omnath | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৫ | 117.194.198.68
আর কাল রাতে দিব্যি উল্টোডাঙা থেকে ট্রেনে চেপে পৌনে এগারটায় বারাসতে নেমে, এক দোকান থেকে রুটি কিনে, কোনো আশ্চর্য নয়, নিজের বাড়িতেই ফিরেছি সোয়া এগারটাতেই। আজ সকালে আপিস ও গেছি। আসলে এসব কোনো ব্যপারই নয়।
কিন্তু হ্যাঁ, ঠিক কি করব এখনও আমি জানি না। সেইটে ব্যপার। ঃ-(
আর বুনু সুখবর দিল যে ব্যাটা স্ক্যানার কিনেছে। সুতরাং আমি আমার কমিকসের ইন্ডেক্সিং আগে শেষ করি। গুডনাইট।
Paramita | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৩ | 63.82.71.141
প্রচুর জন্মদিনের শুভেচ্ছা জমিয়েছি দেখছি এবার। অর্কুট ইত্যাদিতে ঢেকেঢুকে রাখলেও মিস মার্পল কি করে যেন ঠিক বের করে ফেলেন। সক্কলকে থ্যাংকু।
র, এই উত্তরিয়েছি।
omnath | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৩ | 117.194.198.68
সারাদিনমান ব্যস্ততায় কাটে, ভাট পড়াও হয় না, পিছিয়ে থেকে কিছু লেখাও তো চাপের। হয়ত যেটা বললাম, সেটা আগেই কেউ বলে দিয়েছে। রিডানড্যান্ট। লোকে প্যাক দিল । ;-) ইত্যাদি।
তাপ্পর ধর সিনেমা ডাউনলোডের সাইটে রেশিও কমে গেছল এমন যে, ওয়ার্নিং পিরিয়ড ওভার হওয়ার আগে সেটা রিগেইন করতে প্রচুর নেট সার্চ আর লেখালেখি, খাটাখাটনি করে ২ ঘন্টার মার্জিনে মেম্বারশিপ বাঁচানো গেল।
আবার ধর এক ছোকরা বাড়িতে সকাল আটটায় এসে সারাদিনমান সিনেমা কপি করে নিয়ে রাতে থেকে পরদিন সকালে সিনেমা আমায় কপি করে দিয়ে বাড়ি গেল।
তাপ্পর ধরো ইন্দ্রজাল কমিকস পড়লাম।
আবার হয়তো গোটা দিন কারেন্ট নাই, ইনভার্টার ও বসে গেল।
কিংবা ধরো নতুন গুচ্ছ হিন্দি সিনেমা বেরিয়েছে বলে কয়েকটা দেখেই ফেললাম।
বা, ধরো রাত দুটোয় উঠে ডাউনলোড করতে দিয়ে যে একটু আধটু নেট ঘোরাঘুরি, সেটা করে ঘুমোতে প্রায়ই ৩টে - ৪টে হয়ে যায় বলে আপিস থেকে ফিরেই হাক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম।
তারপরেও ধরো খানিক টই আর মজলিশ পড়লাম।
আবার ধরো চাকরি ছাড়লাম, অথচ কিছুতেই কলকাতা ছেড়ে যেতে ইচ্ছে ইচ্ছে করছে না বলে মনের তীব্র শরীর খারাপ।
কিংবা এই ধরো বিয়ে করতে হবে বলে নানারকম চাপের সামনে এসে খানিক ভারতম্যাট্রিমোনি করলাম, কিংবা হয়তো কারুর সাথে দেখা করতে গেলাম।
ইদিকে বাড়িতে বইয়ের পাহাড় জমে আছে পড়া হয় না। কবে আবার উই বা পোকায় কেটে দেবে। সিনেমা জমে জমে আড়াই টেরাবাইট ভরে গেল, দেখাও হয় না আর সিফো কেবলই প্যাঁক দেয়। কবে হার্ড ডিক্স ক্র্যাশ করে সেসবই যাবে।
এহেন অবস্থায়, কেন বেঁচে আছি ইত্যাকার কঠিন প্রশ্নের কুমীরদাঁতের সামনে নতজানু মাথা পেতে, বলো, লোকে কীই বা লেখে, কখনই বা লেখে? আর ইয়ে, কেন লেখে? ;-)
আমার কাছে একটা গান আছে কম্পুতে। সেটা আমি b-র জন্য এখানে তুলে দিতে চাইছি। কেমন করে পারব। হেল্পাও কেউ প্লিজ
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৫ | 59.93.246.203
অমি বদ্যি । দাশগুপ্ত ।
kc | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৪ | 89.203.49.18
চকোত্তি। তুমি কি?
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:২২ | 59.93.246.203
kc তুমিও কৌশিক বুঝি?? Good !!!
তা মহাশয় কি চক্কোত্তি ন চাটুজ্যে??
kc | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:২০ | 89.203.49.18
ও কৌশিক, আমার নামও কৌশিক। কত্ত কত্ত কৌশিক।
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৭ | 59.93.246.203
খেয়েছ?? বাঃ বাঃ খুব ভালো... আজও খেলে পারো... আজই তো আসলি দিন হ্যায়...
tkn | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৫ | 122.162.42.156
ঃ-) খেয়েছিলাম ঃ-)
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৫ | 59.93.246.203
কে কালকে খিচুড়ি খাওয়া হল না বলে হাত পা ছুড়তাসিলে, সে কোথায়?? সারাদিন বৃষ্টির বিরাম নেই রে...
tkn | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৩ | 122.162.42.156
ভুতো, জুতা আবিষ্কারের আগে বৃষ্টি আবিষ্কার হয়েছে ঃ-)) ওভাবেই চলে যা
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১২ | 59.93.246.203
আরে দাদা... সকালে officeএর কাজ না কোরে ইদিকে মন দিলে Boss আমারে যে পিটায়ে বার কৈরা দিতো... বুজ্হ্লা??
tkn | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১১ | 122.162.42.156
বৃষ্টি কমানোর ওষুধ হল আকাশে একটা বড়ো ত্রিপল খাটিয়ে দেওয়া...
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১১ | 59.93.246.203
এই তো চাই Boss... হয়েছে ঠিক ঠাক... থাংকু...
Bhuto | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:১০ | 203.91.193.7
জুতো শুকোয় নি ঃ( , ঠান্ডা বরফ হয়ে আছে । কি করে বাড়ি যাব? কি জ্বালা। ঐশিক, হবে হবে , লুরুতেও হবে সর্বত্র ই হবে,তীষ্ঠ।
kc | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৯ | 89.203.49.18
বালেনক ব্যবহার করুন। সকালে কিছু লোকে যে কত করে বাংলা লেখানিয়ে বক্ত্রিমে দিল, কিস্সু শোনেননি দেখছি। ঃ))
b | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৬ | 117.193.41.52
একটা info চাই.. কলকাতায় কি 'পিরিতি পরম নিধি'-র গানগুলো আলাদা করে CD তে পাওয়া যায়?
Samik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৫ | 12.170.106.12
একতলায় নামুন। বাংলা লেখার নতুন কল ইউজ করুন।
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৯ | 59.93.246.203
আন্গ্লা Preview দেখে্ত পাচ্ছি না... কি কর্বো??
Samik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৯ | 12.170.106.12
*স্পর্শ*
Samik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৮ | 8.4.8.12
কাল সকালে গঙ্গাচ্চান করে পূর্বদিকে মুখ করে চোখ খোলা রেখে একশো আটবার বলুন "মার্তন্ড মার্তন্ড মার্তন্ড ...', তারপর ঈশান কোণে মুখ করে দু হাত জোড় করে চোখ বুজে বলবেন "কূর্ম কূর্ম কূর্ম ...' এটাও একশো আটবার, তারপর মাথায় খানিকটা গঙ্গামাটি লেপে বাঁ হাত দিয়ে নিজের নাক চেপে ধরবেন আর একশো আটবার বলবেন "নারায়ণ নারায়ণ নারায়ণ ...' বলার সময়ে ডান হাত দিয়ে বাঁ হাতের কনুই স্পর্ষ করে থাকবেন।
এতেও যদি বৃষ্টি না কমে, তো আমাকে বলবেন। অন্য ওষুধ দেবো।
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৮ | 59.93.246.203
ছড়াইবার জন্যে ক্ষ্মাপ্রার্থি ...
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৫ | 59.93.246.203
খাইসে... এ তো English লিখে দিল রে !!!
Kaushik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫২ | 59.93.246.203
ki go, ekhano je brishhTi hoitaase... ki korum ???
manDaa bara khaarapa laagse...
tkn | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫২ | 122.162.42.156
থ্যাংকু স্যান
san | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৮ | 123.201.53.4
হ্যাঁ, জেনানা ফাটক আনন্দ পাবলিশার্সেরই।
kc | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৬ | 89.203.49.18
পুংদের ভালোবাসা, কাদের যেন মুর্গিপোষা........ ইত্যাদি। ঃ)))
Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৬ | 216.52.215.232
হ্যা, এসে গেছে। মাত্র দুটি।
arjo | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৫ | 168.26.215.13
খাইসে, এই প্রথম ঘটনাটা কোথায় ঘটেছে দেকি দেকি।
Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৫ | 216.52.215.232
লাস্ট উইকের ব্যাঙ্ক ফেলিওরের রিপোট্টা এসে গেছে?
d | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০২ | 117.195.35.30
হঠাৎ করে গুচয় পুংগণ রঙ্গনের প্রতি "ভালোবাসা', "আদর' ইত্যাদি পোকাস কত্তে নেগেছেন। উদিকে কান্তি ছেলেবিটিদের নামে কটা নিন্দেমন্দ করার জন্য সুতো ওড়ালেন আর হাগুর ওষুদ নেকা ডাক্তারটা সেটা হাইজ্যাক করে নে গেল। ভদ্দরনোক মহা ঝামালিতে পড়ে ঠারেঠোরে নিন্দে কচ্চেন।
যে যাই বলুক, এই পিত্থিমীটা হেব্বি মজার জায়গা। ঃ))))))
r | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৩৯ | 121.245.15.43
পারমিতাদি কি মেইল চেক করছেন?
d | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৭ | 117.195.35.30
ওহোহো ঐটে খ্যাল করিনি।
স্যান আমি উনিশে দুপুরে পৌঁছবো।
সিঁফো, ঠিকাছে। আমার এর মধ্যে কবে যেন সাহানার কথা খুব মনে হচ্ছিল। মেয়েটা ভারী মিষ্টি।
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০০ | 203.91.193.7
আহা, দমদি চাইলেই দেখা হয়ে যাবে। সাহানা তেমন গুরু পড়ার সময় পায় না, তেনাকে ওর্কুটে একটু জানিয়ে দিও কখন/কোথায় ইত্যাদি। তাহলেই হবে।
san | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৬ | 121.50.4.34
দমদি আমি তো প্ল্যান করতেই চাইছি। কিন্তু কুড়িতে বলে অরিজিৎ নেই, কুড়ির আগে তুমি নেই আর একুশে তো আমিই চলে যাব। তাইলে?
Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৮ | 61.95.144.123
ওক্কুটে। "হার ফ্রেন্ডস', "হার ফটোজ'...
tkn | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৪ | 122.162.42.156
এই জেন্ডারটা কি করে বোঝা গেল? আমি কেন বুঝলাম না? যদি কাগুজেগুরু-তে থেকে হয় তবে অবশ্য বুঝব না পরশু অবধি
d | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৫ | 117.195.35.30
এঃ সাহানার সাথেও কতদিন দেখা হয় নি! সাহানার সাথে দেখা হলেও বেশ হত। ঃ(
tkn | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩১ | 122.162.42.156
ডি, করব। এই বৃষ্টি চললে কাল না পর্শু খোঁজ ও রিপোর্ট। কর ইজ বেটার ঃ-)
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩০ | 203.91.193.7
গুরুছন্দা বলেই কেমন কামসূত্র টাইপ লাগলো। :P
dipu | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৯ | 207.179.11.216
গুরুমাতা চন্দা লী। মাতা উহ্য।
d | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৮ | 117.195.35.30
কিন্তু .... কিন্তু .... আমি গুরুচন্ডা৯'র জেন্ডার দেখতে পাচ্ছি না কেন? আমার কাছ থেকে এটা গোপনে রাখার মাজেজা কী?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন