কি (কী?) আশ্চর্য!!! খড়দহে আমারও মামাদাদুর বাড়ী। আর পিপুলপাতীতে আমার মামার বাড়ী।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২ | 61.95.144.123
আমায় খাওয়াবে? তাইলে চারটেই। খাবার ব্যাপারে নজ্জা নেই কো।
Arpan | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২২ | 216.52.215.232
আমার শুদু ঘুম পাচ্ছে।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২১ | 121.50.4.34
চিকেন রোল, না চিকেন মোমো, না চিকেন স্যুপ, না চিকেন স্যান্ডউইচ ? ডিসাইড করতে পাচ্ছি না ।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২০ | 121.50.4.34
সারাদিন শুধু খিদে পাচ্ছে ঃ-(
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১২ | 144.160.5.25
কি অবস্থা! লোকে যা শুরু করেছে, তাতে আমিও আমার পুরো বংশলতিকা খুঁজে ফেল্লাম মনে মনে। খড়দহতে আমার এক মামাদাদুর বাড়ী। আর সোদপুরে আমার মামাতো দিদির মেজ জা'য়ের বাপের বাড়ী। ঃ)))
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫২ | 124.124.86.102
আর সাদাকে সাদা রাখতে নীল দিতে হয়।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫০ | 121.50.4.34
সাদার সঙ্গে কাদা, চাঁদা, দাদা,হাঁদা এইসব মেলে। জাস্ট ইন কেস।
Blank | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৬ | 203.99.212.224
আজ ও, ১১ঃ১৫ তে, ভি আই পি বাজারের সামনে। আজ সাদা জামা পরে ছিলো ঃ(
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৬ | 124.124.86.102
হহপাপ্রে টইয়ের প্রথম পোস্টগুলোর হিসেবে তো তাহলে প্রত্যেকেরই ভুবন জুড়ে আলয়। যে যা খুশী ভাটে ঢুকতে পারে!ঃ)
r | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩০ | 121.245.15.43
হবে না কেন? আমারও বেশির ভাগ হহপাপ্রের আলয় তো খড়দহেই।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩০ | 124.124.86.102
দম, আরে আমি এমন একটা শান্ত খুনী গলায় জবাব দিই, যে একবার করে সে দুবারা করে না (অন্তত নাম্বার দেখে তাই মনে হয়!)। কিন্তু একবার করনেওয়ালা ও যে বিস্তর!ঃ(
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৫ | 121.50.4.34
ঐশিক, এখনও অব্দি দশমীর দুপুরে বিবিকিউ, ইন্দিরানগরে লাঞ্চের পরিকল্পনা আছে একটা। পাল্টালে বলব।
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৪ | 207.179.11.216
উফ্ফ্ফ্ফ ঃ-)))))))
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৩ | 203.91.193.7
'কী' হলে বলতাম আলয়। নইলে কোনো উত্তর নেই।
r | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২২ | 121.245.15.43
"বাড়ি"টা এখানে কি অর্থে ব্যবহৃত?
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২০ | 203.91.193.7
সোদপুরে কলেজে-হলেও-হতে-পারত-প্রেমের বাড়ি। হবে?
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০০ | 8.4.8.12
দিল্লিতে এক স্কুলে শর্ট শার্কিট থেকে বাঁচতে ভাগতে গেছিল। পাঁচজন মেয়ে স্ট্যাম্পিড হয়ে মৃত। আরও অনেকে হাসপাতালে।
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৬ | 207.179.11.216
আমি তো ওইসময় হেথা থাকবো না।
aishik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৪৯ | 122.166.22.73
দীপু, কবে কোথায় কখন এসব ঠিক হলে জানিও
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩১ | 207.179.11.216
ইন্দিরানগরেট্টা? ডোমলুর বিরিজ থেকে নাবলেই যেটা বাঁদিকে পড়ে?
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৫ | 121.50.4.34
আরে ওটা তো শুধু সাজেশন ছিল। কোন ব্যাপার না, বিবিকিউতে দুবার করলেও কিছু অসুবিধে নেই।
b | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৮ | 203.199.255.110
ধরুন ছেলেমেয়েরা বিদেশ থেকে এসে বাবা মায়ের জন্যে আদর করে ভয়েস মেল বক্স এনে দিয়েছে। তো আর কি, লাগাতেই হবে। প্রথম কয়েকদিন এই মেসেজটাই আসে শুধু, সরু, মোটা হেঁড়ে গলায়ঃ
হ্যালো! হ্যালো! কি খবর?... কি হল রে বাবা....আমি অমুক বলছি ...এই তো কথা বলছিলো.. হ্যালো ...ধুর... ঠকাস!!
গলার স্বরটাও চড়তে থাকে, তারা থেকে মুদারার দিকে।
r | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৭ | 121.245.15.43
ন্যাড়াস্যার, গৌতমবাবু সলিলের অপ্রকাশিত গণসঙ্গীতগুলো নিয়ে স্পন্দন আর্ট গ্যালারিতে যে সেমিনার করলেন, সেটাতে যেতে পেরেছিলেন?
pi | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৭ | 72.83.75.193
ঃ) কিন্তু গোডাউনে কোন মাল আসে নাই, তো চলা গিয়ার কোনো কোশচেন ই নাই, এসব বলে টলেও তো মালিককে লস খাওয়ানো যায়নি ঃ( আর তাছাড়া সব পুরানো খরিদ্দারের ফোন আমরা অ্যাটেন্ড করলেও তো কিছু লস খাবার কথা, টনক নড়ার কথা ! কি কেস ছিল কে জানে।ওনাকে মোস্ট প্রোব্যাবলি ট্র্যাক করে জানানো ও হয়েছিল। বালিকা বয়সের কথা। অত মনে নাই ।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৬ | 8.4.8.12
আর একবার নয়ডা পুলিশ দিল্লি পুলিশ শুনিয়ে দাও। আর ফোন করবে না।
Arpan | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১১ | 65.194.243.232
ভজহরি মান্না না হলেই কি নয়? মিতাদিদের নিয়ে আবার পরে যাবো না হয়।
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৪ | 144.160.5.25
ঈপ্সিতারা নাম্বার না বদলে দু'একজনে্ক যদি বলতে যে গোডাউনে আগুন লেগে সব পুড়েটুড়ে গেছে --- দেখতে কয়েকদিনের মধ্যেই ফোন আসা বন্ধ হয়ে যেত। গোডাউন মালিক নিজ দায়িত্বেই লোকজনকে নিজের সঠিক নাম্বার দিয়ে দিত।
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০২ | 144.160.5.25
*কমপ্লেইন
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০১ | 144.160.5.25
শ্রাবণী,
মিষ্টি করে বল, তোমাকে অফিস টাইমে ফোন করা তুমি পছন্দ করছ না। ট্রাইয়ে কমে্প্লইন করে দেবে। জনাদুইকে বললেই দেখবে বাকীরাও খবর পেয়ে আর জ্বালাচ্ছে না।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৭ | 124.124.86.102
বাজারে রটেচে আমাদের পে রিভিসন আসন্ন। আমার কাছে সকাল থেকে বাড়ি আর হীরে কেনার ফোন আসছে। এইসব লোকেদের মার্কেটিং নেটওয়ার্ক কি স্ট্রং! তবে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এইসব ফোনের ভাট শুনতে!
pi | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫২ | 72.83.75.193
আমার আইডি কার্ডটার ও এমনি দশাই হয়েছিল। একবছর ধরে সেটি নিয়ে ঘুরেছি। এদিকে প্লাস্টিকটার অবস্থা হা-কুচ্ছিত , কিন্তু তাকে ফেলতেও পারিনা, কারণ আমার ছবি ছাপ্পা সব ঐ পেলাস্টিকের উপর .. আসল আইডি কাড এক্কেরে রিন-হোয়াইট ঃ( শেষ-মেশ নতুন আইডি করাতেই হল। প্লাস্টিকের ফুটো গুলো জবাব দিলো। গলা থেকে আর ঝোলাবো ক্যামনে ! সে যা হোক, ঐ প্লাস্টিকীভূত আইডি র ফসিল যত্ন করে তুলে রেখেছি। বেশ লাগে, একটা সেমি-ট্রান্সপারেন্ট জিনিসে স্বীয় থোবড়ার রঙ্গীন স্ট্যাম্প দেখতে।
M | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৮ | 59.93.219.62
হুম স্যান, ঠিক, আজকাল আর কিছুই মনে থাকছে না।
M | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৭ | 59.93.219.62
উহ! এই ফোন নিয়ে আমারো অনেক গপ্প আছে, আমাদের নাম্বারের সাথে মিল হওয়া মানে ৫১১/৫১২ এই টুকুই তফাৎ থাকায় একটা ব্যানার্জী ট্রাভেলসের ফোন খালি এসে যেত আমাদের বাড়ীতে, আর দুকুরবেলায় কে এক নেকু মেয়ে খালি ভোলাদাকে খুঁজতো আর আমার গলা পেয়ে কি রেগে যেত, তো একদিন ফোন করেই বললো একটু ধরুন, তাপ্পর অন্য একটা গলা পারমুটেশন , কম্বিনেশন করে যত অক্ষর হয় সব কটা গালি এক নিঃশ্বাসে দিয়ে দিলো, আর আমি হাঁ বন্ধ করার আগেই রেখে দিলো।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৫ | 121.50.4.34
কি নয়, কে ঃ-)
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৪ | 121.50.4.34
ওটা দিল হ্যায় কি মানতা নহি ঃ-)
M | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৩ | 59.93.219.62
ওয়ান্নাইট দেখে এলাম, কিন্তু আগে রোমান হলিডে আর সেই পুজাভাটের সিন্মা যেটা ক্লাস ইলেভেনে মাসকাট করে দেখেছিলাম,আমিরখান তরমুজ খাচ্চিলো,এগুলোর সাথে কেমন মিল পেলাম, তাই তেমন ভালো লাগলো না। কিন্তু এখানে ক্লার্ক গেবলকে গোঁফ সমেত ভালো ই তো লাগলো,জনগন মাঝে মাঝে এত ভড়কে দেওয়া কথাবার্তা বলে!!!!!!!!
intellidiot | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৮ | 220.225.245.130
নীলরঙের। কাচতে দিই নি। এমনিই আলাদা হয়ে গেছে। কিকরে কে জানে।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৫ | 12.170.106.12
রঙীন বোধ হয়। সাদা কালোটা তো পাতি ল্যামিনেশন।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৪ | 61.95.144.123
নতুন করিয়ে নাও। এটিকে কি কাচতে দিয়েছিলে?
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৪ | 8.4.8.12
সাদা কালো প্যান কার্ড? না রঙীন?
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৩ | 121.50.4.34
ভাল কথা। আমার প্যান কার্ডটা থেকে প্লাস্টিকের ছালটা উঠে এসেছে। এদিকে ফটো, লেখা সব তো প্লাস্টিকটার উপরেই। আঠা দিয়ে জুড়ে রাখলে দুদিন বাদে আবার খুলে যাচ্ছে। কি করা যায় এখন ? এসবের জন্য কোথায় কি করতে হয় ?
nyara | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৭ | 64.105.168.210
না, তাহলে হল না। আমি নিউ জার্সিতে থাকতাম এক যুগ আগে।
h | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৭ | 203.99.212.224
ও বিদেশ হলে, অনেক কম হবে।
h | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৬ | 203.99.212.224
এই নামে অন্ততঃ দুশো জন লোক থাকার চান্স।
kc | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৫ | 213.132.250.2
নিউ জার্সিতেই থাকেন। পয়েন্টার হল, গানবাজনা + জেইউ।
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৪ | 144.160.5.25
আমি অনির্বাণ দাশগুপ্ত আর নির্বাণ দাশগুপ্ত দুজনকেই চিনি, মানে চিনতাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন