এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sibu | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৭ | 71.106.234.63
  • ৬৫ বছরের পর সর্ষে পচে যায় বলে?
  • d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৬ | 144.160.5.25
  • আমি দ্রি'এর প্রস্তাবটা সেকেন্ড করলাম।
    কিন্তু সর্ষেতে ৬৫ অবধি কেন?
  • dri | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৮ | 75.7.229.156
  • আমার একটা প্রস্তাব আছে।

    বলছি কি, এই যে আমাদের থ্রেডের ক্যাটাগরি, এই সিনেমা, গান, বই -- এ অতি অল্প হইল। আর ওদিকে রইল এক্স এল সাইজের অন্যান্য। ক্যাটাগরি আরো বাড়ানো হোক না কেন? পূজো, প্রেম, যৌনতা, রাজনীতি, খেলা, ভ্রমণ আরো কত কি।

    প্রেম ক্যাটাগরিতে থাকুক নানান থ্রেড -- 'আস্ত প্রেম', 'ভাঙা প্রেম', 'ভাঙা প্রেমে ফেবিকল', 'প্রেমের আঠা', 'হলেও হতে পারত প্রেম', 'হচ্ছেং হবেং প্রেম', 'হবেই হবে প্রেম', 'আরো প্রেমে, আরো প্রেমে, মোর নাভি উঠিতেছে ঘেমে', 'প্রেম, নিকষিত হেম? আহেম!' ইত্যাদি। আর ভ্রমণ ক্যাটাগরিতে থাকুক -- 'পায়ের তলায় সর্ষে - ১', পায়ের তলায় সর্ষে - ২', পায়ের তলায় সর্ষে - ৩' থেকে শুরু করে শুরু করে 'পায়ের তলায় সর্ষে - ৬৫' পর্য্যন্ত।
  • aishik | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৫ | 122.166.22.73
  • জন্মদিনের এক আকাশ শুভেচ্ছা... রন্‌জনদা কে।
  • d | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৩ | 144.160.5.25
  • অর্কুট বলছে আজ রঞ্জনদার জন্মদিন।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:২২ | 122.252.231.12
  • ব্যস। আর কে বাকি রইল? ডিডিদাকে আমি ফোং করে নেব। স্যান সুহাসিনীকে ফোং করবে। কল্লোলদা বোধহয় থাকছেন না। মিতাদিও না।
  • aishik | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:২০ | 122.166.22.73
  • আর হ্যাঁ, ২৬,২৭ আমার দোকান বন্ধ, তাই আমি রেডি, আড্ডা দেবার জন্য।
  • aishik | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৮ | 122.166.22.73
  • আমি ২৮ র ভাটে হাত ও পা তুল্লাম। আমি সিগারেট খাই, তার জন্য কোনো লজ্জা নাই। কিন্তু কারোর অসুবিধা হোলে আমি খাই নে। বল্লেই ফেলে দি!!! আমি কি ভালো ছেলে!!
  • Bhuto | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৮ | 203.91.193.7
  • বৃষ্টিতে ঃ)
  • Bhuto | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৭ | 203.91.193.7
  • আবার ভিজে গেলাম
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪২ | 117.194.97.204
  • শমীক, কি খবর?? চাপ কমলো?
  • Samik | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৩ | 122.162.236.31
  • সুপ্রভাতম!
  • dipu | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৬:০৯ | 59.164.189.134
  • ঊনিশের ভোরে আমি বাড়ি পালাবো, মানে বঙ্গাল। ফিরবো চারের বিকেলে।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৬ | 65.124.26.7
  • ডাগদার যখন বিড়বিড় করে - কথা কোয়োনাকো কেউ - আবার চলে যায় ফিরে -- কত বার তো আর আসেই না।
  • intellidiot | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:১১ | 59.164.2.240
  • অক্ষদি ট্রেসি চ্যাপম্যান শুনেছেন? আমার খুব পছন্দের একটা ট্রেসি
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৫ | 143.111.22.23
  • অরিজিৎ, তোমার জোন বায়েজ ভালো লাগে বলে মনে হল। যদি শুনে না থাকো, জোনি মিচেল শুনো। নিজে সংরাইটার, কম্পোসার।

    ক্যালিফোর্নিয়া -


    চেলসি মর্নিং,


    বিগ ইয়েলো ট্যাক্সি


    এগুলো বেশ ভালো। আর ওর গিটার বাজানোটাও বেশ অন্যরকম।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:২১ | 122.252.231.12
  • ইন্দিরানগর।
  • pinaki | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৭ | 131.151.102.250
  • হ্যাঁ, ন্যাড়াদার কাছে গানের ইতিহাস নিয়ে একটা ধারাবাহিক লেখার দাবী রাখলাম।
  • anaamik | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৮ | 59.164.100.45
  • ডোমলুর, না চার্চ স্ট্রীট?

    আর আমাকে জোর করে নাম গছানোর চক্কান্তের পোব্বল পোতিবাদ করে ঘুমোতে গেলুম।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৬ | 143.111.22.23
  • ওহো সেই বীভৎস আওয়াজ তুলে হার্লে ডেভিডসন ও আগাপাসতলা চামড়া মোড়া বাইকবাহিনী।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:০১ | 65.124.26.7
  • নাম জেনে যদি না যাও তবে কিন্তু মিস - আদারওয়াইজ খুবই মজার - এমনকী অনেক ড্রামের সাথে খোলা চত্তরে ফ্রী নাচ, খোলা আকাশের থিয়েটার -সব শুদ্ধু। ইউরেকা স্প্রীংস - আরকানসাতে। বাইকওয়ালারা এমনি যায় না।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৮ | 143.111.22.23
  • শহরটার নাম লিখে দিলেই তো হত।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৭ | 122.252.231.12
  • এই মুহূর্তে ৯ নং স্থানে রয়েছে। ঃ-)
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৫ | 123.201.53.4
  • কোন টই? কোন পোস্ট? মহাকাল তো প্রেমের টইতে অধিষ্ঠান করছেন ঃ-)
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৫ | 65.124.26.7
  • যারা সিগারেটখেকোদের নিন্দে করো, বলি বাইকওয়ালাদের দেখো। শুধু ধোয়া নয়, সঙ্গে কান কালা করে দিচ্ছে । আর একা নয় - কাতারে কাতারে।
    শহরটায় পৌছে দেখি লেখা -thanks for riding quietly পরে বুঝলাম কেন ঃ(
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৭ | 122.252.231.12
  • অভতিমা মেনল্যান্ড চায়না চেনো?
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৬ | 122.252.231.12
  • স্যান ঐ টইতে গিয়ে আপিয়ে দেবে এই পোস্টটা? নইলে মহাকালের গর্ভে যথারীতি ...
  • anaamik | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৯ | 59.164.100.45
  • ২৮ আপিশে ছুটি আছে, তবে আমার ছুটি আছে কিনা ...

    বিবিকিউ হতেই পারে, কিন্তু আমি জেপি নগর ছাড়া অন্য কোন বিবিকিউ চিনি না, পথনির্দেশিকা প্রয়োজন।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৮ | 123.201.53.4
  • আঠাশের দুপুরে কে কে রাজি আছ হাত তোলো। মানে যারা এখন নেই, কালকে তুলো, দিপু, ঐশিক ইত্যাদি ইত্যাদি। সুহাসিনী কি ভাট দেখছে? না দেখলে আমি মেইল/ফোন কিছু করে দেবখন।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩১ | 143.111.22.23
  • আরে ধুর মারো গোলি পিতার স্টাইলে। ল্যাখেন তো!

    ইউটিউবে রিপিট মোড হয়না?
  • nyara | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৬ | 64.105.168.210
  • আমি ল্যাল্যা। সিরিজ-ফিরিজ করতে গেলেই পিতার স্টাইল হয়ে যাবে। ফ্যাক্ট-ট্যাক্ট কনফার্মেশনের গল্প চলে আসবে। অনেক হ্যাপা। তাই আমি গরবসে ল্যাল্যা হুঁ।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৮ | 143.111.22.23
  • আপনি একটা সিরিজ লেখেন না কেন? এই যে টুকরো টাকরা কত কি বলেন, একটা ক্রোনোলজিকাল বা যে কোনো সুতো ধরে বাংলা গান নিয়ে? সিরিয়াসলি বললাম। কত কি জানতে পারি।
  • nyara | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:১১ | 64.105.168.210
  • চন্ডীদাস মালের খ্যাতি টপ্পা গেয়ে। কালীপদ পাঠকের ছাত্র। টপ্পার শেষ মোহিকান ছিলেন। রেকর্ড-টেকর্ড বিশেষ বেরোয়নি। বুদ্ধু গুহ ওনার কাছে টপ্পা শিখেছেন, এটা চউর হবার পরে একটা টপ্পার অ্যালবাম বেরিয়েছিল নব্বইয়ের দশকে। এই হল বাঙালীর সঙ্গীতপ্রীতি!
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৬ | 143.111.22.23
  • হ্যাঁ এখনই দেখলাম নাম লেখা রয়েছে, ট্যাগে। চন্ডীদাস মাল, টপ্পা গান যিনি? আমি খুব একটা শুনিনি।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০২ | 122.252.231.12
  • বিবিকিউ তো? না কলকাতা? আমার ভোট বিবিকিউর দিকে।
  • Sayantan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০২ | 115.108.25.26
  • কি সুন্দর গোটা গা-মাথা ঝিমঝিম করে জ্বর এল। গলাটাও বেশ ফোলা ফোলা লাগছে। কিনি এলেন কি জানি!
  • nyara | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০২ | 64.105.168.210
  • আমার তো শুনে চন্ডীদাস মাল বলে মনে হচ্ছে।
  • Sayantan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০০:০১ | 115.108.25.26
  • অভতিমা, আটাশে তো ছুটি। নাকি তোর ছুটি নেই? আটাশের দুপুর খুব আচ্ছা।
  • a x | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৫ | 143.111.22.23
  • ন্যাড়াদাবাবু, আমার দেওয়া লিংকের গায়ক কে?
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৯ | 122.252.231.12
  • কারণ অন্যজন সম ভাবনার কথা লিখেছেন। নিশ্চিত করে আসবেননই না তা বোধহয় নয়। ঃ)
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৭ | 122.252.231.12
  • না, না, তালে আটাশেই হোক। দুপুরে।
  • arjo | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৬ | 168.26.215.13
  • আবার একটা হলেও হতে পারত ভাট। ;)
  • san | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৪ | 123.201.53.4
  • একুশ, পঁচিশ কোনোটাতেই আমি নেই । এবং আমাকে বাদ দিয়ে করলে দেখে নেব। ঃ-)
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪১ | 122.252.231.12
  • ২১শে আমি নেই।
  • nyara | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৭ | 64.105.168.210
  • সোমনাথ কি আমায় খুঁজছ? মেল-এ আছি।
  • anaamik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৭ | 59.164.100.45
  • অপ্পন / সায়ন্তন,

    ২১শেই বসা যেতে পারে, নয় তো ২৫ রাত্রে। ২৪,২৬,২৭,২৮ ব্যস্ত থাকার সম্ভাবনা খুব বেশী।

    ২১শে হলে আমাদের দেখিয়ে ডায়েটিং করা স্যান-কেও বেশ বাদ দেওয়া যাবে ঃ) )

    ঐশিক,

    সিগারেট খাওয়া বাচ্চাদের আমি খুব অপছন্দ করি, নইলে তোমাকে নিয়ে পুজোয় ঘুরিয়ে বেড়াতে পারতুম।

    বিটিএম লেআউটের সবচে' কাছের পুজো বাঃ ঘাঃ রোডের শপার্স স্টপ-এর উল্টোদিকের একটা কল্যানমন্ডপে হয়। বাকীগুলো, ইমেল কোরো, বলে দেবো।
  • arjo | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২৩:১৬ | 168.26.215.13
  • আচ্ছা আমার পুরোনো মোবাইল ফোং দেহ রেখেছিল। তোমাদের যাদের কাছে আমার নাম্বার ছিল সময় করে একটু ফোন করে দিও তো। পুরোনো ফোনের সাথে সব নাম্বার ও গেছে।
  • a x | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৮ | 143.111.22.23
  • আরে খেটেখুটে সিনেমা নামিয়ে সব সময় চলে গেল যে সিনেমা দেখাই হলনা, এমন করলে চলবে? আরেবাবা টরেন্ট আজ আছে, কালও থাকবে! কূটকচা৯ তো থাকছেনা!
  • Paramita | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৫ | 63.82.71.141
  • না সোমনাথ, ফিরেছে হপ্তা দুয়েক আগে।
  • Somnath | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ২২:৪৬ | 117.194.198.68
  • ও পামিতাদি,

    ন্যাড়াদা কি কলকাতায় এখনও? জানার ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত