tkn,আমিও, গত ৫ মাস একটা univ তে পড়ালাম । আমি চেষ্টা করতাম অন্ততঃ ৫ min আগে ক্লাসে যেতে। যে কবার মনে হয়েছে সময়ে পৌঁছতে পারবো না অমি sms করে বা phone করে একাধিক ছাত্র কে জানিয়েছি। প্রথম দিন ই আমি বলে দিয়েছিলাম আমার ক্লাসে দেরি করে আসা গ্রহনযোগ্য নয়।
d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৪ | 117.195.34.237
হ্যাঁ তেকেনাকে টইয়ে আর লিখলাম না। শুধু প্রসাদ কেন? আমি তো উল্টোরথ (এখন বোধহয় আর বেরোয় না), সিনেমা জগৎ আর রহস্য রোমাঞ্চও পড়েছি। শেষের দুটো অবশ্য লুকিয়ে পড়তাম। ঐ দুটো বহুদিন হল উঠে গেছে।
arjo | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫২ | 168.26.215.13
আচ্ছা QMG, টেস্টিং, PMO, HR এগুলো কি আলিজালি কাজ নাকি? নাকি এক স্টিরিওটাইপ ছেড়ে আর এক স্টিরিওটাইপ? মানে ওখানেও তো কেউ কেউ কাজ করেন।
d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৭ | 117.195.34.237
শ্রাবণীও লিখেছিল এরকম কিছু।
বিবি, সত্যিই অনেক মহিলাকে পরিবারের জন্য কমপ্রোমাইজিং রোল বেছে নিতে হয়। বেশ কিছু সুদক্ষ মহিলা বাড়ী ও পরিবারে যাতে বেশী সময় দিতে পারেন, তাইজন্য হয় QMG নয়ত টেস্টিঙ আর নাহয় PMO বা এইচ আরে শিফ্ট করতে দেখেছি।
vikram | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৫ | 83.71.238.44
রঞ্জনবাবুকে একটা কাজ দিতে চাই। কিছু নতুন, ভালো, গপ্পো মার্কা হিন্দি গল্প আমাদের পড়াতে হবে। চিন্তাশীল টাইপ না, বেশ গোটা গল্প ওয়ালা।
tkn | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৩ | 122.163.79.90
রঞ্জনদা, হ্যাঁ, ডুপ্লিকেট চাইলেও কলকাতায় FIR কপি চায়।
tkn | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩১ | 122.163.79.90
ব্রতীন আমিও পড়াই। যদিও সফট স্কিল পড়াই বলে জনতা অনেক সময় খিল্লি মারে। তা সে যাই হোক, 10.00-এ ক্লাস থাকলে 9.59 আমি রুমের দরজায় পৌঁছোই আর ক্লাস শেষ হওয়ার সময়ের অন্ততঃ পাঁচ মিনিট পরে ক্লাস ছাড়ি। এই পাঁচ মিনিটটা কারুর কোনো একস্ট্রা কথা, টুকরো হাসি ইত্যাদিতে যায়। Training-এর প্রথম দিনেই স্টুডেন্টরা এটা বুঝে যায় এবং পুরো প্রোগ্রামের একদিনও এক মিনিটও দেরী করে না কেউ। আমারই আর এক কলিগ যিনি পুং, এবং একই সাবজেক্ট পড়ান, প্রথম প্রথম তার বক্তব্য ছিল "ম্যাডামজীকে ক্লাস, ও ভি লাইফ স্কিল, লড়কেঁ অ্যায়সেহি জলদী আতেঁ হ্যায়। হামারা ক্লাসমে তো শুরু কা পাঁচ মিনট may I come in sir মে যাতে হ্যায়"। খেয়াল করে দেখলাম উনি নিজেও ক্লাস শুরুর ১০ মিনিট পরে ঢোকেন। নিয়মানুবর্তী আমি অবাক হয়ে শুনি আমার "ম্যাডামজী" হওয়ার সুবিধার গল্প
d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৯ | 117.195.34.237
মহিলা পুরুষ নির্বিশেষে জালি, আকামের গোয়াল, ছাগু হতে পারে। "বলাই বাহুল্য' বলে রাবার স্ট্যাম্প মারলে আলোচনা না হোক, অন্তত স্যাম্পলসাইজটা জানতে চাওয়া নিয়ে নিশ্চয় ঈশান আপত্তি করবে না?
রিমি, ঠিক কথা। এরকম অজস্র উদা আমিও দিতে পারি।
Bratin | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৪ | 117.194.97.56
bb, আমি আমার নিজের প্রথম post ট পড়ে দেখলাম বলার ধরন টা এমন যাতে যে কেউ hurt হতে পারে।
আমি লিখেছি একজন খুব ভালো ম্যানেজার পেয়েছিলাম । তবে টীম মেম্বার পাই নি। হয়তো sample টা representive নয়। এই বিষয়ে আর কিছু লিখবো না।
again un-conditional apology
Ishan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:২০ | 12.163.39.254
আচ্ছা মহিলারা ভালো না খারাপ চাকুরে, আচ্ছা এইটা কোনো আলোচনার বিষয় হল? বিশ্বজালি মহিলাও আছেন, আবার খুব কর্মঠ এবং নিখুঁত মহিলাও আছেন। তবে বেশিরভাগই এ দুয়ের মাঝামাঝি।
এইটা কোনো স্টাডি ছাড়াই বললাম। আমি বই না পড়েও বইয়ের রিভিউ লিখতে পারি। কাজেই ভুল ধরবেন না। ঃ)
a x | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৯ | 143.111.22.23
ওহ পিনাকী যে মিত্তির ভুলেই গেছিলাম ঃ-)
হ্যাঁ খুব পরিষ্কার করে লেখে।
pi | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৭ | 128.128.250.98
পিনাকীদা ?
dd | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৬ | 122.166.83.56
ক্যানো? ক্যানো? পিনকি মিত্তির।
গুছিয়ে লেখায় একেবার ব্ল্যাক বেল্ট। চমৎকার বিশ্লেষনী ভাষা। না?
a x | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৪ | 143.111.22.23
dd, প্রাবন্ধিক মিত্তিরদা কে?
সৈকত বলে একজন আসতেন মাঝে, তাঁকে আর দেখি না।
bb | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:১২ | 117.195.165.215
@bratin আমার ১৭ বছর কাজ করার সুত্রে জানাই আমার বিশ্বাসঃ
১) মহিলা ম্যানেজাররা বেশিরভাগই অন্ততঃ দক্ষ এবং সৎ হয়ে থাকেন।
২) বেশির ভাগ মহিলা team member অনেক দ্বায়িত্বশীল হন।
৩) আমাদের দেশের সামাজিক এবং পারিবারিক কারণে অনেক সুদক্ষ বিবাহিতা মহিলা (বিশেষ করে যাদের সন্তান আছে) তাঁরা অনেকেই পরিবারের জন্য কেরিয়ারে compromise করে থাকেন।
এর জন্য হয়ত কোন data দিতে পারবনা, কিন্তু আমর অভিজ্ঞতায় দেখেছি মেয়েরা স্বাধারণতঃ বেশি ভালো ম্যানেজার হন।
a x | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:১১ | 143.111.22.23
রঞ্জনদা, অনামিকা কলা সঙ্গম ৯০'র শুরু অবধিও ছিলনা? অনেকদিন বাদে নামটা দেখলাম। এখন আর নেই?
Bratin | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৮ | 117.194.97.56
ঠিক আছে। মজার ছলেই বলা। কিন্তু হয়তো বলার টোন টা ঠিক ছিল না । কাজে ই ......
ranjan roy | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৮ | 122.168.234.166
জেন্ডার ইস্যুতে নাক গলাই। হিন্দি সাহিত্যে মন্নু ভান্ডারী বলে এক্জন বড় মাপের লেখিকা আছেন। আগে কোলকাতায় বালিগঞ্জ শিক্ষাসদনে হিন্দি পড়িয়ে নাম করেছিলেন। প্রতিভা আগরওয়ালের সঙ্গে কলামন্দির বেসমেন্টে নিয়মিত (সত্তরের দশকে) হিন্দি নাটক করানোর জন্যে ""অনামিকা কলা সংগম' বলে নাটকের দল গড়ায় হাত লাগিয়েছিলেন। পরে দিল্লিইউ তে হিন্দির অধ্যাপনা করেন। ওনার গল্পে স্ত্রী চরিত্রটি দেখছে যে অফিসে পুরুষ সহকর্মীরা মহিলা কলিগদের প্রগতি দেখলে বলাবলি করে-- কারা অফিসে ভালো করে চাকরি করতে পারে? ইয়ে তো বড়ে ঘর কী বেটি, নহী তো অফসর্ সংগ লেটি''। মন্তব্য নিÖপ্রয়োজন।
ranjan roy | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫১ | 122.168.234.166
অরিজিৎ, কোলকাতায় কি হবে জানিনা। কিন্তু আমার প্যান কার্ড হারিয়ে গেসলো। FIR করতে হয়নি। কিছু এজেন্সি আছে যারা পাসপোর্ট ইত্যাদি করিয়ে দেয়। তারা একশ' টাকা দক্ষিণার বিনিময়ে ফর্ম ভরিয়ে, নতুন ফটো লাগিয়ে আগের নাম্বার কোট করিয়ে একটা শপথ-পত্র ভরিয়ে পাঠালো। ১৫দিনের মাথায় ডাকযোগে নতুন ডুপ্লিকেট প্যানকার্ড এসে গেল। নম্বরে কোন পরিবর্তন নেই।
rimi | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৯ | 168.26.215.135
এইখানে খানিক নাক গলাই। প্রেসিতে আমাদের পড়াতেন সুবিখ্যাত এস.জি। বলাই বাহুল্য মহিলা নন। উনি অধিকাংশদিন ক্লাসেই আসতেন না। যেদিন আসতেন, ক্লাস শেষ হবার মিনিট দশেক আগে ক্লাসে ঢুকতেন। কোনোদিন চটি ছেঁড়া, কোনোদিন কমলালেবু কিনতে গিয়ে দেরী হয়ে যাওয়া, কিম্বা কোনোদিন ক্রিকেটের কমেন্টারী ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে ওঁর পড়ানোর মুড চলে যেত। ফলে উনি যে যে টপিক পড়াতেন সেগুলো কিচ্ছুই শিখি নি।
ঠিক এতটা এক্সট্রিম না হলেও কলেজে (যেখানে প্রফেসররা সকলেই পুরুষ ছিলেন), অন্যান্য সব রকম অফিস কাছারিতে, এমনকি কলকাতা আই এস আই তেও , এরকম অভিজ্ঞতা এত হয়েছে যে অনেকদিন পর্যন্ত এটাকেই স্বাভাবিক বলে জানতাম। এর মধ্যে লিঙ্গ বৈষম্যের ব্যপারই নেই, এটা পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচার। দিল্লিতে পড়তে গিয়েই দেখি সেখানে প্রফেসর থেকে শুরু করে সাধারণ কেরানিরাও অনেক বেশি সময় সচেতন - নারী পুরুষ নির্বিশেষে। খুব অবাক হয়েছিলাম।
Samik | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪১ | 122.162.236.145
ব্রতীন, এখানে খাপ খুলো না। উইকি আর গুগল থেকে সমস্ত ডেটা কালেকশন করে নিজের বক্তব্যের সপক্ষে অন্তত চার পাঁচটা পয়েন জোগাড় করে তবে কোনও মন্তব্য কোরো। কথার ছলে কথা বলে ফেললে পলিটিকালি ইনকারেক্ট হয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা। তখন আর কেউ তোমায় বাঁচাতে পারবে না। ঃ-)
Bratin | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৯ | 117.194.97.56
১। আমি বিশ্বাস করতাম না ....
কিন্তু আমি team member ,PL থেকে ম্যানেজার হিসাবে যে ক জন মেয়ে/ভদ্রমহিলা র সাথে কাজ করার সুযোগ হয়েছে সেটা statistically data analysis করলে আমার ব্যক্তব্য কে support করে। এক জন ভদ্রমহিলা ম্যানেজার ছাড়া সেরকম সুযোগ্য মেয়ে/ভদ্রমহিলা আমি আমার সাড়ে নয় বছরের career এখন ও পাই নি। আমার sample টা representative না ও হতে পারে। কিন্তু আমার experience থেকে আমি সঠিক। atleast till date
২। এটা আমি বিশ্বাস করি না।
৩। এভাবে আমি অন্ততঃ ভেবে দেখিনি এখনও
৪। এটা ও আমি বিশ্বাস করি না। আমি নিজে ৪ বছর development এ থাকার পরে নিজে testing র opt করেছি যেহেতু এটা আমার MTech r specilization র কাছাকাছি। আমার development এ continue করার অনেক সুযোগ ছিল সেটা বলা ই বাহুল্য
a x | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৩ | 143.111.22.23
আরো আছে। অন্তত আমাদের ফিল্ডে দেখেছি। একটু বেশি ওপরে উঠলে, সে ঠিক মেধাজনিত কারণে ওঠেনি এরকম বলার চেষ্টা।
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৯ | 216.52.215.232
যাগ্গে কাটি।
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৫ | 216.52.215.232
আমার কথার এই মানে দাঁড়াল?
d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৪ | 117.195.34.237
অর্পণ,
৪ নংটা ঠিক নয় বাকীগুলো ঠিক?
M | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৩ | 59.93.217.192
হুম,বুঝা।
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৩ | 216.52.215.232
এ হে হে, রঞ্জনদা এইরম ডেকে ডেকে লজ্জা দ্যান। ঃ-(
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫১ | 216.52.215.232
৭
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫১ | 216.52.215.232
৪ নংটা এওভাবে বলে অনেকে। মোটেও ঠিক নয়। তবে একটা ব্যপার ঠিক, কোয়ালিটির লোগজনের বহুত সুখের চাগ্রি।
d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫০ | 117.195.34.237
রঞ্জনদা,
শৌভর কবিতা গুচ সাময়িকীর পুরানো সংখ্যায় পাবেন। ৬ না ৭ কোন্টায় যেন।
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৮ | 216.52.215.232
* আপনি
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৭ | 216.52.215.232
আরে আমি কইলাম ভুতো বাড়িতে বসে আপলোড করবে আর আপই ঘরে বসে পাবেন। খারাপটা কী কইলাম। ঃ-O
d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৭ | 117.195.34.237
না না আহত হবার কোন প্রশ্নই নেই ১।ফাঁকিবাজ/কামচোর? বলা বাহুল্য উনি মহিলা। ২। সরকারী চাকুরে? আরে ঘুষের পয়সায় লালে লাল ৩। পুলিশ? অমুক/তমুকের সন্তান (আরও নানা চ-কার ব-কার) ৪। QMG বা টেস্টিঙের লোক? ও তারমানে গাধাগরু। ডেভেলাপমেন্টে সুবিধে করতে পারে নি। (আইটিওলাদের জন্য)।
এসব আপ্তবাক্য তো আমরা চলতে, ফিরতে, উঠতে, বসতে হাসতে হাসতেই বলি। এতে আর আহত হওয়ার কি আছে। আপনার অফিসেই প্রচুর দেখেছেন কিনা, সেটাই জানতে চাইলাম আর কি।
Bratin | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩০ | 117.194.97.56
তা ঠিক জানি না, এই off এ আজকে তৃতীয় দিন। তবে আগের off র exp ভালো নয়। anyway এটা লাইটলি বলা। কাউকে hurt করার জন্যে নয়। অনেকে আগে ছেড়ে দেন; আমি নিজেও কখনও কখনও ১৫/২০ min আগে ছেড়ে দিয়েছি।কিন্তু ৩ ঘন্টা আগে মনে করতে পারছি না।
Samik | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৯ | 219.64.11.35
পড়েছে মোগলের হাতে (ব্রতীন)
M | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৮ | 59.93.217.192
অপ্পন কি কইতে চাইলো? যাকগে চাই না।
d | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৭ | 117.195.34.237
"বলা বাহুল্য তিনি একজন মহিলা' ? বাহুল্য কেন ব্রতীনবাবু? আপনাদের অফিসের সব মহিলারাই এমন? নাকি আপনি সারা জীবনে শুধু মহিলাদেরই ৬ ঘন্টা আগে ছেড়ে দিতে দেখেছেন?
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৬ | 65.194.243.232
ভুতু, কত বড় ফাইল? Humyo.com-এ অ্যাকাউন্ট খুলে আপিয়ে দে না। কোন একটা টুল দিয়ে ফাইলটা ভেঙ্গে নিতে পারিস। টুলটাও ওখানে তুলে দিস যাতে লোকে নামাবার পরে জোড়া লাগিয়ে দিতে পারে।
ঐখানে যারা যারা তোকে রিকোয়েস্ট করেছে তাদের মেলআইডি তোর ফ্রেন্ডলিস্টে অ্যাড করে দিস। বাকিরা ঘুণাক্ষরেও কিছু টের পাবে না।
(মামুর কলে স + প + ল লেখা যায় না)
Bratin | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৫ | 117.194.97.56
নতুন দোকানে ক দিন ধরে প্রচুর funda দিচ্ছে process আর policy এই সবের ওপর। তবে আজকের faculty বড়ই ভালো ৬ টা অবধি যে ক্লাশ হবার কথা তা ৩ টে শেষ করে দিয়েছে। বলা বাহুল্য তিনি একজন মহিলা ঃ-))
ani | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৩ | 122.169.209.120
কলেজ স্ট্রীট-এর বইমেলাটা রবিবার কটা অবধি খোলা থাকবে?
M | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০০ | 59.93.217.192
হুম, ভুতু সবাইকে সব দেয়, শুদু আমাকে জনি সোকো দেয়না!ঃ(
h | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৪ | 203.99.212.224
কতদিন মাইরি আর ই এম আই য়ের জন্য বেঁচে থাকবো কে জানে। মা মাগো বলারো যো নেই, শিয়রে তিনোমূল। ভোলেবাবাকে মডার্নাইজ করার জন্য তাঁরি স্মরণে দু পাত্তর এই হল গিয়ে আজকের পড়ে পাওয়া।
আমি তো ভুজ ই ব্যভার করি। ট্রান্সমিশানের লিংক দাও। আমি একবার নামিয়ে নিয়ে দেখি। ভুজের অনেক ফীচার, কিন্তু ডাউনলোড করা ছারা কোনোটা আজ অব্দি ব্যবহার করে দেখিনি।
Blank | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩২ | 170.153.65.102
অনেক ক্ষন ছিলাম না নেটে, তাই দুঃখিত। মহম্মদ রফিকের ব্যপারে কোনো সাহায্যের দরকার হলে জানাতে পারেন এখানে জানাতে পারেন hblog
Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩২ | 61.95.144.123
ব্ল্যাংকি ম্যাকে কি টরেন্ট ক্লায়েন্ট ব্যাভার করো? Vuze? আমি একটা নতুন পেলুম - ট্রান্সমিশন বলে - হুল্লাট ফাস্ট। Vuze-এর মতন অত ফীচার নেই বটে, কিন্তু দিব্যি কাজ করছে। কোথায় একটা লেখা পড়লাম - সেখানে অজ্জিনাল বিটটরেন্ট, Vuze, আর একটা কি আর ট্রান্সমিশনের তুলনা করে এটাকে ভালো বলেছে।
hblog | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২২ | 192.100.124.196
আপনাদের সকলকেই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আশা করি তাড়াতাড়িই কবি আমাদের মাঝে ফিরে আসবেন ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন