এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৮ | 144.160.5.25
  • শ্রাবণী, যা ইচ্ছে লিখতেই তো বিকল্প লেখাপত্তরের টইটা বলছে। কোনোদিকে না তাকিয়ে ঘ্যাজম্যাজ করে, ঠাশঠাশ করে, খটাখট করে লিখে যাও।
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৬ | 170.153.65.102
  • দুগ্গাপুর থেকে কোলকাতা দেখা যায়!!! এতো জ্যান্ত হাবল
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৯ | 61.95.144.123
  • ওই পেল্লায় চীনে ঘুড়ির সাইজের ঘুড়ি হলে তোমাকে শুদ্ধু উড়বে না ভাবছো?
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৯ | 71.62.121.158
  • কম্পুটা খামোখাই বসে গ্যালো।
    যাক, আমার হয়ে অজ্জিতদা বলে দিয়েছে। ঃ)
    ঘুমোতে যাই।
  • intellidiot | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৮ | 117.194.67.19
  • কাল দুগ্গাপুর থেকে কলকতা পর্যন্ত দেখলাম জ্যাম কাকে বলে।
  • intellidiot | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৮ | 117.194.67.19
  • চলে এলাম কোলকাতা ঃ-)

    দ-দি, ফাইনালি ২৫ শে যাচ্ছি পুণে। রোব্বারে ফেরত। শনিবার ফাঁকা। কি কি আছে দেখার বলে দাও দেখি ঝটপট।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৪ | 144.160.5.25
  • "ঢাউস' গল্পটার নাম। কিন্তু অজ্জিত ভাবছে ঘুড়ি আমাকে শুদ্ধু আকাশে উড়ে যেতে পারে!!!?? আহা অজ্জিত কি ভাল ছেলে গোও। এরকম ভেবেছে বলেই আমি অজ্জিতকে এক ভাঁড় পান্তুয়া খাইয়ে দিতে পারি।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৩ | 61.95.144.123
  • চিলে করে ঢিলিমিলি
    কোয়াড়ে দেয় টান
    ঢাউস ঘুড়ি উঠে বলে
    আরো সুতো আন।

    ঘুড়ি নিয়ে ছোটবেলায় পড়েছিলুম - সম্ভবতঃ ভোম্বল সর্দার।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১২ | 122.173.181.242
  • শ্রাবণী

    ঃ-)).. একদম..
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১২ | 61.95.144.123
  • এই সেরেছে - প্রথমজন যদি ৯৮ পাস-আউট কার্টুন চক্কোত্তি হয় তাইলে সে কবিতা লেখে জানতুম না তো - ঘ্যামা তবলা বাজায় জানতুম। আর না হলে আরেকজন হল - সেও চক্কোত্তি।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১০ | 61.95.144.123
  • XOR cipher ইউনিক তো হবেই - আউটপুট যদি ইউনিক না হয় তাইলে ডিক্রিপ্ট করতে গিয়ে ঘেঁটে যাবে তো - এই সহজ জিনিসটা কেন মাথায় আসছিলো না?
  • kc | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:১০ | 213.132.250.2
  • গুচতে কৌশিক আছে মেলা।
    দুজন কৌশিক চক্রবর্তী, একজন কবিতা লেখেন, আমেরিকায় থাকেন, শিবপুরের ছাত্র, আরেকজন এই অধম, বেসিকেলি কিছুই পারিনা। দুজন আছেন কৌশিক চ্যাটার্জি। একজন কৌশিক সর্বাধিকারি, ডাক্তার মানুষ, হালে এক দাশগুপ্ত এসেছেন। এছাড়াও আছেন আরো দুজন।
    এক্টা কৌশিক ভাটও নামতে পারে। ঃ)))
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৮ | 61.95.144.123
  • আর একবার টেনিদার ওই গপ্পোটাও পড়ে ফেলা ভালো - ঢাউস ঘুড়ি নিয়ে;-)
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৮ | 124.124.86.102
  • আচ্ছা এই যে "কবিতার সমালোচনা" (জানি কবি নিজেই শুনতে চেয়েছেন!), "বিকল্প লেখাপত্তর" এর মত গ্রাম্ভীর আলোচনা অর্থাৎ আজকাল এই যে লিখতে শেখাবার আসর বসছে এতে সীজনড সত্যিকারের লিখিয়ে দের তো অসুবিধে নেই (তাদের জন্য কাগুজে আছেঃ))।
    কিন্তু যারা ইচ্ছেমত মাঝেসাঝে লেখে নিজেদের মত করে(লোকে পড়ল তো পড়ল, না পড়লেও ক্ষতি নেই) তারা এরপরে লিখতে পারবে!
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৭ | 61.95.144.123
  • আরে না, ঘুড়িকে। ধোলাই, বা ধরাই হল ওড়ানোর সময় যে হাতে করে আকাশে তুলে দেয় একজন - সেইটা। ঘুড়ি ওড়াতে শেখার অন্যতম ক্রাইটেরিয়া হল লিঙ্গো শেখা - ধোলাই, কান্নিক ইত্যাদি;-)
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৬ | 128.128.250.98
  • দমদি, সাজেশন গুলো যেন কী কী ছিল ? আর, তাদের মধ্যে থেকে কোনটিকে তুমি ফাইন্যালি পিক আপ করেছিলে ? মানে প্র্যাকটিকাল পরীক্ষার অ্যাসিড টেস্টে কোনটা পাশ করেছিল ?

    অপ্পন, কালাতিপাত আর মশা মেরে করছি কই, ভাট মেরে মেরেই ই তো করে চলেছি ঃ(
    কাল সকালের ফ্লাইট পেলে হয় ! ঃ((
    সক্কলকে গুন্নাইট।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৫ | 144.160.5.25
  • ধোলাই!!! আমাকে???
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০১ | 71.62.121.158
  • দমদি ঘুড়ি ওড়াতে চাইলো? কেউ ধোলাই দিয়ে দাও। ঃ-)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০০ | 122.173.181.242
  • দুটো থেকেই বা কি হবে? সামনের বারান্দায় উঃ কুঃ চাই তো। তবে নারকোল ভাঙার প্রশ্ন মনে হয় দ-র আমি জাস্ট শিখে নিলুম ফাঁকতালে ঃ-)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৯ | 122.173.181.242
  • অ। মনে ছিল না, মনে পল্ল ঃ-)
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৯ | 71.62.121.158
  • ওটা সবচে ভালো হলো হাতেকলমে করে দেখা। নারকেল আছে হাতের কাছে? গোলচে পেপার ওয়েট হলেও হবে।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৭ | 61.95.144.123
  • "এবার কালী তোমায় খাবো' সিনটা মনে পড়ে? রিনা ব্রাউনের ছোঁড়া নারকোলের কি গতি হয়েছিলো?
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৭ | 71.62.121.158
  • অকেশনালি নারকেল কুড়োনো ইত্যাদি করা আর মেয়েদের ঘুড়ি ওড়াতে না দেখা, এই দুটো সেট কি মিলে যাচ্ছে? ইন্টারেস্টিং। কারণ আম্মো দেখি নি। ঃ)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৬ | 122.173.181.242
  • এট্টু বলে দিতে কি হয়??? সিনেমাটা দেখতে আবার অনেক হ্যাপা।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৫ | 144.160.5.25
  • কিন্তু গুচতে সত্যিই কজন কৌশিক আছে রে?
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৪ | 216.52.215.232
  • যাঃ। আমি করেছিলাম। ঃ-)
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫২ | 124.124.86.102
  • হ্যাঁ সেদিনে যেমন আমাদের কলকাতা অফিসের কথা পুরোটা না ভাল পড়েই এখানে লোকে মন্তব্য করল, "নিশ্চয়ই সরকারী অফিস!"ঃ)
    আমি কিন্তু লেখার শুরুতেই liason office কথাটা উল্লেখ করেছিলাম, কেউ খেয়াল করেনি বা বোঝেনি।
  • Samik | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫১ | 122.162.75.104
  • ই কী রে! সপ্তপদী স্টাইল জানে না!!

    সিনেমাটা দ্যাখো গে আবার।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫১ | 128.128.250.98
  • কেন, দুটো চোখ হলেও তো দেখতে পেত। একচোখো হলেও পেত, তবে অবিশ্যি তখন দেখে টেখে বেছে বেছে দীপুবাবুর মাথায় ই পড়তো । একচোখো হলে যা হয় আর কি । ;-)
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫০ | 122.173.181.242
  • সপ্তপদী স্টাইলটা কি?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৯ | 122.173.181.242
  • হ্যাঁ, কাল প্রিন্স আনোয়ারের বাইপাসের জোড়াতে ট্যাক্সি স্ট্যান্ডে সারারাত হল্লা চলেছে। এখন পুজো হচ্ছে ঢাক বাজিয়ে। বিশ্বকর্মা প্রতি বছর বড় হচ্ছেন ঃ-)
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৮ | 61.95.144.123
  • ও বিনা অস্ত্রে নারকোল ফাটাবে? সে অনেক উপায় আছে। এক নং হল সপ্তপদী স্টাইল। দুই নং হল উঠোনে শানের ওপর গদাম করে মারো (হাতে ধরে) - একটা ফাটল হবে - তাপ্পর টেনে খুলে ফ্যালো।
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৭ | 124.124.86.102
  • ঘুড়ি তো বিকেলে উড়বে, সকালে ছুটি থাকে নাকি?
  • dipu | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৭ | 207.179.11.216
  • কারোর মাথায় কখনো গাছ থেকে নারকোল পড়েছে? ছোটবেলায় আমার এমত প্রশ্নের জবাবে বয়স্কা আত্মীয়া জানিয়েছিলেন নারকোলের তো তিনটে চোখ, তাই নারকোল দেখতে পায়, তাই কক্ষণো কারুর মাথায় পড়ে না।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৬ | 61.95.144.123
  • কিন্তু ট্রান্সপোজিশনে এনক্রিপশনের পর ছোট হবে কি? সেটাও আবার চাই।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৫ | 122.173.181.242
  • কিঁউ কি বেশিরভাগ ক্ষেত্রেই জেনারালাইজ্‌ড স্টেটমেন্টের উল্টোটাই সত্যি হয় ঃ-)

    সরকারী কর্মচারী মাত্রেই ঘুষ নেন - এটা ভীষন রকমের জেনারালাইজড স্টেটমেন্ট। কিন্তু আমি লেটলি দুবার ভবানীভবনে গিয়ে PCC বার করেছি। ভদ্রলোক একটু ঘুরিয়েছেন ঠিকই, কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়, এবং মোটেই ঘুষ নেননি। যদিও আমার সঙ্গেই ওয়েট করা একজ্‌ন ভদ্রলোক তার স্ত্রীকে দিব্যি বলছিলেন "চেহারা দেখলেই বোঝা যায় ঘুষখোর। দু পয়সা না দিলে ছাড়বে না কাগজটা"। তা তিনিও এক পয়সা না দিয়েই আমার পাশে দাঁড়িয়ে সই সাবুদ করে PCC নিলেন।
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৫ | 144.160.5.25
  • নারকোল কুড়ানো, মানে গাছতলা থেকে কুড়িয়ে আনা? ও তো আমি কত্তবার করেছি। নাড়ুর জন্য কুরিয়েওছি। মানে ঐ ট্র্যাডিশানাল তিনঠেঙো কুরুনি দিয়েও কুরিয়েছি আর এখন বিগবাজার থেকে কেনা হাত ঘুরুঘুরু টাইপ কুরুনি দিয়েও কুরাতে পারি।

    আর ইপ্পি, আমাকে মোটেই কেউ নারকোল কুরানোর ফান্ডা দেয় নি। ওটা আমার দরকারই ছিল না। সমস্যাটা ছিল নারকোল ভাঙা এবং জলটা সংগ্রহ করা। আমার কাছে হাতুড়ি, দা, শিলনোরা কিছুই নাই। আর দোকান থেকে নারকোল ভাঙিয়ে আনলে জলটা পাব কী করে? এই মর্মে পরামর্শ চেয়েছিলাম।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৫ | 61.95.144.123
  • হুম্‌ম্‌ম সেটাই ভাবছি। সময় কম বলে জনতা লিখতে চাইছিলো না।
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
  • গরফা মেন রোডে পোচুর ঘুড়ির দোকান দিয়েছে। আনোয়ার শাহ কানেক্টারেই দেখলুম লোকজন রাস্তার ওপর ঘুড়ি ওড়াচ্ছে। কাল বাঁশদ্রোণী বাজার পেরোতে লেগেছে কুড়ি মিনিট - কার্টেসি বিশ্বকর্মা মূর্তির দোকানের ভিড়। ওই রাস্তায় তো পঁচিশ বছর যাতায়াত করেছি - বিশ্বকর্মা মূর্তির দোকান এরকম দেখিনি। লক্ষ্মী/সরস্বতী পুজোর আগে এরকম দোকানের লাইন লাগতো। বিশ্বকর্মা কি সাব-অল্টার্ন হইতে মেনস্ট্রীমে আসিতেছেন?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪২ | 128.128.250.98
  • * কুরানো
    ঃ(
  • nyara | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪২ | 64.105.168.210
  • তুমি বলার পরে মনে হল, পাসওয়ার্ড সেফরা ঐ ব্লোফিশ, টুফিশ এগুলো ব্যবহার করে।

    যদি সিকিউরিটির গল্প না থাকে তো নিজের এনক্রিপশন বানিয়ে নাও। সবথেকে সোজা তো ট্র্যাসপোজিশন। ইনপুট স্ট্রিং ইউনিক হলে আউটপুটও ইউনিক হবে।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪০ | 122.173.181.242
  • ঘুড়ি এখানে এখোনো তেমন উড়তে দেখছি না। ছোটোবেলা নেই আজকাল। সবই স্কুলবেলা আর চাকরীবেলা আর তার মাধ্যেই ঢুকে যাচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান বেলাও ঃ-(((
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
  • সিকিউরিটির জন্যে চাই না - একটা ইউনিক আইডি চাই - যেটা টু ওয়ে হতে হবে (অর‌্যাকলের রো-আইডির অল্টারনেটিভ হিসেবে ব্যাভার হবে অন্য ডিবিতে)। নেটে অনেক নাম পাচ্ছি - সার্পেন্ট, ব্লোফিশ, টুফিশ - কিন্তু এগুলো বেশ হেভিওয়েট। XOR cipher ভাবলুম - খুব সোজা, কিন্তু মনে হয় ইউনিক হবে না।
  • nyara | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৮ | 64.105.168.210
  • ওপেন সোর্স পাসওয়ার্ড সেফ ধরণের অ্যাপ্লিকেশনে দেখতে পার ওরা কি ব্যবহার করে।
  • shrabani | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৮ | 124.124.86.102
  • আচ্ছা আমার কেন কোনো জিনিসে জেনারালাইজ স্টেটমেন্ট শুনলেই ভুরি ভুরি এক্সেপশন মাথায় গজগজ করে আর তখন মনে হয় আসলে উল্টোটাই সত্যি!

    আজকাল চাকরি করা মেয়েদের রাত করে ফেরাটা খুব আম ব্যাপার, কেউ এ নিয়ে মাথা ঘামায় বলে মনে হয় না।
    আমাদের গৃহিণীদের এরকম অফিস টাইমের জন্য কাজের মেয়েদেরও নিজেদের টাইম স্লট ফ্লেক্সিবল করতে হয়েছে। এদিকে অনেক কাজের মেয়েদেরই দেখা যায় রাত্রি নটা দশটা করে বাড়ি ফিরছে।
    অবশ্যই নিরাপত্তার ব্যাপারটা আসে সবার ক্ষেত্রেই তাই আমি আমার রান্নার মেয়েকে এক্সট্রা টাকা দিই এই কড়ারে যে রাত্রে তাকে তার স্বামী এসে নিয়ে যাবে। অনেকসময় সেরকম হলে তাকে ছেড়ে আসার ব্যবস্থা করি। এরকম কিছু ব্যবস্থা তারাই করে নেয়, দলবেঁধে বাড়ি ফেরে ইত্যাদি।

    বাড়ির কাজে ছেলেদের কনট্রি ও অনেক বেশী হয় দুজন চাকরি করার ক্ষেত্রে। খুব কম মেয়েরাই ভাল বেসেও অষ্টপ্রহর ঘর বাহির সব কাজ করছে এরকম দেখা যায়।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৮ | 128.128.250.98
  • এবং নারিকেল কুড়ানো ।
    জন্ম ইস্তক দেখে আসছি এই ডিপার্টমেন্ট টা কী ভীষণভাবে মেল ডোমিনেটেড। বাবা, দাদা , বর।
    এই মেল ডোমিনেশনের বিরুদ্ধে একটা পোবোল পোতিবাদ ঠুকে গেলুম।
    ভাল কথা, নারকেল কুড়ানো মেড ইসি এই ভাটের জনতা ই একবার দমদিকে লিখে দিয়েছিলো না ? সেটা কবে ? পাওয়া যায় একবার ?
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৭ | 122.173.181.242
  • ও হ্যাঁ, সহৃদয় সঙ্গীটাও আমি ঈশানের বক্তব্য থেকে বলেছি। ঐ রাত করে বাড়ি ফেরা ইত্যাদি নিয়ে সুবিধা অসুবিধার কথাতে। ইনফ্যাক্ট লক্ষ্য করে দেখ, আমি সহৃদয় স্বামীও বলিনি। ওটাও উভয়তঃই, এটাই বুঝিয়েছি।
  • nyara | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৬ | 64.105.168.210
  • এনক্রিপশনে আমার ফান্ডা লবডংকা। তবে যেটুকু জানি ডিক্রিপ্টেবল এনক্রিপশন সিকিউরিটির দিক থেকে নড়বড়ে।

    নেটে টু-ওয়ে এনক্রিপশনের অনেক অ্যালগো পাবে। আমি আমার কাজ করা বিভিন্ন কোম্পানিতে যা কোড একজ্যাম্পল দেখেছি, কোনোটাই খুব কম্পিউটেশনালি এক্সপেনসিভ নয়।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৩ | 216.52.215.232
  • অক্ষদা, রাত বারোটাতেও আমার গাড়ি দরকার হয়। ধর্ষিত হবার ভয় নয়। কিন্তু দুষ্কৃতীর আক্রমণে প্রাণহানির ভয় তো আছে।
  • tkn | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩২ | 122.173.181.242
  • ঘুড়ি ওড়ানোর প্রথমিক শর্ত

    ১। লাটাই ঠিক করে ধরতে শিখতে হবে (ঐ তেল দিয়েই বন্ধুদেরকে কনভিন্স করতাম যে আমিও পারি)

    ২। মাথায় অল্প তেল থাকা চাই, যাতে ঘুড়িটাকে বেশ সিজন করে নেওয়া যায় আকাশে তোলার আগে

    ৩। কড়া মাঞ্জার সুতোয় হাত কেটে গেলে ট্যাঁ ফো, তুলো, স্যাভলনের দিকে তাকানো যাবে না।

    ৪। ছাদ যোগাড় করতে হবে যা ন্যাড়া নয়

    ৫। ঘুড়ি নিজেকে কিনে আনতে হবে

    ঃ-)))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত