এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০২ অক্টোবর ২০০৯ ০০:১৯ | 198.82.22.238
  • যতরাজ্যের অখাদ্যকুখাদ্য খেতে গিয়ে এম নিয়ে ভাটটা মিস করলাম।
  • arjo | ০২ অক্টোবর ২০০৯ ০০:১৬ | 168.26.215.13
  • এমা, বড়মা, ম, মাতৃময় জগতে স্নেহের অভাব নাই। তবে দশভূজা কিনা ভেবে নিন (এটা একটু দুদি স্টাইলে)। ঃ)
  • em | ০২ অক্টোবর ২০০৯ ০০:০৪ | 59.93.218.171
  • পাই,
    এমু টা শুনলেই কীর'ম বাবাকে মনে পড়ে যায়, মনে হবে, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাট দেখছে!!

    এমে?
    না হে ইশেন স্যার, চলবেনিকো। অত শিক্ষিত আমি লইকো। চিটিন চিটিন ব্যাপার হয়ে যাছে্‌হ!

    মিঠুই ঠিক।

    এমা!!!!!!

    ইশ্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫৮ | 173.26.17.106
  • এ এমা!!
  • Ishan | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫৮ | 12.163.39.254
  • নইলে এমে। একটা শিক্ষিত শিক্ষিত কালচারড ব্যাপার আছে। ঃ)
  • em | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫৭ | 59.93.218.171
  • সামনের গোল টেবিলে পোচ্চুর ভারি ভারি ডিসকাশন চলতেসে, গোটা দুনিয়া হাজিএ সেখেনে আর আমি এখানে নাম ফিক্স করবার চেষ্টা চালিয়ে যাচ্ছিঃ-)) রাম রাম.......
  • pi | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 128.231.22.89
  • তাইলে, এমু ঃ)
    কিন্তু এমদিদি নিগঘাত তাইতে রাজি হবেন না ঃ)
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 173.26.17.106
  • সেটা আপনি ভেবে দেখুন, এমা এমি যেটা খুশি, পছন্দ না হলে এন ও হয়ে যেতে পারেনঃ)
  • pi | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫২ | 128.231.22.89
  • ভাট এদ্দিন অব্দি কেবল ম-ম কত্তো, এখন এখেনেও পরিবর্তন, ই তিনটি ম এর হাওয়া।
  • Du | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫১ | 65.124.26.7
  • রন হাওয়ার্ড নাম বানিয়ে নাও
  • em | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৫১ | 59.93.218.171
  • "এমি'ঃ-(((((((((

    কির'ম বিদিসী বিদিসী লাগল শুনতে
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 173.26.17.106
  • এমা পছন্দ হলো না ওকে, তাইলে এমি?
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 173.26.17.106
  • ইপি, দই খেয়ে যিনি থাকতে পারেন, তিনি উনি, আমি নইঃ)
  • em | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৪৭ | 59.93.218.171
  • "এমা'!!

    আর কিস্যু পাইলেন না মিঠু???
  • Du | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৪৬ | 65.124.26.7
  • পোটাটোর মতো হাওয়া চললে তবে না ঃ)!
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৪৪ | 173.26.17.106
  • এম, আমি ওকে বহু আগে থেকেই এম বলি, আমি নিজে ম, কাজেই আপনি বরং এমা হয়ে যানঃ)
  • em | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 59.93.218.171
  • আজ্জো স্যার,
    একজন "ম', মিঠু, একজন M, বড়মা, আমি এলাম, এম। হাজার হাজার কোথায়? নেহাত আমি রোজ রোজ ভাটে হাজিরা দেই না তাই বলে কি দেখিও না!। কিন্তুক তাও বলি, আর কোনো "এম' থাকলে জানান দিন পিলিজ। উপস্থিত বলে
  • Bhuto | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৮ | 117.194.231.197
  • আজ্জো দা আ আ , এল্‌স দিয়ে শুরু করো ঃ) আহা আজকে আমাদের রামবার , বুইলে আজ্জোদা । এমন বাদল দিনে ...
  • pi | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৭ | 128.231.22.89
  • আর একজন মাত্র M.B
  • Bhuto | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৭ | 117.194.231.197
  • :P
  • arjo | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৬ | 168.26.215.13
  • ভাট মারতে গিয়ে কি জ্বালা। একটা ইফ স্টেটমেন্ট শুরু করলুম কিন্তু কোথায় শেষ করব বুইতে পারছি না। মধ্যে একটু ভাট মারছিলাম। সব গোলায়ে গেসে।
  • em | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৬ | 59.93.218.171
  • জী হ্যাঁ ভুতুম স্যার, এমঃ-)
  • arjo | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৫ | 168.26.215.13
  • হাজার হাজর এম আর শয়ে শয়ে ব।
  • Bhuto | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৪ | 117.194.231.197
  • মিঠুদি এদ্দিন কোথায় ছিলে , একটু লেট এ জিগালাম ঃ) । অবশ্য ভালো করে পড়াও হচ্ছিল না এ ক'দিন।
  • pi | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৪ | 128.231.22.89
  • বাঃ, ম দিদের ভারি মজা তো। হাওয়া খেয়েই তো তবে থাকতে পারো।
    আমি অবিশ্যি পারতুম না। দই আমি মোটে ভালবাসিনে।
  • Bratin | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩৪ | 117.194.100.79
  • ইয়ে, মানে accord to কাবলি দা, আমার গানের গুঁতো সামলাতে না পেরে প্রান নিয়ে হয়তো লোকে গঙ্গা বক্ষে ঝাঁপ দেবে।তাই আর কি...
  • Bhuto | ০১ অক্টোবর ২০০৯ ২৩:৩২ | 117.194.231.197
  • আরে এ ম...... যে ঃ) আরে 'বড়মা' নাম তো আগেই হয়ে গেছে ঃ) ।

    বড়মা লজ্জা পেলি নাকি রে? হে হে ।
  • M | ০১ অক্টোবর ২০০৯ ২৩:২৯ | 59.93.202.165
  • ভুতো, হ্যাঃ!! কি র‌্যা তুই, যাকগে এবার ঘুমুতে যাই।
  • M | ০১ অক্টোবর ২০০৯ ২৩:২৭ | 59.93.202.165
  • আসলে একটা কিছু এরকম ই ভাবতে হবে, মুস্কিল হচ্ছে যে আমার ছেলের পড়াশুনাটা ওখানে করানোটা খুব চাপের,ওখানে চারটে ইন্টারন্যাশনাল ইস্কুল এখন ও পর্যন্ত্য, আর তাতে ফিস হচ্ছে ক্লাস সিক্স ৮০০ ডলার আর সেটাই সেভেন এ লাফিয়ে ১১০০ ডলার, কাজেই কোং না দিলে এটা অসম্ভব, আর এমনি স্কুলে ভিয়েতনামিস ভাষায়,আর আমার বেটারার্ধের তো নিজের ব্যবসা, সেখান থেকে এ পয়সা বার করা খুব চাপের, ব্যবসার বয়স ও বেশী নয়, আর নিজের ব্যবসা ছেড়ে বেশীদিন দেশে থাকাটাও........এটা একটা পিকুলিয়ার সিচুয়েশান আমাদের,ঐ নিজেকে প্রমান করতে গিয়ে সব তালগোল।ঃ)
  • em | ০১ অক্টোবর ২০০৯ ২৩:২৭ | 59.93.218.171
  • মিঠু,
    আমি "এম' এর কপিরাইট নিলাম । M হচ্ছেন বড়মা ঃ-))
  • Bhuto | ০১ অক্টোবর ২০০৯ ২৩:২৫ | 117.194.231.197
  • সদ্ব্যবহার**
  • Bhuto | ০১ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 117.194.231.197
  • এই রে বড়মার চোখে জল।

    আজ্জোদা , অফার ছিল এবং সেটার সদ্ব্যাবহারও হয়ে গেছে ঃ) । বহুদিন আগেই ব্রতীনদা,আমি আর সোমুদা খানা-পিনা করে এসেছি। এবারে এত লোক নিয়ে কাবলিদাকে চাপ দেওয়াটা ঠিক হতো না বোধহয় , তাই.... নইলে অতি বড় দুর্জনেও কাবলিদার বাড়ির আমন্ত্রণের লোভ সামলাতে পারবে না। আহ কি আহার ।
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:২৩ | 173.26.17.106
  • তিমি, সেই জন্যেই তো ভগা বরফ, টর্নেডো,হিমশীতল দধির মত হাওয়া অকৃপণ হাতে বিছিয়ে দিয়েছেন।
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:২০ | 173.26.17.106
  • এম, সবার সুবিধেমত(মানে প্রত্যেকের একটু কম বেশি অসুবিধে করে)মাঝামাঝি কোনো একটা জায়গায় একসঙ্গে থাকা যায় না?
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:১৭ | 173.26.17.106
  • এম, আমি তোমার কাছ থেকে এটাই জানতে চেয়েছিলামঃ)
  • Tim | ০১ অক্টোবর ২০০৯ ২৩:১৬ | 198.82.22.238
  • মামিরা কিরম নিরাপদ জায়গায় থাকে। ঝড়, বন্যা, বৈদেশিক শত্রু, সবদিক থেকেই নিশ্চিন্ত।
    পাইদের জন্য সবার ম্যালেরিয়া হবে এবার! দিয়েছে মশাগুলোকে খেপিয়ে!
  • M | ০১ অক্টোবর ২০০৯ ২৩:১৫ | 59.93.202.165
  • মজা করে বললে, এইতো জীবন, নিজেদের নতুন করে পাওয়া যায় এত বছর পরেও, আর বাস্তব সত্যিটা হচ্ছে, আমরা জানিনা, আমাদের কোন নিশ্চয়তা নেই, কাজেই খুব বেশী দুর অব্ধি ভাবিনা মিঠু, এখন খালি একটাই জানি নেক্সট বছরের প্রথমে আবার হয়তো দেখা হবে, বাই দ্য ওয়ে এটাই জানতে চাইছিলে তো? আর আমায় তোমরা তুমি করে বললে ভালো লাগবে, অবশ্য এটা বলতেও আজকাল ভয় পাই, একজনকে বলেছিলাম, সে আমায় কয়েছিলো যে আমরা সবাইকে তুমি বলিনা, আপনি করেই বলি, আর এইসান হ্যাটার চোখে তাকিয়েছিলো যে খুব কুঁকড়ে গেসলাম।
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০৯ | 173.26.17.106
  • এম, আপনাদের এই দূরে দূরে থাকার মেয়াদ কতদিনের?
  • M | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০৭ | 59.93.202.165
  • হে হে, ভালো আইডিয়া, ছেলেকে ডিক্সোনারি টা দিলেই চলবে, এক্ষুনি যাই।
  • pi | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০৪ | 128.231.22.89
  • বড়মা, পূজাবার্ষিকীগুলো তবে আছে কি কত্তে ?
  • M | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০৩ | 59.93.202.165
  • চাপ নিতে থাকলে কি হারিয়ে যায় বা আর কাজ করেনা, যেমন কাল থেকে আমার খাটের কি কাজ কচ্চে না, ছেলে কি ভাবে চাবি হারিয়ে কাঠি দিয়ে খুঁচিয়ে বাক্সের তালা খুলেছিলো তার ডেমো দিচ্ছিলো টুথপিক দিয়ে, ব্যাস, কাল থেকে আমরা উইদাউট বালিশে ঘুমুচ্চি, আজ মিস্তিরি এলো আর সোমবার আসবে বলে ধাঁ হয়ে গেলো।।ঃ(
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০১ | 173.26.17.106
  • অ্যাঁ!!
  • pi | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০০ | 128.231.22.89
  • তাহলে, কী নিয়ে চাপ নিতে আছে শুনি ? ;-)
  • tkn | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০০ | 122.163.3.206
  • ঃ-)
    আমি না নিলেই এখুনি শমীক কিম্বা অর্পন নেবে... তাই ঃ-(
  • pi | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০০ | 128.231.22.89
  • আমাদের চাদ্দিকে সতর্ক ঘন্টি ! কারা ভেঙ্গে ফ্যালসিপেরাম আক্রান্ত সাতটি মশা পালিয়েছে । কল্য রাত্রি ন'টা থেকে অদ্য সাত সকালের মধ্যে এই ঘটনাটি ঘটে বলে অনুমান। গাফিলতির অভিযোগে কারা আধিকারিক এখন বিভাগীয় তদন্তের সম্মুখীন।
  • m | ০১ অক্টোবর ২০০৯ ২৩:০০ | 173.26.17.106
  • তিমি, বৃষ্টির সঙ্গে দুঃখের কোনো সম্পর্ক ই নেই,তবে মিড ওয়েস্টের লোকেদের আবহাওয়া নিয়ে দুঃখ পাবার একটা বিলাসিতা কল্লাম ঃ)

    পুঃআমাদের শীতের জ্যাকেট বেরিয়ে পড়েছেঃ)
  • Tim | ০১ অক্টোবর ২০০৯ ২২:৫৯ | 198.82.22.238
  • কি নিয়ে এত চাপ নিতে নেই। ;-)
  • tkn | ০১ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 122.163.3.206
  • 'কী'** এবং 'কী'**** ঃ-(
  • tkn | ০১ অক্টোবর ২০০৯ ২২:৫৬ | 122.163.3.206
  • বড়ম কি নরম করে কি নৃশংস দিশ্য আঁকতে পারে!!! বাপরে!!!!!
  • M | ০১ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 59.93.202.165
  • সাঁতার জানলেও রিস্কি, ঐ যে ভটভটিগুলো যায় তাতে আমার একদাদাকে একবার টেনে নিয়েছিলো, নেহাত দাদার শরীরে বিস্তর মাংস ছিলো তাই বেশ কয়েক কেজি কেটে যাবার পর ও সাঁতরে আরেকপারে পৌছিয়েছিলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত