এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ০৯ অক্টোবর ২০০৯ ১৬:৫২ | 198.96.180.245
  • মাওবাদী হলে নমিনেট করবি বলছিস? ;-)
  • arjo | ০৯ অক্টোবর ২০০৯ ১৬:৪৬ | 24.42.203.194
  • কি আশা!!! একটাও মানুষ মেরেছ? হুঁ নোবেল পাওয়া অত সহজ।
  • r | ০৯ অক্টোবর ২০০৯ ১৬:৪২ | 198.96.180.245
  • নেক্সট বছর আমাকেও তোমরা নমিনেট কোরো। আর কোনো ক্যাটিগরিতে চান্স নাই, এইটায় হলেও হতে পারে। {}
  • kc | ০৯ অক্টোবর ২০০৯ ১৬:৩৬ | 89.203.49.18
  • সবথেকে বেশীবার নমিনেটেড হয়েছিলেন মহাত্মা গান্ধী।
  • dipu | ০৯ অক্টোবর ২০০৯ ১৬:২৯ | 207.179.11.216
  • হিটলার, মুসোলিনি, স্ট্যালিন এঁরা সকলেই নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছিলেন। পাননি।
  • arjo | ০৯ অক্টোবর ২০০৯ ১৬:২৫ | 24.42.203.194
  • যাঃ, আফগানিস্তান নিয়ে পোবন্ধ লিখলাম আমি আর ওবামা পেল শান্তি পুরস্কার।
  • dipu | ০৯ অক্টোবর ২০০৯ ১৫:৩৬ | 207.179.11.216
  • বেঁচে থাকলে ডায়ানা একটা নোবেল পেত। পেতই।
  • r | ০৯ অক্টোবর ২০০৯ ১৫:২৫ | 198.96.180.245
  • আমি ইকোনমিক্সের প্রাইজটা নিয়ে কৌতুহলী। আমার ক্যান্ডিডেটরা সব পেয়ে গেছেন। এবার ল্যাডব্রোকের বেটিং লিস্টে হায়েস্ট যাচ্ছেন ইউজিন ফামা আর পল রোমার। তবে গত দু বছরের ধসের পরে ফামা পেলে অদ্ভুত লাগবে।
  • h | ০৯ অক্টোবর ২০০৯ ১৫:০৮ | 203.99.212.224
  • একটা কথা আছে, হোয়াট্‌স দ্য ওয়ার্স্ট দ্যাট কুড হ্যাপেন। কী আর বলবো, দিস ইজ ওয়ান অফ দ্যাট।
  • r | ০৯ অক্টোবর ২০০৯ ১৪:৪৬ | 125.18.104.1
  • এই হার্টা মুলার ভদ্রমহিলার লেখা কেউ পড়েছে?
  • dipu | ০৯ অক্টোবর ২০০৯ ১৪:৪০ | 207.179.11.216
  • ঠিকই আছে। জর্জ বুশেরই যা ফস্কে গেলো।
  • Arijit | ০৯ অক্টোবর ২০০৯ ১৪:৩৬ | 61.95.144.123
  • বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেলো - http://news.bbc.co.uk/2/hi/europe/8298580.stm
  • J | ০৯ অক্টোবর ২০০৯ ১৪:৩৩ | 80.218.65.254
  • প্রেসিডেন্ট ওবামা ২০০৯ সালের নোবেল শান্তি পুরষ্কার পেলেন।
  • Bhuto | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৩৩ | 203.91.193.7
  • হ্যাঁ রে, তাই তো বলেছে আপিসে । দেখি ফলপ্রসূ হয় কিনা।
  • dipu | ০৯ অক্টোবর ২০০৯ ১০:৫০ | 207.179.11.216
  • ভুতোদা নভেম্বরে হেথা আসচো?
  • dipu | ০৯ অক্টোবর ২০০৯ ১০:৩৫ | 207.179.11.216
  • আমাদের কোনও নিয়মই নেই। যে যা খুশি নিয়ে ঢুকছে বেরোচ্ছে। মাসদুয়েক আগে ইন্টেলে কি একটা কেলো হয়েছিল, একজন ভারতীয় ডিজাইনার এএমডি কে কিসব বেচতে গিয়ে ধরা পড়েছিল, তাই নিয়ে আপিসে খুব খিল্লি চলল কদিন ঃ-)
  • Bhuto | ০৯ অক্টোবর ২০০৯ ১০:২৩ | 203.91.193.7
  • না না, ফাঁক মানে আইনেই বলা আছে।

    IT Support আর logistics কে এক খান করে চিঠি দিয়ে পারমিশন পাওয়া যায়। ল্যাপটপকে মুভেবল অ্যাসেট ধরে এই নিয়ম। আল্টিমেটলি কাস্টমস অডিটে অ্যাসেট ম্যাচ করলেই হল । চিঠি না দিলেও হয় তবে সেক্ষেত্রে বোধহয় রোজ চেক করাতে হবে। সেটা ঠিক জানিনা। ঃ)

    বাকি জিনিসের নিয়মগুলো মোটামুটি একই। কয়েকটার জানি। হাজারো নিয়ম ;)
  • Samik | ০৯ অক্টোবর ২০০৯ ১০:০৭ | 122.162.75.59
  • আমি রুলটা বল্লাম। এবার সেই রুল কে কেমন ফলো করবে, সেটা তার নিজের ব্যাপার। ঃ-)

    STPতে আরেকটা মজার রুল আছে। ঢোকা আর বেরনোর জন্য আলাদা গেট থাকা চলবে না। যেখান দিয়ে ঢোকা হয়, সেখান দিয়েই বেরোতে হবে।

    ডিঃ লিংক দিতে পারব না।
  • Bhuto | ০৯ অক্টোবর ২০০৯ ১০:০৫ | 203.91.193.7
  • তার ও ফাঁক আছে, অর্থাৎ এক্সেপশনের আইন আছে, ল্যাপটপ অন্য লোকেশনের হলে সেটা নিয়ে যাতায়াত করা যাবে। আরো হলো যে দ দির কথায় বোঝা যাচ্ছে বাহার কা ল্যাপি অন্দর আ রহা হ্যয়। আসতেই পারে, কিন্তু যেতে গেলে একটু চাপের নিয়ম।

    ওরকম হার্ডকোড কিছু ব্যপার নয়। আইনে সব সমস্যার সমাধান আছে ;)
  • Arpan | ০৯ অক্টোবর ২০০৯ ১০:০২ | 65.194.243.232
  • STP হলেও একই ফান্ডা। মনে আছে একই ক্যাম্পাসে দুটো বিল্ডিং। একটা STP-1 আর অন্যটা STP-2। তো, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিঙে কিছু আনতে গেলে একই রকম কেলো হত। পরে বোধহয় কলকাঠি নেড়ে ঠিক করেছিল।
  • Samik | ০৯ অক্টোবর ২০০৯ ০৯:০৬ | 122.162.75.59
  • দময়ন্তী, SEZএর প্রাথমিক শর্তই হচ্ছে এখানকার সমস্ত অ্যাসেট ইম্‌মুভেব্‌ল। ওখানকার কোনও ল্যাপি বাইরে নিয়ে আসা যায় না, বাইরের কোনও ল্যাপি নিয়ে ওখানে ঢোকা যায় না।

    শুধু ল্যাপি নয়, যে কোনও অ্যাসেট। বন্ডেড অ্যাসেট হয়, এবং ইম্‌মুভেব্‌ল হয়।
  • d | ০৯ অক্টোবর ২০০৯ ০৭:৫৯ | 121.245.153.91
  • "ড়েঢিওঝকি'দের শুনলেও তো আম্রিকানই মনে হয় মাঝে মাঝে।
  • Du | ০৯ অক্টোবর ২০০৯ ০২:১১ | 65.124.26.7
  • হিন্দী গানের 'তেrra, জrra এইসব তো আম্রিকানই মনে হয় শুনলে
  • bb | ০৯ অক্টোবর ২০০৯ ০০:১১ | 115.117.205.89
  • মিশতেক মিশতেক ঃ)
  • arjo | ০৯ অক্টোবর ২০০৯ ০০:০৫ | 168.26.215.13
  • রিপাবলিকান না ডেমোক্রেটরা!
  • bb | ০৯ অক্টোবর ২০০৯ ০০:০১ | 115.117.205.89
  • "আউটসোর্সড কাস্টমার কেয়ারের সার্ভিস কোয়ালিটি ভালো না" !!!রিপাবালিকানরা এরকম বলে থাকেন, দেশপ্রেম জাগানো জন্য ঃ(
  • m | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৫৪ | 173.26.17.106
  • আজ্জো, বাড়িতে মাঝে মাঝে ছেলের ইংরেজি শুনে কি ভাবো?ঃ)
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৫১ | 122.252.231.12
  • বিপিও টিম পাশেই বসে। রাতের দিকে তাদের এক-দুজন যখন কথা বলে তখন হাঁ করে শুনতে হয়। ঃ-)
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 122.252.231.12
  • ধুর। আজ্জো যে কী বলে!
  • arjo | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 168.26.215.13
  • অ্যাক্সেন্ট শুনে। ও যতই লড়াক খাঁটি আমেরিকানের অ্যাক্সেন্ট দেশি জিভে হবে না।
  • Blank | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৪৫ | 59.93.205.246
  • আর্য দা, হেইচ পির কাস্টমার কেয়ারটি ব্যাঙ্গালোরে
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৪৪ | 122.252.231.12
  • আমেরিকান ছিল কীকরে বুইলে?
  • arjo | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 168.26.215.13
  • দ ঠিকই কয়েছে। লোকটির নাম ছিল বালাজী। কিন্তু আগের বারের লোকটা আমেরিকান ছিল। আমার মনে হয় এরা কাস্টোমার সার্ভিস আউটসোর্স করে নি। এটা অনেকেই আজকাল করছে। আউটসোর্সড কাস্টোমার সার্ভিসের কোয়ালিটি ভাল না।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 122.252.231.12
  • তোশিবার সাপোর্টে আমি পুরো ইম্প্রেসড।

    এসার কেউ কেনে? এত ভালো কিছু থাকতে?
  • intellidiot | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৪০ | 59.164.2.118
  • এসার, এসার... যেমন জঘন্য ল্যাপি তেমনি তাদের সার্ভিস... পুরো শেষ হয়ে গেছি ঃ-(
  • m | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৩৭ | 173.26.17.106
  • বাপ রে!!!
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৩৫ | 122.252.231.12
  • আমার অভিজ্ঞতা উল্টো। এইচপির মত বাজে সাপোর্ট কারো হয় না। দেশের অভিজ্ঞতা।
  • Tim | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:৩৩ | 198.82.22.147
  • আমার কথা হচ্চে বুঝি? ঃ)
  • dipu | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:১৪ | 59.164.191.210
  • উঃ! ব্যাঙ্গালোরের টিমটা কি ছড়ু! একশো আশি করেও হেরে মরছে।
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:১০ | 143.111.22.23
  • থ্যান্‌কু ব্ল্যাংক। দেখছি।
  • d | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:১০ | 121.245.186.49
  • দেখোগে টেক সাপোর্টের কলটা বোধহয় কলকাতায় এসেছিল।
  • arjo | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:০১ | 168.26.215.13
  • হ্যাঁ এইটা একেবারে সত্যি এইচপির টেক সাপোর্টটা খুবই ভালো। সবই সারিয়ে দেয়। সেদিন যে পুত্র সিডির খোপে একটা সিডি উল্টো করে ঢুকিয়ে রেখেছিল সেটাও দুই মিনিটে বের করে দিল। অথচ আমি এক কম্পিউটারওয়ালা টেনশনে প্রায় কাঁদতে বসেছিলাম। আবার সব কিছু হবার পরে বলল হ্যাপি দূর্গাপুজো। বোঝো!
  • M | ০৮ অক্টোবর ২০০৯ ২৩:০১ | 59.93.241.14
  • তবে আমি একাই ভুলে মেরে দি না, আজ সে পাব্লিক ও সব কিছুই জিগালো কেবল ওষুধের ব্যাপারটাই কেমন ভুলে গেলো আর আমি আনন্দে আত্মহারা হয়ে বলে ফেল্লুম যে আজ হঠাৎ সে আমার তাকে লেখা প্রথম চিঠিটা খুঁজে পেয়েছি,( কেবল পেসকিপশন খুঁজতে গিয়ে সেটা চেপে গেছি) আর সেটা সেই শিলিগুড়ির বাড়ীওয়ালা কাকুর কুকুর ছগলু কুমার ছিঁড়ে কুটি করে দিয়েছিলো বলে যত্ন করে সেলোটেপ মেরে রাখা হয়েছিলো আর আমি তা দেখে এট্টুস লজ্জা মতো পেয়ে সেই ক্যাবলামীর চিঠি আর পড়তে পারিনি। সেই শুনে সে পাব্লিক ও রেডিফ এ প্রথম মেল পড়ে বললো "আমিও এট্টুস লজ্জা মতো পেলাম, কি জ্বালাতন!
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 122.162.42.97
  • আমারও এইচ পি, তিন বছর ধরে। বেশ ভালো। আর ফোন কর্লে এমন মিত্তি করে ওয়েলকাম টু হেইচ পি বলে যে শুনেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে এখুনি।
  • M | ০৮ অক্টোবর ২০০৯ ২২:৫৬ | 59.93.241.14
  • এইযো পাই আমার পেটুতে সেঁধোলেও কি আর সেটা এখন ও সেখেনে আচে? আর ডাক্তারকে ফোন করেছিলুম তো, খালি পোশ্নটা এদিক ওদিক হয়ে গেসলো,আমি ফোন করেই ঝটাস করে জিগাসিয়ে ফেল্লাম যে ডাক্তারবাবু , ডাক্তারবাবু, আমার ছেলের এই যে একমাস আগে পায়ের মাংস খুবলে উঠে গেলো আর হাড় দেখা গেলো তখন কি ওষুধ দিলেন? ডাক্তারবাবু কেমন যেন হতভম্ব হয়ে কিছুক্ষন ফোন ধরে তাপ্পর কেটে দিলেন!
  • Blank | ০৮ অক্টোবর ২০০৯ ২২:১৯ | 59.93.205.246
  • http://www.gigasize.com

    এরা ৩০০ এম্নি দেয়
  • d | ০৮ অক্টোবর ২০০৯ ২২:০৫ | 59.161.40.122
  • ভাল কথা তোমদের কারো SEZ অঞ্চলে আপিস? বাইরের ল্যাপী নাকি সেথায় নেওয়া যায় না। কি ক্যাচাল। SEZ এর বাইরে যে ব্র্যাঞ্চ সেখানে যদি ল্যাপী ইস্যু করা হয়ে থাকে, তাহলে আপিস শিফ্‌ট হলে বাইরের ল্যাপী বাইরে জমা দিয়ে SEZ এর ভেতরের ব্র্যাঞ্চ থেকে ইস্যু করা ল্যাপী নিতে হবে।

    ইকি একুশে আইন রে বাবা!!!!
  • d | ০৮ অক্টোবর ২০০৯ ২২:০৩ | 59.161.40.122
  • হ আপিসের ডেল বয়ে বয়ে আমার কাঁধে আধখান স্পন্ডিলাইটিস মত হয়েছে।
  • Samik | ০৮ অক্টোবর ২০০৯ ২১:৫৮ | 219.64.11.35
  • দু, স্টেশনে যে টিকিট চেক করে, তার নাম টিসি। টিকিট চেকার। আর ট্রেনে যে করে, তার নাম টিটিই। ট্র্যাভেলিং টিকিট এক্সামিনার।

    দময়ন্তী, আমারও এইচপি। দিব্যি ভালো। পুরো নেহরু প্লেস চষার পরে ডেলের ওপরে মায়া ত্যাগ করেছিলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত