এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৩ | 122.173.176.167
  • অরিজিৎ, টাটা স্কাই নিও না। অখাদ্য। মেঘ ডাকলে ভয়ে থেমে যায়
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২২ | 122.252.231.12
  • ধুস, টাটা স্কাই।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২২ | 122.252.231.12
  • টাটা স্পোর্টস বা এয়ারটেল নিয়ে নাও না ক্যানে?
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২০ | 117.194.226.1
  • আমাদের টেন স্পোর্টস কখনো আসে কখনো আসে না - প্রায় রোজই চ্যানেল এদিক ওদিক হয়ে যায়ঃ-(
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৯ | 122.252.231.12
  • আজ্জোর ১১:২২ গতের পোস্টের সাথে ক।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৯ | 117.194.226.1
  • হুঁ - সেভ ইমেজ হয় - তবে তাতে অনেক ছোট সাইজের ফাইল নামে (অজ্জিনালের তুলনায়)। ফুলপ্রুফ হচ্ছে না। সিগনেচারই ভালো।

    কিন্তু এগুলো বেরোচ্ছে কি করে? মানে আমাকেও তাইলে নজর রাখতে হবে...
  • tkn | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৬ | 122.173.176.167
  • অরিজিৎ, জানি। সোমনাথ পরশু আমায় ফোন করেছিল, তখনই বলেছিল ও সেদিনই বর্ণপরিচয়ে যাবে, কিনে তোমায় দিয়ে দেবে। ও ই কিনেছে ঃ-)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৫ | 122.252.231.12
  • অরিজিত, কোকাকোলা চ্যাম্পিয়নশিপ টেন স্পোর্টসে দেখায় তো। এখন শেফিল্ড ইউনাইটেড আর শেফিল্ড ওয়েডনেসডের খেলা লাইভ দেখাচ্ছে।
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৩ | 143.111.22.23
  • ডাউনলোড অপশন বন্ধ রাখলেও তো ছবি হিসেবে সেভ করা যায়?
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১২ | 143.111.22.23
  • আছেই তো দুটো!! এটার সাথে কি আগের ভদ্রলোকের কোনো সূত্র আছে? এগুলো কি তোমার অর্কুট অ্যালবামে আছে? মনে হচ্ছে ওখান থেকে কেউ ঝারছে।
  • aba | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 122.163.218.238
  • আচ্ছা বার্বিকিউ নেশানে লানচের দাম কত বল না?
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 117.194.226.1
  • তুমি পিকাসায় ডাউনলোড অপশনটা বন্ধ করো তো। আর পারলে ওয়াটার মার্ক বা কোনো একটা সিগনেচার লাগাতে শুরু করো।
  • arjo | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 168.26.215.13
  • ব্ল্যাংকি বাবু ছবিতে সই লাগাও। নেটে হেবি ছবি চুরি হয়।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৫ | 117.194.226.1
  • তেকোনা যদি কলেজ স্ট্রীট না গিয়ে থাকো তাইলে কবিতার কেলাস কিনো না - ওমনাথ এনে দিয়েছে। আর যদি ওটা তুমিই অজ্জিনালি এনে দিয়ে থাকো তাইলে ধন্যযোগ।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫১ | 198.82.26.180
  • ঃ-)

    হাল ছেড়ে দিয়েছে।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৯ | 143.111.22.23
  • এতেও কি মিঠু অজ্ঞাতবাস থেকে ফিরে আসবেনা?
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৭ | 198.82.26.180
  • সাব অল্টার্ন শিশু।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৫ | 143.111.22.23
  • নানা সিরিয়াসলি, আমি আগে ভাবতাম মানুষের বাচ্চা, সেতো মানুষই হবে। এখন মনে হয় ছাগশিশু আর মানবশিশুতে কুনো তফাৎ নাই। ঘামের গন্ধ, হাগার গন্ধ, কিছুতেই কোনো বিকার হয়না এদের। তাও খালি কাছে আসবে।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৪ | 198.82.26.180
  • অভতিমা ছড়া লিখবে বলে কোথায় গ্যালো?
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৪ | 168.26.215.13
  • না তার আগের। ;)
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৩ | 198.82.26.180
  • রাগের? ঃ-)
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪২ | 168.26.215.13
  • একেই বলে কনফিডেন্স ঃ)
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪২ | 143.111.22.23
  • রাগার সাথে হাগাও প্র্যাকটিস করছ!
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪১ | 143.111.22.23
  • আমি দিনে একবার হাগি। একদম নিয়ম করে। সকালে উঠেই। তাই মেয়ে ওঠার আগে আমাকে উঠতে হয়, নইলে দরজার বাইরে বসে চেল্লামেল্লি জুড়ে দেয়।
  • I | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪০ | 59.93.204.116
  • রাগা প্র্যাকটিস করছি।
  • I | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৯ | 59.93.204.116
  • অক্ষদাকে দেখে শিখছি তো !
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৯ | 198.82.26.180
  • ডাগদারেরা রাগিই হয়। যত বড়ো ডাগদার তত বেশি রাগ।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৭ | 143.111.22.23
  • ইন্দো আজকাল এত রেগে রেগে থাকে কেন, আর এত বেশি বেশি হাগলে শরীরটা কে দেখবে? হরলিক্স?
  • I | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৩ | 59.93.204.116
  • অপ্পনকে থ্যাংকু। নেটে এত কিছু আছে জানাই ছিল না।

    হ্যা, ভুলেই গিয়েছিলাম যে শৈলেশ্বর রাজসাক্ষী হয়েছিল। হারিং নিয়ে এত খিস্তিখেউড় ! নিজেদের মধ্যেই। যে যাকে পারছে জুতোচ্ছে। কার হাতে তামুক খাবেন?

    আজকাল কিছু কিছু শহীদজ্যোতি ছড়ানো লোকেদের দেখলে সত্যি হাগা পায়। তার চেয়ে একটু ভালো করে যৌনতা করে নিলে অন্ততঃ যৌন অতৃপ্তির চাপে থাকত না।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৫ | 198.82.26.180
  • আজ্জোদার সাথে ক। আমারো কিছু কিছু জিনিস অন্যরকম লাগছিলো, তবে সেটা নেহাত নামটামের জন্য, নেহাত এত বিখ্যাত একটা ব্যাপার তাই। অনাবশ্যক দীর্ঘও মনে হলো।
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২২ | 168.26.215.13
  • আমার কিছুই মনে হল না। খুব জোর করে লেখা একটা কবিতা বলেই মনে হয়েছে। ব্যস। আর কিছু না। ভালো না, খারাপ না, অশ্লীল না, জোর করে লেখা একটা কবিতা। নামটা মলয় রায়চৌধুরি আর হাংরি আন্দোলন তাই কবিতাটা পড়লাম। গুরুতে কেউ লিখলে এখনই সবাই পয়েন বাই পয়েন বুইয়ে দিত এটা কেন কবিতা নয়।
  • Du | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৭ | 65.124.26.7
  • ছুতোর - ছুতার - যীশু ছিলেন তাই - সেই সূত্রে কি?
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৪ | 143.111.22.23
  • না তো, মানে একেকজনের কাছে স্বাভাবিকভাবেই একেক রকম। তখনও বা এখনও শকড্‌ লাগেনি। তখনও ভালো লেগেছে, এখনও ভালো। ভালো বলতে, একটা তীব্রতা, অস্থিরতা টের পাচ্ছিলাম, এখনও সেটা পাচ্ছি। ষাঠের দশকে যে শকড লাগবে বোঝাই যাচ্ছে। তবে অনেক প্রশ্ন জাগে, বা ক¾ট্রাডিকটারি লাগে অনেক কিছু, সেটা অন্য।

    আবার এই কবিতাটা - এটাও বোধহয় কিছু ইন্টেন্সিটি প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু এটা একেবারেই পোষালো না।
    Men do live and men do die

    good men live and bad men too

    bad men die and good men live

    good men die and bad men live

    how men come to harm and what is harm

    the secret fever rises in my heart

    my empty skull is crooked and tired

    bones in my cracked skin also crack

    men do live and men do die.
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৬ | 122.252.231.12
  • দিব্যি কাজ করছে তো!
  • anaamik | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৯ | 59.164.105.32
  • সার্চ কাজ করছে না, আর এই শুক্কুরবারের রাত্তিরে আমার ছড়া পাচ্ছে পাচ্ছে করছে ঃ-(
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৮ | 168.26.215.13
  • এই শক বস্তুটা খুব তাৎক্ষণিক। মলয় বাবুর ঐ কবিতাটা এখন পড়ে অখাদ্য লাগল। কিন্তু তখনকার 'টকে যাওয়া' সময়ে পড়লে হয়ত ভালো লাগত। মানে শকের কারণের সাথে শকটা কোরিলেট না করতে পারলে পুরোটাই কেমন জোলো হয়ে যায়।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৮ | 122.252.231.12
  • * ব্লগ-টগ
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৮ | 122.252.231.12
  • মলয়বাবু প্রচণ্ড নেট স্যাভি কবি। নানাজায়গায় ব্ল-টগ আছে। জিগ্যেস করলেই বলে দেবেন।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৪ | 198.82.26.180
  • আরেকটু পরেই ডিডিদা এসে একটা থিওরি দেবে। তখন সব জলের মত বোঝা যাবে।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৭ | 143.111.22.23
  • stark electric jesus
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৬ | 122.252.231.12
  • ইংরেজি কবিতার নামটা তো অন্তত বলো।
  • rokeyaa | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৫ | 203.110.246.230
  • কাল খুব লিঃ লিঃ করে চাদ্দিকে "ভিশোয়াকার্‌মা' (মাইরি বলছি, একটা মেয়ে ঠিক এটাই বল্লো, কলকাতার, "বলাই বাহুল্য' সে কার্মেল না ক্যালকাটা গার্লস কোথায় একটা পড়েছে) সাহেবের পুজো হোলো, তাতে আমি আপেল কুচোতে যাই নি কেন সেটা জিগ্যেস করেছিলো আমার এক বন্ধু, যে নিজেকে জৈন বলে "গর্ভ' করে, কিন্তু আমি যখন বলতে গেলাম যে ক্যানো আমি অন্তত অ্যাকাডেমি ক্যাম্পাসের ভেতরে কোনোরকমের ধর্মীয় অনুষ্ঠানকেই ঠিক বলে মনে করি না, আমায় বল্লো, "তোমাদের মতন লোকেদের জন্যই দাঙ্গা হয়' ঃ((
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৪ | 143.111.22.23
  • যে যার মত ক্রিয়েটিভ ঢপ মেরে যাচ্ছে। মলয়বাবুই শুরু করেছেন যদিও।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৩ | 122.252.231.12
  • অর্থাৎ কী না অসীম সম্ভাবনার পথ। তো, সেই নিয়ে তো লোকে নিশ্চয় এতদিনে এম ফিল/ পিএইচডি করে ফেলেছে।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:২২ | 12.163.39.254
  • ভিকি কি রামকেষ্ট হয়েছে?

    ভিকি ভালো লিখছেনা বলেই তো আমি ভালো ল্যাখা পাচ্ছি না। সেই জন্যই আমাকে ম্যানিফেস্টো রচনায় মন দিতে হয়েছে। যাতে পড়ে ভিকি আবার ভালো লেখে। পার্ট অফ জব।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৮ | 12.163.39.254
  • আসল কথাটা বললে লোকে ক্যালাতে পারে। তবুও বলি। আসল কথা হল লোককে শক দেওয়া। বাংলায় কবিতাটা যা শক দেবার দিয়েছে। ইংরিজিতে যীশুকে নিয়ে মন্দ কথা না বললে শক দেওয়া কঠিন। তাই ঐ গপ্পো। এবার যীশুর সঙ্গে বৈদ্যুতিক ছুতারের কি সম্পর্ক সেটা এসটাবলিশ করাটাই হইল ক্রিয়েটিভিটি। ঃ)
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৩ | 122.252.231.12
  • অক্ষদা, প্যাশন অব ক্রাইস্ট দেখো নাই? সেইখানে যীশুকে কার্পেন্টার দেখিয়েছিল। হয়ত কোন ভিত্তি আছে নিউ টেস্টামেন্ট বা অন্য কোথাও।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৯ | 143.111.22.23
  • সিঁফো, সেতো ছুতোর। আর কার্পেন্টার কেং কয়ে যীশু হয়ে গেলেন?
  • tkn | ১৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৪ | 122.173.176.167
  • হ্যাঁ দ, আম্মো তাই বলি। ঘুরে ফিরে লিখো ঃ-)

    হুঁ, মানে, এটা আনিস সেটা আনিস এর সঙ্গে আসার সময় দিদিকে নিয়ে চলে আসিস.. তিনিও লিস্টিতেই ছিলেন ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত