এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩০ | 216.52.215.232
  • আমি কোন মেয়েকে ঘুড়ি ওড়াতে দেখিনি। তাতে কী হয়েছে। দিব্যি বাইক চালাতে দেখেছি। বাইক মানে মোটরসাইকেল। স্কুটি বা হিরো অ্যাক্টিভা নয়।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩০ | 75.53.198.45
  • ও তেকোনা, ঘুড়ি আমিও উড়িয়েছি ঃ-)

    এবার ঘুমোতে গেলাম। ৫ ঘন্টা বাদে উঠতে হবে। বাকি উত্তর কাল দেব।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৯ | 75.53.198.45
  • পাই, দোষ না, তুমি যে শব্দটা ব্যবহার করেছিলে, তা হল - ব্যর্থতা।

    দময়ন্তী, হ্যাঁ অমিলটা শুরু হয়ে তুমি যা যা বললে তাই দিয়ে, গাড়িটা সে পায়নি। মিলটা শেষ হয় এখানে যে রাত বারোটাতে তারও একটা গাড়ি দরকার ছিল। একটি ছেলের তা ছিলনা।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৮ | 216.52.215.232
  • পাইদিদি বৃথা মশা মেরে কাল নির্বাহ করছে। ওকালতি করলে অনেক ঝানু উকিলের নাক ঘষে দিত। (আর জুরির মাথা ধরিয়ে। ;-))

    * ডিঃ কাল নির্বাহটা মস্করা করে বলা। ক্যাচাল বাঁধাইবেন না।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭ | 128.128.250.98
  • সুতো টেনে ফিরসে ঘুড়ির পানে।

    ঘুড়ি নিয়ে বাবার কাছে প্রচুর শিক্ষানবিশি করেছি তো।
    কিন্তু সে এই বছরের একটি দিনে।
    তাই পুরো নভিস ই থেকে গেলুম ঃ(
    ঐ অ্যান্টি-মাধ্যাকর্ষণ পর্ব টা হেবি টাফ। একবার উড়ে গেলে সুতো টানাটানি বেশ ভালো ব্যাপার। তবে বাবা ই সব করতেন তো। ঠিকঠাক বলতে গেলে, আমার ভূমিকাটা ছিল ঐ কোরাস সঙ্গীতে লিপ দেবার মত। তবে যেহেতু অফিসিয়ালি আমিও ওড়াতুম, তাই ঘুড়ি কাটার ক্রেডিট টেডিটের অফিসিয়াল ভাগীদার আমিও হতুম। বেশ ভাল ব্যাপার ছিল।
    ইস, পুরো আকাশ জোড়া নকশী কাঁথা। কবে যে দেখবো আবার ! আকাশ -জেটের নীল সাদার কাটাকুটি দেখতে দেখতে বিলকুল বোর হয়ে গেছি। ঃ(
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭ | 122.173.176.23
  • পাই
    আমিও কিন্তু বলিনি যে তুমি বলেছ। আমার মনে হয়েছিল যে আমরা যারা ঐ অবস্থানে নেই তাদের পক্ষে ঐ অবস্থানটুকু বুঝে কথা বলার মাঝে অনেক উদাহরণের মারপ্যাঁচে কথাটা হারিয়ে গেছে। আমার পুরো বক্তব্যই ঈশানের তর্কটাকে লক্ষ্য করে। আমি বলতে চেয়েছি নাই বা আমার অসুবিধা হল রাতে বাড়ি ফিরতে তার মানে এই নয় যে কারুর অসুবিধা হলে আমি সেটা বলব না। নাই বা আমি জেন্ডার ডিসক্রিমিনেশনের শিকার হলাম (যা সত্যি নয়, হয়েছি, কিন্তু সে অন্য গল্প) অন্য কেউ হয় এটা তো সত্যিই, তাই সে ব্যথায় আঘাত পড়লে সে আঘাতটা নিজের টের পেয়ে কোনো কথা বলব না এটা কেন?

    ঠিক করে ভেবে দেখলে এই তর্ক(??) বা আলোচনা (?) কোথা থেকে? ব্রতীনের ঐ পোস্টটি আপত্তি জনক লেগেছে আমার। আমি বলেওছি যে এরকম ফালতু কথা আমি নিজেও শুনেছি। বাকি যা কথা হয়েছে সবই মূল বক্তব্য থেকে সরে গিয়ে গুচ্ছ উদাহরণের সুতো ধরে গাধাপেটাপেটি (তাস, নট লিট্যারালি) খেলা। তাই নয় কি?

    ব্রতীনের বক্তব্য হয়ত লুজলি বলা, হতেই পারে। আমি নিজেও বহুত লুজ বল দিই। এবং ওভার বাউন্ডারীও খাই। তেমন এখানেও, ঐ বলাই বাহুল্য , তিনি মেয়ে, এই ইঙ্গিতটাতেই প্রতিবাদ করেছি। ঈশানের পারমিতা, অক্ষ আর রিমির বক্তব্যের প্রতি মন্তব্যতে মনে হল ওদের যেহেতু অবস্থান অনেক ভালো সামাজিক ভাবে, তাই ওদের এই নিয়ে কিছু বলাটা খুব একটা গ্রহণযোগ্য না। হয়ত ভুল বুঝেছি আমি। হয়তো ঠিক বুঝেছি। কিন্তু আমার বক্তব্যে কোথাও এটা আসে নি যে আমি সে বা সখা কেউ কাউকে নিয়ে কেন মাথা ঘামানোয় আপত্তি জানিয়েছে। আমি বলেছি যে নাই বা রইলাম ঐ অবস্থানে, তাই বলে অবস্থানটা মিথ্যে নয়। এটুকুই
    তর্ক বা আলোচনাতে ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগাই আমি কিন্তু নিজেক বা আর কাউকেই ব্যক্তিগত লেভেলে কিছু বলিনা সাধারণতঃ। ওতে ব্যাপারটা তর্ক থাকে না আর (আমার কাছে)। পুরো আলোচনাতে আমার কথাগুলো না তোমাকে বলা, না অক্ষকে, না পারমিতাকে, না রিমিকে।
    এতো কিছুর পরেও আসল সত্যটা কি? আমরা মূল আলোচনা থেকে অনেক দূরে আরো একটা আলোচনা শুরু করেছি। এবং তাতে যারা মনে করেন যে মেয়েরা মেয়ে বলেই অনেক সুযোগ সুবিধা পেয়েই থাকে, তাদের কাঁচকলা হয়েছে।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • ন্যাড়াদা এবং বাকি সমস্ত আইটিওয়ালারা - একটা আর্জেন্ট কোশ্চেন।

    খুব ইজিপিজি (কম্পিউটেশনালি ইনেক্সপেনসিভ) টু-ওয়ে এনক্রিপশন অ্যালগো চাই - একটা ক্যারেক্টার অ্যারেকে একটা কী দিয়ে এনক্রিপ্ট করবো, আবার পরে ডিক্রিপ্ট করবো। এনক্রিপশনের পরের বস্তুটাকে ইউনিক হতে হবে। tinyurl base 36 hash ইউজ করে - সেটা ইউনিক তো বটেই, কিন্তু টু-ওয়ে কি?
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৫ | 144.160.5.25
  • ঘুড়িটা জেন্ডারের অংশ না?

    যাগ্গে আমি ঘুড়ি ওড়ানো শিখতে চাই। কেউ কি শেখাবে?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:১২ | 128.128.250.98
  • পিনাকীদা,উফ্‌ফ !!
    তোমার এই নারদগিরি র অভ্যেস আর কবে যাবে !!

    আর তেমনি হয়েছে এই রোকেয়াবিবি।
    শমীক দিব্যি দা রইলো , মামু বড়জোর কাকু হল, আর আমার বেলাতেই দি থেকে দিদা ? ভালো অনাচার তো !
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৮ | 122.173.176.23
  • দ! ঘুড়িটা আকাশে বলে বুঝি দেখলে না!! নারকেলের আগে ঘুড়িও আছে তো
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৬ | 128.128.250.98
  • অক্ষদা,
    এগুলো মেয়েদের ১০০% দোষ এরকম কোনো দাবী আমি ভুলে ও করি নাই।
    ১০০% টা তোমার পুরোপুরি, মানে ১০০ % এক্ট্রাপোলেশন আর কি। ঃ)
    আর 'দোষ' কথাটাও এক্কেরে যারে কয় মিসকোট করা। ঃ(
    আমার তো বরং এটাকে এভাবে 'দোষ' বলে দাগিয়ে দিতেই আপত্তি আছে।
    মেয়েরা ( এবং বারবার বলছি এটা ছেলেরাও হতে পারে) ভালোবেসে ফ্যামিলি কে প্রেফারেন্স দিতে পারে ( এবং সেই প্রেফারেন্স দেওয়াটা কে আমি কোনো খাটো কাজ বা দোষ মনে করিনা) , মানে সেটা একটা পসিবিলিট। সেটাকে ১০০% অস্বীকার করে ১০০% দোষ ঐ পুরুষতান্ত্রিক সমাজের , এটা বলাটা খুব একমাত্রিক একচোখো বিশ্লেষণ, বলার তো এটুকুই।

    যারা সাফার করছে, সেই 'ইন্ডিভিজ্যুয়ালদের ব্লেম' করার ও কোশ্চেন নাই। বরং ব্লেম করলে সেই সিউডো সাফারার ইন্ডিভিজ্যুয়ালদের দের করবো , যারা নিজেদের ঐ সাফারারের কালেক্টিভ লিস্টে নাম ঢুকিয়ে সাফারারদের সাফারিং টাকে ডাইল্যুট করে দ্যায় । ;)

    আমার ঠাকুমার থেকে আমার অবস্থাটা বদলালেও বদলায়নি বলাটা যাদের অবস্থা সত্যি ই বদলায়নি বা কোন কোন দিক দিয়ে আরো খারাপ হয়েছে,তাদের অবস্থার শোচনীয়তার গুরুত্বকে লঘু করা।

    ওহো, আরো বলার আছে । ঃ)
    মুখে আরো পোচ্চুর ভুলভাল কথা বসেছে দেখছি। ঃ(
    শ্বশুরবাড়িতে থেকে কাজ না করতে 'বাধ্য করা' , 'পণ দিতে বাধ্য করা' এগুলো একশো শতাংশ মেয়েটির দোষ একথা কখন বল্লুম আবার ! :o
    'বাধ্য করা হলে' এগুলো একশোবার দোষ তো , যে 'বাধ্য'
    করছে তার । ঃ)

    তবে আমার অবস্থানকে তুমি কনজারভেটিভ আখায়া দিতে ই পারো, কারণ তাহলে নিজের বিপ্রতীপ অবস্থানকে প্রগতিশীলতা বলে সন্তুষ্টি পেতে একটু সুবিধা হবে ঃ)
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৬ | 128.128.250.98
  • ব্যাক টু জেন্ডার বায়াস। ঃ)

    তেকোনাদি, আমি এরকম কথা কোথাও বলি নি যে আমি রাত দুটোয় ফিরতে পারি বলে যারা ফিরতে পারেনা তাদের নিয়ে কোনো মাথা ঘামাবো না। কেউ কেনো মাথা ঘামাতেও পারবে না, এরকম জাতীয় কোনো দাবীদাওয়াও আমি কোথাও করেছি বলে তো মনে পড়ে না। ঃ(

    আর প্রশ্নটা সহৃদয় সঙ্গীর সহায়তায় ফিরতে পারার আদৌ না। এই অ্যাসপেক্ট নিয়ে কোন কথা বা তর্ক ই আদৌ হয় নি। আমার প্রথম পোস্টটা পারলে পড়ে দেখুন একবার। নিরাপত্তা র প্রসঙ্গ আনছি না , পষ্ট বলা আছে। ঃ)
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৫ | 207.179.11.216
  • সিঁফোদা, এক্সটার্মিনেটিং অ্যাঞ্জেল আমার কাছে আছে। নাজারিনটাই যা নেই। পুরে দিয়েছি।
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৩ | 203.91.193.7
  • ডেভ ব্রুবেক - দ্য ভেরি বেস্ট অফ (২০০০)। শোনা অবশ্য কর্তব্য। এমনকি রঙ্গনদাও, বারোক থেকে একটিবার মুখ বের করে শোনো, যদি না অলরেডি শুনে থাকো। যাদের ইউটিউব অ্যাক্সেস আছে এইমুহুর্তে, তারা পারলে La Paloma azul দিয়ে সার্চ করে দেখুন কিছু পান কিনা আর পেলে শুনে ফেলুন।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৯ | 144.160.5.25
  • যাঃ এসে সব পড়ে শেষ করতে করতে টপিক বদলে নারকোল ও সাঁড়াশি হয়ে গেছে। ঃ( ঃ(

    তাও আমি বলব। ব্যপারটা কিরকম মেখে গেছে। যাই হোক, অক্ষ'র দক্ষিণ কলকাতা তো দেখি আমাদের মফস্বলের থেকেও পশ্চাৎপদ মানসিকতার। আমি ৯৯-২০০১ পর্যন্ত সল্ট লেকের সেক্টর ৫ থেকে রাত সাড়ে নটায় বেরিয়ে উল্টোডাঙ্গার সাড়ে দশটর ডানকুনি ধরে রাত বারোটার কাছাকাছি সময়ে বাড়ী পৌঁছোতাম। কেউ ঘাড় বেঁকিয়ে দেখত কিনা ঠিক জানিনা, কারণ তেমনভাবে চোখে পড়েনি। অবশ্য আমি একটু ট্যালাও আছি, অনেককিছু দেখি না। তবে হ্যাঁ প্রথম প্রথম কেউ কেউ জিগ্যেস করেছে "এত রাত হল?' আমি বলেছি "হ্যাঁ'। ব্যাস ওখানেই শেষ। মা'কেও বোধহয় কেউ কেউ জিগ্যেস করেছে। তার চেয়েও বেশী রাত হলে, অর্থাৎ লাস্ট ডানকুনি মিস করলে অফিস থেকেই পৌঁছে দিত।

    এইবারে সেই ১০ বছর আগেও আমার সাথে কাজের মেয়ের যে পার্থক্যটা ছিল, সেটা হল মাঝরাতের পর ফিরতে হলে আমি একটি অফিসপ্রদত্ত নিরাপদ যান পাই, যাতে যে কোন কোণাকাঞ্চি থেকে বিপদ ঘাড়ে লাফ দিয়ে পড়ার সম্ভাবনাটা বেশ অনেকটা কমে যায়। আমার বাড়ী থেকে কাজ করে রাত বরোটার পর ফিরতে যাওয়া মেয়েটির ক্ষেত্রে হয়ত বিপদ জি টি রোডে ওঠামাত্রই ঘাড়ে লাফ দিয়ে পড়তে পারে। আমার ধর্ষণযোগ্য দেহটি যেখানে একটি দ্রুতগামী চতুষ্‌চক্রযানের মধ্যে মোটামুটি সুরক্ষিত, সেখানে কাজের মেয়ের ধর্ষণযোগ্য দেহটি একাকী ও অরক্ষিত। আরও অন্যান্য তফাৎঅও আছে। আমি ঠিক গাঁকগাঁক করে না হলেও, চ্যাঁ চ্যাঁ করে ইংরিজি বলতে পারি। আর ভারতে তখনও, এখনও ইংরিজি শুনলে একটু হলেও থম্‌কায়। আরও নানারকম তফাৎ আছে সে সবাই জানে।

    কাজেই ... না অক্ষ আজ থেকে ১০-১৫ বছর আগেও আমি এই ক্ষেত্রে নিজেকে কাজের মেয়েটির সাথে এক করে দেখতে পারছি না কোনোভাবেই।
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৩ | 207.179.11.216
  • জেন্ডার বায়াস টু নারকেল ছোবড়া।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
  • আমরা ছোটবেলায় দাঁত দিয়েও নারকোলের ছোবড়া ছাড়িয়েছি।

    প্রথমে দা/কাটারি দিয়েই করা হত, তাতেও খুব জলদি করতুম। কিন্তু তখন বাড়িতে তিনটে গাছ ছিলো - আর মা প্রায় রোজই বলতো ছাড়িয়ে দিতে। একদিন আমি রেগেমেগে আটটা না দশটা নারকোল নিয়ে বসে ছাড়াচ্ছিলুম - রাগের মাতায় আর তাড়াহুড়োতে দা-টা নারকোলের গায়ে লেগে স্লিপ করে আমার পায়ে পড়ে এক্কেরে রক্তারক্তি কাণ্ড - দুটো সেলাই হয়েছিলো গোড়ালির পাশে (পা দিয়ে নারকোলটা ধরার অভ্যেস ছিলো)। তারপরই ওই সাঁড়াশি তৈরী হয়।
  • Sudipta | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩২ | 122.169.145.167
  • ঠিক, ঐ স্পেশাল বড় সাঁড়াশি ঝুনো নারকেলের জন্যে, অল্প ছোবড়ার নারকেলের জন্যে তো ছোটো-ই যথেষ্ট, এমনকি হাত-ও; কিন্তু আমার দাদু দেখেছি ছোবড়া ছাড়ানোর পর দা দিয়ে ওপরের সারফেস টা সুন্দর প্লেন করে দিত, বেসিক্যালি নারকেল ছাড়ানো টা-ও একটা আর্ট, সেভাবে দেখতে গেলে
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৮ | 124.124.86.102
  • ও, তুমি গাছ থেকে পাড়ার পর ছাড়ানোর কথা বলছ যখন ওপরের শক্ত ছালটাও থাকে।
    হ্যাঁ, সেটার জন্য স্পেশ্যাল টুল আছে দেখেছি। তবে এখানে বাজারে যেটা বিক্রি হয় সেটাও বাড়ি এনে ছাড়াতে হয় (তাতে ওপরের শক্ত খোলাটা থাকেনা কিন্তু ছোবড়া থাকে, পুরো ছাড়ানো নয়)।
    ঐ ছাড়ানোটা নর্মাল সাঁড়াশি দিয়ে হয়।ঃ)
  • Sudipta | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৭ | 122.169.145.167
  • পিনাকিদা সেদিন তোমার উত্তর দিয়েছিলুম, পেয়েছো তো?
  • pinaki | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৩ | 131.151.102.250
  • এরকম একটা প্রোভোকেটিং আউট সাইড দ্য অফস্ট্যাম্প বলকে পাইদি স্কোয়ার কাট না মেরে পা বাড়িয়ে ছেড়ে দিল - আমার বিশ্বাস হচ্ছে না। ঃ-(

    ও পাইদি, সব কুশল তো?
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৮ | 61.95.144.123
  • আমাদের যেটা আছে সেটা ওইরকম প্রায় দু ফুটের - স্পেশ্যাল অর্ডার দিয়ে বানানো। তবে মুখটা চ্যাপ্টা আর ধারালো চাই তো - নর্মাল রান্নাঘরের সাঁড়াশি দিয়ে হবে কি করে?
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:১২ | 124.124.86.102
  • দু ফুটিয়া সাঁড়াশি! কেন? এমনি নর্মাল স্টীলের সাঁড়াশি দিয়েই আমার উনি দিব্য নারকেল ছাড়ান। আমার বাড়িতে নারকেল ব্যবহার আবার একটু বেশীই হয়।ঃ-)
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:১২ | 207.179.11.216
  • আমারও। আর সাতচল্লিশ ঘন্টা ঃ-)
  • Sudipta | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:১২ | 122.169.145.167
  • হ্যাঁ সে বস্তু ও আছে তো, কিন্তু নিয়ে আসতে গেলে রাস্তা ঘাটে লোক জন ভয়ে পালাবে! সে তো ছোবড়া ছাড়াতে লাগে, আমি ঐ স্পাইর‌্যালের কথা বলছিলুম
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৬ | 61.95.144.123
  • স্পেশ্যালাইজড টুল চাই তো - দুফুট লম্বা সাঁড়াশি যার মুখটা চ্যাপ্টা আর ধারালো (নর্মাল সাঁড়াশির মতন মোটা-ভোঁতা নয়)। গত বছর অবধিও বাড়িতে নারকোল গাছ ছিলো - তখনও ছাড়িয়েছি।
  • Sudipta | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৪ | 122.169.145.167
  • এতক্ষণে বাড়ি যাওয়ার হিসেব টা বেশ ঘন্টার মধ্যে চলে এয়েচে ঃ)
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৩ | 122.166.22.73
  • রোকেয়া, তোমার লিন্‌ক টা চোখে জোল এনে দিলো, thank u
  • Sudipta | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৩ | 122.169.145.167
  • ৩০ তারিখ কি তাহলে অজ্জিতদার জন্যে এক খানা নারকেল নিয়ে যাব বড় সড় দেখে? "এখন আপনাদের সামনে নারকেল ছাড়িয়ে ও কুরিয়ে দেখাবেন..." ইত্যাদি ইত্যাদি ;-))
  • rokeyaa | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০১ | 203.110.246.230
  • ঘুড়ি যোগাড় হয়ে গেছে, একটা নীল-সাদা, বড়ো, চাঁদিয়াল বোধয়, আমি জানি না, যে এনেছে সে বোল্লো, আর দুটো লাল। একটার ল্যাজও আছে, মানে বানালাম, টাইমস দিয়ে ঃ)
    যে যে ওড়াতে চাও চলে এসো, টাটা স্পোর্টস কমপ্লেক্ষে, তবে কারুর সাথে প্যাঁচ লাগানো চলবে না, মাঞ্জা নেই কি না!
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:০০ | 61.95.144.123
  • আমি এককালে নারকোল এক্সপার্ট ছিলুম - পঞ্চাশ সেকেন্ডের কমে নারকোল ছাড়াতে পারতুম, নারকোল কুরতে/কুড়তে পারতুম খুব ভালো, আর মালা থেকে পুরো নারকোলটা একটা স্পাইর‌্যালের মতন বেরও করে আনতে পারতুম। খাওয়াটা তো বাদই দিলুম।
  • aishik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৮ | 122.166.22.73
  • এসে গেলো এসে গেলো এসে গেলো, দুর্গা পুজো এসে গেলো,

    আমার আর ঘরে এর হল না।
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৬ | 124.124.86.102
  • আজ এতদিনে একটা পুজো পুজো ভাব আকাশে। তবে বিশ্বকর্মার পরের দিন মহালয়া এটা আগে কোনোদিন দেখেছি বলে মনে পড়েনা। আমাদের এখানে দুটো পুজো হচ্ছে, সকালে ঢুকতেই ধুপ চন্দনের গন্ধে মনটা তর হয়ে গেল।

    BTW আমি ঘুড়ি ওড়াতে পারি, আমার মামাবাড়ীতে ঘুড়ি ট্র্যাডিশন বহুদিনের। আজকের দিনের জন্য প্রিপারেশন শুরু হত অনেক আগে থেকে, ঘুড়ি মাঞ্জা ইত্যাদি। ছেলে বুড়ো মেয়ে সবাই ভাগ নিত। ছোটোবেলায় সবচেয়ে ভাল ঘুড়ি ওড়াত রাঙাদিদা (দিদা মানে মামীদিদার ছোটো ভাইয়ের বউ, সে নিজেই প্রায় নতুন বউ তখন)। কিছু খুদে সঙ্গী নিয়ে ঘোমটা মাথায় দিয়ে, গজদাঁতের মিষ্টি হাসিতে সমানে শ্বশুর ভাসুরদের সঙ্গে পাল্লা দিয়ে ভোকাট্টা করতেন।

    আর আমার বর যা ভাল নারকেল কোরে যে এখন আর অন্য কেউ (আমি নিজে ইনক্লুডেড) কুরলে আমার পছন্দই হয়না। বাড়ী থাকলে নারকেলের দায়িত্ব তিনিই নেন।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৩ | 61.95.144.123
  • আমি ঘুড়ি উড়িয়েছি (তবে নিজের বানানো - দোকানের ঘুড়ি উড়তো না), নারকোল কুড়েছি, সলতে পাকিয়েছি, পিদিম জ্বেলেছি, আলপনা দিয়েছি...
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪৫ | 207.179.11.216
  • ঘুড়ি ওড়াইনি, নারকোল কুরিনি, আলপনা দিইনি, সলতে পাকাইনি।

    আর আমিও কোনো মেয়েকে ঘুড়ি ওড়াতে দেখিনি ঃ-)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪০ | 122.173.176.23
  • সেই তো। আম্মো তেমনি, ঘুড়ি উড়িয়েছি। তো? কেউ না দেখলেই যে তা ঘটে না তা বলা যায় না মোট্টেই। (মেয়েরা মোটেই ঘুড়ি ওড়ায় না - প্রসঙ্গে ঃ-))

    আর, লুজ বল ছিল বলেই বাপী বাড়ি গেছে। দাদা কি কম পড়িয়াছে? সিম্পুল....
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৫ | 122.162.75.140
  • রোকেয়াবিবি, পেইচি।

    হগ্গলরে হ্যাপি বিশ্বকর্মা পুজো।

    আর রোকেয়া, দশভূজা নয়, দশভুজা। হ্রস্ব উ।

    আর কী যেন? ... ও হ্যাঁ, আমি ঘুড়ি ওড়াতে পারি না। কোনওদিন ওড়াই নি।
  • omnath | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৩ | 117.194.197.153
  • ধুস আমি ই নারকোল কুরিয়েছি কতবার, বাড়িতে পুজো হলেই। লক্ষ্মীপুজো না কিসে যেন নাড়ু দেওয়া হত।

    আলপনাও দিয়েছি, প্রদীপের সলতেও পাকিয়েছি, মানে যে যে কাজগুলোয় ছড়িয়ে ফেলার চান্স কম, সবই। তো?
  • rokeyaa | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩০ | 203.110.246.230
  • একটা লাটাই যোগাড় করেছি, ঘুড়ি কিনতে বেরোবো ঃ)
    মাঞ্জা নেই ঃ((
  • rokeyaa | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৮ | 203.110.246.230
  • শমীকদা, পাইদিদা, আর ঈশাণ কাকু, একটু গু-মেইল দেখো।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৪ | 122.173.176.23
  • নারকোল কুরোনো*** মানে ঐ নাড়ু বানানোর আগের ব্যাপারটা
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৮ | 122.173.176.23
  • আমিও কোনো ছেলেকে নারকোল কুড়োতে দেখিনি। কিন্তু তাই বলে কোনো ছেলে কখোনো .... ঃ-))

    তবে দেখলে ব্যাপারটা মন্দ হত না ঃ-)
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৬ | 173.26.17.106
  • কথাটা উনি ঠিক লেখেন নি। সে তো বারকতক নিজেই বলেছেন। তবে আমার মনে হয়েছে ওটা খুব লুজলি বলা। এর সঙ্গে জেন্ডার ডিসক্রিমিনেশনের বিশেষ সম্পর্ক নেই। তবে মাক্কালী, আমি কোনো মেয়েকে ঘুড়ি ওড়াতে দেখিনি। ঃ)

    নাঃ এবার ঘুনু করি। ম্যানিফেস্টো আর লেখা হলনা। ঃ(
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:১৩ | 122.173.176.23
  • ঃ-))) সে আর বলতে?
    তবে ইয়ে, সেটা তো বলেনি ব্রতীন ঃ-) তাই আমি এখন ঘুড়ি ওড়ানো ছেড়ে মোটেই ও পথে পা দেবো না ঃ-)
  • rokeyaa | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৯ | 203.110.246.230
  • তেকোনাদা, শুধু কি ফাঁকি দেওয়াটাই বলা হয়, বাড় খাইয়ে মহিমামন্ডিত করে "দশভূজা' বলে সব দায়িঙ্কÄ চাপিয়ে দেওয়া হয় না?
  • rokeyaa | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০৫ | 203.110.246.230
  • আবার একখান, হয়তো কেউ পড়ছে না, তবু আমি লিং দেবোই, কিঁউ কি আমি ল্যালা ঃ)
    http://www.anandabazar.com/17edit3.htm
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:০১ | 122.173.176.23
  • ফ্যাক্টটা, এই আলোচনায়, আমার কাছে অন্ততঃ এই যে মেয়েরা কাজে ফাঁকি দিয়ে থাকেন... এবং তারপরেও তারা মেয়ে বলেই অনেক সুযোগ সুবিধা পেয়ে যান কাজের জগতে। আমার ঐ "বলাই বাহুল্য" টা বড্ড কানে লেগেছে। বড্ডই।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৭ | 75.53.198.45
  • বিয়ের ব্যপারটা ১০ বছর আগের না। দু বছর আগের। বদলেছে? নিশ্চয়ই বদলেছে। আমার ঠাকুমা যেখানে, আমার মা কি সেখানে? আমার মা যেখানে, আমি কি সেখানে? অবশ্যই বদলেছে। আবার বদলয়ানিও।

    এনিওয়ে, তর্ক করা কমিয়ে দিয়েছি, তর্কের জন্য তর্ক তো একেবারেই না ঃ-)
    যে যার বিশ্বাস নিয়ে বাঁচতে পারলেই হল বলে মনে করি। এবং যা মনে করি, সেটাই যেন নিজের রিয়ালিটিতে আনতে পারি, নিজের সাথে দ্বন্দের সাথে সাথেই।

    ব্রতীনের কথায় আমি রিয়াক্ট করিনি, আবার দময়ন্তীর রিয়াকশনও হাইলি জাস্টেফায়েড। কিন্তু উনি হঠাৎ ব্যক্তিগত আক্রমণ নিয়ে পড়লেন না, যেই ওনার মনে হল, উনি কেমন পড়ান আমি বোধহয় তাই নিয়ে বলছি (যদিও তা নিয়ে আমি বলিনি, কেননা আমি জেনেরালাইজড "দেরী করে আসব" লিখেছিলাম, "আসবে" লিখিনি), তাই ঐ কথাগুলো বলা।
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৪ | 24.42.203.194
  • ফ্যাক্টটা কি?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৩ | 122.173.176.23
  • কিন্তু তাই বলে ফ্যাক্ট তো বদলে যায় না! সে ফ্যাক্টটা অ্যাকনলেজ করতে কি অসুবিধা???
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত