এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৭ | 59.164.188.225
  • আমি     যে   "কেভ্রলয়ে'    মানে জিজ্ঞেস        কল্লুম - কেউ      বল্লো           নি!
  • tkn | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:২২ | 122.161.165.72
  • আমি        পুরোপুরি        একমত
    তেকোনা      অনেক      বেশি      ভালো
    টিকেনও      খুব      পছন্দের

    (কি ভালো দেখাচ্ছে ঃ-)))))) )
  • d | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৬ | 117.195.41.70
  • ঠিক হ্যায় অর্পণ।

    সেকি ডিডি আপনি সেদিন বোঝেন নি?
    হুঁ তেকোনা নামটা বেশী ভাল।
  • Arpan | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৪ | 122.252.231.12
  • দমু, ডিটেলসে আমাকে একটা মেল কোরো। একজনকে ফরওয়ার্ড করে দেব। সে বোধহয় হেল্প করতে পারবে।
  • dd | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:১০ | 122.167.27.113
  • অ। বুইলাম।
    স্যার তেকোনা হচ্চেন স দা রা।

    কিন্তু তেকোনা নামটা অনেক বেটার।
  • d | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৫ | 117.195.41.70
  • শমীকও কি সোন্দর মানেবই ল্যাখে গো!!
  • d | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২২:০২ | 117.195.41.70
  • হুঁ আমিও খুঁজছি। কিন্তু এখনও ডিতেল ইনফো পাই নি বলে জুৎ করে খুঁজতেও পারছি না।
  • arjo | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৮ | 168.26.215.13
  • আমি কোনদিন কাজ করি নি। কিন্তু এমন টুল আছে দেখেছি। নাম ধাম যোগাড় করতে পারলে জানিয়ে দেব।
  • d | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৯ | 117.195.41.70
  • আচ্ছা এখানে কেউ কখনও কোন নেটওয়ার্কের প্রোজেক্টে কাজ করেছে? মানে টেলিফোন, ব্রদব্যান্ড ইত্যাদির নেটওয়ার্কের পারফরমেন্স মনিটর করার জন্য কী কোন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পাওয়া যায়?
  • Bhuto | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩১ | 203.91.193.7
  • ......
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৮ | 59.164.188.225
  • "কেভ্রলয়ে' মানে কী?
  • Samik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৫ | 219.64.11.35
  • দীপু স্পেস লিখতে শিখে গেছে, কিন্তু স্পেসের কোড লিখতে শেখে নাই। ঃ-)))
  • d | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:২১ | 117.195.41.70
  • ক্কি ক্কান্ড! সবাই মিলে দীপুবাবুকে কিরম চুপ করিয়ে দিয়েছে। বেচারার নাম আছে, বাণী নাই, 'ফোঁওওওওওওওস্‌স্‌স
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:১০ | 12.163.39.254
  • বুনাম্ভুল কেন হয়, টের পেয়েছি। বুনান ডানদিকটা দেখেনা। আম্মো না। ঃ)
  • Kaushik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৭ | 59.93.197.129
  • tknদি,

    gmail টা একটু check কোরো সুযোগ পেলে...কেমন?
  • Samik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৫ | 219.64.11.35
  • ভেঙে মোর বানান-চাবি ভেগে যাবি নে' আমারে ...
    না পেলে তোমার ল্যাখা একা একা আপিস-দুপুর কাটে না রেএএএএ ...
  • tkn | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:০২ | 122.162.42.123
  • আর দীপুজী, হামনে পারমিশন স্লিপ লে কে রক্‌খা হ্যায়, যেখানে যেমন খুশি কী লাগাব ঃ-) তাতে তালা খুল্লো তো খুল্লো না খুল্লো তো ... অন্য কি-টা লাগালেই হল

    ই কি কম পড়িয়াছে? ঃ-)))))
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:০১ | 59.164.188.225
  •  
  • tkn | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:০০ | 122.162.42.123
  • দীপুকে দেখেই কবি গেয়েছেন

    দূর রহ কর না করো বাত করিব আ যাও ঃ-))
  • tkn | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৯ | 122.162.42.123
  •    ইভাবে?
    বাব্বা!!! কি কঠিন!
    এচ্চে গ            প লেখা ঢের সোজা ঃ-((((((
  • Samik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫১ | 219.64.11.35
  • দীপু, আরেকবার চেষ্টা কর।

    এটা ডিকোড কর ঃ

    <&nbsp;>
  • d | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫০ | 117.195.41.70
  • তাহলে দীপুবাবু কী শিখলেন? লোককে স্পেস দিন, কিন্তু বেশী স্পেস দেবেন না যেন। ;-)
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৪ | 59.164.188.225
  • কিন্তু আমি যে স্পেস দেওয়া শেখাতে গিয়ে কেবলমাত্র অনেকগুলো স্পেস দিয়ে ফেললাম, সেটা মোটেই কাজের কথা নয় ঃ-((
  • Samik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৯ | 219.64.11.35
  • ছোটোবেলায় আমারও আরেন্টি হয়ে ওঠবার একটা পোবোল চান্স ছিল। মাত্র পাঁচ বছর বয়েসে একটা কবিতা লিখেছিলাম, আজও মনে আছে, ভবিষ্যতে জীবনস্মৃতিতে লেখার জন্য ঃ

    এক যে ছিল গুপি
    মাথায় ছিল টুপি
    হারিকেন নিয়ে চলত
    ধপাস করে পড়ত।

    অন্ত্যমিল তো ছিলই, অন্তে যে প্যাথোস ছিল ... অফ্‌, বলতে গিয়েই গলাটা কেমন বুজে আসছে।
  • Du | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৬ | 65.124.26.7
  • আমি এককালে ছোটবেলায় একটি কবিতা লিখেছিলাম -
    ---
    নরকের আগুনের মাঝে উঙ্কÄল তোমাকে
    দুরের, বহু দুরের তোমাকে ।

    তো এই নরকের আগুন কথাটা আমার মনে খুব কি একটা ভিস্যুয়াল থেকে আসেনি।
    অনেকটাই এসেছিল হঠাৎ একটা ভয়ংকর শব্দ গুঁজে দেওয়ার ইচ্ছেতে - যেমনটি কবিতায় হওয়া দস্তুর। ( তখন অন্ত্যত ঐরকম কবিতা আমি পড়তে পেয়েছিলাম)
    তো, ঐরকমও হয়। পিনাকী যেমন বলেছে।

    ইশেনের মানেবই আমার মনে হয় খুবই ভাল পদ্ধতি প্রথম কাউকে বোঝাতে। এই ভাষা, এই প্রকাশপদ্ধতি যারা বাংলায় এনেছেন - তারা তো পড়েছেন অন্যেরও অনেক জিনিষ - বিশ্বের নানা দেশের সংস্কৃতির সেই অনুভূতির সবটা কিছু না পড়েই আমরা কি করে সবসময় বুঝতে পারবো তার এসেন্স? তো যে বুঝেছে তার হয়তো বোঝাতে গিয়ে নিজের আনন্দানুভূতির বারোটা বাজবে - কিন্তু লোকশিক্ষে হবে বটে।
  • arjo | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:১২ | 168.26.215.13
  • মানে দুটোই? কী কাণ্ড!
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৭ | 59.164.188.225
  • ওটা কী হবে ঃ-)
  • tkn | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:০০ | 122.162.42.123
  • কাইব্য একাকীই ভালো, দোকাকী হলেই তক্ক হয়ে যাবে...

    (জানি জানি, দোকাকী বলেও শব্দ হয় না, তাতে কি? আমি লিখবই)
  • arjo | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৭ | 168.26.215.13
  • বা লক/লিকার দল সব অসইব্য
    কি থেকে কি হয়
    বয়ে যায় একাকী কাইব্য
  • tkn | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৫৪ | 122.162.42.123
  • এবং তখনই এটা নতুন তর্কে ঢুকে যাবে.. এ কি প্রেম? নাকি কেবলই.. ইত্যাদি।
    মানে, একাই "শ"-এ দীর্ঘই হলে ঃ-)))
  • Arpan | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৮ | 65.194.243.232
  • চ-এর জায়গায় শ বসালে (উইথ আ দিগ্‌ঘী) আরো বহুরূপতা পাবে।
  • intellidiot | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৪ | 220.225.245.130
  • শুধু "নির্বাক বিড়বিড়ের' জায়গায় "নির্বাক চিৎকারে' বসিয়ে দিলেই (উত্তর-)আধুনিক কবিতা হয়ে যাবে
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪০ | 59.164.188.225
  • বাঃ। অন্ত্যমিল আছে।
  • arjo | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩৪ | 168.26.215.13
  • ভাটপাড়া আজ ফাঁকা
    আজ কেউ কবি, না হয় প্রাবন্ধিক
    অথবা হলেও হতে পারত প্রেমিক
    তাই আমি আজ একা।
    নির্বাক বিড়বিড়ে একাই ফাটাই মাইক
  • tkn | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৮ | 122.162.42.123
  • ঘুমাইতে চাই.. কোথায় ঘুমাই..

    ঃ-)
  • arjo | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২১ | 168.26.215.13
  • আজকাল বাজারে এক্ষপেরিমেন্টের কোনই দাম নাই।
    সক্কাল সক্কাল বড্ড ঘুম পাচ্ছে যাই দেখি কোথায় ঘুমোই?
  • arjo | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৫ | 168.26.215.13
  • হ্যাঁ সক্কাল সক্কাল ইমেল চেক করাটা ভালো।
  • Samik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৩ | 219.64.11.35
  • পদ্মা দিয়ে আবাপও পড়া যাচ্ছে, কেবল আ-কার ই-কার ইত্যাদির আগে একটা করে রসগোল্লা আসছে।
  • Samik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৬ | 219.64.11.35
  • আরে সবাইই কি মেল চেকাচ্ছে নাকি?
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৭ | 207.179.11.216
  • অ শমীকদা, একবার মেল চেক করো দেখি।
  • sinfaut | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৯ | 203.91.193.7
  • ও আচ্ছা, বুঝলুম
  • arijit | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৯ | 61.95.144.123
  • ইউনিকোড ভার্সনে গিয়ে করতে হবে - এই আমি করলুম।
  • sinfaut | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৭ | 203.91.193.7
  • Arijit | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.123
  • যেখানে লিখবি সেখানে রাইট ক্লিক করে এক্কেরে নীচের দিকে বঙ্গলিপির অপশন পাবি - এনেবল/ডিসেবল করার।
  • ani | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪২ | 148.87.1.171
  • বেশ কিছুদিন ধরে গুগুল transliteration ব্যবহার করছি - বেশ সুবিধার .. বিশেষ করে bookmarklet দিয়ে যে কেন জায়গায় লেখা যায় বাংলায় / হিন্দিতে
  • sinfaut | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৭ | 203.91.193.7
  • আচ্ছা, এই বঙ্গলিপির ফাফ প্লাগইন দিয়ে কীভাবে লেখে টেখে? ইন্সটল করার পর তো দেখছি ডান্দিকে নিচের দিকে একট বB ছবি নিয়ে বসে আছে। তাতে লেফট কিলিক করলে খয়েরি রংটা কেমন সাদাটে হয়ে যায়। আর রাইট কিলিক করলে help, about, option দেখায়। সেই option এ আছে fontsize & scheme। কিন্তু লিখব কী করে বুঝতে পারছিনা। কেমন নিজেকে টেঃ চ্যাঃ লাগচে। ঃ((
  • Samik | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২১ | 219.64.11.35
  • ঃ-)
  • Arijit | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২০ | 61.95.144.123
  • ওটা ইউনিকোড রেণ্ডারিং-এর প্রবলেম। কিন্তু পদ্মা দিয়ে বাংলালাইভ যা তা রকম ভালো খুলে গেলো, পোস্টও করলুম।
  • dipu | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৬ | 207.179.11.216
  • আমারও আপিসে বাংলায় লেখা মেল ওরকম হ্রস্ব-ই পরে চলে যায়। এমনিতে বোঝা যায়, তবে শমীকদা একদিন মেলে আসলে "খানিক' লিখেছিল, সেটা পড়ে একটু চমকে উঠেছিলাম।
  • Arijit | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৪ | 61.95.144.123
  • জ্জিও - একদম ঠিকঠাক। কেউ বাংলাফন্টনর্মাল ফন্ট না থাকা অবস্থায় ফাফ+পদ্মা দিয়ে বাংলালাইভ খুলে এট্টু টেস্ট করবে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত