ও না না, রঞ্জনদা, ঐসব আমি এখন লিখবনা। মানে ওটা একটা প্রোজেক্ট। একটু একটু করে লিখব।
a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৩ | 143.111.22.23
যাহ্ত্তারা রাগলাম কৈ?
ranjan roy | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪২ | 122.168.211.104
অক্ষ, জেগে আছি, চালিয়ে যাও।
h | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪০ | 61.95.144.10
জেন্ডার ডিসক্রিমিনেশন তো আছে। এটা ফ্যাক্ট। যার এটা সম্পর্কে জানার আগ্রহ রয়েছে, পড়ে জেনে নেবে। এটা এস্টাবলিশ করার জন্য আর খেটো না। অনেক জায়গাতেই বিভিন্ন ফর্মে কম বেশি আচে।
আর তুমি প্রথম বিশ্বে এস্টাবলিশড বলে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলতে পারবে না, এ আবার কী কোনো যুক্তি নাকি। বোকা বোকা কথা। তাইলে প্রথম বিশ্বে কোন নারীবাদী আন্দোলন-ই থাকতো না। এবার সেটা এই ইশানের প্রিয় হিলারি ক্লিন্টনদের জন্য ঘেঁটে ঘ হয়ে রয়েছে, সেটা আলাদা কথা, ইত্যাদি। কিন্তু সকলেই কি হিলারি ক্লিন্টন নাকি, নাকি সকলে মাওবাদী প্রচন্ড। ওগুলো কোন কথা নয়।
এই বার বলো কেনো রেগে গেছো। সরি আমি ধরতে পারছি না।
a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৬ | 143.111.22.23
তো এটা নিয়ে আলোচনা নতুন না। অর্থাৎ একটি কালো সমকামী ওয়ার্কিং ক্লাস মহিলার সমস্যা আর একটি সাদা বিষমকামী (স্ট্রেইট?) মিডল ক্লাস মহিলার সমস্যা কি এক? আইডেন্টিটি পলিটিক্সে কি কি ঢোকানো যায় ও সেটা ঢোকানোর জন্য কি কি কম্প্রোমাইজড হয়। কেউ যদি বা বলেন সবই ক্লাসের নিরিখে দেখতে, কেউ কেউ বলেন আরো আরো আরো টুকরো করতে। এটা নিয়ে আমি যা জানি লিখব, মানে যাঁরা মোটামুটি এই করে পেটের ভাত জুটিয়েছেন, তাদের কথা। কমই জানি, তবে এই নিয়ে বলতে বলতে, ঝগড়াঝাঁটির মধ্যেই আরো জানা হবে।
a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৫ | 143.111.22.23
কিডনি ট্রান্স্প্লান্টের ওয়েটিং লিস্ট অনুযায়ী পুরুষ ভার্সাস নারী কিভাবে পায়। কি দেখা গেল? ৪৫ বছর বা তার নীচে যদি আপনার বয়স হয়, তাহলে কোনো সিগ্নিফিক্যন্ট ডিফারেন্স নেই। আপনি যদি ৪৫-৫৫ হন, এবং নারী হন, আপনার কিডনীটি পাবার সম্ভবনা ৩%কম। এ আর এমন কি। দাঁড়ান। আরো আছে তো। ৫৬-৬৫ বয়স- ১৫% চান্স কম ঐ লিস্টে নাম ওঠার। ৬৬-৭৫ ২৯%। আর আপনি যদি ৭৫এর ওপর হন, আপনার পাশের পুরুষটিও যদি তাই হয়, আপনার সম্ভবানা হল ৫৯% কম। স্যাম্পল সাইজ? ৫৬৩,১৯৭। ডিস্ক্রিমিনেশন? জেনেটিক্স? ১০ বছর আগের তৃতীয় বিশ্বের শ্রমিক শ্রেণী? আপনিই বেছে নিন।
a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩১ | 143.111.22.23
প্রথমে বাজে কথা গুলো সেরে নিই।
হ্যাঁ পাই দোষ কথাটা ব্যবহার করেনি, করেছে ব্যর্থতা কথাটা। তো আমার লেখায় দোষের জায়গায় ব্যর্থতা বসিয়ে নিন, কোনো অসুবিধে নেই। আর পাই তোমার বিপ্রতীপে প্রগতিশীল কেন হতে হবে তো বুইলাম না ঃ-) মানে আমি প্রগতিশীল হলে আমি প্রগতিশীল, না হলে না, তুমি তো ঠিক গোল্ড স্ট্যান্ডার্ড না এই ব্যাপারে যে তোমার বিপ্রতীপে হলে তবেই আমি তা। এই যেমন শৌখীন বিপ্লবীয়ানা না আরো কি কি সব, সেগুলো কি কোনো কমিটেড বিপ্লবীইয়ানার বিপ্রতীপে ছিল? বুঝিনাই ঃ-)
দুই, যেটা ঈশান বারবার করছে, সমষ্টি থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিকে নিয়ে পড়েছে, অর্থাৎ আমি মেয়ে জাতির সমষ্টি নিয়ে কথা বলতে পারিনা, কেনানা ব্যক্তি আমি একটি প্রিভিলেজড পজিশনে। কিন্তু ব্যক্তি আমি যে সমষ্টির ছায়াটুকু কাটিয়ে উঠতে পারিনি, তার ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়। একটি উদা, সেই সুমন যখন স্টেজে উঠে একটি মেয়েকে দেখিয়ে বলে সিপিএমদের উদ্দেশ্যে, যে কে আসবি এখন আয়, একে রেপ করে যা (ভার্বাটিম মনে নেই, দোষ নেবেন না)। তখন মেয়েটির প্রিভিলেজড পজিশনটা সেই খানে, সেই সময়ে অবান্তর হয়ে যায়। আর্থাৎ পুরুষ তকে প্রোটেক্ট করবে, সে একটি ভালনারেবেল জীব এটাই তার পরিচয় হয়ে ওঠে। ঠিক এখানেই আমার বক্তব্য শুরু হয়েছিল। এবার আমি যদি থাকতাম ওখানে,হয়ত স্টেজে উঠে ঠিক এই কথাটাই বলতাম, হয়ত বলতম না। কিন্তু পাশেই চায়ের দোকানের যে মেয়েটি সে বলতে পারতনা, তার বলার সাহস, কনফিডেন্স কিছুই গড়ে ওঠার সুযোগ সে পায়নি। সব পাওয়া সঙ্কেÄও আমারই অর্থনৈতিক অবস্থার একটি মেয়েও না বলতে পরে, ইনফ্যাক্ট আমরা কজন সত্যিই বলতাম? আমাদের হাতে প্রিভিলেজ অনুযায়ী কিছু টুল তুলে দেওয়া সঙ্কেÄও?
আচ্ছা শোনেন নি, দেখেন নি নন্দীগ্রামের পর, "নন্দীগ্রামের মা বোনেদের" ওপর কি কি হয়েছে? প্রশ্ন উঠেছে, মা বোন কেন? নন্দীগ্রামের ভাই বাবা তো কেউ বলেনা, যখন পুরুষদের ওপর অত্যাচার হয়? অচেতনে এই রোল প্লে ঢুকিয়ে দেওয়া হয় কেন? এটা কি খালি গ্রামে বা বিশেষ অর্থোনৈতিক অবস্থাতেই হচ্ছে? আদপেই না। শোনেনি, বাড়িতে মা বোন নেই? এই যেমন কবি জয়দেব বাবু একবার আমার স্ক্র্যাপ বুকে এসে ঐ নন্দীগ্রামের সময়েই লিখে গেছিলেন, "আপনিও তো একজন মা, কিম্বা হলেও হতে পারেন মা" একথা প্রায় নিশ্চিত প্রত্যয়ের সাথে বলা যায় উনি কোনো সিপিএম বিরোধী পুরুষকে গিয়ে বলেন নি, আপনি তো একজন বাবা বা হলেও হতে পারেন বাবা । অর্থাৎ নন্দীগ্রামে যা হচ্ছে তার জন্য আমার মাতৃহৃদয়ে কিছু একটা হওয়া উচিৎ। আমার মাথায় তো নয়ই, আমার মনুষ্যহৃদয়েও না। কেন? এটাই আমার মূখ্য ভূমিকা। বং এটাই আমার মূখ্য ভূমিকা ইররেসপেক্টিভ অফ আমার ক্লাস। প্রকাশ ভঙ্গী গুলো আলাদা। সাটেলিটির লেভেল আলাদা। সাটেলিটি গুলো চিনতে পারাও দরকার। কিন্তু সেগুলোকে আমি ডীল করছি কি ভাবে, সেগুলো কতটা আমাকে প্রভাবিত করছে, সেগুলোর মোকাবিলায় কতটা আমাকে ছাড়তে বা বুক বাঁধতে হচ্ছে, অবশ্যই আলাদা। এইসেদিন দহন দেখলাম, তাই তার থেকেই বলি। রমিতাকে তার স্বামী প্রয় মার ধোরই করল। রেপ তো করলই। খুবই ক্রুড, তার প্রতি কথা বার্তা ভাব-ভঙ্গীতে তার স্বামীর ডমিনেন্স নিয়ে কাউকে বলে দিতে হবেনা। খুবই অবভিয়াস, রমিতা গৃহবধূ, ধরা যেতে পরে সে রিলেটিভলি লেস এম্পাওয়ার্ড, ঝিনুকের পাশে। এদিকে ঝিনুকের প্রেমিক বেশ ভালো ভালো কথা বলে, বেশ লিবেরল মনে হয়, তুই তুই করে কথা বলে, দুজনের মধ্যে যেন একটা সমান সমান সম্পর্ক? তাই? ডমিনেন্স নেই? "বল ইউ আর হনার্ড" বলে ফোনটা ঠেলে ধরিয়ে দেওয়া নেই? আমি বিদেশে যাচ্ছি, তুইও যাবি। এবং ওর একটি মাত্র সৎ চেষ্টা কে খিল্লি করা নেই? নিজের ইঁদুর দৌড় লড়াই তে ব্যবহার করা নেই? সবই আছে, চোখে কম লাগে, ইনফ্যাক্ট ঋতুপর্ণ বড়ই বাজে বানিয়ে সাটেলিটি গুলো দেখাতেই পারেন নি। আনেক বেশি অবভিয়াস। দেখতে দেখতে আমি ভাবছিলাম সত্যজিৎ কি করতেন। যাইহোক, হ্যাঁ এম্পাওয়রমেন্ট, ক্লাস পজিশন, শিক্ষা, চারপাশের পরিবেশ আমাদের অজস্র টুল দেয় এগুলোর মুখোমুখি হতে। এবং টুলটা আছে বলেই চ্যালেঞ্জগুলো ডিরেক্টলি সামনে আসেনা, আসে একটা স্মার্ট, লিবারাল, মার্জিত ভঙ্গীতে। কিন্তু আসে। আমি ১২টায় ফিরলে আমার গাড়ি থাকে, কাজের মেয়েটির থাকেনা, এটা ঐ ডিল করার জায়গা, কিন্তু দুজনের দরকার হয়, এটা সাদৃশ্যর জায়গা।
এই ২০০৯ সালে একটি সার্ভের খবর ছাপা হয়। এই প্রথম বিশ্বেই ঃ-) কি সেই সার্ভে?
tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩০ | 122.173.176.167
অ্যাখোনো!!!!
arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৪ | 168.26.215.13
এখন স্পেল চেক চলছে। ওয়েট।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৯ | 59.93.245.209
অক্ষদা মনে হয় আমাকে বকবে। তাই লম্বা পোস্ট করতে চায়।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৮ | 59.93.245.209
রোহিণী জাগেনি জাগেনি জাগেনি। জেগেছেন শুধু বঙ্কিমবাবু। আর অক্ষদা। আচ্ছা অক্ষদা,আজকাল এই যে কুন্দনন্দিনী, ভ্রমর, তারপর ধরো গে তোমার গোবিন্দলাল, রমাকান্ত-এইরকম সব নামের চল কমে যাচ্ছে, সেটা কী খুব ভালো হচ্ছে বলে তোমার মনে হয়?
tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৭ | 122.173.176.167
মানে জানিনা যদিও কার পারমিশন চাইলেন, তবে আম্মো আছি, দিয়ে দিলুম এক পিস
tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৬ | 122.173.176.167
করুন
a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৫ | 143.111.22.23
আচ্ছা আমি একটা লম্বাআআআ পোস্ট করব। করি? এটা করেই আর অনেকক্ষণ করবনা। প্রমিস।
a x | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৩ | 143.111.22.23
হাম জিন ট্রানস্ফার কর দিয়া থা জলদি জলদি। মোটামুটি দুসপ্তা থেকে ৮ ঘন্টা ঘুমত। মাঝরাতে কোনো ফিড নেই। আর একমাস নাগাদ ১০ ঘন্টা টানা। আহা সে বড় সুখের সময় ছিল। খাওয়াও হাগাও, ব্যাস বাকিটা নিজের সময়।
Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০০ | 122.252.231.12
মানে, রাতে ঘন্টা আটেক
Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৯ | 122.252.231.12
না, এখন দুকুরে দু ঘন্টা আর সকালে ঘন্টা আটেক।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৫ | 59.93.245.209
পুন্নিমে বোলে তো পাল্লিন-চাঁদের উদয়।
tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫১ | 122.173.176.167
আর হ্যাঁ, আমি আয়ে দিন সাউথ সিটি যাই, জন্মেও সেখানে কাউকে নাইটি পরে ঘুরতে দেখিনি। যদি কেউ negligee পরে ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে থাকে তো আলাদা কথা... কিন্তু বাংলা নাইটি? দেখি নাই
tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৫ | 122.173.176.167
জুসের সঙ্গে মিলিয়ে দুস্স্স্স, আর বাকিটা ঃ-)
ইয়ে, যাক, তবু ভালো, দেখে মানুষ বলে বোঝা যায়, ভয়ে আর আয়নার দিকে তাকাচ্ছিলুম না ঃ-)
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৫ | 59.93.245.209
হুঁ। কে প্রথম কোঁদল তুলিল? ভিকিরে বাঙাল বলে গাল দিল কে? তুমি? না , আমি?
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৫ | 163.244.62.139
অপ্পন , পাম্পাম কি পরে এত ঘুমোয় ?
Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৪ | 122.252.231.12
শিশুটক - ২ পশ্য।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৩ | 59.93.245.209
আমি ছোটবেলায় আমাদের ড্রাইভারের শুনে শুনে বোকাচোদা বলতে শিখেছিলাম। খেলতে গিয়ে রেগে গেলেই বন্ধুদের বলতাম।
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৩ | 163.244.62.139
টিকেন চাপ নেবেন্না। ঘটি-বাঙ্গাল নে কোঁদল করা ডাক্তারের পুরো রোগ। পুন্নিমার সময় বাড়ে।
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪১ | 163.244.62.139
আগে রাতে পাঁচ-ছ ঘন্টা ঘুমোতো অদ্রিজাবুড়ি ? খুব চাপ তো তাইলে।
পুঁটি এগারো ঘন্টা মতন ঘুমোয় , কিন্তু মাঝরাতে একবার উঠে বোতলের জন্যে ধুম চিৎকার শুরু করে।
অর জুস শুনে কি বল্ল জানতে খুব ই আগ্রহ হচ্চে ..... জুসের সাথে মিল আছে এমন কথা তো কিচুতেই মনে কত্তে পল্লুম না।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪০ | 59.93.245.209
না, মানে , বল্লাম যে ঘটিদের এমনিতে দেখতে-শুনতে তো বেশ ভালৈ। ভালো ই তো। দিব্বি মানুষের মত।
sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৯ | 117.194.204.171
আমি ছোটবেলায় বলতাম চাৎ-ত্তালা।
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৮ | 163.244.62.137
ধুর তুমি হলে ক্লাসিক কোলকাতার এলিট ডাক্তার , তাই অমন লাগছে। আমাদের গাঁগঞ্জে সালা তো রোজকারের কথা।
আর দরকার পল্লে আমিও ক্যানো-ম্যানো করে কায়দার বাংলা বলতে পারি , নেহাত বিক্রমের গা চিরবিড়োয় বলে বেশি বলি-টলি না।
Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৭ | 122.252.231.12
হু, আমার মেয়ে এখনো অসাবধানে বলে ফেলে। কাল বাড়িতে লাল আঙুর এসেছিল, আমি জয়িতাকে বললাম এগুলো দিয়ে জুস বানালে দারুণ লাগে। আর জুস শুনেই সে পরিষ্কার উচ্চারণ করল, আবার। ঃ-(
তবে এজন্য বাবা-মা সমান দায়ী। কাজেই ঝগড়াটা শুরু হয়েও বেশিদূর গড়ায় না!
tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৫ | 122.173.176.167
আকাট ঘটি !!! কবি কি বলতে চাইলেন??
Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৪ | 122.252.231.12
পাল্লিন, পাম্পাম আগে পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমোত। এখন জানি না কেন, স্কুলে দেওয়া হয়েছে বলেই হয়ত সকালে পরে পরে ঘুমোয়। ঃ-)
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৪ | 163.244.62.137
আরে পুঁটিও তো তাই কচ্চে, দিনমান শুধু গিড়বিড়িয়ে বসার ঘরে গা-গোলানো গোলচক্কর। ঘরের সব মালপত্র এখন দেয়ালে ঠেসিয়ে দেওয়া হয়েচে , যাতে তেনার ধাক্কাটাক্কা না লাগে।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৩ | 59.93.245.209
পাল্লিন বড্ড মুখখারাপ করে। এরপরে যখন পুঁটে মুখ খুলবে, তখন চক্ষু দুইখান কপালে তুলে বলবে-অম্মা! কোত্থেকে শিখলো?
পাল্লিন আমারে দেখেও শেখেনা।
arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩১ | 168.26.215.13
প্রায় দুই বছর বয়স থেকে। সাম্পানের ঘুম এমনিতেই কম। এখনো আমরা জেগে থাকলে সেও জেগে থাকে। অন্যান্য দিন ধরে বেঁধে শুইয়ে দেওয়া হয়। কিন্তু শুক্কুর, শনিবার ১২ টার আগে তিনি শোন না। এমনকি দুপুরে না ঘুমলেও। বিকেলে প্রচূর দৌড় করালে একটু শান্তি। নইলে ঘরের এক মাথা থেকে অন্য মাথা পোঁ পোঁ করে দৌড়য়। নীচের তলার প্রতিবেশী খুবই ভালো তাই এখনো তাড়িয়ে দেয় নি।
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩০ | 163.244.62.137
ধুস্সালা , এদ্দিন পরে এট্টু সময় নিয়ে ভাটাতে এলুম আর মামুর কল বারবার ঝুলে যায় ক্যান।
এর ওপর আর জানলা-ফাফ-আই ই র হিজিবিজি পেড়ে ফেল না , আমাদের আই টি বড় স্ট্রীক্ট কিচ্চু ইনস্টল কত্তে দেয় না।
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৭ | 163.244.62.137
পড়েচি তো বটেই। কিন্তু লিখতে গেলে ওসব মনে আসে কই ?
শব্দচয়ন এক কথা , আর বাক্যে শব্দবুনন আর এক। তুমি দু নং খুব ভালো কর , ঠিক জায়গাতে , ঠিক ভাবে।
বিনয় কোরো না , তুমি লেখো বড়ই ভালো।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৫ | 59.93.245.209
কিন্তু পাল্লিন এক্কেরে আকাট ঘটি। "মৃৎ-পিরিচ' আর বৃষ্টিভেজা... ইত্যাদি যথাক্রমে শক্তি ও জয়। "দু-এক পশলা বৃষ্টিভেজা বাংলাভাষা'-শোনো নাই? আমার কান লাল করে দিলে মাইরি !
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:২১ | 163.244.62.137
এই আজ্জো , সাম্পান কত বছর বয়েস থেকে সাররাত ঘুমাতো মনে আছে ? এটা অক্ষ , আদি সব বাবা/মাকেই জিগালুম।
ভিকি আর ইন্দোর লেকাদুটো পড়ি নাই। একদম ইনটেনশনালি। ফিলিম দুটো দেখে তারপর পড়ব। ঃ)
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৯ | 163.244.62.137
এইরে একটা স্মাইলি দিতে হত ।
ঃ(
ঃ)
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৮ | 163.244.62.137
ডাকতার বলে কি আর নাই ? তোমার সামনে বলে নাই তাই জানো না।
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৫ | 163.244.62.137
দেশে কাজের লোকেদের কেমন ট্রীট করে জান্তে, ইয়ে হ্যায় মুম্বাই মেরি জান দ্যাখ গে। আমি ইরফান খানের উঠে পড়ে জামা ঝাড়া দেখে ভেউ ভেউ করে কেঁদেছিলাম , স্বীকার কত্তে কোনো লজ্জা নাই।
arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৪ | 168.26.215.13
তাও ভালো, সাম্পানের প্রথম কথা ছিল দুতো (জুতো)।
P | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৪ | 163.244.62.137
বিক্রম এইটা পুরো গুল দিল। সাউথ সিটিতে মোট্টেও কেউ নাইটি পরে যাবে না।
দেশে যাবো দশের ফেবে। এবছরে একটু লেবড়ে গেছি , নইলে তো বছরে দুবার গেছি আগে আগে ঃ-((((( পুঁটি হেব্বি কথা কয় ,শুধু আমরা তার মানে বুঝি না। তবে আজকাল বাথটাবের পেলষ্টিকের হাঁসটিকে বুকে জড়িয়ে ধরে প্রয় দেখি দাক , দাক ডাক ছাড়ে। মা গেল বাপ গেল , হালার দাক !
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:১০ | 59.93.245.209
ডিঃ নাইটি পরি নাই বটে।
I | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৯ | 59.93.245.209
কই, আমায় তো কখনো কিচ্ছু বলে নাই? দিব্যি ঘুরেছি !
vikram | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৬ | 83.71.238.44
কোলকাতায় নাইটি পরে সাউথ সিটি তে দেখিচি। অনেকে পরলে দিব্যি ব্যবস্থা হয়ে যায়। বুরকিনির বিরুদ্ধে যেসব জায়গা দাবি করেছিলো তাদের বক্তব্য ছিলো ঐ পোষাকের প্রচুর লূজ অংশ ছিলো, তাই নাকি সেফটি গ্রাউন্ডে ঢুকতে দেওয়া হয় নাই। তবে সেতো বহু ইনজিনিয়ারিং জায়গায় ঝুলঝুলে সালোয়ার পরে যাওয়া বারণ মেশিনারি জনিত কারণে। না ঢুকতে দেবার কিছু নাই তো একদম ল্যাড়ল্যাড়ে না হলে।
কিন্তু কদিন আগে লেবাননে একটা গুচ্ছ কেস হয়েছিলো। প্রথমে খবর বেরোলো নিজেদের লোকেদের এগেনস্টে রেসিজম। পুলে নাকি কালো লোকেদের ডুকতে দিচ্ছে না আর লেবানীজদের। তারপরে বেরোলো, না না, ফরেনারদের এগেনস্টে। তা কাগজ থেকে খোঁজ করে ইন্টারভিউ নিলো। তখন একাধিক মালিক ও সাধারণ লোক বললো আরে না না ওসব না। এই তো কতো কালো লোক ঢুকছে। খালি বাড়ির কাজের লোক দের আটকানো হচ্ছে। ইট জাস্ট হ্যাপেনস টু বি যে অনেক কাজের লোকই বিদেশি।
এইবার আমাদের দেশে কাজের লোকেদের পুলে কেমন ট্রীট করে জানি না। শপিং মলে গরীব দেখতে লোকেদের কেমন ট্রীট করে?
tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৫ | 122.173.181.242
আহা বোরখা বিকিনি পরে মলে ঘুরলে প্রথমে লোকে ভাববে ওগুলো লাইভ ম্যানিকুইন। ঘুরে ফিরে অ্যাড দিচ্ছে। বলা যায়না, কোনো ক্যাট খুকি হয়ত তাদের ধরে দাম জিজ্ঞেস করেও বসতে পারে ঃ-)))
বেশ, আমি চাইলুম, কষ্ট করে টাইপিয়ে দাও এবার রেসিপি। আমার রোজ মাঝরাতে মিষ্টি খেতে লাগে। এটাকে কোন ডিসঅর্ডার বলে জানিনা। তবে লাগে। কিছুমিছু চাইই চাই। এরকম নামের একটা পায়েসের স্বাদ আমার জিভ পাবে না এমন হতেই পারে না ঃ-)))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন