এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৬ | 219.64.11.35
  • আরে হাজারবার শেখানো আছে। পুরনো পাতা উল্টে দেখলেই পাবে ঃ-)
  • En | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৪ | 115.240.255.94
  • তিনটে লাইন লিখতে এতক্ষন লাগছে!
  • vikram | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩২ | 193.120.76.238
  • কি একচোখামি- আমি খেতে বসতে গেলে বলে কি না তুমি কি খাবে! (সেঃ ১) আর তেকোনায় বসতেই বলে তুমি কী খাবে বলো ভাই?(সেঃ ২) কি কি খাবে বলো - সব আনিয়ে দিচ্ছি। (সেঃ ৩)
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৪ | 122.163.3.55
  • তিনটে সেন্টেন্সে শেখাও
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৩ | 122.163.3.55
  • এই অন্ধকারে খুঁজেও কি পাবে? কি? কী?
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:১২ | 219.64.11.35
  • এই মাইয়াডা "কী' লিখতে শিখল না ...
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:১২ | 65.194.243.232
  • হারানো বল খুঁজে বেড়াচ্চে।
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:১০ | 122.163.3.55
  • শ্রাবণী ঃ-))))

    হনু(এটা নাম?? নাকি ভাবনা?) মন আর মেজাজের মধ্যে কতটা দূরত্ব সেটা একটা নরম প্রবন্ধে বোঝানো যায় কি? আমি পড়বই পড়ব ঃ-)

    অরিজিৎ, আমি MULAN দেখলাম প্রথমে, তার পরে হ্যারী পটার একটা (order of the phoenix), রাবড়িটা আনালুম ঃ-)) ভোম্বল সর্দার পড়তে পড়তে খাবো নয়ত বুড়ো আংলা

    শমীক ঃ-) আমিও সেই জন্যেই কথাটা এখানে লিখলাম। জানতাম এতো কিছু বক্তব্য থাকবে যে হেসে ফেলবই। নাঃ এটা সিরিয়াস মন খারাপ নয়। সেটা হলে কি করি সে আর .........
    সর্দারণীদের সেন্স অফ হিউমার বেশ ভালো হয় ঃ-)) এর পরে চা খেতে গেলেই ছোটোবেলায় পড়া মিঃ লিং-এর কবিতা মনে পড়বে ঃ-))

    ভিকি, পানীয় থেকে দূরে থাকলে ডিহাইড্রেটেড হয়ে যাবো তো! খাবার থেকে দূরেই থাকছি। লুচি বানাতে ইচ্ছে করল না। রাবড়ি আর পাঁউরুটিতে মন বসাবো ভাবছি। রাত জাগা থেকে দূরে থাকা ঃ-(((((((( চাপ হ্যায়

    সোমনাথ, এই ইনফোটা জান্তুম না। মনখারাপ হোক ভালো হোক, কাজে লাগাবো ঃ-)) থাংকু
  • jani na | ২২ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৪ | 219.64.11.35
  • চোতুত্থির সোন্ধেয় ই কী হিরণ্ময় নীবরতা?

    বীরবল কই? ;-)
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২৫ | 65.194.243.232
  • ম্যানিউ-ম্যানসি ম্যাচটা হেব্বি হয়েছে। তবে লাইভ দেখতে পারি নাই। অ্যারপোর্ট যেতে হয়েছিল। তার আগে সোমদেবের খেলা দেখছিলাম। অওসাম খেলল।
  • stoic | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২২ | 160.103.2.224
  • রোনাল্ডো মোটেও শেষ নয়। বরং ম্যান ইউর অ্যাটাক, পোস্ট-রোনাল্ডো, বেশ ঝুলে গেছে।
  • stoic | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৯ | 160.103.2.224
  • তবে ওয়েন স্কোর্ড, এতে আমি খুশি। ওর প্লেয়িং কেরিয়ার টা আবার ব্যাক অন ট্র্যাক হলে ভাল হবে।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৮:১৭ | 65.194.243.232
  • চেলসি ভালো খেললে ভালো তো। নইলে তো সিপিয়েমের মত ম্যানিউকেও থামানো যাবে না।

    আমি ব্যপাক আনন্দ পাচ্ছি রিয়াল আবার জিতাতে শুরু করায়। লোকে অপপ্রচার করছিল এইবার রোনাল্ডো শেষ।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৯ | 61.95.144.123
  • এই ম্যাচটাতে নাকি এক দর্শককে কেলিয়ে দিয়েছে - মাঠে ঢুকে পড়েছিলো। নিউক্যাসলে কেরিয়ারের শেষের দিকে নাকি শিয়ারারকে খিস্তি মেরে এসএমএস করেছিলো - সেইটে ছিলো লাস্ট স্ট্র আর কি। ওই যে বল্লুম - খেলার মুডে থাকলে ডেভাস্টেটিং, আর বাজে মুডে থাকলে এক নম্বরের হারামী। ববি রবসন কিন্তু এদের (বোওইয়ার, ডায়ার, বেলামি, রবেঁর ইত্যাদি ব্যাড বয়েজ আর কি) ম্যানেজ করতে পারতেন।
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০০ | 203.99.212.224
  • একটা হাইট জোক পড়লাম, বেলামি কে নিয়ে। এই ম্যাচটায়, নাকি আগের ম্যাচে নাকি দেখা গেছে বেলামি কাকে শান্ত করছে, ঝগড়া থামাচ্ছে, তো জোক টা হল,

    ইফ বেলামি ইজ দ্য ভয়েস অফ রিজন, দেন উই আর ট্রুলি ইন ব্যাড শেপ।

    ঃ-)
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৩ | 61.95.144.123
  • ইনিশিয়াল বলটা গিফট বটে, কিন্তু প্রায় সেন্টারলাইন থেকে ওই স্পীডে মেরে বেরিয়ে যাওয়া...বেলামি বহুত স্পীডি - সোনেস ঝগড়া না করলে ও নিউক্যাসলেই থাকতো, আর কাজে দিত। আর প্রথম গোলটা? ওই স্পীড আর শট - দারুন গোল।
  • stoic | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫১ | 160.103.2.224
  • চেলসীর ব্যাপারে হনুর সঙ্গে ক।
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৯ | 203.99.212.224
  • চেলসি ভালো খেল্লে আমার মেজাজ খারাপ হয়। একদম ভাল্লাগে না।
  • stoic | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৫ | 160.103.2.224
  • বেলামির সেকেন্ড গোল টা, যে টা তে ৩-৩ হল, সেটা তো রিও ফার্দিনান্দের দেওয়া প্লেটে সাজানো গিফ্‌ট। ওটার জন্য রিও কে সর্বসমক্ষে জুতোপেটা করা উচিত। ইন এনি কেস, সেকেন্ড হাফে ম্যান ইউ যা খেলছিল, তাতে আরো বেশি গোলে হেসেখেলে জেতা উচিত ছিল।
    হ্যাঁ, লিভারপুল-হ্যামার্স ম্যাচ টাও গোলা হয়েছিল।
    কিন্তু চেলসী কে তো থামানো যাচ্ছে না। ঃ-(
  • dipu | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪২ | 59.93.195.55
  • কালকের ভূমিকম্পটা আমি বুইতে পেরিচি। ভরদুপুরে শুয়ে শুয়ে আগাথা ক্রিস্টি পড়চি, চোখ বুজে আসচে, অ্যামন সময় খাট নড়ে উঠলো। দু-তিনবার। লোকজনকে বলতে কেউ বিশ্বাসই করে না। শেষে টিভিতে দেখে পেত্যয় হল। নাকি 6.3 ছিল।

    ও দ্রি???
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৫ | 219.64.11.35
  • এখানকার এক বাঙালি আর এক সর্দারনীর কিস্‌সা শোনো।

    বাঙালির খুব চা তেষ্টা পেয়েছে। এইবার সে সর্দারনীকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ডিসাইড করতে পারছে না "চায়' পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। মানে চায় পিনা হ্যায়, না পিনি হ্যায়। তো, হাইলি কনফিউজ্‌ড হয়ে সে সঃনীকে জিজ্ঞেস করেছে, ইয়ে চায়ে কি লিং (লিঙ্গ) কেয়া হোতি হ্যায়?

    সঃনী একমুহুর্ত ইতস্তত করে হি হি করে হেসে ফেলেছে; চায়ে কি লিং? আরে দাদা, চায়ে তো হামেশা দার্জি-লিং হোতি হ্যায়।

    ঃ-)
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৪ | 203.99.212.224
  • পুজোর পরে করবো। নো চিন্তা।
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৪ | 203.99.212.224
  • কাকে?
  • shrabani | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩০ | 124.124.244.109
  • মন খারাপ লোকে কি করে বোঝে? আমার কেমন মনে হয় এটাও বোধহয় ঐ প্রেমট্রেমের মত ব্যাপার, ঠিক ডিফাইন করা যায়না, বিভিন্ন লোকের বিভিন্ন অবস্থান!
    যেটা tangible ফ্যাক্টর সেটা ঐ মেজাজ। মেজাজ খারাপ হয়, হলে চকোলেট (আমার জন্য) মন হয় কিনা জানিনা।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৬ | 61.95.144.123
  • আমি ইউটিউব থেকে ম্যানিওর-সিটি ম্যাচের হাইলাইটস নামিয়ে দেখলুম। ক্রেগ বেলামি মুডে থাকলে ডেঞ্জারাস প্লেয়ার, আর বাজে মুডে থাকলে এক নম্বরের বাজে লোক।
  • vikram | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৬ | 193.120.76.238
  • তাগাদা
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৪ | 203.99.212.224
  • তামাদি
  • Samik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০১ | 219.64.11.35
  • মন খারাপের সঙ্গে আমি খাওয়াটাকে ঠিক রিলেট করতে পারছি না, খুব সিরিয়াস মন খারাপ হলে আমি খাই টাই না। মানে খাওয়ার ইচ্ছেটা চলে যায়।

    আমি তখন গুরু খুলে বসে পড়ি। এটাই আমার অক্সিজেন মাস্ক। মন ভালো হবেই। গ্রান্টিড।
  • vikram | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০০ | 193.120.76.238
  • বই পেয়েচো? না এখনও তামাদি হয়ে আছে!
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৫ | 170.153.65.102
  • হানুদা নার্স হয়ে সাদা স্কার্ট পরে ঘুরছে ...
    ব্যপারটা ভাবার চেষ্টা করচি
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৩ | 203.99.212.224
  • এই মালটা একদিন সিরিয়াস ক্যাল খাবে। তখন আবার আমাকেই শুশ্রুষা করতে হবে।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫০ | 170.153.65.102
  • গুগল হেল্প নাম্বার,

    +৯১ ৯৭৭৩৩০০০০০
    এখানে যাস্ট PNR number লিখে এসেমেস করে দিন। ব্যাস, স্ট্যাটাস এসে যাবে সঙ্গে সঙ্গে। বহুত কাজের।
    PNR এর জন্য অন্য কিছু লিখতে হয় না, শুধু নাম্বারে হয়। বাকি অনেক কিছুর জন্য, অনেক কিছু লিখতেও হয়
  • santanu | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৫ | 82.112.6.2
  • শমীক আবার ধন্যযোগ।

    কিন্তু এটা কেমন হলো, Coach No. Seat No. সব লিখে দিয়ে, ফাইনালি বললে কন্‌ফার্ম হয়নি!!
  • vikram | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৩ | 193.120.76.238
  • আমিও তো সব বৌমাদের তাই বলছি!
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৩ | 203.99.212.224
  • আমার মন খারাপ হয় না। মেজাজ মাঝে মাঝেই খারাপ হয়;-)
  • shrabani | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪২ | 124.124.244.109
  • বোঝাই যায় এদের সবার মন খারাপ খুব কমই হয়! টিকেনের টাও শখের মন খারাপ বলেই মনে হচ্ছে। আসলে বেশ মন খারাপ মন খারাপ ভাব করে মন ভাল করা!ঃ)
  • omnath | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪১ | 117.194.192.205
  • আমার মন খারাপ হলে দে'জ এ গিয়ে বই কিনি। ওরা নিজেদের বই তে ২৫%, অন্য বেশ কিছু পাবলিশারের বই ২৫% দেয়, আর যেকোনো বই এনে দেয় অন্য পাবলিশারের ঘর থেকে। দোকানে ঢুকে বই ঘাঁটতে দেয় লাইব্রেরীর মত। সব কেনাকাটি শেষ করে বাড়ি ফেরার সময় আপসেই মন ভালো হয়ে যায়। খেয়ে দেয়ে এখনো দেখিনি এসব কেস-এ।

    ঃ-)

    ওমান-এ থাকতে কোনো ক্যাফে তে গিয়ে ৮-১০ জিবি ডাউনলোড করে আনতাম। স্পীড ভালো থাকলেই মন ভালো হয়ে যেত। কিন্তু একটা কেস, ভালো স্পীড না পেলে আরো মন খারাপ হয়ে যেত।

    কলকাতায় আর একটা অপশন কোনো মাল্টিপ্লেক্স এ ঢুকে পড়ে যা খুশি একটা সিনেমা দেখে ফেলা। নিউ রিলিজ।
  • h | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪০ | 203.99.212.224
  • সেদিন লিভ-হ্যামার্স ম্যাচ টা ব্যাপক হয়েছে।
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৬ | 61.95.144.123
  • আরো দুটো দাওয়াই আছে (আমার তো দিব্যি কাজ করে) - এক নম্বর হল হ্যারি পটার বা আবোলতাবোল পড়া, আর দুই হল একটা ভালো ফুটবল ম্যাচ দেখা।
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১২ | 122.166.22.73
  • আমার কাল রাত্রে ও মন খারাপ হয়েছিলো, এক প্লেট বিরিয়ানী র ২ টো ইরনি খেয়ে ঠিক হল।

    তুমি কোল্কাতায় আছো তাই ওগুলো বোললাম।
  • vikram | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১১ | 193.120.76.238
  • পেট গরম হলে অকারনে মন খারাপ হয়। কদিন খাবার পানীয় থী দূরে থাকো। একটু সাঁতার কাটো বরম। রাত জাগলেও তাই। ইত্যাদি।
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫২ | 122.163.3.55
  • ঐশিকের জন্মেও মন খারাপ হয় না বুঝলাম। আর হলে যায় না। ব্যাঙ্গালোরে বসে তাল ক্ষীর আর প্যরামাউন্টের শরবত খেয়ে মন খারাপ মোছার গ্যারান্টি!!!!!!!!
    হুম্ম, চকলেট অল্প চলে ঃ-)
    রাবড়িটা আড়াইশো হলেই চলবে আমার। ঃ-)
    তন্দুরী চিকেনও গুড সাজেশন। তবে অত চিউয়ি চিকেন খেতে ইচ্ছেকরছে না ঃ-((
    মনে হয় লুচি আলুরদম আর রাবড়ি রাত্তিরের মেনু ঃ-))))
  • Arijit | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৫ | 61.95.144.123
  • শেয়ার কত্তে বল্লুম কারণ আমারও ওই দাওয়াইটা চাই। এবার মনোজদের অদ্ভুত বাড়িতে রাজামশাই নিজেই ঠিক করতেন কত টাকা গুণলে মনখারাপ দূর হবে - তেম্নি তোমার রাবড়ির কোটা তোমার হাতে। আমার হল আধকিলো।
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৩ | 122.166.22.73
  • মন খারাপ ভ্যানিশ, গ্যারান্টিড । আমার হয়, অন্য দের কি হবে জানি নাঃ))
  • intellidiot | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৩ | 220.225.245.130
  • ** মনেই আসবেনা মন খারাপ কি বা কেন...
  • intellidiot | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩২ | 220.225.245.130
  • আমি এক প্লেট তন্দুরি চিকেন সাজেস্ট কল্লুম। বেশ একা একা বসে অনেক্ষন ধরে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবে চিবানোর পরে মনেই আসবেনা আগে কি বা কেন...
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩১ | 122.166.22.73
  • সাথে,তাল ক্ষীর
  • shrabani | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩১ | 124.124.244.109
  • আমি চকোলেট টফি ইত্যাদি খাই আর খেয়েই যাই মুড অফ থাকলে। ট্রাই করে দেখতে পার।
  • aishik | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩০ | 122.166.22.73
  • মন খারাপ হলে গরম মালপোয়া আর ঠান্ডা ক্ষীর
  • tkn | ২২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৮ | 122.163.3.55
  • চা? না
    ব্রেড ওমলেট? নাঃ
    চাইনিজ ? ধুস্‌স্‌স্‌স্‌স

    আর?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত