NJ-তে রাত চারটে, ঘন্টা তিনেক ঘুমোনো দরকার। বিদায় নতুন বন্ধুরা, ধন্যবাদ ভাটে আমায় ঠাঁই দেওয়ার জন্য। পরে আবার দেখা হবে।
rabaahuta | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৬ | 121.241.111.12
এই বিষয়ে কবি কিছু কথা বলেছেন। কারো কেউ নইকো আমি কেউ আমার নয়... এইসব।
Aranya | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৪ | 98.221.52.119
আর্চেস আর ব্রাইস যাচ্ছি অক্টোবর-এ। সুন্দরবনে নৌকোয় ঘোরা - হ্যাঁ, বনবিবির পূজো তো দিতেই হবে। বু গু-র একটা বই ছিলো 'বনবিবির বনে' - সেই টা আর শিবশংকর মিত্রের 'সুন্দরবনের আর্জান সর্দার' - এগুলো পরে আমারো ছোটোবেলা থেকেই সুন্দরবন দেখার শখ - তবে পশ্চিমবঙ্গ সরকারের স্টিমারে করে নয়, আর জেলে নৌকো-ও নয়, মোটরবোট, শুনেছি মোটরবোট থেকে এখোনো বাঘে মানুষ নেয় নি
M | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৩ | 59.93.183.79
ইয়ে, আর আমি লিখতেও পারিনা, তালে???????????
M | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২১ | 59.93.183.79
যারা কিনা খালি এদিক সেদিক ঘুরে বেড়ায় তাদের উপর বেজায় হিংসে করে এটা শুনিয়ে গেলাম।
আচ্চা একটা কোচ্চেন ছেলো, আমি তো IIT, যদু, শিবু বা IT কোথাকারই নই, তালে কি আমি গুরুর কেউ নই? (একটা দুঃখু দুঃখু স্মাইলী)
M | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৮ | 59.93.183.79
আজ রিক্সা করে আসচিলুম, রিক্সাওয়ালা ছেলেকে বললো, বাবু ঠাকুর দেখতে যাবা না, ঋভু খুব গম্ভীর হয়ে বললো না, বোর লাগে, কি ছেলে বাবা!
অবিশ্যি কাল রিক্সাওয়ালা টি এসে একশো টাকায় নাকি প্রায় একশোটা ঠাকুর দেখাবে আর সেটাও সকালে, কাজেই ভীর হবে না এরম বলে চলে গেলো, কাল পেঁচো মুখো ছেলে নিয়ে রোদ্দুরে ঘামতে ঘামতে ঠাকুর দেখে আসবো।
kd | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৫ | 59.93.170.44
সৌভাগ্যক্রমে আমাদের মেনল্যান্ড আম্রিকার সব (প্রায়) NP দেখা হয়েছে - মানে অ্যাকাডিয়া থেকে জশুয়া ট্রী, অলিম্পিক থেকে এভারগ্লেড্স। অবিশ্বাস্য ভ্যারাইটি। ইভ্ন রকি/সিয়েরার চেনে, মানে গ্লেসিয়ার, ইয়েলোস্টোন, গ্র্যান্ড টেটন, আর্চেস, ব্রাইস, জিয়ন, গ্র্যা-কা, পেট্রিফায়েড ফরেস্ট, কার্লসবাড - প্রত্যেকটি অন্যদের থেকে আলাদা। লিস্টে ইচ্ছে করেই ইয়েসোমিটি দিইনি, কেননা আমাদের মনে হয়েছে ওটা স্বর্গ - এর থেকে সুন্দর জায়গা হতে পারে না। আমি তো সকলকে বলি, হপ্তা দুয়েক ওখানে কাটাও, জীবনের সবচেয়ে সুন্দর, শান্তির সময় পাবে - মাইরি!
ইয়েলোস্টোনও খুব সুন্দর - ন্যাচারাল বিউটির সাথে জিয়োলোজির শিক্ষাও হয়। দু'বছর আগে ওল্ড ফেথফুল ইন্এ ছিলুম, দিন-রাতের বিভিন্ন সময়ে ও-ফে দেখাও একটা স্বর্গীয় অভিজ্ঞতা।
Bhuto | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৬ | 203.91.193.7
চুপ কর। রকি র রিলিজ ডেটটা নিয়ে একটু কনফিউসন আছে বলে। এপ্রিলের পরেই রিলিজ হয়েছিল এটুকু জানি, ২৬ শে হতে পারতো, অথচ উইকি বলে নার্গিসে মৃত্যু ৩র মে, আর তার কয়েক মাস পরে নাকি বের হয়েছিলো মুভিটা। তাই তোর জন্ম না হলেও আমার হয়েছিল। ভুলে যাস না আমি তোর চেয়ে বড় ঃ)
নতুন কলটা Ajax-এ তৈরী - আপনার কম্পুতে জাভা না থাকলেও চলবে। পুরনোটা জাভা-ডিপেন্ডেন্ট।
Bhuto | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৯ | 203.91.193.7
অজ্জিতদা, মোহিত গো সেই ডুবা ডুবা রেহতা হু, গানটা মনে নেই? আর আতিফ আসলাম , তো অনেক গান গেয়েছে।
আর হ্যাঁ বুনুর জন্মের আগের সিনেমা রকি। ওর না জানার ই কথা। সেসব আমাদের সময়কার বই।
Aranya | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৪ | 98.221.52.119
ব্ল্যাংকি, প্লীজ অরণ্য-দা বোলো, বাবু-টাবু নয়। সুন্দরবন -টা হচ্ছে সেই 'দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া' - ইত্যাদি। জানুয়ারী-তে দেশে যাবো - তখন যাবার ইচ্ছে আছে। Everglades-এ mangrove forest দেখেছি, তবে সুন্দরবন শুনেছি অন্য জিনিষ - অপার্থিব সৌন্দর্য্য -নৌকো করে ঘুরতে পারলে সব চেয়ে ভালো, যদিও বাঘে নিতে পারে ঃ-( Yellowstone-এর খুব ভালো tour plan আমি করে দিতে পারি, গেলে জানিও
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩২ | 170.153.65.102
একটা একতলা অন্যটা দোতলা
Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩১ | 122.252.231.12
বন্দিপুর বেশ ভাল। একবার ভোরভোর যেতে হবে।
Aranya | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩০ | 98.221.52.119
ধন্যবাদ অরিজিত। কিছুদিন আগে তোমার Switzerland-এ InterLaken ভ্রমণ বৃত্তান্ত পড়ে বেশ আনন্দ পেয়েছিলাম, আমি ১৯৯৯-এ ড্রাইভ করেছিলাম - Frankfurt-Zurikh,Interlaken-Austria-র কিছু জায়গা, সেই পুরনো স্মৃতি ফিরে এসেছিলো। আচ্ছা, 'বাংলা লেখার নতুন কল' আর 'আপনার মতামত' -দুটো তো প্রায় এক-ই, পার্থক্য কী আর তোমরা কোন-টা ইউজ করো ?
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৯ | 170.153.65.102
পোরশু থেকে ছুটী ঃ(
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৮ | 170.153.65.102
নেক্সট টাইম গিয়েই আমি ইয়েলোস্টোন ছুটবো। অসাধারন সব ছবি দেখেছি ইয়েলোস্টোনের। অরন্যবাবুর লিস্টি তে সুন্দরবন নাই ঃ)
shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:২০ | 124.124.244.109
কলকাতায় অফিস কি কাল থেকে ছুটি? এবারে পুজো শনি রবিতে হয়ে ভাল হয়েছে। কালকের দিনটা হলেই ছুটি।
Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৬ | 122.252.231.12
আনন্দলোকের উল্টোদিকেই হবে। করুণামায়ীর ভেতরে ঢুকে একদম শেষমাথায় আসে।
ব্লকের পুজোগুলো জেনেরালি ব্লাকের মাঠেই হয়।
Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৫ | 61.95.144.123
ব্ল্যাংকি = blyaa`mki
Aranya | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৩ | 98.221.52.119
Blankie (বাংলায় ব্ল্যানি্ক হয়ে যাচ্ছে, কি কোরে লিখব ? ), আসলে জঙ্গল ভালোবাসি বলেই অরণ্য ছদ্মনাম-টা নিলাম। Yellowstone, Grand Teton, Smokey, Shenandoa, Acadia - USA-তে এই কটা, আর দেশে দলমা, সাতশো পাহাড়ের দেশ সারান্ডা, শিমলিপাল, জলদাপাড়া, হলং,বক্সা,কাজিরাঙা - এইসব ঘুরেছি। কাজিরাঙা-য় দু বছর আগে একটা বাঘ দেখে ছিলাম - হলুদ বিদ্যুতের মত জীপ-এর সামনে রাস্তা পেরোলো - সেটাই এখনো অব্দি সেরা প্রাপ্তি। তুমি তো মাঝে মাঝে আমেরিকা আস, Yellowstone -টা কখনো যাবার চেস্টা কোরো, এ দেশে ওটাই best। দূর্দান্ত জঙ্গল, পাহাড় আর বাইসন, গ্রিজ্লী ভালুক, কালো ভালুক, নেকড়ে, এল্ক,মুজ - বন্যপ্রাণীর ছড়াছড়ি যাকে বলে
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:১০ | 170.153.65.102
অপ্পন দা, করুনাময়ী জি কোনটা? আনন্দলোকের উল্টো দিকের টা? আর পুজো গুলো কি ব্লকের মাঠে হয়?
shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৩ | 124.124.244.109
আমি অবশ্য ঐ দুটো সিনেমার একটাও দেখিনি। তবে সেই মোহনবাগান ইস্টবেঙ্গলের মত একটা দলকে সাপোর্ট করার ব্যাপার, বন্ধুরা যে দলে আমিও সে দলে!
tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১২:০২ | 122.163.3.55
বি বা**
tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫১ | 122.163.3.55
শ্রাবণী, পরিণীতা দেখে কাজ নেই। জঘন্য রকমের অখাদ্য সিনেমা। বি ব্যা ব্যাথা যাদের তারা শুধু দেখতে পারে নয়নসুখের জন্য। আর কিস্যু নাই
tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৯ | 122.163.3.55
হুঁ, জিগিয়েই জানলাম তো। ছোলার ছাতুই বেশি চলে সেটা ঠিক। আমিও ছোলারটাই কিনি। তবে গিরিডিতে যবের ছাতুই বেশি। আমরা সবাই গুড় দিয়ে মেখে খেতাম। যবের ছাতুর গন্ধটা বেশি ভালো লাগে।
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৮ | 170.153.65.102
৮১ এর সিনিমা ঃ( ঃ(
Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
সঞ্জয় দত্ত অল্পবয়সে একটা সিনেমা করেছিলো রকি বলে - তাতে ওই "আ দেখে জারা, কিসমে কিতনা হ্যায় দম' বলে গানটা ছিলো - একসময়ের বিখ্যাত গান - অবিশ্যি ব্ল্যাংকির জানার কথা নয়, ও তখন ন্যাপি পরতো;-)
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪১ | 170.153.65.102
কিন্তু রকি তো স্ট্যালোন
shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৮ | 124.124.244.109
আমি কোনো মুন্নাভাই দেখিনি, আমার সঞ্জয় দত্ত কে ভাল লাগেনা তাই। টিভিতে হলে বাড়ির কেউ দেখছে তো দু একটা সিনে চোখ চলে যায় এই পর্যন্ত। রকি আর লাভ স্টোরি জমানা থেকে আমি সঞ্জয় দত্তকে অপছন্দ করি, তার কোনো সিনেমা দেখিনা। স্কুলে আমাদের ক্লাসে দুটো গ্রুপ হয়েছিল কুমার গৌরব আর সঃ দত্ত। আমি কুমার গৌরব দলে ছিলাম (ওটাও অখাদ্য, দেখতে অভিনয় দুইই!)। সেই থেকে আমি খলনায়ক, মুন্নাভাই পরিণীতা কিচ্ছু দেখিনি।
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬ | 170.153.65.102
সে ছবি ভেজে দেবো ঃ)
Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬ | 122.252.231.12
সরি। আগে বিই-ইস্ট আসবে। তারপরে বিএফ।
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬ | 170.153.65.102
হু, আজ তো পঞ্চমী। আমার কেমোন দিন রাত্তির ঘেঁটে গেছে ঃ(
Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৫ | 122.252.231.12
সেই ফর্দ লেখাবে। দিচ্ছি, তবে আমাকে ছবি পাঠাবি এই শর্তে।
যবের ছাতু আমাদের বাড়িতে আছে। বাবা মোস্ট প্রোবাবলি মানিকতলা বাজার থেকে কিনেছিল। দোকানটা আমিও চিনি।
Blank | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩০ | 203.99.212.224
অরন্য বাবুর নেশাখানি ব্যাপক তো। অরন্য ভ্রমন। পকেট ভর্তি স্টেট পার্ক।
Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৯ | 61.95.144.123
পাট্টিকুলারলি যবের ছাতু খোঁজ করেছ? আমাদের বাড়ির কাছেও এক ভুজিয়াওয়ালার দোকান আছে - ওখান থেকে ছাতু, বাদাম-ছোলাভাজা এসব কিনতুম। এই সেদিনও কিনেছি। কিন্তু যবের ছাতু বল্ল আর রাখে না, কেউ নাকি কেনে না। ছোলার ছাতু লোকে কেনে, তাই রাখে।
Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭ | 122.252.231.12
সল্লেকেই পাওয়া যায়। আমাদের ব্লকে একটা ভুজিয়াওলার দোকান আছে।
tkn | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩ | 122.163.3.55
অরিজিৎ, লেক মার্কেট থেকে একটা রাস্তা বাঁদিকে কোণাচ করে সার্দান অ্যাভিনিউর দিকে ঢুকছে, তার বাঁ ফুটের ওপর গোটা তিনেক বেশ চকচকে ভুজিয়াওয়লার দোকান আছে। সেখানে যবের ছাতু পাওয়া যায়। গুড় দিয়ে দিব্যি খেতে লাগে ঃ-)) মুন্নাভাই দেখেনি এমন কাউকে আমি দেখিনি ঃ-))
আতিফের গান তো বেশ ভালোই। মানে, ইটস ডিফারেন্ট আর কি। তবে বাবুল সুপ্রিয়র রবীন্দ্রসঙ্গীত - অ্যাঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৭ | 124.124.244.109
তা ঠিক। বাংলায় যখন সিনেমাটার কপি বেরোবে মানে এটার থেকে ইনস্পায়ার্ড হয়ে যখন বাংলায় অরিজিন্যাল বানাবে তখন যদি নাম দেয় "যবে উই মেট" আমি "য" লিখব!
Arpan | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:১০ | 122.252.231.12
হু। তা ঠিক। কিন্তু বাংলায় যবে লেখেনা?
Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:১০ | 61.95.144.123
যবের ছাতু খুব ভালো খেতে, কিন্তু এখন আর দোকানে দেখি না।
Paramita | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৯ | 216.10.193.22
অরণ্যবাবু, গুরুকে সাজিয়ে তোলার কার্যে পারমিতার কোন অবদান নাই। অবশ্য পাল্লিনের থেকে থাকলে জানি না।
shrabani | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৮ | 124.124.244.109
খামকা "যব" লিখব কেন! হিন্দীর যা বানান তাই তো লিখব। আমার আবার যব দেখলে তো কেমন পুজোর থালা মনে পড়ে (পঞ্চ শস্য)। আচ্ছা ছোলার ডাল, ফুলকপির তরকারী আর চাটনি বাকি রইল কেন অষ্টমীর মেনুতে!
Arijit | ২৩ সেপ্টেম্বর ২০০৯ ১১:০২ | 61.95.144.123
নাঃ নর্মালি ৭০০ মেগ মতন হয়। কিছু কিছু সিনেমা এক জিবি বা একটু বেশি। আমার ছ-সাত ঘন্টা লাগে টরেন্ট দিয়ে নামাতে - তোমাদের ব্যান্ডউইডথ বেশি, অনেক কম লাগবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন