও মর্মে কি একটা মেলোড্রামা আগেও হয়েছিল।
Arijit | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:২৬ | 61.95.144.122
সেদিন গাড়ির বাম্পারটা নিজে নিজেই লাগিয়ে ভেবেছিলুম ওয়ার্কশপে যাওয়াটা আরো কিছুদিন পর করবো - সে আর হল না। আজ এক বাইকওয়ালা অন্ধের মতন এসে হুমড়ি খেয়ে ঘষা তো দিয়েছেই, ডানদিকের আয়নাটাও উড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে ওয়ার্কশপে দিয়ে এলুম - পুরোটাই করে দেবে। বাইকওয়ালাটা চোটপাট করছিলো - কিন্তু আমি সিধে পুলিশে ফোন করাতে ঘাবড়ে গিয়ে আয়নার দাম দিয়ে দিয়েছে।
r | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:২৫ | 125.18.104.1
এই তিনজনের একজন ২৪ ঘন্টার একটি বাচ্চা মেয়ে সাংবাদিক, আর দুইজন ২৪ ঘন্টার ফোটোগ্রাফার। মিটিং ছিল শুভাবাবুর বাড়িতে। ২৪ ঘন্টা সাংবাদিকদের হেনস্থা, ক্যামেরা ভাঙা ইত্যাদি অভিযোগে পাল্টা এফ আই আর করেছে। দুই চ্যানেল একই ঘটনার দুটো কমপ্লিট আলাদা ভার্শন টেলিকাস্ট করছে। পারেও মাইরি! উফ্!
dipu | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:১১ | 207.179.11.216
বাংলায় বল্লে ক্যাচাল হতোনি।
Arpan | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:০১ | 204.138.240.254
* মিনিয়াপোলিস
Arpan | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:০১ | 204.138.240.254
সায়ন্তন দু'মাসের জন্য মিনিপোলিস যাচ্ছে।
আজ ফোন্টোন করে কথা হল। রাখার আগে বল্লাম "হ্যাভ আ নাইস ট্রিপ'।
হ্যাঁ হয়েছে। থ্যান্কু। আমি ` লেখার পরেই ডিভিশন সাইন এসে গেল দেখে ঘাবড়ে গেছিলাম।
Ishan | ১৪ অক্টোবর ২০০৯ ০৯:৫৯ | 173.26.17.106
a`Nchal ই তো হবার কথা।
না হলে এখানে থেকে কপি করে পেস্ট করে দাও।
a x | ১৪ অক্টোবর ২০০৯ ০৯:৫৪ | 75.53.198.45
ওপেন অফিসে বাংলা প্লাগ-ইন দিয়ে ঞ কি করে লেখে? অঞ্চল কি ভাবে লিখব?
Bhuto | ১৪ অক্টোবর ২০০৯ ০৯:৩৪ | 203.91.193.7
কাব্লিদা, হে হে , না খচবে না । ১০০% শিওর। স্যান সম্ভাবনা তো দেখা যাচ্ছে নভেম্বর এন্ড।
কোন্নগরে বন্ধুর বন্ধুর বাড়ি গেছিলাম। আহা রিক্সাওলাটা কি ভালো। আমি নেমে পড়লাম আর সে কিনা রিক্সা চালাতেই থাকলো এবং চলেও গেলো বহুদুর । আমি দৌড়ে গিয়ে ভাড়া দিয়ে এলাম। রাস্তার আশপাশের লোকজনও ডাকাডাকি করছিল। ' ও দাদু , প্যাসেঞ্জার নেমে গেছে তো.... কাকে নিয়ে যাও, গাড়িতে তো কেউ নেই, প্যাসেঞ্জার পালিয়েছে....' ইত্যাদি ইত্যাদি। অবশেষে ভাড়া দিতে পেরে আমি নিশ্চিত। শকুন্তলা নামে মন্দির , ট্রাস্ট কি যেন দেখলাম। এত দেখলাম, মানে সেম নামে মিষ্টির দোকান, গয়নার দোকান মন্দির আরো কি সব যেন , সব ই গুলিয়ে গেল। তবে বেশ ভালো, চুপচাপ , শান্ত ।
Sudipta | ১৪ অক্টোবর ২০০৯ ০৯:২৬ | 122.169.132.36
পাই-দির মশা-র রচনা টা যদি আরেট্টুস বড় হত, গরু-র রচনাটার মত বেশ এদিক ওদিক পি ডি এফ হয়ে ঘুরে বেড়াত!
pi | ১৪ অক্টোবর ২০০৯ ০৭:২৭ | 128.231.22.89
অ ডিডিদা, মশাদের তো ম্যালেরিয়া হয় না। মানে ম্যালেরিয়ার প্যারাসাইটরা মশা শরীরে বাসা বাঁধলেও তারা গৃহস্বামীর কোনো অকল্যাণ করে না। মশা ওদের অরি থোড়াই। তাহারা তো আর কালিদাস নহে যে বাসা বাঁধা ডালটিকে কর্তন করবে। লিভ ও লেট লিভ পলিসি ফলো করে প্যারাসাইটরা নিজেরা সুখে আহার, নিদ্রা , মৈথুন করে। আরো কত কি করে। এই যেমন পক্ষী, মূষিক, মনুষ্য ও কপি কুলে সংক্রমিত হতে পারার মতন করে নিজেদের প্রস্তুত করে তোলে। সেও তো এই মশকগৃহেই। আর মশাদের মধ্যে ম্যালেরিয়ার কোন উপসর্গ ই দেখা যায়না। রোগে মরা তো দূরস্থান। ( ল্যাবে ঠিকঠাক স্পিসিসের মশাকে ঠিক্ঠাক প্যারাসাইট স্পিসিস বাহী রক্ত না খাওয়ালে অবিশ্যি এরকম শান্তিপূর্ণ সহাবস্থান ঘটে না অনেকসময় ই ) তবে হ্যাঁ, ম্যালেরিয়ার প্যারাসাইট বাহী মশারা নাকি বেশি বেশি করে কামড়ায় আর বেশি বেশি করে রক্ত চোষে, ওদের লালায় কি যেন এক প্রোটীন কমে যায় , তাই। এখন বেশি ক্ষণ ধরে বসে থাকলে তো বেশি বেশি করে চড় চাপড় খাবেই লোকজনের কাছে এবং বেশি বেশি করে মরবে। মরেও। আবার ভাববেন না যেন, এ আমি বানিয়ে বানিয়ে বলে দিলুম। সেজন্য যে এরা বেশি মরে, তাও রিসার্চ লব্ধ তথ্য। বল্লে হবে ?
Pintu | ১৪ অক্টোবর ২০০৯ ০২:৪৬ | 84.75.108.28
পদ্মরাগমণি অনেক রঙ এর হয় তো। কি ভেজাল আছে তার ওপর রঙ ঠিক হয়।
aka | ১৪ অক্টোবর ২০০৯ ০১:২৫ | 207.245.221.194
অক্কুটে কিছু ফোরামে পলিটিকাল আলোচনার নামে কি বাজে খেউড় চলে। যা দেখলাম তাতে সুভানুর লেখাটিকে যাঁরা অক্কুটের পোস্ট বলেছেন, তাঁরা বোধহয় অক্কুট খুব একটা দেখেন না।
aka | ১৪ অক্টোবর ২০০৯ ০০:২২ | 207.245.221.194
কলকাতায় খাবার বিজনেস রমরমিয়ে চলবে। মেক্সিকান, আফগান যা খুশি। একটু এক্সপেরিয়েন্স না থাকলে চোট খাওয়ার সম্ভাবনা আছে।
anaamik | ১৩ অক্টোবর ২০০৯ ২৩:৪৪ | 59.164.186.163
সিঁফো,
অনেক দিন ধরে 'বে-চাল' লক্ষ্য করছি। আর কিন্তু বেশীদিন নেই। ;-)
m | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 173.26.17.106
দময়ন্তী, আজ সকালেই বোনের সঙ্গে নানা বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা হচ্ছিলো, সে ব্যাটা যাই বলি, না ফ্যাকড়া তোলে, যত ভালো ভালো চমৎকার(যেমন ল্যাম্পশেড তৈরী)আইডিয়া দিই, সে নাকচ করে- কেউ ঝুঁকি নিতে চায় নাঃ((((((
m | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৫১ | 173.26.17.106
থ্যাংকু স্যানঃ) আরে আমার কেবল মনে হচ্ছিলো পদ্মরাগ মনি মানে হলুদ রংএর একটা পাথর...কেনো জানি নাঃ((
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন