এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪১ | 121.50.4.34
  • আর র কি কোথাও বেড়াতে গেছে?
  • san | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৮ | 121.50.4.34
  • অপ্পনের বাড়িতে সরকারি গ্যাস !!!!

    এখানে সরকারী গ্যাসের কানেকশন পাবার যা প্রসিডিওর শুনেছিলাম তারপরে আমরা চেষ্টাই করিনি।

    তেকোনা, থ্যাংকিউ ঃ-)
  • dipu | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৮ | 207.179.11.216
  • আমার পাসপোর্টে খড়প্পুরের ঠিকানা। অ্যাড্রেস প্রুফ চাইলে রেন্ট এগ্রিমেন্ট দেখাই। দিব্বি কাজ চলে যায়।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৬ | 216.52.215.232
  • আমার ভোটার আইডি কার্ড নতুন করে করানো হয়নি। আমার কাছে এই মুহূর্তে নেইও। ওই প্যানকার্ড দিয়ে মোটামুটি সব জায়গায় চলে যায়। অ্যাড্রেস প্রুফ চাইলে পাসপোর্ট।
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৫ | 122.162.42.42
  • সাহস পেলুম ঃ-)
  • san | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৩ | 121.50.4.34
  • এবং আমার ভোটার কার্ডও নেই। তার পরেও যে কেমন করে খেয়ে পরে ঘুরেফিরে বেঁচে আছি ! ভাবাই যায়না।
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩২ | 122.162.42.42
  • নাহ, আপনার কপালে একবারে দেখা নেই রে কা।
    আবার
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩১ | 122.162.42.42
  • স্যান ঃ-)

    হ্‌ত্‌ত্‌পঃ//লোন্‌গ্‌স্‌ত্‌রীত।তে্‌য়্‌পপদ।ওম/থেসইএনএবূকে্‌স্‌তারে/ইমগেস/২০০৮/০৬/২২/ব্লোগিন্দিঅন্‌রতিওন১৯৪।জ্‌প্‌গ
  • d | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩১ | 144.160.5.25
  • আরে ভোটার আইডি কার্ডেও কি যেন একটা ক্যাচাল হয়েছে। আমাদের পাড়ায় সবার আবার নতুন করে ছবি তোলানোর জন্য বলে গেছিল। ভাই ছবি তুলিয়েছে কিন্তু কার্ড আনেনি। আমি তো বাইরে, মা ছবিই তোলাতে যায় নি।
    তা ডোমেস্টিক ফ্লাইটে চেক্‌ ইনের সময় তো আমি পুরানো ভোটার আইডি কার্ডই দেখাই।
  • san | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৯ | 121.50.4.34
  • রেশন কার্ড বস্তুটাই আমি কখনো চোখে দেখি নি ঃ-০
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৫ | 122.162.42.42
  • আমি কিন্তু ঐ পেপার্স পাঠিয়েছিলাম। সেসবের জন্য কোনো চিঠিটিঠি আসে নি বাড়িতে। আলিপুরে কি ঐ জাঃডঃকঃ-র অ্যাপ্লিকেশনের কপি নিয়ে যাব?
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৪ | 61.95.144.123
  • মানে তোমাদের কার্ড হয়তো অ্যাকচুয়ালি এক্সপায়ার করে গেছে। রেশন তুলতে গেলে বলবে। কিন্তু অন্য কোথাও কে আর ভেরিফাই করবে?
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৩ | 122.162.42.42
  • আলিপুরে গিয়ে আবর ফর্ম তুলতে হবে কি? হ্যাঁ, আমারো কি সব sms এসেছিল, মেলও। যেতে পারিনি। বোধহয় তাহলে বাতিলই হয়ে গেছে। আমার এখনকার ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়েই তো অ্যাপ্লাই করেছিলাম। এখানে তো সকলেই নতুন। আলিপুরে গেলে কতটা ঝামেলা পোয়াতে হবে? খুব কি? নইলে সেটাই করব। ওটা নাকি বড্ড জরুরী যদি দেশে থাকতে চাই।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২ | 65.194.243.232
  • এঃ আমাদেরটা কেউ তোলে না তো। কিন্তু ওর জেরক্স কপি তো এই সেদিন কোথায় দিলাম মনে হয়!!!!
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২০ | 122.162.42.42
  • অ, তাই মেঘ দেখলেই "পুরানো সেই দিনের কথা' আবহ সুর সহযোগে পুরোনো এমপ্লয়ারের স্মৃতিচারন ঃ-)
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২০ | 61.95.144.123
  • জাগো রে দিয়ে তো ফর্ম ফিল-আপ হত - তাপ্পর ডকুমেন্টস নিজেকে পাঠাতে হত। এখানে অনেক কমপ্লিকেটেড করে দিয়েছে - কমিশনের লোকেরা একদিন এসে কোথাও বসে "শুনানি' করে - নতুন কেউ সেখানে না থাকলে অ্যাপ্লি বাতিল করে দেয়। যেমন এবার আমারটা হল, সুমনারটা হয়নি - আমরা কেউই শুনানিতে থাকতে পারিনি। আমারটা হল কারণ আমাকে সকলে চেনে, আমাদের পাড়ায় সুমনাকে কেউ চেনে না - কাজেই হয়নি। পরে আলিপুরে ইলেকশন কমিশনের আপিসে গিয়ে করানো হয়েছে। এখনও কার্ড পায়নি - সেও ওখানে গিয়ে আনতে হবে।
  • teman keu na | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৯ | 122.162.42.42
  • হ্যাঁ, মার রেশনকার্ডে কাজের মাসি চিনি নেয় বোধহয়। তা মাসের শেষে সে টাকা নেই কিন্তু চিনি/কেরোসিন তুলতে হবে বলে মার থেকে টাকা নিয়ে যায়। রেঃকাঃ বাঁচানোর রেকারিং খরচ ঃ-)
  • d | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৮ | 144.160.5.25
  • গনেশ পুজো যেদিন শুরু হল, সেই ২৩ তারিখে মুখ্যমন্ত্রী এস এম এস করে শুভেচ্ছা জানিয়ে বলল কারো সাথে যেন "হস্তবন্ধন' কিম্বা "আলিঙ্গন' না করি।
    আজ আবার উৎসবের মরসুমে সংযত থাকার জন্য অভিনন্দন জানিয়েছে। আর বলেছে আরো কিছুদিন "হস্তবন্ধন' ও আলিঙ্গন' এড়িয়ে চলাই আমার পক্ষে মঙ্গল হবে।
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৭ | 122.162.42.42
  • ও হ্যাঁ তাইতো! অর্পন! যা থাকবে না তা করাবো কেন?? আর করালে রাখবো কেমনে??
    কত্ত প্রশ্ন ঃ-(
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৭ | 61.95.144.123
  • আমাদের তো তাই হয়েছে - তিন হপ্তা না তুল্লে ওটা ক্যানসেল হয়ে যায়। অনেকে অন্য কাউকে দিয়ে রাখে ব্যাভার করার জন্যে - কিন্তু সেটা বেআইনী।
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৫ | 122.162.42.42
  • নেট-এ পাবো? দেখি তবে। দক্ষিণা কাকে দেব সেটা খুঁজতে হবে তাইলে। নেট-এর থ্রুতে ভোটার আইডি তো ঘুমিয়েই আছে দেখছি।

    ডি! ঐরকম বৃষ্টির মধ্যে আপনার কাল ভা প্রে ২-তে পুরোনো এমপ্লয়ারদের নিয়ে লিখতে ইচ্ছে করল!! হায় মেঘ হায় মল্লার ঃ-))
  • d | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৩ | 144.160.5.25
  • আরে রেঃ কাঃ অতি ঝামেলার জিনিষ। শুধু বানালেই হয় না, তাকে নিয়মিত ব্যবহার করে রেঃ তুলতেও হয়। নাহলেই ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। অমন আপদ থাকার চেয়ে না থাকাই ভাল।
  • dipu | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১০ | 207.179.11.216
  • ব্যাঙ্গালোরে নিয়মটা হচ্ছে আমি ছাতা না নিয়ে বেরোলে বৃষ্টি হবে আর নিয়ে বেরোলে বৃষ্টি হবে না। আজ ছাতা এনিচি। কোনো চান্স নেই।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৯ | 65.194.243.232
  • রেশন কার্ড বানিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। যদিও আটারলি মিনিংলেস।

    কিন্তু নিজেকে দৌড়তে হবে কেন? রেশন কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম নেটে পাওয়া যায় শুনলাম তো। আর দক্ষিণা দিলে লোকে দৌড়ে এসব কাজ তোমার জন্য করে দেবে।
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৯ | 122.162.42.42
  • ইন্ডেন-এর না, তবে আমি নিজে তো মায়ের একটা এইচ পি-র কানেকশন নিজের বাড়িতে নিয়ে নিয়েছি, মায়ের নামেই। নর্থ ক্যাল থেকে সাউথ, কিন্তু অসুবিধা হয়নি। এমনকি ট্রান্সফার করানোর সময় মায়ের পারমানেন্ট অ্যাড্রেসও দেখতে চায়নি। এমনিই করে দিল। তাই আমিও কোনো অসুবিধা ফেস করি নি। তাইলে কি দাঁড়ালো? অনেকেরই নেই, তাই আমিও করালাম না ঃ-)
  • d | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৬ | 144.160.5.25
  • ও আচ্ছা।

    কিন্তু কাল দুপুর থেকে কি বিষ্টি হচ্ছে রে বাবা! আপিসের চারদিকের পাহাড়গুলো পুরো ঢেকে গেছে। মাঝে মাঝে একটু কম হলে একটা একটা করে মুন্ডু বের করে, আবার একটু পরে ঝাপসা হয়ে যায়।
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৫ | 122.162.42.42
  • হ্যাঁ, আমাদেরও তাই। বাবা মারা যাওয়ার পর পোস্টফিসের টাকাপয়সা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছিল মায়ের। আবার মার কার্ড করানো হল। কিন্তু আমার তো নেই। ভোটার কার্ডও নেই। দেশে ফিরে অ্যাপ্লাই করেছি জাগোরে ডট কম-এর থ্রু, এখোনো কিছু আসে নি। কেউ কেউ বলছে রেশন কার্ড করিয়ে রাখা ভালো। এতো ঝামেলা করে এই সব অফিসগুলো যে ঘুম থেকে উঠে এই কাজ করতে হবে ভাবলেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৪ | 65.194.243.232
  • কী আর করা যাবে। রুল ইজ আ রুল ইজ আ রুল। অনেক তক্কাতক্কি করে শেষে কলকাতায় নতুন কানেকশন নিয়ে এখানে ট্রান্সফার করিয়েছি।
  • d | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৩ | 144.160.5.25
  • তে কে না, আমারও ঐ ঐ ঐ আছে এবং রেশন কার্ড নাই। এখনও পত্‌র্‌যন্ত কেউ চায় নি। অসুবিধেও হয় নি।

    অপ্পন, ইন্ডেন কানেকশান যদি অন্য রাজ্য থেকে ট্র্যানসফার করাও? তাহলেও রেশন কার্ড চাইবে নাকি? তাহলে আমি কোনদিনই কর্ণাটকে চাকরি করতে যাব না।
  • rabaahuta | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৩ | 121.241.111.12
  • অল আবু-র আরেকটা মানে হচ্ছে, শিশুগন। (পূঃ বঙ্গ)
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 61.95.144.123
  • আমাদের কারও রেশন কার্ড নেই। কয় হপ্তা না তুল্লে বাতিল হয়ে যায় না? সেই রকম হয়েছে - বহু বছর আগে।
  • dipu | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 207.179.11.216
  • আরবী অল আবু - সংস্কৃত অলাবু - বাংলা লাউ।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০০ | 61.95.144.123
  • স্টেট গবমেন্টে রামছাগল নেই কে বল্ল? খোঁজ নিয়ে দ্যাখো ওই অর্ডারটা হয়তো ১৯৫০ সালের।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৯ | 65.194.243.232
  • অল বার্ট?
  • vikram | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৮ | 193.120.76.238
  • আসলে, বস্তুতই, প্রকৃত প্রস্তাবে অ্যাল বা আল এর ব্যুৎপত্তি আরবী অল থেকে। যেমন অল হিন্দ বা ভারতবর্ষ, অল উস্তাদ বা অল বিরুনি, অল আন্দালুস বা আন্দালুসিয়া।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৮ | 65.194.243.232
  • আমি যে দুটো বললাম সেগুলো স্টেট গবমেন্টের অর্ডার। এবং অন্য কিছুই চলবে না। ইন্ডেন বা ভারতগ্যাসের সাইটে গেলেই দেখতে পাবে।
  • dipu | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৮ | 207.179.11.216
  • আমার রেশন কার্ড আছে, কিন্তু ভোটার কার্ডটা হারিয়ে গেছে। অবশ্য ও জিনিস হারিয়ে যাওয়াই ভালো, কার্ডের ছবিটা দেখে প্রথমে ভেবেছিলুম অন্য কারো ছবি সেঁটেছে।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৫ | 61.95.144.123
  • রাদার পাত্রভেদে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ভোটার আইডি - এগুলো সব চলে। কোথাও কোথাও দুটো চায়। কিন্তু কিছু রামছাগল থাকে যারা আশি বছর আগের চোতায় রেশন কার্ড লেখা থাকলে তার বাইরে কিছু দেখতে পায় না।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৩ | 65.194.243.232
  • স্থানভেদে ডিপেন করে। কর্ণাটক বা তামিলনাড়ুতে যেমন লোকাল রেশন কার্ড না থাকলে নতুন গ্যাস কানেকশন দেয় না।

    তুঘলকি লোকজন তো সব জায়গাতেই আছে।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫১ | 65.194.243.232
  • বেশ, তবে

    জেব্রা

    হাম্ব্রা

    কেমিস্ট
  • tkn | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫১ | 122.162.42.42
  • কেউ কি বলতে পারবে রেশন কার্ড কেন জরুরী? মানে রেশন কার্ড নেই কিন্তু পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। করাতে হবে রেশন কার্ডটা? না করালে কি কি অসুবিধা হতে পারে?
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৮ | 61.95.144.123
  • আমাট্টা কিন্তু "বিগ অ্যাল'
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৬ | 61.95.144.123
  • আগে বসলে "বিগ'
  • dipu | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৬ | 207.179.11.216
  • এরা কেউই অ্যাল নয়, আল।
  • intellidiot | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৫ | 220.225.245.130
  • গোর
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৪ | 65.194.243.232
  • কাপোন।
  • intellidiot | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৬ | 220.225.245.130
  • প্যাচিনো
  • dipu | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩০ | 207.179.11.216
  • অ্যাল
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৮ | 216.52.215.232
  • বানান ভুল। ওটা নিরবচ্ছিন্ন হবে।
  • sinfaut | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৫ | 203.91.207.30
  • 500c+, রাত ২-সকাল ৮।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত