তবে উটি তো বাবার দ্রব্য। ও দে মায়ের পরিতৃপ্তি হয় না। মায়ের সাধ মেটায় রাঙা জবা আর রাঙা মধু।
P | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:০৪ | 163.244.62.147
রাঙ্গা কি শো-অফ মাইরী। হাল্কা করে কারা সব এক টানের ইয়ার ছিল তথ্যটুকু ভাসিয়ে দিলে।
কিন্তু আমার হকচোখ ঠিক ধরেচে!
dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:০৪ | 207.179.11.216
বারাসাত
r | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:০১ | 198.96.180.245
ওটি আমি সৎসঙ্গে উপভোগ করিচি। হিমাচলি পবিত্র জিনিষ। সেই সৎসঙ্গে ছেল রানাদা (ইন্ডিয়ান ওশেনের লিড গিটারিস্ট), মোহিত (ডুবা ডুবা রহতা হুঁ খ্যাত) ইত্যাদি। তাই লিশা হয় লাই।
rabaahuta | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:০০ | 121.241.111.12
কেউ একটু বারাসত বারাসাত ব্যাপারটা বলুননা পিলিজ, তাড়াতাড়ি...
Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৫৯ | 203.91.193.7
again এখানে ঐ তিন বছর পর পর ফেল করার ফান্ডাটা নিপুণ ভাবে এড়িয়ে গেছিল। হয়তো অল্টার্নেট ইয়ারে পড়াশুনা করত। ঃ( একদম পড়ত না। অবশ্য সুখ সাচ্ছন্দ্যের জীবন ছিল না যে সেটা বলাই বাহুল্য, তবু শেষ মেষ পাস করেছিল। এখন কোথায় কে জানে ঃ(
P | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৫৭ | 163.244.62.146
সামহাউ এই গাঁজা জিনিষটা ভালো করে কোনোদিন ট্রাই নেওয়া হল না। আসলে মেয়ে বলে মনের মধ্যে একটা ভালনারেবিলিটি থেকেই যায়। এস্পেশালি একাকী প্রবাসে। কমবয়সে যখন মদও খেয়েছি খুব মেপেচুপে , পা-মাথা টলবে টলবে কল্লেই বন্ধ। খুব রেয়ারলি মনে হয় বাইরে বেরিয়ে মত্রাতিরিক্ত মদ খেয়েছি। আর গাঁজাটাকে একদম ট্রাস্ট কত্তে পাত্তুম না সামহাউ। ধারণা ছিল দু-এক টানেই গ্যান-গম্যি( দম কেলাবে , কি করে টাইপাতে হয় আবার ভুলে গেছি) উড়ে যাবে আর তারপরে একা মেয়ে তুমি চরম আনপ্রোটেক্টেড। বন্ধুবান্ধব পরিবেষ্টিত হয়েও।
r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৫৭ | 198.96.180.245
তবে দ দিয়ে শব্দটি বিশুদ্ধ তৎসম শব্দ। কোনো বানানো কুশব্দ নয়।
Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৫৬ | 203.91.193.7
আরে শমীকদা, অবাক কান্ড আমাদের স্কুলের সেই ছেলেটিও আমাদের সঙ্গে ৮ম শ্রেণীতে পড়ত। যখন দ্বাদশ শ্রেণীর ছেলেরা এসে ওর সঙ্গে গল্প করতো তখন বুঝেছিলাম। পরে আরো বুঝেছিলাম যে আগে কিছুই বুঝিনি, কেননা তারা স্কুল ছেড়ে কলেজে যাবার সময় বলে গেছিল চললাম 'অমিতদা' । তাদের চেয়েও দু বছরের সিনিয়র ছিল, তাদের সঙ্গেও পড়েছে আমাদের সঙ্গেও পড়েছে।
rabaahuta | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৫৫ | 121.241.111.12
জায়গাটার নাম বারাসাত না বারাসত?
Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৫১ | 203.91.193.7
আহা চোখ ফেটে জল আসছিল আর একটু হলে 'শেষ বছর' শুনে। ভাগ্যিস ধৈর্য্য ধরে বাকিটুকু পড়লাম।
আমাদের স্কুলে একজন ছিল। রঞ্জন স্যার বাংলা পড়াচ্ছেন... "আসলে বাংলার প্রতি অসীম ভালোবাসা তাঁকে বাংলার বুকে বারে বারে ফিরে আসার আকাঙ্খায় দ্রবীভূত করে রেখেছিল, এমনকি মরণের কালেও...."
স্যারের কথা থেমে গেল... পেছনের বেঞ্চ থেকে ধোঁয়া উড়ছে। কাছে গিয়ে দেখা গেল , অমিত সাউ ভিটামিন জি নিচ্ছে। স্যার বইটা ভাঁজ করে ক্লাস থেকে বেরিয়ে গেলেন।
Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৫০ | 216.52.215.232
নাঃ, চা বিড়ি খেয়ে আসি। তাড়াতাড়ি কাটব। জয় মা তারা!
P | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪৮ | 163.244.62.139
রাঙ্গা d টা ঠেকে শিখেছি।
আমার তামিলনাড়ুর কলেজ ছিল padur বলে একটি গ্রামে। প্রথম প্রথম সোনামুখীতে কেউ জিগালেই যেই বলতুম পাদুর , অমনি খিকখিক-ফ্যাকফ্যাক।
পরেরদিকে বলতুম পদুর। ততেও খিকখিকানি আর ফ্যাকফ্যাকানি যখন কমল না , তখন পাডুঢ়ে আশ্রয় নেছেলাম। তাতে দেখলুম নাম বলার স্মল্টক সড়াৎ পরে দক্ষিণীয় নামের খটখটানিত্ব টপিকে চলে যেত। নো খিকখিক নো ফ্যাকফ্যাক।
সেই থেকে , গন্ডগোল মনে হলেই আমি দ থেকে ডতে চলে যাই !।
r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪৭ | 198.96.180.245
কলাচ্চিপ্সালুচ্চিপ্স দে ওল মঙ্ক?
Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪৬ | 203.91.193.7
লুরুতে অবিশ্যি সব ই চলত। তবে কিনা, আলু কিংবা কলার চিপ্স টাই দীর্ঘ সময় ধরে চলেছে। এখন না হয় লেজ টেজ গজিয়ে চিপ্স অন্য স্বাদে আসছে ঃ)
Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪৬ | 219.64.11.35
আমাদের কলেজে একজন ছিল। ড্রাইদা। কলেজে যখন ঢুকেছিল তখন থেকেই ভিটা-জি অ্যাডিক্ট। বাবা যা পয়সা পাঠাতো, কলেজের মাইনেটুকু দিয়ে বাকি পয়সায় চা-বাগানে বসে গাঁজা টানত। আমি তাকে যখন দেখেছিলাম, তখন জলু ক্যাম্পাসে তার সপ্তম বর্ষ চলছে। শুকনো সুতুলী দড়ির মত চেহারা, এমনকি চোখে চশমাটাও ঢলঢল করছে। কিন্তু কী অসীম প্রাণবন্ত! সেটাই তার শেষ বছর ছিল। তখন সে ফোর্থ ইয়ারে। শেষমেশ সে পাস করেছিল কিনা জানি না। কারণ এমনিও কলেজে সেটাই তার শেষ বছর ছিল। সাত বছরের বেশি থাকা যায় না কিনা।
Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪৪ | 203.91.193.7
র-দা , বরং থাক। হ্যাঁ থাক ই ঃ)
Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪৩ | 216.52.215.232
অষ্টমীর রাতে শ্বশুরমশায়ের সাথে বসে বেশ ভাল জমেছিল। শেষে যখন ফিরে এলাম গভীর রাতে দুজনেরই পা টলছে!
P | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪২ | 163.244.62.139
ইয়েস ভুতো , আদি ও অকৃত্রিম পাল্লিন।
কিন্তু সিক্সটি ফাইভটা বেশি চলত চেন্নাই এ। লুরুতে কাবাব। ইজিপুরার/বিবেকনগর ইত্যাদির অলিগলিতে সস্তা-গন্ডার আর পয়্সা বেশি হলে এম্পায়ার কিম্বা ইম্পিরিয়াল।
Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪২ | 203.91.193.7
ভিটামিন জি র পেশেন্ট আমার আশে পাশে সদাই থাকে। তাই সব্যসাচীর গিরিশ মহাপাত্রের মতো বলতে হয় ... নিজে খাইনে , পর কে সেজে দি। তবে হ্যাঁ রাঁধুনী বলে কি রান্না চেখেও দেখি নি। দেখেছি , ধুস স স , বুঝিনাই।
r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪২ | 198.96.180.245
ওটা ড? না? কোনোদিন ঐ সিগ্রেটটির নামোচ্চারণ কত্তে পাল্লুম না লজ্জায়।
san | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪১ | 121.50.4.240
@ পাল্লিন
Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪১ | 219.64.11.35
ঃ-)
san | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪১ | 121.50.4.240
হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪০ | 198.96.180.245
জি তে ধোঁয়া তো সারাক্ষণ বেরুচ্ছে। আপিসে এলেই।
Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪০ | 216.52.215.232
পাল্লিন ঃ-)))))
P | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৪০ | 163.244.62.139
ভিটামিন জি কি ?
ধোঁয়া ইয়েস মাঝে মাঝে টান দিয়েছি। আফটার অল যৌবনে ইউ হ্যাভ এ রেপুটেশান টু কীপ। যাগ্গে ধোঁয়া বাজে। শুধু একা আর এক জিকে কেমন জানি মনে আর ঠোঁটে ধরে গেছিল। গুডাংগরম ।
Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৩৯ | 203.91.193.7
আচ্ছা P ফর পাল্লিনদি তো? পাল্লিনদি, বর্ণনার শেষের কথাগুলান বলে দিলে। আহা ৬৫..
Blank | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৩৭ | 170.153.65.102
ধোঁয়া আমার চলে না
P | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:৩৬ | 163.244.62.141
বেথ্স, মা সেদিন কি কি বলে নাই সেটা বলা মনে হয় সহজ। চক্রবৎ ঘুরঘুর করে এয়েছিল পরিবার-মান-সম্মান-মুল্যবোধ-বিয়ে(বা ল্যাক অফ ইট)-সংসারেঅশান্তি-গ্রামের মেয়েকেশহরে পাঠানোর ফল-সব"তোমার"দোষ ইত্যাদি।
আর সেই কথাচাকার মাঝেমাঝেই সাজানো ছিল চাকারস্পোক সদৃশ্য একটি বাক্য " মদ কি খাবি"............... "মদ কি খাবি" !
আমার শ্রেণী চরিত্তির চেঞ্জ হতে হাতে তুলে নিয়েছিলুম রঙ্গীন তন্বী শ্যুটার্স আর ককটেল গেলাস !
ব্রিগেড রোডের কাছে একটা বয়স্য সোসাইটী লেডিদের মদ খাবার জায়গা ছিল না , যেখানে চটী পরে ছিল বলে রাজীবকে দুরদুর করে বের করে দিইছিল , সেখানে আবার দেড়শো টাকায় এক জাগ ককটেল পাওয়া যেত। নাম-পাতা সব ছই ভুলে গেছি।
r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২৮ | 198.96.180.245
অপ্পন তো খাপে খাপে আইটি! আবার বলে "মাঝেসাঝে বাকার্ডি খাই"!! আর দীপ্তেন্দা হাতের পাশে অপ্পনকে ফেলে আমাদের সিইও বলে হ্যাটা করেন!!
Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২৬ | 219.64.11.35
মা ঠিক কী কী বলেছিল, মনে আছে? এট্টু শোনা না!
Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২৪ | 219.64.11.35
আর ম্যানার্স। সকাল থেকে কিছু না-খেয়ে ছিলাম প্রায়। গ্যাস হয়ে গেছিল। তাও তো গলা দিয়েই বের করেছি। আবার কী ম্যানার্স চাস? ;-)
P | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২৪ | 163.244.62.148
ভুটান বেড়াতে গিয়ে কিনে এনেছিলুম দু বোতল ভুটনীজ ডার্ক রাম। উরেত্তারা ওল্ড মাংক তার কাছে দুগ্ধপোষ্য সিসু ! এক পেগেই মহা মহা মালখোর কাত।
যাহোক ভুটান থেকে মদ কিনে এদেশে নিয়ে আসা হেবি চাপ। এক গরমেন্ট আপিসে গে লিখিয়ে আনতে হল "এই মদ শুধুই আমার নিজের খাবার , বেচার জন্যে নয়"। সেই কাগজ খুব যত্ন করে রেখে দিইছিলুম পার্সের মায়ের দেওয়া ভগমানের ছবির পেছনে। প্রায় বছরখানের পরে সোনামুখী যেতে মা বল্লে ওরে গোঁসাইজীর ছবি হলদে হয়ে গেছে , বদলে দিচ্চি। আমি সোনা মেয়ে সবেতেই ঘাড় কাত। তাপ্পর মায়ের হাতে গেল সেই "আমার নিজের খাবার জন্যে ইত্যাদি " লেখা কাগজখান। অতঃপর , মায়ের সেই বিলম্বিত বিমূঢ় বিলাপের সামনে অধোবদন হয়ে দাঁড়িয়ে থাকা আধা ঘন্টা ঃ(
Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২৩ | 216.52.215.232
ওল্ড মংক তো কলেজ দিনের বিশ্বস্ত সঙ্গী ছিল। তারপরে চাগ্রী পেয়ে নতুন জায়গায় এসে শ্রেণী চরিত্তির চেঞ্জ হল। হাতে উঠল রোমানভ। তবুও মাঝেসাঝে আমি আর ভিভেক ওল্ড মংক খুঁজে নিয়ে ফিরতাম।
মাইনেকড়ি বাড়ার পরে স্মার্নফ ধরলাম। রোমানভ, ওল্ড মংক সব এখন চাইলেও নামবে না গলা দিয়ে। বাকার্ডির হোয়াইট রাম তাও মাঝেসাজে টেস্ট করি।
r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২৩ | 198.96.180.245
সর্দি কাশিতে আরাম দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, রেচনতন্ত্র সাফ রাখে, নো হ্যাং- মঙ্ক কি এমনি এমনি?
aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২৩ | 122.166.22.73
আর লুরু তে এসে পোর্ট ওয়াইন (হেরিটেজ) আর চীজ কিউব খাই।
san | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২২ | 121.50.4.240
ম্যানার্স, সিকি !
Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২১ | 219.64.11.35
হেউউউউউউউউউউউউউউউউউউউ। কেএফসি থেকে চার পিস গামা গামা চিকেন সাঁটালুম।
aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:২০ | 122.166.22.73
আমি সেই ছোট্টো বেলা থেকে "সাদা দুস্টুমি" করি, সাথে পেপ্সি, কোক র ঝাল ঝাল কোরে চিলি চিকেন চাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন