এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৩ | 163.244.62.140
  • দম , আমায় আঁতেল বলে গাল দিলা ? আমায় ?? পাল্লে ????
  • P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২১:০২ | 163.244.62.140
  • না দেখি নাই তো। শুধু ডিরেক্টারের ইন্টারভিউ শুনে আর তাদের ওয়েবে কাস্টিং ইত্যাদি সব দেখে দেখবো বলে খুব মাতামাতি করেছিলুম মাত্তর ঃ(
  • a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৭ | 143.111.22.23
  • হ্যাঁ ঠিক পাল্লিন। একদম। ইন জেনেরাল আমার ১৫, পার্ক অ্যাভিনিউ বেটার লেগেছে। যদিও দেখেই কেমন আমার মেমেন্টোর কথা মনে হচ্ছিল। কে জানে কেন।
    আচ্ছা তুমি ভনাজা দেখেছিলে না? দেখা যায়?
  • d | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৭ | 121.245.17.50
  • পাল্লিন ও অক্ষর আঁতলামিকে দুচ্ছাই করিয়া জানাইতে চাহি যে পারমিতার একদিন আমার বেড়ে লেগেছিল।
    হুম্‌ম্‌ম
  • P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৪ | 163.244.62.140
  • আরে ১৫ পার্ক বেশ বাজে। কিন্তু ঐ যে ঐখানটা , যেখানে শেফালী ছায়া রাহুল বোসের মুকের ওপর পড়ে লাল-রঙ্গা নাক , থরোথরো ঠোঁট আর জলজলে চোখে পুরোনো প্রেমের কথা জিগিয়ে যাচ্চে । শুধু ঐটুকুতে আমি কেমন তর হয়ে গেছিলুম।

    আর পারমিতার একদিনে সোহিনী হালদার(?) নাইটি পরে বসে গাইছে রিদ অ অ য় আমার প্র কা শ হল। ব্যাস শেষ।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৯ | 143.111.22.23
  • যাক কেউ জিগালো, নইলে বলতে পারছিলাম না ;-)

    আরে সবাই দেখে নিয়েছে এদ্দিনে, আমিই এতদিন বাদে দেখলাম। "পারমিতার একদিন" আর "১৫, পার্ক অ্যাভিনিউ"।
  • P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৫ | 163.244.62.140
  • আরে আম্মো। পিটার ব্রুকের মহাবারাতা দেখে।
    র‌্যাদার দেখতে বসে মিনিট পনেরো দেখে বন্ধ করে দিয়ে।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৫ | 198.82.20.74
  • কি সিনিমা? শুনে রাখি যাতে ভুল করেও না দেখতে হয়। ঃ)
  • a x | ২১ সেপ্টেম্বর ২০০৯ ২০:০২ | 143.111.22.23
  • দুখানি অতি ঝুল সিনেমা দেখে প্রচন্ড খচে আছি।
  • Du | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩৮ | 71.252.222.137
  • মিঠু আর আজ্জো দুজনেরই বাড্ডে হয়ে গেল? যাঃ
    দুজনেরই অনেক অনেক হ্যবাড্ডে হোক।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৩৭ | 198.82.20.74
  • মামীকে হ্যাপি বাড্ডে। চাট্টি ট্যাংরার ঝালঝাল লাল ঝোল রেখে গেলুম। মাছ আনতে গিয়েই দেরি হলো।;-)
  • dipu | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৩ | 59.93.160.149
  • আজ্জোদা ও মিঠুদিকে বিলেটেড হ্যাবাড্ডে ঃ-)
  • stoic | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৭ | 160.103.2.224
  • বাপরে, হপ্তা দুয়েক গুরু/ভাট/টই তে না আসতে পেরে ব্যাপক পেছিয়ে পড়েছি। ঃ-(

    কালকের ম্যানচেস্টার ডার্বি নিয়ে অজ্জিত/অর্পণ কিছু বল্লে না? ফাটাফাটি ম্যাচ হল কিন্তু। ঃ-)
  • M | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০০ | 59.93.213.64
  • যার যার জম্মোদিন চলে গেলো, যাদের আসছে,সব্বাইকে শুভ জম্মোদিন।
  • rabaahuta | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৪ | 117.96.52.115
  • শমীক আছো? মেল করেছি একখান
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৮ | 219.64.11.35
  • পাল্লিন,

    আগামী ইস্যু থেকে।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৭ | 219.64.11.35
  • মামী,

    বিলেটেড জন্মদিনের শুভেচ্ছা। আজকের চিকেনটা তোমার নাম করে খেয়ে নিলাম।
  • em | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৪ | 117.99.172.99
  • মিঠুকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা টাটকা ঈদ শুভেচ্ছা সহ।

    ওমনাথের বিরিয়ানি কদ্দূর হল?
  • Blank | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৮ | 59.93.203.57
  • মামী রে হ্যাপি জম্মদিন এ আমার সেই পুরনো ফ্রায়েড রায়েসের রেসিপি দিলুম
  • P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪২ | 163.244.62.136
  • জানি নার গুরুর ক্যারেকটারাইজেশান সম্পর্কে ন্যাড়াবাবুর সাজেশান খুব স্ট্রংলি সেকন্ড কল্লুম।
  • P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪১ | 163.244.62.136
  • আর যে সব লোকজন কাগুজেগুরু নামক বুনোমোষ তাড়াচ্চে(হ্যাট্‌স অফ টু দেম) , তাদের জন্যে একটা কোচ্চেন ছিল।
    খুবই লজ্জার ব্যাপার যে আমা হেন ল্যাদখেগো পাব্লিকের গুরুর গ্রাহক হতে পাক্কা দুটি মাস লাগল। এর মাঝে গুরুর দুটি সংখ্যা ছেপে বেইরে গ্যাছে। এইবার পোশ্নো হল আমি যে গুরুর ছটি ইস্যু পেতে চলেছি , সেইটি কি প্রথমটা থেকে শুরু হবে নকি না কি আগামী মাসের ইস্যু থেকে ?
  • P | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৩ | 163.244.62.136
  • আজ্জো আর মামীকে বিলেটেড জম্মদিনের শুভেচ্ছা।

    মামী মাঝেমাঝে এদিকে আসো না কেন ? আমার বহুকাল অর্কুটে ঢোকা হয় না অতএব খবর নেওয়াও হয় না।ঈশেন ডাহলিং এ ,পোস্ট পল্লে পিলিজ মামীকে বলে দিও যে ভাটপাতা মাজেমাজেই মামীর জন্যে নুকিয়ে নুকিয়ে চক্ষের জল ফেলে।
  • Blank | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৯ | 59.93.203.57
  • আমাদের কথা অতি খাজা লেখা। সারাক্ষন আমার খোকা, আমার গোপাল , উফ্‌ফ্‌ফ
    বিরক্তিকর পুরো
  • omnath | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৯ | 117.194.195.170
  • আমি দেখেছিলাম ছাপা গুরু। বর্ণপরিচয়ের একটা স্টলে। আমি পাইদিকে নৈতিক সমর্থন দোবো।

    মলয়বাবুর একটা কবিতা সমগ্র আছে মার্কেটে। এমনকি আমার কাছেও। প্রবল বেগুনী কাভার। ঃ-)
  • rokeyaa | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৯ | 203.110.246.230
  • পাই দিদা, অন্ততঃ "নৈতিক দায়িঙ্কÄ স্বীকার' করে পদত্যাগ করো ঃ)
  • pi | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৫ | 72.83.75.193
  • দমদি, তুমি স্টল খুঁজে পাওনি, সেজন্য ও আমি ক্যাল খাবো ? ঃ)
    এখুনি ফোন করে আবার কনফার্ম করলাম। দু জায়গাতেই।
    ৮ নং অক্ষর, ১৭০ নং বর্তিকাতে ( বাংলা অ্যাকাদেমির পাশের স্টল বলে জানালো) তো বই ছিল । কিছু বিক্রি ও তো হয়েছে বলে দুই স্টলের লোক ই জানালেন। ঃ)
    এবার তাঁরা কিছু ভুলভাল যদি বলে থাকেন, জানিনা। কিন্তু কিন্তু তার জন্য ও আমি ক্যাল খাবো ? ঃ)

    আর স্টলগুলোর নং বোধহয় অর্ডারে ছিল না। কিন্তু তার জন্য ও কি আমি ক্যাল খাবো ? ঃ)
  • d | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১১:২০ | 121.245.14.61
  • এই তেকেনা,

    "কালো বরফ' পাওয়া যাচ্ছে গো। ঐ "নয়া উদ্যোগ' এর দোকান আসলে বিধান সরণীতে চলে গেছে। কাল পরশু গিয়ে তুলে আনবো।
    আর একটা প্রচন্ড ইন্টারেস্টিং বই কিনেছি। বিভিন্ন লক্ষণ দেখে "নারী' বিচার। আমি আর স্যান অনেকক্ষণ হ্যা হ্যা করে খিল্লি করলাম বই টা নিয়ে। তারপরে আমি কিনেই ফেললাম। উফ্‌ কি সব মণিরত্ন ছড়িয়ে আছে পাতায় পাতায়। ঃ)))))))))))))))

    বিক্রম,

    হাসান আজিজুল হকের গল্প সংগ্রহ প্রথম ও দ্বিতীয় খন্ড পাওয়া যাচ্ছে দেখলাম।
  • tkn | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৪ | 122.162.42.61
  • বইটা যখন কিনেইছ তখন দু চারটে ছড়া শোনাও না কেন দ?
  • d | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫০ | 121.245.14.61
  • মলয়বাবুর কবিতা সম্পর্কে আজ্জোর সাথে ক।

    হ্যাঁ পিন্টু আপনার সাথে এবং শমীকের সাথে একমত, বিজয়া রায়ের লেখাটা অতি জালি। ঐ ছবিগুলোই যা দেখতে ভাল লাগত। তাছাড়া অতি বাজে লেখা।

    আপনার কি ডানদিকে বাংলা আসছে না? তাহলে "বাংলা লেখার নতুন কল' খুলে দেখুন তো লিখতে পারেন কিনা। ওটাও যদি না খোলে তাহলে একটু জাভা নামিয়ে দেখুন, ঠিকঠাক লিখতে পারবেন।
  • Bratin | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৪ | 117.194.98.151
  • আজকে বোধহয় বেশীর ভাগ দোকান বন্ধ....
  • Pintu | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩১ | 84.75.109.70
  • কি জালি ---- কি জালি ।।
  • Pintu | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৯ | 84.75.109.70
  • আমদের কথ-র সাথে দেশ এ কিছু ছবি-ও বেরোতো। অমিল্য ওল্লেতিওন থেকে বোধ-হোয়। গুলো-ই এক্মত্রো ইন্তেরেস্তিঙ্গ ছিলো।। লেখ ত জোঘোন্ন্যো। অত্যজিত ঋঅয় কোম, ইজোয় ঋঅয় অর অবু (অন্দিপ রয়) বেসি।।।
  • d | ২১ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৪ | 121.245.14.61
  • অভ্যু কি আজকাল পাঁঠা সাপ্লাই দেয়?
  • d | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৯ | 121.245.14.61
  • আচ্ছা আমি না ভুলে গিয়েছিলাম, শনিবারে মিঠুর জন্মদিন ছিল।

    স্যান খুবই পুঁচ্চিমত একটা পিচ্চি মেয়ে। দেখলেই মনে হয় এক্ষুণি "আমায় বেলুন দাওওওওওওও' বলে চিল চীৎকার জুড়ে দেবে। সুদীপ্ত অবশ্য বেশ গম্ভীরপ্রকৃতির বালক।

    সেই বর্ণপরিচয় বইমেলায় "বর্তিকা' কিম্বা "অক্ষর' কারো স্টলই খুঁজে পেলাম না (ইপ্পিকে ক্যালালে হয়)। মাঝখান থেকে খুঁজতে গিয়ে জনৈক অ্যাসপির‌্যান্ট কবি, যিনি নাকি নিজের কবিতার বই বের করবেন বলে পুরানো দেশ ইত্যাদি বিক্রী করার চেষ্টা করছেন, তাঁর হাতে বহুত নাকাল হয়েছি। শেষপর্যন্ত একটা অতি খাজা ছড়ার বই কিনে ছাড়া পেয়েছি।
  • Bratin | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫১ | 117.194.98.72
  • 'আমাদের কথা' নিয়ে কেউ জানতে চাইছিলেন। আমি পুরোটা না হলে ও বেশ কয়েক ত সংখ্যা পড়েছি দেশে জখন বেরোত।

    ১। অনেক অজানা তঙ্কÄ এবং তথ্য পাওয়া যায়।
    ২। বলার ভাষা টা চমৎকার।
    ৩। তবে 'সন্দীপ রায়' বেশ খানিক টা 'টেনে' খেলানো হয়েছে। হয়ত মায়ের মন । তাও। মানে বই র 'মোদ্দা' কথা হল সন্দীপ রায় প্রতিভা তে 'সত্যাজিত' বা 'সুকুমার' র থেকে কোন অংশে কম নন
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:৪৫ | 71.62.121.158
  • ঃ-)
  • pi | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:৪৪ | 72.83.75.193
  • হ্যাঁ, আর দুখিয়ার তো আর দুখের অন্ত ই নাই ।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:৪২ | 71.62.121.158
  • য়া দিয়ে শেষ হলেও হয়। যেমন চিড়িয়া, ধনিয়া, ফুলিয়া। এদের সবার খুব দুক্কো।
  • rokeyaa | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩৫ | 203.110.246.230
  • কই, আমার নাম তো না দিয়ে শুরু না!
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৭ | 71.62.121.158
  • না দিয়ে নাম শেষ হলেই দেখেছি প্রেম ভেঙে যায়।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৪ | 72.83.75.193
  • শমীকের ঐ রোকেয়াবিবি কে কে করে হেদিয়ে মরা আর রোকেয়ার এই জানিনা দিদিকে না জানা... দুটো ই হেব্বি সুইট ব্যাপার। ঃ)
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:২১ | 71.62.121.158
  • কিস্যু হস্যেনা। ফেল।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:২০ | 71.62.121.158
  • ikire bhaai, ingreji dyaakhaay kyaan?
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:২০ | 71.62.121.158
  • Testing
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৯ | 71.62.121.158
  • আমি এখন ইউনিকোডে টাইপাবো। টেস্টিং। সঙ্গে থাকুন। ঃ)
  • ani | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৮ | 61.0.138.45
  • সন্তোষ দত্ত ছাড়া ফেলুদা - মোটেই পোষায় না .. ঐ আসল ইউ এস পি ;)
  • ani | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৪ | 61.0.138.45
  • ওহ তাই নাকি?! দেশ তো পড়িনা, তাই জানতাম না ...
    শমীকদা, না দেশের বাইরে থাকি না, তবে কলকাতায় এসে আজ ঐ বইমেলাতে গিয়ে দেখছিলাম আরকি
  • omnath | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৩ | 117.194.193.109
  • টিনটোরেটোর যীশু, সিডি বেরিয়েছে, বাংলা টরেন্টেও এসে গেছে। দ্যাখো আর গালি দাও। ঃ-)
  • ani | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৮ | 61.0.138.45
  • য়া (ya) টা কোথায় ঘাপলা হয়ে যাচ্ছে রে বাবা ?!
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৭ | 122.162.75.240
  • বিজয়া রায় (bijayaa raay)। এত চাপ কীসের?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত