এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:১৫ | 163.244.62.148
  • ওল্ড মাংকের গন্দে গন্দে চলে এলুম। আহা সেই সুহানা সাঁঝবেলা , হলুদ হয়ে যাওয়া চায়ের মোটা কাঁচের গেলাসে গেলাসে টলটলে কোলা আর ওল্ড মাংক , মেঝেতে বিছানো খবরের কাগজের উপরের প্লেটে রাখা লাল লাল চিকেন সিক্সটি ফাইভ !
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:১৩ | 203.91.193.7
  • চারিদিকে জ্যাম , পলিউশন ... বাব্বাহ , একটা হেলথের চিন্তা হয় না? তাই রাম ঃ)

    শুধু তাই নয়, সর্দি কাশিতে অব্যর্থ কাজ দেয়। জয় শ্রী রাম।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:১০ | 125.18.104.1
  • আমি তো এমনি এমনি খাই। ঃ-P
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:১০ | 203.91.193.7
  • ব্রতীনদা কি জোশে এসে গেল? এখনি বেরিয়ে পড়ল BBQN এ?
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:০৭ | 203.91.193.7
  • আমি দেখতে পাচ্ছি, গ্লাসে ওল্ড মঙ্ক+কোকো কোলা, চীয়ার্স বলা হচ্ছে সাদা টিউবলাইটের আলোয় লালচে জল টলমল করে ছলকে পড়ল। এ এ এ সীসে সে সীসা টকরায়ে....
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:০৪ | 203.91.193.7
  • ধুর রসমে বিস্কুট ডুবিয়ে খেতে হয়। সেবার চিকেন ললিপপ গুলো রসমে ডুবিয়ে খেয়েছিলাম , অবশ্য সাথে ক্যাডবেরির এক্লেয়ার্স ও ছিল ।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:০৪ | 125.18.104.1
  • ওল্ড মঙ্ক ইজ নট মদ, ইট'স অ্যান এপিক।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:০৩ | 125.18.104.1
  • বলিস নি রে, ওরম করে বলিস নি। ঐ মহাসিন্ধুর পার হতে কি সুগন্ধ ভেসে আসে। পেট থেকে জিভ অবধি কেমন সুড়সুড় করে উঠছে।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৫:০০ | 203.91.193.7
  • সে কি র‌্যা? অ্যাঁ এ যে হাত বাড়ালেই। তা দেখিনি তো কোনোদিন। সে সুদিন কি মাঝ হপ্তায় আসে? যাবো যাবো?
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৫৮ | 121.50.4.240
  • এক খানা কঠিন ও কঠোর বালুসাইকে শেষ মেষ রসমে ডুবিয়ে খেয়ে ফেলতে হল ঃ-(
  • sinfaut | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৫৮ | 203.91.193.7
  • কেন বে? এই তো আরেক গরীব আছি। খুব খাই রাম, আর লোকে ধরাধরি করলে ভোদকা।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৫৫ | 203.91.193.7
  • খুলি তে ওল্ড মঙ্ক ঃ((((

    বেঙ্গালুরুর কথা মনে পড়ে গেল। ওহ হ হো হো আমার ওল্ড মঙ্ক ঃ(

    এখানে রাম কেউ খায় না। রাঙ্গা দা দেখি তবু বল্লে। রাম খাবো বল্লেই লোকে পাত্তা দেয় না ঃ( , গরীবের পানীয় কিনা ।
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৫৪ | 122.166.22.73
  • সাত ভাই আছে আর চম্পা নেই কেনো !!!!!!!
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৫১ | 203.91.193.7
  • সে সাত ভাই কে কে?
  • Bratin | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৪১ | 125.18.104.1
  • আজকে সন্ধে বেলা BB Nations এ আমরা বসছি জনা সাতেক। বাকি দের কি প্ল্যান??
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৩৬ | 122.166.22.73
  • ও হ্যাঁ বলতে ভুলে গেলুম, ওর সাথে চাই ভালো গান বা ভালো বই। এই উইক এন্ড এ কোনটা হবে এখনো ঠিক হই নি ঃ))
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:৩৩ | 122.166.22.73
  • মোনাকো মানে ঐ নোনতা বিস্কুট এ চীজ স্প্রেড লাগিয়ে এক্টু চিল্ড ওয়াইন .......... এর থেকে ভালো প্রাক দীপাবলি সন্ধে-যাপন কি আছে আর কিছু?
  • Bratin | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:২৯ | 125.18.104.1
  • আমি আগের বারে ৫০ গ্রামের একটা বিস্কুট কিনেছিলাম। বৌ বিলকুল ঝেঁপে দিল ঃ-((
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:২৬ | 216.52.215.232
  • ব্রিটানিয়া গোল্ড!
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 122.166.22.73
  • অরিজিত দা, ঃ))
    স্যান্দি, মানে??????????? সোনার বিস্কুট না পার্লে জি????
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 61.95.144.122
  • এমন বিস্কুট যা ক্ষিদে পেলে খাওয়া যায় নাঃ-(
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:২৩ | 121.50.4.240
  • ধুস গয়না কেনার কোন মানেই হয়না। কেনা উচিত বিস্কুট। বিস্কুটের সঙ্গে কোনো সেন্টিমেন্টাল ব্যাগেজ জড়িত থাকেনা।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:২১ | 61.95.144.122
  • এমন ফিক্সড ডিপোজিট যাতে হাত দেওয়ার কথা ভাবলেও হাত খসে যাবে;-)
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:২১ | 216.52.215.232
  • বাবাগণ, ক্ষ নয়, ক্ষ্ম, ক্ষ্ম। ক্ষমো।
  • Bratin | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:১৯ | 125.18.104.1
  • কালী পুজো শুরু হওয়ার আগে অলক্ষী কে বিদায় করার একট ফান্ডা আছে।
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:১৮ | 216.52.215.232
  • গয়না হল ফিক্সড ডিপোজিট।
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:১৭ | 122.166.22.73
  • আর এই ধনতেরাস টা আমাদের বাড়ি এসেছে মাসি বাড়ি হয়ে। যেটা জামশেদপুর এ । তা ছাড়া এই সময়ে ভালো ডিস্কাউন্ট দেয় গয়নার দোকানে। সেটা আমার মা'র গয়না কেনার অজুহাত বলে আমার মনে হয়।

    কিন্তু গয়না কিনে কি হবে? পরে কোথায় যাবে? এর উত্তর আজ ও অজানা।
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:১২ | 122.166.22.73
  • আমাগো দোকানে আইজ লক্ষীপুজো হল। নারকোল ফাটিয়ে!!!!!!!!!!!!!
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৪:১০ | 125.18.104.1
  • ঠাকুর কইতেন- ধন তেরাস না ধন তরাস?
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১৩:৪৯ | 121.50.4.240
  • হ্যাঁ, আজকাল প্রতি বছরই বাঙালী কলিগেদের দ্বারা জিজ্ঞাসিত হই ধন্তেরাসে কী কিনলাম বা কিনছি । অবাক হইনা কারণ আমাকে অবাক হতে দেখলে তারা আরো অবাক হবে ইত্যাদি ঃ-)

    তবে ধনতেরাস অর নো ধনতেরাস গোল্ড কয়েন কেনা তো সত্যি ভাল ইনভেস্টমেন্ট। অন্য অন্য সব ইনভেস্টমেন্টেরা যা পারফর্ম করছে সে তুলনায় সোনা তো ... ইত্যাদি।
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১৩:৪১ | 207.179.11.216
  • কালীপুজোর দিন যে লক্ষ্মীপুজো হয় তার একটা স্পেশাল নাম আছে। খণ্ডপালা লক্ষ্মী? এরকমই কিছু শুনেছি মনে হয়।
  • pi | ১৬ অক্টোবর ২০০৯ ১৩:৩৮ | 72.83.84.203
  • আতপ চালের নামটাও ঐ সূর্যের উত্তাপ রিলেটেড ই না ?
    আর আমার ঠাকুমার বাড়িতে তো দেখেছিলাম বরাবর ই কালীপুজোর দিন লক্ষ্মীপুজো হত । লক্ষ্মীও ঠিক না, অলক্ষ্মী।
    তবে এই বাঙালীদের মধ্যে ধনতেরসের হুজুগ, আমার বেশ মনে আছে, আমার স্কুলজীবনের শেষ দিকের ঘটনা। ঐ যেমন একদিন হঠাৎ ছাতার মত ভ্যালেন্টাইন উৎসব পালনের চল গজিয়েছিল, আর্চিসের পৃষ্ঠপোষকতায়, এই ধনতেরস ও তেমনি, মনে আছে, বাঙালী গহনার দোকানগুলোর হঠাৎ সে কি তেড়েফুঁড়ে বিজ্ঞাপন ! যেন কতদিনের চালু রেওয়াজ এটি ! ধনতেরসে বাঙালীর সোনা কেনাকাটি, অ্যাস ইফ,হয়েই আসছে।
    এফ এম ও কম হুল্লোড় করতো না এ নিয়ে।
    জানিনা, ঐ সময় টিভিতে হোক কি এফ এম এ, অজস্র হিন্দি চ্যানেলের দ্বার অবারিত হতে থাকার সাথে বাঙালী জীবনে এই ধনতেরসের অনুপ্রবেশের সম্পক্কো আছে কিনা।
    তবে, হিন্দি বলয়ে কি আগেও এই নিয়ে অ্যাড ট্যাড দিয়ে মাতামাতি হত না ?
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৩:১১ | 61.95.144.122
  • এটা ন্যাড়াদার জন্যে - http://darwinports.com - ডিসিশন নিতে কাজে আসতে পারেঃ-)
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৩:১০ | 125.18.104.1
  • দিওয়ালি পাঁচদিন হয়। ২৭শে আশ্বিন বসু বরস। ২৮শে আশ্বিন ধন তেরাস। ২৯শে আশ্বিন নরক চতুর্দশী। ৩০শে আশ্বিন গোবর্ধন পূজা। ৩১ আশ্বিন ভাইফোঁটা।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৩:০৪ | 61.95.144.122
  • আমার এট্টু গুলিয়ে গেছে - কালীপুজোর আগের দিন দিওয়ালি হয় না পরের দিন? মানে আজ দিওয়ালি না পোশশু (বাজি কিনতে হবে কিনা, আজই কিনতে হবে না কাল কিনলেও চলবে সেই জন্যে আর কি)?
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৫৭ | 125.18.104.1
  • না না। ও বয়সে পঞ্চ ম না, শ্রী ম।
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৫৫ | 207.179.11.216
  • অ্যাল!
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৫৩ | 121.50.4.240
  • এইবারে আস্তে আস্তে পঞ্চ মকারের দিকে ব্যাপাট্টা এগোবে। মৎস্য, মাংস, মদিরা, মুদ্রা, মৈথুন। আহেম।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৪৬ | 125.18.104.1
  • আহা হা, "দেবী" কোথা থেকে এল? স্টাইলটা ছবি বিশ্বাসের। ব্যাস। আর কোনো পরিশিষ্ট নাই।
  • nyara | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 64.105.168.210
  • 'দেবী' ছবির কি একটা ফ্রয়েডিয়ান অ্যানালিসিস আছে না? রেশমি কাবাব, মটন টিক্কা অব্দি ঠিক ছিল।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৪০ | 125.18.104.1
  • আর দমকল আগুনের অত কাছে পুজো তো তো করতেই দেবে না।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৪০ | 125.18.104.1
  • পঁঠাবলি পারব না। স্পন্ডিলোসিস আছে। শ্মশান, গঙ্গার ঘাট এটসেটেরাতে পুলিশের পারমিশনের হুজ্জতি পোষাবে না। হয় তো বলল প্রত্যেক চিতার থেকে চার ফুট করে জায়গা ছাড়তে হবে।
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৩৫ | 121.50.4.240
  • একটা পাঁঠাবলিও হলে ভাল হয়। 'ম্মাআআআ' বলে জোর চিৎকার সহ ।
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১২:৩৩ | 121.50.4.240
  • এঃ, বাড়িতে ঠিক মানাবেনা। শ্মশান টশানে গিয়ে করলে হয়না? নিতান্ত না হলে মাঝরাতে গঙ্গার্ঘাটে !
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১২:২৯ | 125.18.104.1
  • একদিন না একদিন আমি বাড়িতে করবই করব। খুলিতে ওল্ড মঙ্ক উইথ কোক, বড় থালায় মাটন টিকিয়া আর রেশমী কাবাব নিয়ে লাল গরদ পরে মাথায় লাল ফোঁটা কেটে ছবি বিশ্বাস স্টাইলে "ম্মা ম্মাআ"- ভাবতেই রোমাঞ্চ হচ্ছে।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১২:২৫ | 125.18.104.1
  • কালীপূজো ব্যাপারটা আমার বেজায় ভালো লাগে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১২:২২ | 61.95.144.122
  • আর কে। চিদম্বরম টাইপের লোকেরা কেমন হয় সে তো জানাইঃ-(
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ১২:২১ | 216.52.215.232
  • কে বাতিল কল্ল? হোম মিনিস্ট্রি? ;-)
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১২:১১ | 61.95.144.122
  • আমি সেজন্যেই "এম্নিই' বল্লুম। আমাকে ওই কাজটির জন্যে ঠেঙিয়ে বারাসাত যেতে হয় - বড় চাপ। তো সেদিন অমিতাভদাদের দেখে আম্মো উৎসাহ পেয়ে প্রোপোজালটা দিলুম, কিন্তু বাতিল হয়ে গেলো।
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১২:০৮ | 122.162.75.223
  • হুঁ। ফ্র্যাঙ্কেনস্টাইন থিওরি আবার প্রমাণিত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত