এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৬ | 122.163.3.55
  • বোঝো! এ আবার কারন অবধি গেছে। কারুর সঙ্গে ঝগড়াটগড়া না। এমনকি কথা খ্যাচম্যাচও না। সিম্পল মনখারাপ। অনেক দিন খড়ের গন্ধ না পাওয়া বা ধানকলের ধুলো চুলে না মাখা টাইপ মনখারাপ। এমনিতেও আমি আমার আর আমার মনের মধ্যে কোনো থার্ডপার্টি এনট্রি নিতেই দিই না। ঝগড়াতে ব্লাড প্রেশার রেগুলার উঠুক নামুক, মন অবধি যাবে কেন??? মন অতি পাস্‌সোনাল (হসন্ত শিখে এই প্রথম অ্যাপ্লাই কল্লুম। থ্যাঙ্কু শমীক)
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৫ | 122.166.22.73
  • কিন্তু ডাব এর শরবত ওখানেই সব থেকে ভালো বানায়। আমি কি করব?
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৩ | 122.166.22.73
  • বাবা মা র সাথে ঝগড়া হলে রাবড়ি, ১ কিলো, নিজে ১/২ কিলো আর বাবা মা র জন্য ১/২ কিলো
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৩ | 219.64.11.35
  • বউয়ের সাথে ঝগড়া হলে চাইনিজ অব্যর্থ দাওয়াই। কিন্তু এটা তো তেকোনার ক্ষেত্রে খাটবে না। অফিসে ঝামেলা হলে ব্রেড অমলেট। এলোপাথারি ট্রাফিকে চোট খেয়ে ফিরলে এক কাপ গরম চা।

    এগুলো একান্তই নিজস্ব। ঃ-)
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২ | 122.163.3.55
  • শমীক!!! খাবো না কেন? অ্যাত্তো মন খারাপও হয় নি যে গুরুতে এসে ভাটাতে পারছি আর খাবারের সঙ্গে আড়ি করবো। ধুস। সাজেস্টাও।

    ঐশিক!! প্যারামাউন্ট যেতে হবে! শুনে মনখারাপের সঙ্গে বেশ রাগও পেলো। খিল্লি হচ্ছে!!!

    রাবড়িটা বেটার ঐ সব আইসক্রীমটিমের থেকে। ইনফ্যাক্ট এখন কেমন রাবড়িতে জিল্পি ডুবিয়ে খেতে ইচ্ছে করছে এট্টু ...
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২ | 122.166.22.73
  • তাঁর সাথে ঝগড়া হলে মানে দাম্পত্য কলহ তে ফুচ্‌কা দারুন, টক ঝাল মানে স্বাদ ট ঝগড়া করতে উৎসাহ দেবে ঃ))
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৮ | 122.163.3.55
  • কেন হয়েছে বুঝছি না। মনে হয় একটু ঘেঁটে গেছি। রাবড়ি আধকিলোটাক খাবো নাকি আধকিলোই শেয়ার করব? এও দেখি আধেক কথা কয়। কোন কোন মনখারাপে কি কি খাওয়ার সাজেশন বলে ফেল। যেটা খেতে ইচ্ছে করবে সেটার পাসে মনখারাপের কারণ দেখে বুঝে নেবো খন। এমনিতেও মন ফোনকে এতো পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না, তাও চতুর্থীতে। সাজেস্টাও... আর রাবড়ির মাপটাও প্লিজ। ঐ চৌকো কাগজ কাগজ রাগড়িটা ভাবতেই এট্টু ...
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৮ | 122.166.22.73
  • কোলকাতায় থাকলে ফুচ্‌কা চট্‌পটি আলুর চপ, বেগুনী শেষ পাতে paramount এর ডাবের শরবত ঃ))
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৫ | 122.166.22.73
  • তেকোনা ..........কালো জঙ্গল বা blackforest, অথবা ভ্যানিলা আইস্ক্রিম, চকোলেট সস আর এক্টু ফ্রুট কেক দিয়ে ঃ))
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৪ | 219.64.11.35
  • ওহ্‌হ্‌, আবার সেই কি/কী-এর ঘাপলা? আমি ভাবলাম তেকোনা কোচ্চেন করছে মন খারাপ হলে খাবে কিনা।,
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৪ | 219.64.11.35
  • মন খারাপ টা কেন হয়েছে জানতে পারলে শলা দিতাম।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৩ | 61.95.144.123
  • রাবড়ি। যে খাবে তারে কও এট্টু শেয়ার করতে। বেশি না, আধ কিলোটাক হলেই চলবে।
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৩ | 219.64.11.35
  • কনফার্ম হয় নি।
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৩ | 219.64.11.35
  • শান্তনু,

    এই হল ফাইনাল স্টেটাস

    Passenger 1 W/L 2 ,GNWL H1 , E 17
    Passenger 2 W/L 3 ,GNWL H1 , E 17
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৮ | 122.162.42.195
  • পোচ্চুর মন খারাপে কি খাওয়া উচিত? যে খাবে সে ভেজিটেরিয়ান নয়। খাওয়া মানে খাদ্যই। পানীয় না।
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৩ | 219.64.11.35
  • ঐরাবত তো ইন্দ্রের দেওয়া। আর গদা বিষ্ণুর আছে, গণেশের আছে। দুর্গার নাই।
  • santanu | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০২ | 82.112.6.2
  • আরে বাকিদের ও সব ধন্যযোগ - কিন্তু কেচ্ছাটা রয়েই গেল।

    যদি ChartConfirm হয় আর লোকেরা না যায় তাহলে ৫০% কেটে নেবে।

    নাও শালা সখ করে ট্রেন এ চড়ো।
  • santanu | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৯ | 82.112.6.2
  • ধন্যযোগ quark

    অদ্ভুত কেচ্ছা, net এ দেখাচ্ছে Chart not yer prepared। ট্রেন ছাড়তে 1 hr 40 min দেরী।

    সেই Station এ গিয়েই দেখতে হবে Confirm হলো কি না।

    এত SMS, Net সব ফালতু।
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৮ | 122.166.22.73
  • তা হলে কি ঠিক হল, দুর্গা ঠাকুরের হাতে কি কি থাকে আর কে কে দিয়েছে? ১০ নম্বর আছে।
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৬ | 122.166.22.73
  • @ ভুতো, থ্যান্‌ক ইউ
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৫ | 122.166.22.73
  • santanu দুতৈ w/l ১ র ২ দিল্লি শিয়ালদা ১ম এসি
  • quark | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৫ | 59.93.201.250
  • 1 2313 SDAH RAJDHANIEX 22- 9-2009 SDAH NDLS NDLS SDAH 1A

    Passenger 1 W/L 2 ,GNWL W/L 1
    Passenger 2 W/L 3 ,GNWL W/L 2
  • SANTANU | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫১ | 82.112.6.2
  • কেউ একটু ১৩৯ এ PNR 6330597713 টা SMS করে আমায় বলবে?
  • Bhuto | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪২ | 203.91.193.7
  • ঐশিক,
    সে তো মাডিভালায়। টোটাল মল আর পুলিশ স্টেশনের মাঝখান দিয়ে ঢুকে গেলে ডানদিকে প্রথম যে মাছের দোকানটা সেটাই ফিরোজভাই এর।
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৩ | 122.166.22.73
  • গদা তো নাই!!!
  • Bhuto | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৩ | 203.91.193.7
  • মিঠুদিকে হ্যাবাড্ডে ঃ) ,কিন্তু কবে?
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৩ | 122.166.22.73
  • Lord Shiva gave her a trident while Lord Vishnu gave her a disc. Varuna, gave her a conch and noose, and Agni gave her a spear. From Vayu, she received arrows. Indra, gave her a thunderbolt, and the gift of his white-skinned elephant Airavata was a bell. From Yama, she received a sword and shield and from Vishwakarma (god of Architecture), an axe and armor. The god of mountains, Himavat gifted her with jewels and a lion to ride on. Durga was also given many other precious and magical gifts, new clothing, and a garland of immortal lotuses for her head and breasts.
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩১ | 122.166.22.73
  • গদা তো ভীম আর হনুমানের থাকে,দুর্গা ঠাকুর এর ও থাকে নাকি?
  • quark | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৮ | 59.93.201.250
  • গদা নাই?
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৭ | 122.166.22.73
  • দুর্গা ঠাকুর এর ৮ হাতে অস্ত্র থাকে, যেটা শমিক দা বলে নি সেটা হোলো তরবারি বা তরোয়াল। কিন্তু সেটা কে দিয়েছে জানি না ঃ))
  • Ri | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৯ | 121.241.218.132
  • সবাইকে বিলম্বিত ঈদের শুভেচ্ছা।
    বিলেটেড হ্যাপি বাড্ডে মিঠু দি,ভালো থেকো খুব
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৮ | 219.64.11.35
  • রোসো, গুণে দেখি।

    ত্রিশূলে দু হাত, কমন্ডলূ এক হাত, বরাভয় এক হাত, শঙ্খ চক্র দুই হাত, বজ্র এক হাত। হল সাত। বাকিগুলো দেখি ... কাকু কী বলে।
  • quark | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৪ | 59.93.201.250
  • সিংহ, বর্ম, গয়নাগাঁটি - এগুলো কি দশহাতের অস্ত্রের মধ্যে পড়বে?
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০৯ | 219.64.11.35
  • বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, সূর্য দিলেন ধনুর্বাণ, বিশ্বকর্মা দিলেন বর্ম। ব্রহ্মা দিলেন কমন্ডলু, কুবের দিলেন গয়নাগাঁটি ইনক্লুডিং গলার নওলাখা নেকলেস, যম দিলেন কালদন্ড।

    এইটুকু পেলাম।
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০৪ | 219.64.11.35
  • সিংহ হিমালয়ের দেওয়া। যমের দেওয়া কালদন্ড, শিবের দেওয়া ত্রিশূল। বাকিগুলো মনে করে বলছি।
  • quark | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৯ | 59.93.201.250
  • দুর্গার দশ হাতের দশটি প্রহরণের নাম কেউ জানেন? এবং সেটি কার কাছ থেকে পাওয়া?
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৩ | 170.153.65.102
  • তাইলে চিন্তা কি? আমি টোটাল রেকর্ডার ইউস করি। সব সাউন্ড বার করে দেয়। আগে রাগা থেকে ঐ করে গান নামাতুম
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৫ | 122.166.22.73
  • আচ্ছা অমিতাভ আর অভতিমা কি এক ?
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫০ | 122.166.22.73
  • অমিতাভ ঘোষ টা কে? সে আমায় মেল করেছে, পুজো তে একসাথে খিল্লি কোরার নেমোনতোন্নো করে।
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৭ | 122.166.22.73
  • সব্বাইকে ইদ মুবারক with বিরিয়ানি, হালিম আর ফিরনি।(কোরমঙ্গলা হায়্‌দ্‌রাবাদি হাউস এর)

    ঃ))

    তিন দিন পরে এসে এতক্ষন টাইম লাগলো নিজেকে update করতে। প্রায় ৩৫ পাতা ভাট।

    কে এক্টা আমায় বলেছিল কোরমঙ্গলা তে ফিরোজ র মাছের্দোকান এর কথা? তার এত্তু ডিটেল্‌স পেলে ভাল হত।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৬ | 61.95.144.123
  • না রে বাবা, সে তো আমারও অডাসিটি আছে - ইনফ্যাক্ট বেথে যে এত অডাসিটি ব্যাভার করে, ওরে জিগাও তো খোঁজ পেলো কোত্থেকে?

    এই প্রেজেন্টেশনে কিছু সাউন্ড ফাইল এমবেড করা আছে (ইনসার্ট মুভি/সাউন্ড ইত্যাদি দিয়ে) - আমি সেগুলো চাই। এক্সট্র্যাক্ট না করা গেলে তো অডাসিটি আছেই।
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৬ | 203.99.212.224
  • মিঠুরে যে আমিও মিস করি জনিয়ে গেলাম। আমি বোজো আর তীর্থ কেও বেশ মিস করি।
  • Bhuto | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৭ | 203.91.193.7
  • তাইলে আমি একটু এখানে ওখানে, নিদেনপক্ষে বেঙ্গালুরুটা একটু ঘুরে আসতে পারতাম।
  • Bhuto | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৭ | 203.91.193.7
  • হ্যাঁ খালি মানুষ শেয়ার করা যায় না ঃ)
  • Somnath | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৪ | 117.194.193.204
  • অরিদা,

    4shared বা mediafire এ আপলোড করতে পারো ১০০ এম বি বা তার কম হলে। টেম্পোরারি করে পরে মুছেও দিতে পারো। বেশি হলে ভাগ করে (hjsplit দিয়ে) বা টরেন্ট করে শেয়ার করতে পারো।

    নেট থ্রু শেয়ার করা যাবে না এমন জিনিস নাই।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৩ | 170.153.65.102
  • অরিজিত দার কি এমন একটা সফট ওয়ার লাগবে যেটা দিয়ে যে কোনো সাউন্ড কম্পু তে বাজলেই তা থেকে এম্পি থ্রি করে নেওয়া যাবে?
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১২:০১ | 170.153.65.102
  • হ্যা চাইলে আমি পিডিএফ ও দিতে পারি
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৩ | 122.162.42.194
  • সাতঘন্টা টানা ঘুমোলে সারাদিন ঘুম পায় ঃ-((( । আর কখোনো এতো ঘুমোবো না
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫১ | 61.95.144.123
  • কেউ যদি "দ্য লস্ট সিম্বল' না কিনে থাকো এখনও (অথচ কেনার ইচ্ছে আছে) তাইলে না কিনলেও পারো। বরং এই ওয়ার্নিংটা দেওয়ার জন্যে ওই খরচে আমারে খাইয়ে দিও;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত