ওয়েস্ট বেঙ্গল এখন আর মৃতপ্রায়ও নেই, পুরোপুরি মৃত হয়ে গেছে। যা সব চলছে ...
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৩ | 122.162.42.156
মারুতি থাকবেইইই। দেখোনি অ্যাডে?? যেখানে রাস্তা নেই সেখানেও তারা আছে সার্ভিসের হাত বাড়িয়ে ঃ-))
নয়ডাতে পাঁচ মাথা মেলেনি কোথাও? সেটা ভারতের কত নম্বর পপুলার পাঁচমাথা?
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৯ | 219.64.11.35
নাঃ। হুগলি এখনও অত শহর হয়ে যায় নি যে সেখানে মারুতি সার্ভিস স্টেশন থাকবে। নেই বোধ হয়। থাকলেও খাদিনা মোড়ের দিকে। সে তুমি চিনবে না।
বটগাছ? শনিঠাকুর? হুম্ম্, নাঃ, তাও বোধ হয় নেই। তবে অন্যত্র তো আছেই। আমার বাড়ির পাশেই বটতলায় আছে।
আর পপুলারিটি বুঝলে না? আমি হুগলিতে থাকি(তাম), অতএব ঐ পাঁচমাথার মোড় পপুলার হতেই হবে।
Kaushik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৮ | 125.20.3.146
হুম, বুঝলুম ।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৭ | 124.124.86.102
নাঃ কৌশিক, পুরো সরকারী অফিস নয়! এক গোত্রে ফেললে আপত্তি আছে। তাহলে কলকাতা পোস্টিং এর ওসব ক্রাইটেরিয়া থাকতনা। আসলে কলকাতার অফিসটা (আগেই লিখেছি লায়াজোঁ!) এলেবেলে।
রিজিয়নাল গুলো পাটনা আর ভুবনেশ্বরে, (আমাদের কম্পানি কত প্রোঅ্যাকটিভ দেখেছ? ওয়েস্ট বেঙ্গলে কেউ টিকতে পারবেনা আগেই বুঝে নিয়েছিল।) সেখানে রীতিমত সিরিয়াস লোকজন থাকে, প্রচুর কাজকম্ম হয়।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৫ | 122.162.42.156
পোস্টারে আমির খান? ধুত। আমার ঘরের জানলার পর্দা সরালেই ঋত্বিক রোশন হাসি হাসি মুখে সকাল বিকেল হাই হ্যালো বলে। চাইনা পোস্টার। আর আমি তো শমীক নই যে যার ব্যালকনিতে বসে আছি তার সঙ্গে কথা না বলে হাঁ করে অন্যদিকে তাকিয়ে সময় নষ্ট করব ঃ-))
থাংকু ফর নেমন্ত ঃ-))
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২১ | 122.162.42.156
আর একটা মারুতি সার্ভিস স্টেশনও অবশ্যই আছে। একটা বটগাছ তলার নিচে কয়েকটা নুড়ি এটসেটরা বসানোও আছেই আর তার অন্যদিকে একটা শনিঠাকুরের চটা ওঠা মূর্তিও। থাকবেই মনে হচ্ছে আমার।
কিন্তু এমন অল্প থাকা নিয়ে জায়গাটা এমন পপুলারিটিতে সেকেন্ড বেস্ট হল কি করে?
আঃ, সিনেমা কেন দেখবে? সিনেমার পোস্টারে আমীর খানকে দেখবে। দেড়শো টাকা খচ্চা করে কেউ সিনেমা দ্যাখে নাকি?
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১৭ | 122.162.42.156
তোমার পাড়ায় গিয়ে গল্প না করে সিনেমা দেখব?? কেন? আমার পাড়ায় সিনেমাহল কম পড়িয়াছে না গল্প কম পড়িয়াছে??
ঃ-)
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১৬ | 219.64.11.35
পিপুলপাতিতে কোনও পিপুলগাছ নেই। একটা পেট্রল পাম্প আছে। আর আছে সরস্বতী পুস্তকালয়। মানেবই ছাড়া কিছুতেই বাংলা ইংরেজি বই বিক্কিরি করে না।
পাঁচদিকের দুদিক গেছে হুগলিতে। একদিক জিটি রোড পেরিয়ে হুগলি স্টেশন, আরেক দিক গঙ্গার ধার। বকুলতলা। আমার যৌবনের উপবন।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১৪ | 219.64.11.35
তেকোনা এপাড়াতেও আসো নাকি? তা হলে আমাদের বাড়ির ব্যালকনিতে অবশ্যই নেমন্তন্ন রইল।
অবিশ্যি, এখেনে অপরাজিতা নেই, তবে আমীর খানের সাথে দেখা হলেও হতে পারে, তখন কোন সিনেমা চলবে তার ওপর ডিপেন্ড ক'রে।
বাড়ির সামনেই সিনিমাহল কিনা!
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১৩ | 122.162.42.156
একদিকে হুগলী অন্যদিকে চুঁচুড়া?? বাকি তিনদিক কোথায় যায়?
পিপুলপাতি পিপুলপাতি করতে যাবো চড়ুইভাতি কেমন রেলকম ঝমাঝমের মত একটা জায়গা, মাথায় বাজছে
Kaushik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১২ | 125.20.3.146
Ok, বুঝেছি ।
তো এ নিশ্চয়ই কোনো সরকারি আপিস । না হলে তো এ জিনিস হয় না, শ্রাবণীদি ...
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১২ | 219.64.11.35
মানে, শ্যামবাজারের পরেই পবঙ্গের অন্যতম পপুলার পাঁচমাথার মোড়। আর এদিকে হুগলি ক্রাইটেরিয়াটা কেবল পিপুলপাতির ক্ষেত্রে প্রযোজ্য।
ডিঃ- ডিঃ।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১০ | 122.162.42.156
ইন্টেল, ব্যথাটা খুব বুঝলাম ঃ-) আমি যখনই গ্রেটার নয়ডা ক্যাম্পাসে যাই এত অখাদ্য খাবার দেখি ক্যান্টিনে যে নিজেকে ডায়েটিং-এ ফেলে দিই। সারাদিন মোটামুটি জ্যুস আর ঠান্ডা মিল্ক শেক মার্কা কিছুতে কাটাই। রাতে গেস্টহাউসের খাবারও না খেলেই বাঁচব খেতে হলে মরে যাব টাইপ। তবে দিন দশ পনের ওরকম করে কাটিয়ে দিব্যি ঝরঝরে হয়ে কলকাতায় নামি ঃ-))
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৯ | 219.64.11.35
পিপুলপাতি হল শ্যামবাজারের পরেই পবঙ্গের অন্যতম পাঁচমাথার মোড়, যার এদিকটা হুগলি, ওদিকটা চুঁচুড়া।
Kaushik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৫ | 125.20.3.146
এই মুহূর্তের বিষয়টা জানতে পারি কি? (অজ্ঞতায় দোষ ধরিবেন না)
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৪ | 124.124.86.102
আরে সে হলে তো আমিই যেতাম। কিন্তু ভাল জিনিসের কদর আছে এ দুনিয়ায়? ঐ অফিসে পোস্ট হাতে গোণা। তাও তারা হয় বয়স হয়ে গেছে, নয় কোনো শারীরিক/ফ্যামিলী প্রবলেম আছে অথবা টপ বস তাও পানিশমেন্ট পোস্টিংএ! আমি ওখানে যাবার কথা বললেই ছি ছি করে উঠবে সবাই, এমন করেও কেউ কেরিয়ার বরবাদ করে নাকি এইসব বলে!
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৪ | 207.179.11.216
চুঁচড়ো তে।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫০ | 122.162.42.156
পিপুলপাতী জায়গাটা কোথায়? শুনেই কেমন যাই ঘুরে আসি মনে হয়।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৮ | 122.162.42.156
ডি, ঐ যে "আমারো এত ফোনের গল্প আছে যে টই খোলা যায়" এর উত্তরে প্লিজ, এখনই খুলে গল্প শুরু হোক বলে কাফিলা গমন করেছিলাম। এসে দেখি সে কথা মোটেই কেউ শোনে নি ঃ-(
খুব ভালো খাবার। থাংকু ঃ-))
aishik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৬ | 122.166.22.73
এরকম বোলোনা, আমার কান্না পাচ্ছে ঃ-((
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩৬ | 124.124.86.102
সিরিয়াসলি! আমি ওখানে একদিন দিনভর মিটিং করেছিলাম। শীতের সময়, যা খাওয়াদাওয়া হয়েছিল একেবারে বিয়েবাড়ী! আর চা যা দিচ্ছিল মানে এত ভাল চা খুব কম খেয়েছি। আমাদের ডাইরেক্টর তো মোহিত! ঐ অফিসটা আসলে একটা ফ্লোরের সবকটা ফ্ল্যাটকে এক করে তৈরী। একটা রান্নাঘর আছে পুরো বাড়ীর মত। মিটিং এ রাত হয়ে গেছিল, চারটের পরে আর কিছু খাইনি বলে বেরিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে যাই কিছু বিস্কিট টিস্কিট যদি পাওয়া যায়। আমাকে রান্নাঘরে নিয়ে (বাঙালী দেখে ওরা শুরু থেকেই খুব খাতির করছিল) থরে থরে রাখা ডাব্বা খুলে দিল। আবার একজন এসে বলে "ম্যাডাম ঝালমুড়ি মেখে দেব, খাবেন?"
intellidiot | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১১ | 220.225.245.130
আহাহা, এ তো ড্রিম জব বটে ;-)
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৯ | 124.124.86.102
আমাদের কলকাতায় একটা অফিস আছে লায়াজোঁ অফিস, প্রিটোরিয়া স্ট্রীটে। সেখানে লোকজন সকালে পৌঁছে প্রথমে মুড়ি/ব্রেড মিষ্টি সিঙারা সহযোগে জলযোগ করে। করতে করতেই আলোচনা করে লাঞ্চে কি হবে। তারপর দুজন পালা করে বাজারে যায়। ইলিশের দিনে ইলিশ অন্যসময়ে অন্য ভাল মাছটাছ নিয়ে আসে। তারপর রান্নাটান্না, রোজই মাছের দু তিনটে পদ থাকে। খেয়েদেয়ে ঘুরেটুরে একটু বিশ্রাম করে চারটে নাগাদ চা পকোড়া খায়। তারপর পাঁচটা বাজলে বাড়ির দিকে রওনা হয়। একজন এখান থেকে রিটায়ারমেন্টের দুবছর আগে হোম পোস্টিং নিয়েছিল। তার কাছে শুনেছি।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৯ | 121.50.4.34
এবং ব্ল্যাংকির হৃদয় এতই ভারাক্রান্ত যে কথাই বেরোচ্ছেনা !
intellidiot | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৭ | 220.225.245.130
তাও তো ভালো।। আমার এখানকার মেনু তো ২ দিনও ভালো লাগেনি।
intellidiot | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৬ | 220.225.245.130
স্যান, আসলে না খেতে পেলে মনটা ভারি হয়ে যায় যে ঃ-(
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৩ | 61.95.144.123
দুই হপ্তা ভালো লাগে - তাপ্পর দেখবে সেই একই মেনু চলছে...সেই যবে থেকে আলুর ক্রাইসিস শুরু হয়েছে, রেগুলার উচ্ছেভাজা। উফ্ফ্ফ্ফ্ফ
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০২ | 124.124.86.102
শমীক, ভদ্রলোক সি আর পার্ক থেকে এনেছেন বললেন। সব মাছওয়ালা নিয়ে বসে আছে, ঢালাও। তবে আর একজন বলল বাষট্টিতে ও ঠিক ঐ দাম না হলেও কাছাকাছি দামে পাওয়া যাচ্ছে।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০২ | 121.50.4.34
ছিঃ ইন্টেল। এমনি করলে রোগা হবে কি করে !
intellidiot | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০১ | 220.225.245.130
intellidiot | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫৫ | 220.225.245.130
রাজমা-চাবল খেয়ে এসে শুনলাম আজ অরিজিতদাদের আপিসে সর্ষেবাটা ইলিশ হয়েছে। কি যে দুঃখ হল মনে ঃ-(
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৫১ | 61.95.144.123
অপ্পন - জিমেল দেখো।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪১ | 219.64.11.35
শ্রাবণী, কোন বাজারে?
Arpan | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪০ | 216.52.215.232
যাচ্চলে। আমার এককালে এক বোরিং প্রোম্যা ছিল যে চা-কফি খেত না। তারপরে এই একজনকে দেখলাম।
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪০ | 144.160.5.25
তবে ভাল করে খুঁজলে পারমিতার সাথে আমার একটা কিছু সম্মন্ধ বেরোলেও বেরোতে পারে। আমি মামার বাড়ীতে ছোটবেলায় বাঙাল কূলতিলকদের লিস্টিওয়ালা গাব্দাখাতার কথা শুনেছি। মা'দের জ্যেঠু না ছোড়দাদু কে নাকি মেইনটেইন করতেন। তিনি আবার নাকি চাকদহের ঐদিকে কোথায় থাকতেন। পারমিতাও ময়মনসিংহের, আমার মা'রাও তাই।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪০ | 124.124.86.102
মোমোটোমো অফিসে পাওয়া গেলে ভালই হত। কিন্তু আমাদের এখানে আই সি এইচ জিন্দাবাদ!ঃ(
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৭ | 121.50.4.34
ধুস, আমি চা কফি খাইনা। এবং খাবার না খেলেই নয়।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৬ | 124.124.86.102
আমাকে একজন ডেকে ডেকে বলে গেল এই বড় বড় ইলিশ নাকি দুশ পনের টাকা কিলোয় পাওয়া যাচ্ছে। কিন্তু এই জলবাদলায় কে মাছের বাজারে যাবে!
kc | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৫ | 213.132.250.2
আমাদের মা বাবারা মেলাতে হারাতেও পারেন। জীবাশ্ম দেখে জানা যাবে হয়ত। হয়ত কোনো এক দোয়েল শালিকের ভোরে ..........
Arpan | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩২ | 216.52.215.232
এই অবেলায় না খেলেই নয়? খুব খিদে পেলে এককাপ দুধচিনিছাড়া চা?
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৮ | 144.160.5.25
চিকেন মোমো।
হুঁ আমার মাসিদিদার ছেলেরা তো আমার মামাই হয় বটে। কাজেই পিপুলপাতিতে সেই মামাদের এক আধজন এখনও থাকেও বটে। তবে আমি কোনোদিন মেলায় হারাই নি। কক্ষনো না।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৭ | 219.64.11.35
ব্ল্যাংকির এইবারে বিয়ের বয়েস হয়েছে।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৫ | 121.50.4.34
খাওয়াব না কেন? দেখা হলে নির্ঘাৎ খাওয়াব। কিন্তু আপাতত আমি কোনটা খাই? যাই খাই না কেন আবার দুঘন্টা বাদেই খিদে পাবে। জ্বালাতন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন