এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৮ অক্টোবর ২০০৯ ২১:৫৭ | 198.82.22.147
  • র‌্যাপিডশেয়ারে ট্রাই করতে পারো। ওখানে মনে হয় করা যায়।
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ২১:৪২ | 123.201.53.4
  • তেকোনাদি, মেল ভেজিয়াছি ঃ-)
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ২১:৪১ | 75.53.198.45
  • ১০০ এম্বি'র চেয়ে অল্প বড় সাইজে-এর ফাইল তোলার কোনো জায়গা আছে? ইয়াহূ file transfer কত বড় অ্যালাও করে কেউ জানে?
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ২১:২৭ | 122.162.42.97
  • ওরে বাবা!!! আমি মোট্টেও ও ও আর্শোলা খেতে চাই না ঃ-((( একবার লুচি দিয়ে উচ্চিংড়ে ভাজা খেয়েছিলাম ছোটোবেলায়, মোট্টেইইইই ভালো না ....... আর কোনোদিন কিচ্ছু পাঠাবো না বাপ্স। ক্ষ্যামা.... দ্যাও....
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২০:৫০ | 65.194.243.232
  • তো? হঠাৎ?
  • d | ০৮ অক্টোবর ২০০৯ ২০:৪৬ | 59.161.40.122
  • হন্ডাসিটি হেব্বি পছন্দ আমার। ঃ(
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২০:৪১ | 65.194.243.232
  • মানে, অমানবিক। ঃ P
  • Du | ০৮ অক্টোবর ২০০৯ ২০:৪০ | 65.124.26.7
  • খারাপ হয় না মানে? ওদের কার্গো থেকে নামিয়ে তিনি তো ডিউটিই করেছেন। কাকু শুনে না নামালেই বরং সরকারী ক্ষমতার অপব্যবহার হত।
  • d | ০৮ অক্টোবর ২০০৯ ২০:৩৮ | 59.161.40.122
  • ১। সকাল থেকে আবাপ দেখেথেকে লোকে খিল্লি করে যাচ্ছে। ঃ(। তবে মহিলা দেখলাম বেশ রোগাপাতলা। ঃ)

    ২। আমাকে আগামী বছর নাগাদ একটা ল্যাপী কিনতেই হবে। ভাবছি HP কিনবো। বেশ হালকার ওপরে পাতলামত।

    ৩। আমাদের আপিসে একজন স্যামসাঙ স্টার ৩জি ১১৭০০ দিয়ে কিনে স্ক্র্যাচকার্ডে ৫০% ক্যাশব্যাক পেয়েছে।

    ৪। তেকেনা, তিমি ও ইপ্পি, তোমাদের এই সহৃদয়তা, এই সাহায্য করার চেষ্টা -- এ আমি জীবনেও ভুলবো না। তোমাদের আমার গৃহে অবারিত দ্বার নিমন্ত্রণ রইল। কথা দিচ্ছি নিজে নাকেমুখে গামচা বেঁধেও তোমাদের জন্য আমি আরশোলা ভাজা, আরশোলার চাটনি, বড় আরশোলা দেওয়া পোলাও, কক্রোচ মাঞ্চুরিয়ান নিজের হাতে রেঁধে খাওয়াবো।
    আমেন।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ২০:২৭ | 65.194.243.232
  • না না সব কালোকোট অত খারাপ হয় না। একবার ভুবনেশ্বর থেকে বাড়ি ফিরব। স্টেশনে গিয়ে দেখি তিনটে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। তাড়াহুড়োর মাথায় পুরী-হাওড়া ধরার বদলে উল্টোদিকের করোতে উঠে বসলাম। এমন ছড়ালাম যে আমার সিট খুঁজে সেখানে লোক ঘুমোচ্ছে দেখে তাকে চেঁচামেচি করে তুললাম। তারপরে প্রভূত লোকের দ্বারা খোরাকিত হয়ে খুর্দা রোড স্টেশনে নেমে পুরুষোত্তাম ধরলাম। সে ট্রেন বিলকুল ফাঁকা। টিটির দেখা নাই। এদিকে খিদের চোটে প্যাϾট্রতে অর্ডার দিয়ে ভেজ বিরিয়ানি খেয়ে ফেলেছি। পকেটে কিন্তু সেই পুরনো টিকিট। ভুবনেশ্বর এলো, পেরিয়েও গেলো। বাকি লোকজন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি একটা সাইড লোয়ারে মালপত্র নিয়ে বসে আছি। শেষে কটক পেরোবার পরে মহারাজের দর্শন পেলাম। যথাসম্ভব নিরীহ মুখ করে গুছিয়ে বললাম কী কেলো করেছি (এইসব কেসে দেখেছি ইংরিজিতে ফ্লুয়েন্টলি কথা বললে বেশ কাজে দেয়)। তো, তিনি মাথাটাথা নেড়ে কীসব কাগজপত্র চেক করলেন আর আমাকে একটা কুড়ি না তিরিশ টাকা নিয়ে (সুপারফাস্ট ট্রেনের ডিফারেনশিয়াল ভাড়াটুকু) উপরের বাঙ্কে একটা সিট দিয়ে দিলেন। আরাম করে রাতটুকু ঘুমিয়ে ভোরে খড়্‌গপুরে চা-সেবন ও গীতাঞ্জলি ধরে হাওড়া আগমন।
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ২০:২১ | 122.162.42.251
  • দারুনই হয়েছে। কি দারুন-এর বদলে নিদারুন ঃ-))))
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ২০:১৬ | 75.53.198.45
  • খড়গপুর আর অচেনা স্টেশন কি? মোটেও দারুন কিছু ফিলিং হয়নি।
  • Du | ০৮ অক্টোবর ২০০৯ ২০:১১ | 65.124.26.7
  • ভোরবেলা অচেনা স্টেশনে নামা - একটা দারুন সুন্দর ফীলিং হবে - মনে হয়। তাই?
  • Du | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০৭ | 65.124.26.7
  • ঃ) কাকু বলতে পার্তে । সিলেটিতে কুট বলে কিনা কোটকে।
  • Du | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০৬ | 65.124.26.7
  • পাই, আমি এখনও জানি না তো । খালি মনে হয় টিসি হওয়া উচিত ছিল
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০৬ | 75.53.198.45
  • আরে না টিকেন, ভোর ভোর ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দিল। ঐ কেবিনে একজন অন্য রেলের কর্মচারীও ছিলেন, একটি মাত্র বাংক কাম ব্যাগ রাখার জায়গা মত জিনিসটিতে তিনি ঘুমোচ্ছিলেন। তাকেও নামিয়ে খুব কড়কে দিল।

    কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই দুমিনিট আগেই যারা আমার এক মেঝের শয্যা সঙ্গী ও সঙ্গিনী ছিল, তারা বলল, আমি ওরকম না বললে হয়ত নামিয়ে দিতনা! কালোকোটের বদলে পেলাম টার্ণকোট!
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০৫ | 122.162.42.251
  • ওহো, তাই তো ঃ-((
    ঃ-))
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০২ | 122.162.42.251
  • অক্ষ, আপনারা**
    খুললেন**
  • pi | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০১ | 128.231.22.89
  • এঃ, টিকটিকিপ্রধান হবার অভিনন্দন স্বরূপ আরশোলা নিধনের জন্য হিট ভেজা হলে সেতো টিকটিকিকুলের কাছে রীতিমতন কলঙ্কের ব্যাপার !
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ২০:০১ | 122.162.42.251
  • অক্ষ, তাপ্পর কি? তোমরা দরজা খুললে নাকি টিটি কোট খুলল?
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৫৯ | 122.162.42.251
  • হ্যাঁ, আমারতো হবেই। কদিন আগেই আমি দস্যু মোহনের পার্ট কল্লুম যে ঃ-)। দ, অভিনন্দনে গোটা কয় আর্শোলা মারার হিট ভেজিয়ে দিই?
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৫৮ | 122.162.42.251
  • বড়মা, ছেলের ডাক্তারকে ফোন করো। লাস্ট যখন অ্যান্টিবায়োটিক খেয়েছিল তখন কি কারণে খেয়েছিল সেটা মনে করে বলে জিগিয়ে নাও কি ওষুধ দেবে। উনি আগেরবার যা খাওয়াতে বলেছিলেন এবারও তাই বলবেন সম্ভবতঃ। ব্যাস, ফোনোয়ালাকে বলে দাও ওষুধের নাম
  • pi | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৫৭ | 128.231.22.89
  • কুকারের ভিতর থেকে থাকলেও এখন আর সেখেনে পাবার সম্ভাবনা তো কম ই মনে হয়। পেটের ভিতর খোঁজ কর বড়মা।
  • pi | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৫৫ | 128.231.22.89
  • টিটি র ফুল ফর্ম নিয়ে আমি ছোটোবেলায় অনেকদিন অব্দি ধন্দে ছিলুম। তার্পর যখন জানলুম, তখন থেকেই লোকজন কে জিগেশ করে ধন্দে ফেলি ঃ)।
    দুটো টি নিয়ে থতমত খায়নি এরকম কেস কম ই দেখেছি ঃ)

    আর কাল দময়ন্তী সেন গোয়েন্দা প্রধান শুনে আমারো ঐ ডিডি দার কথাটাই মনে হয়েচিল ঃ)
    মনে হয়, এখেনে সবার ই হবে ঃ)
  • M | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৫২ | 59.93.209.37
  • আজ আমার উত্তাল ক্যাল খাবার দিন, কাল ছেলে ফোঁচ ফোঁচ কচ্চিলো বলে লাষ্ট খাওয়া অ্যান্টিবায়োটিকের নাম বলার আদেশ ছিলো আর স্বাভাবিক ভাবেই লাষ্ট পেসকিপশন পাচ্চিনা।কোথাও নেইরে,যে ফাইলে থাকে সেখানে তো নেই ই, ফ্রিজ, মশলার তাক , কুকারের ভিতর সব তন্ন তন্ন করেও পেলামনা।

    এখন কখন সেই বজ্রগম্ভীর ফোন আসবে সেই ভেবে কি পেট গুড় গুড় কচ্চে আর কি ঘুম পেয়ে যাচ্ছে,কেন যে যখন যেটা দরকার সেটাই হারিয়ে যায় কে জানে।ঃ((((((((((
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৪৮ | 75.53.198.45
  • পরলেই
  • Du | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৪৭ | 65.124.26.7
  • দ শেষমেশ গোয়েন্দা প্রধানই হলে ঃ))
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৪৭ | 75.53.198.45
  • নিমডি থেকে ফেরার পথে আমরা জায়গা না পেয়ে মালের কেবিনে ঢুকেছিলাম। গোটা ৬-৭ জন। দিব্বি মেঝেতে গাদাগাদি করে ঘুমোচ্ছিলাম। খড়গপুরে, দরজার কাঁচ দিয়ে দেখতে পেয়ে, কালোকোট দরজা ধাক্কাধাক্কি।
    আমি- কে আপনি, কেন দরজা খুলব। কালোকোট - আমি টিটি।
    আমি- বললেই হল টিটি, কালোকোট পড়লেই টিটি হয়ে যায়?
  • pi | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:৪০ | 128.231.22.89
  • ওকে ওকে, থ্যাংকু, থ্যাংকু।
    কিন্তু এক্সট্রা কোচ গুলো নাম কেমনি হয় ? কারুর মনে আছে ?
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:১৮ | 216.52.215.232
  • নিয়মিত ট্রেনে চড়ি না বহুদিন হল। পাল্টে যেতে পারে।
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:১৫ | 216.52.215.232
  • এক্সট্রা কোচে সিট পড়েছে কিনা স্টেশনে রিজার্ভেশন চার্ট দেখলে জানা যাবে। তারপরে ট্রেন স্টেশনে ইন করলে কালোকোট টিটি ভদ্রলোককে ধরে জানতে হবে সে কোচের অবস্থান কোথায় হবে।

    তৎকালের আলাদা কোচ থাকে না।
  • anaamik | ০৮ অক্টোবর ২০০৯ ১৯:০৩ | 59.164.187.0
  • তৎকালের আলাদা কোচ সাধারণতঃ থাকে না। তবে টিটি-দের কাছে দেওয়া তালিকায় কিছু একটা মার্ক দেওয়া থাকে, কারণ বেছে বেছে তৎকালের লোকেদের আইডি দেখতে চাইতে দেখেছি।

    এক্স্‌ট্রা কোচের নাম অন্যরকম হয়, মানে S / H 1/2/3 এর বদলে অন্য একটা অক্ষর দিয়ে শুরু হয়। কিন্তু কোন্‌ ধরণের কোচের কী নাম হয়, সেই কন্‌ভেন্‌শন জানি না, এই কোচ-গুলো সাধারণতঃ ট্রেনের এক পাশে হয় - অন্য কোচ্‌গুলো থেকে কখনো আলাদা।
  • pi | ০৮ অক্টোবর ২০০৯ ১৮:২৪ | 72.83.84.203
  • জরুরি প্রশ্ন।
    ট্রেনে কি তৎকালের আলাদা কোচ থাকে ? থাকলে কি তার উপর তৎকাল লেখা থাকে ?
    এক্সট্রা কোচ যে জোড়া হয় অনেক সময় তার গায়ে কি কিছু লেখা থাকে ? এক্স ১-২ এরকম কিছু ? মানে, সেই কোচগুলোর নাম কি হয় ?
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ১৮:০৫ | 121.50.4.240
  • এইটা ভাল দিয়েছে। সিরিয়াসলি, এইভাবে কচুর্শাক খাবার সুযোগ আসবে ভাবিইনি। কী ভাল খেতে !
  • Arpan | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৫৮ | 65.194.243.232
  • আলসুরে নেক্সট ইয়ার খেয়ে নেবে। এ বছরের কচুর্শাকের মত। ঃ)
  • dipu | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৪৬ | 207.179.11.216
  • না ঃ-))

    ম্যাঞ্জার চিঠি পাট্যেচে।
  • h | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৪৪ | 203.99.212.224
  • তর্ক হবেই। অ্যাটলিস্ট সেটা তো কথা হচ্ছে। এটুকুই হোক না, বিবদমান দুপক্ষে। গুলি থামলেই হবে।
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৪১ | 121.50.4.240
  • কিন্তুক আমি যে কখনও চিতই পিঠে খাইনি তার কি হবে ঃ-(
  • tkn | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৩৭ | 122.162.42.251
  • ইয়াহু খবর দিল ?
  • san | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৩৫ | 121.50.4.240
  • গুড। কাল বড়ম আসলে মেনুটা ভাল করে শুনিয়ে যাস ;-)
  • dipu | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:৩১ | 207.179.11.216
  • এইমাত্তর জান্তে পাল্লুম আজ সন্দেবেলা মেনল্যান্ড চায়নায় একটা খ্যাঁটনের নেমন্তন্ন আছে ঃ-)
  • dipu | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:২৪ | 207.179.11.216
  • যাঃ ঃ-(
  • dipu | ০৮ অক্টোবর ২০০৯ ১৭:২৪ | 207.179.11.216
  •                                                                
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:৪৫ | 61.95.144.123
  • মানে বলতে চাইলাম পরে প্রতিবারই মনে হবে যে এঁদের কোনো স্বার্থ ছিলো।
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:৪০ | 75.53.198.45
  • উপমাটা ঠিক হলনা।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:৩৪ | 61.95.144.123
  • এঁদের ক্ষেত্রে অনেকটা "বয় হু ক্রায়েড উল্‌ফ' হয়ে গেলো আর কি।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:২৮ | 61.95.144.123
  • তক্কো ভালো লাগে না মানে আমার টইয়ে কন্টি তক্কো ভালো লাগছে না ইদানিং - কেন কে জানে। টইগুলো একঘেঁয়ে হয়ে গেছে।
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:২৩ | 61.95.144.123
  • ** হয়তো ইস্যু নিয়ে বা পদ্ধতি নিয়ে এগ্রী নাও করতে পারি **
  • Arijit | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:২২ | 61.95.144.123
  • অনেকগুলো ক্ষেত্রেই প্রতিবাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন নেই। কিন্তু পাট্টিকুলার কয়েকজনের উদ্দেশ্য নিয়ে আছে। এবং এই কয়েকজন নিজেরাই সেগুলো প্রমাণ করে দিয়েছেন বিভিন্নভাবে। তারপরেও প্রতিবাদটাকে পুরো ফালতু বলে ওড়াচ্ছি না (তার কারণ এই কয়েকজন বাদ দিলেও আরো অনেক লোক আছে) - হয়তো ইস্যু নিয়ে বা পদ্ধতি নিয়ে। কিন্তু এই কয়েকজনের ক্ষেত্রে দেওয়া-নেওয়ার ব্যাপারটা থেকেই যাবে...
  • a x | ০৮ অক্টোবর ২০০৯ ১৪:১৭ | 75.53.198.45
  • অরিজিৎ, প্রাইজ পেলেন বা পাবেন ভেবেই ধর একজন প্রতিবাদ করলেন। সেটা লোকটাকে কোয়ালিফাই করে। প্রতিবাদটাকে করে কি? মানে প্রতিবাদের লেজিটিমেসি টা লোকটার লেজিটিমেসি দিয়ে নির্ণয় করাটা একটা পুরোন ট্যাকটিক নয় কি?
    আর সমগ্র বিরোধী কন্ঠগুলোর মধ্যে থেকে একে ওকে তাকে সিঙ্গল আউট করে, ক্যারেক্টার অ্যাসেসিনেশন করে বিরোধিতাটাই ফালতু এটা বলতে চাওয়াটা কি নিজে সাপোর্ট কর?

    তক্ক ভালো লাগেনা বলেও সবাই কেমন তক্ক করে পাঁচন খাওয়া মুখ করে ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত