ফোনগুলো আসত বিকেল সন্ধ্যের মুখে, যখন রান্নার ডিউটি করতে বাড়ি এসেছি। তাই মনে হয় ওগুলো ক্যালিফোর্নিয়ার রিক্রুটার। তবে নিউ জার্সি জেনেরালি ঢপের জায়গা হলেও কিছু ওয়কিবহাল লোক থাকত।
kc | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৯ | 213.132.250.2
ন্যাড়াদা, আপনি কি বাই এনি চান্স, অনির্বান দাশগুপ্ত বলে কাউকে চেনেন?
pi | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৯ | 72.83.75.193
আর যখন কোলকাতায়, বাড়িতে প্রথম ফোন এল সে তো সব চিত্র-বিচিত্র কল-কারখানা ! প্রথম এপিসোডটি ই সবচে দীর্ঘস্থায়ী ও যন্ত্রণাদায়ক ছিল। নতুন ফোন। ভারি উৎসাহ। বাজলেই তিড়িং করে লাফ মেরে ধরি। আর তুলতেই, 'গোডাউন সে মাল চলা গয়া' ? দিনে যে কতবার আসতো সে গোণা-গাঁথা তো ছেড়েই দিয়েছিলুম, কিন্তু সবচে জ্বালা ছিল, ভোর ছ'টার ভোঁ টা। সেটার পাংচুয়ালিটি ছিল একেবারে ম্যালেরিয়ার জ্বরের মতন। পরের দিকে আর তুলতাম না, কিন্তু সাত সকালের হবার ও পুরোপুরি একটি ঘন্টা আগে ঘুমের যা বারোটা বাজার তাতো বাজতো ইঃ( আমরা গোডাউন মালিক নই বোঝানোর চেষ্টায় কোনো লাভ হয় নাই, গোডাউন পে কুছ ভি মাল হ্যায় ই হি নহি বলাতেও কোনো লাভ হয় নাই, শেষমেশ অনেক হুজ্জুত করে বাবা গিয়ে আমাদের ঐ নং, মানে কোন এক গোডাউনমালিকের প্রাক্তন নং টি বদলে নতুন নং আনান। উই ও গোডাউন পর্বের যবনিকাপাত হয়।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৮ | 124.124.86.102
আমাদের অফিসে যখন কোন ব্যাঙ্ক ইত্যাদির ফোন আসে তখন একসাথে। ওরা বোধহয় কোনোভাবে আমাদের ডায়রী যোগাড় করে। কারণ একদম সেই অর্ডারেই ফোন আসে। আমার এক অতি উৎসাহী কলীগ যখন বোর করবার মুডে থাকে তখন দৌড়ে দৌড়ে গিয়ে আশেপাশে সবার ফোন ধরে, নিজেরটা হয়ে গেলে আর আলাদা আলাদা নাম নিয়ে ব্যাপক চাটে যা খুশী বলে। ওরা ধরতে পারেনা না রুটিন কল বলে খেয়াল করেনা কে জানে, কথা চালিয়েই যায়!
sibu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৮ | 71.106.234.63
সন্দেহপিশাচ মন। নিউ জার্সির রিক্রূটারেরা কি করে ঐ মেক্সিকান j-র অ্যানোম্যালাস উচ্চারণটি জানল? ও ন্যাড়া।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৬ | 12.170.106.12
এ সব তো মাঝে মধ্যেই চলে। এই সেদিন একজন আমাকে করোল বাগ থেকে ফোন করে বলল, হান্জী ভাইসাব, আপকি তিন পেটি মাল লেকে রাজ্জাক পঁহুছ গয়া, আপকে দরওয়াজে পে খাড়ে হ্যায়। আমি আবার একবার দরজা খুলে দেখেও নিলাম।
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৬ | 144.160.5.25
তেকেনা, কী??
intellidiot | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৪ | 220.225.245.130
এই তো গত পরশুই আমাকে একজন ফোন করে বল্ল, "হাঞ্জি ভাইজান, দো হাজার আনোয়ার ভাই কে উধার ভেজ দেনা। অউর সুনো, ঢংসে ভেজনা। পিছলি বার ঢের সারে টুট গ্যয়া থা।'
nyara | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৩ | 64.105.168.210
শিবুদার গল্পটা বেশ।
আমার রুমমেট রাজু যখন জব খুঁজছিল, রিক্রুটাররা রেগুলারলি 'ক্যান আই স্পিক টু রাহু' বলে শুরু করত।
nyara | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৬ | 64.105.168.210
আমাকে একজন ফোনে করে খালি জিগেস করত, "আচ্ছা, এটা কি রং নাম্বার?" আমিও কিছু না বুঝে, 'হ্যাঁ, এটা রং নাম্বার" বলে রেখে দিতাম।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৬ | 122.162.42.156
ডি, প্লিজ, আজই, এখনইত
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৬ | 207.179.11.216
ওই প্রকাশের ফ্যানেরা ঝগড়াঝাঁটি শুরু করলে আমাকে অনেক সময়েই বিশুদ্ধ বাংলা খিস্তির আশ্রয় নিতে হয়।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:০১ | 121.50.4.34
আমাকেও গুচ্ছ লোকে ফোন করে কন্নড়ে বলতে শুরু করে অনেককিছু। একবার কন্নড় গোত্তিল্লা বলতে আরো ধমকে কতকিছু বলতে থাকল। বোধ হয় ভেবেছিল মস্করা কচ্ছি। আর একজন 'রং নাম্বার' শুনে আবার বলে, 'নো, নো, নট রং নাম্বার, অভিক, অভিক,দিল্লিসে ... " কি জ্বালাতন !
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:০১ | 124.124.86.102
আমার আগের কাজের জায়গায় আমার ফোন আর ক্যান্টিনের ফোনে লাস্ট ডিজিটে এক ঘর মাইনাস। কতদিন ফোন করে কিছু না বলে সোজা, "দুটো দোসা, চারপ্লেট বড়া, তিনটে কফি" শুরু হয়ে যেত। মাঝে মাঝে মেজাজ টঙ থাকলে সিধে অর্ডার নিয়ে "ঠিক হ্যায়, ভিজবা দেঙ্গে " বলে ফোন রেখে দিতাম!ঃ)
sibu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১২:০১ | 71.106.234.63
আমাকে তেমন কেউ ফোন করে না। কিন্তু আমার বন্ধুদের ফোনভাগ্য খুব ভাল। তারা খুব ইন্টারেস্টিং সব ফোন পায়। যখন নেব্রাস্কায় স্টুডেন্ট ছিলাম, তখন আমার এক সহপাঠী ছিল। নাম তার শিবরামকৃষ্ণণ। একদিন সকালে শিভা ডিপার্টমেন্টে এসেছে। চোখ লাল, চুল উস্কোখুস্কো।
রাতের বেলা শিভা ঘুমোতে যাবে, ফোন বেজে ঊঠল। ও'পারে জিজ্ঞাসু মানবক - হাউ ডু ইউ প্রোনাউন্স ইওর নেম? রাতের বেলা ঘুম আসছেনা, টিভি খারাপ, বাড়ীতে এমনকি একটা অ্যালমানাকও নেই। তাই উনি নিতান্ত বাধ্য হয়ে ফোনবুক পড়ছিলেন। শিভার কপাল মন্দ, তাই ওর নামটিই সাহেবের নয়নপথগামী হয়েছে।
শিভা নিপাট ভদ্রলোক। বার দুই ধৈর্য্য ধরে নিজের নাম বলল। কিন্তু সাহেবের ঠিক বিশ্বাস হতে চায় না ঐটি ঠিক উচ্চারণ। গরু আর কর্ণ খেকো মিড-ওয়েস্টার্ন জিভে কি আর 'অ' বেরোয়? রাম খালি রামা হয়ে যায়। খানিক বাদে সাহেব বলল - আমি বরং তোমার নামটা ভাল করে প্র্যাকটিস করি, তুমি শুতে যাও। শিভা ভেঙ্কটেশ্বরের নাম নিয়ে শুতে গেল। খানিক বাদে আবার ফোন - দেখ তো, তোমার নামের উচ্চারণ ঠিক হল কিনা। শিভা এথিক্যাল মানুষ, বাধ্য হয়েই বলল - ঐ 'অ'-টা কিন্তু ঠিক হচ্ছে না। সাহেব বাধ্য ছাত্রের মত আরো প্র্যাকটিস দরকার বলে শিভাকে শুতে পাঠিয়ে দিল। অতঃপর সারা রাত ধরে ঘন্টায় ঘন্টায় ফোন আর 'নাম বল না'-র সুরমূর্ছণা। শিভা যতই বলে আরে তোমার উচ্চারণ একদম পারফেক্ট, কে বলবে তুমি আমার গ্রামের লোক নয়। সাহেব ততই বলে - আমাকে তুমি গ্রামের চাষী পেয়ে ঠাট্টা করছ। আমি যখন আমার এই উচ্চারণ লোককে শুনিয়ে বলব একজন ইন্ডিয়ান আমার উচ্চারণ শুনে অথেন্টিক বলে সার্টিফাই করেছে, তখন তারা কি ভাববে? তুমি বরং শুতে যাও, আমি আর একটু প্র্যাকটিস করি।
সুতরাং পরদিন সকালে শিভার ঐ 'নয়ানের অঞ্জন বয়ানে লেগেছে' চেহারা। নেব্রাস্কার ইতিহাসে সেই প্রথম একজন ছাত্র পয়সা খরচ করে আনলিস্টেড নাম্বার নিল।
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৯ | 144.160.5.25
ইন ফ্যাক্ট আমার ফোনের গল্প এত এত আছে যে টই খুলে বলতে পারি।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৯ | 122.162.42.156
তবে বাইরে থাকতে দুমাস অন্তর একজন মেক্সিকান মেয়েকে বাড়িতে ডাকতাম। সারাদিনে আশি ডলার নিয়ে বাড়ি পরিষ্কার করত। সে বোধহয় নিজের মোবাইলের মিনিট বাঁচাতে আমার ল্যান্ড লাইনের নাম্বার দিয়েছিল তার মাকে। একদিন তার মা ফোন করে মেয়েকে চাইছে। আমি বললাম যে ও মাঝে মাঝে আসে। নাম্বারটা আমার। ভদ্রমহিলা বেশ ভালো। একটু কথা বলে নিজের দেশ থেকে এতো দূরে আমার থাকার কষ্টটা বুঝেটুঝে রেখে দিলেন। কিন্তু তারপর থেকেই মেয়ের ওপর রেগে গেলেই আমায় ফোন করতেন। একে তো মেয়েকে নিয়ে সমস্যা শুনতে আমার মোটেই ভালো লাগার কথা না তায় উনি এক্সাইটেড হয়ে ইংরাজী থেকে সরে নিজের ভাষায় চলে যেতেন। আমি স্পিকার অন করে ওনাকে টেবিলে শুইয়ে দিতাম...
pi | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৭ | 72.83.75.193
যতদিন গাড়ি ছিলনা, এই একখানি ফোন খুব নিয়ম করে আসতো। একেকবার একেক নং থেকে, তাই তুলতাম ও। ঃ( আর তুল্লেই কোন যন্ত্রমানবীর শীতল মোনোটোনাস গলা বলে চলত, প্রতিবার এক ই কথা ঃ This is the last remider for servicing of your car.. ব্লা ব্লা ব্লা..
পরের দিকে অচেনা আর সন্দেহজনক নং হলেও তুলতুম । ফার্স্ট বা সেকেন্ড বা নিদেনপক্ষে সেকেন্ড লাস্ট রিমাইন্ডার কখনো আসে কিনা সেই কৌতূহলে। আসেনি।
Bhuto | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৫ | 203.91.193.7
আমারো আসে , তবে কেউ রাগারাগি করে নেকো, টাকা ফাকার কেস ও ছিল তবে ম্যানেজ করে ফেলেছি ঃ) , অনেক গল্প ফাঁদি তাদের সঙ্গে ;)
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫১ | 122.162.42.156
ঃ-(( আমার সঙ্গে এমন ইন্টারেস্টিং গোলমাল কিচ্ছু কখোনো হয় না কেন কে জানে !!!
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫০ | 144.160.5.25
দিল্লী এন্সিআরে পাবলিক ফোন করে সোজা জিগ্যেস করে "কওন'। আরে বাবা তুই ফোনিয়েছিস তুই বল তুই কে? তা না .... এখানে আবার ফোন করেই সোজা মারাঠিতে "মালা সাঙ্গা' করে কিছু একটা বলতে শুরু করে। আমিও তৎক্ষণাৎ পরিস্কার বাংলায় বলি "কী বলছেন? কিচ্ছু বুঝতে পারছি না।' তখন একটু ভেবলে বলে "জি?' আমিও গলায় মধুর বাটি উপুড় করে বলি "হাঞ্জিই'। ব্যাস তারপরই হিন্দী কিম্বা ইংরিজিতে চলে আসে।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫০ | 61.95.144.123
এই ফোরামগুলো ভীষণ কাজের। আমি আগে যখন ভিএমওয়্যার নিয়ে নাকানিচোবানি খাচ্ছিলুম, তখন ওদের ফোরামে অনেক হেল্প পেয়েছিলুম। প্লাস একটা সুন্দর টি-শার্ট - কতগুলো পোস্টালে যে ছিলো - উপরি পাওনা (ভিএমওয়্যার আম্রিকা থেকে নিউক্যাসলে ফোনিয়ে সাইজ জেনে পাঠিয়ে দিয়েছিলো - প্রথমে আমি ভেবেছিলুম ফাজলামি করছে)ঃ-)
সীগেটের ফোরামেও উত্তর পেলুম। এর আগে ভিডিও এডিটিং নিয়েও এরকম একটা ফোরামে অনেক পয়েন্টার পেয়েছিলুম। ম্যাকের ফোরামগুলো তো স্বর্গ। একমাত্র অপ্পনের কাছেই শুনেছি ওপেন-আপিস ফোরাম থেকে হেল্প না পাওয়ার কথা।
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৯ | 207.179.11.216
ওই সব ফোরাম-টোরাম ঘাঁটতে হেবি ল্যাদ লাগে। কোলকাতায় সীগেটের সার্ভিস সেন্টার গোছের কিছু আছে কিনা জানো? তাইলে ওটাকে আমি নিয়ে গিয়ে দেখাবো। এখানকার যেকোনো সার্ভিস সেন্টার অতীব পচা হয়।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৮ | 124.124.86.102
কলকাতা থেকে বৃষ্টি এখানে পৌঁছেছে কাল বিকেলে। চেহারাপত্র দেখে মনে হচ্ছে জার্নির কোনো ক্লান্তিটান্তি বিশেষ নেই, ভালভাবেই এসেছে।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৬ | 61.95.144.123
দিপু - মেইল নয়। ফোরামে সার্চ মারো। তোমার প্রবলেম নিশ্চয় অন্য কারো কখনো না কখনো হয়েছে - তাদের কাছে সল্যুশন পাবে।
san | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪২ | 121.50.4.34
১) সুহাসিনী আসবে বলেছে। অপ্পন কি ডিডিদাকে ফোং করেছ?
২) বেঙ্গালুরুতে নাকি ভজহরি মান্না খুলেছে । সেখানে গিয়ে দেখলে হোতোনা? মানে বিবিকিউ আমার খুবই পছন্দ কিন্তু ওখানে তো মিতামাসিকে নিয়ে যাওয়ার কথা ছিল , তাই ওটা সবাই মিলে গেলে হয়না? মিতামাসি, কল্লোলদা, দিপু এরা ফিরলে?
ও বাবা - এই কেস আমাদের সাথে সিলভার স্প্রিঙে হয়েছিলো অনেকদিন ধরে। ভেরাইজন কার নম্বর দিয়েছিলো কে জানে - রেগুলার ব্যাঙ্ক আর ক্রেডিট কার্ড কোং থেকে ফোন আসতো - কিছুতেই বিশ্বাস করতো না যে আমি ওই অ্যাপার্টমেন্টে মাত্র মাসখানেক হল ঢুকেছি...
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪১ | 12.170.106.12
আমার ল্যান্ডলাইনে আরেকটা কল আসে, মাউন্টেন অ্যাডভেঞ্চার্সের। কাকু খুঁজে দিল, দোকানটা ফরিদাবাদে, নম্বর একই কেবল এসটিডি কোডটা আলাদা। আর নয়ডা গজাবাদের আনপড় অ্যাডভেঞ্চারাররা লোকাল কল ভেবে এসটিডি নম্বর ছাড়াই ডায়াল করে। আমাকে বলতে হয় ঐ নম্বরে ফোন করুন।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
বাঃ এতক্ষণে খুঁজে পেইচি।
কদিন ধরেই এক্সটারনাল হাডি-টা ইন্যাক্টিভ থাকলে (মানে ধরো হাডি-তে কিছু লিখছি না, একটা ডকু খুলে বসে আছি) কিছুক্ষণ পর পিঁক পিঁক করে আনমাউন্ট হয়ে যেত, ফের তিরিশ সেকেণ্ড পর মাউন্ট হত। সীগেটের ফোরাম খুঁজে দেখলুম হাডি-র সেটিং-এ একটা sleep অপশন আছে - সেটা ডিফল্ট পাঁচ মিনিট - আর সেটা শুধু উইন্ডোজের টুলটা দিয়ে সেট করা যায়। সেটা ডাউনলোড করে (কারণ হাডি অলরেডি ম্যাক ফরম্যাটেড - ফরম্যাটিং-এর সময় টুলটা উড়ে গেছে) হাডি-টা খুলে উইন্ডোজে লাগিয়ে বলে দিলুম যে কক্ষণো ঘুমোবে না - তো তাও যে কে সেই। ফের সীগেট ফোরাম খুঁজে বের করলুম যে ম্যাকের পাওয়ার সেটিং-এ একখান চেক-বক্স আছে - put hard disks to sleep whenever possible - সেখানে না বলে দিতে হবে...
এখন বেশ আরামসে চলছে। সীগেটের ফোরামগুলো বেশ কাজের - দিপু ফোরামে ভালো করে খোঁজ, তোমার প্রবলেমের সল্যুশন পেয়ে যেতে পারো।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৯ | 12.170.106.12
আমার কেসটা আবার বাইরিলিজিয়াস। ফোন করে অশোক আহমেদকে খুঁজত লোকে। প্রথম তিন বছর। লোকটা কিছু ফ্রড করে পালিয়েছিল বেশ কয়েকজনের কাছ থেকে। প্রায়ই টাকা চেয়ে তাগাদা আসত। একজনকার বোধ হয় ডিউ ছিল ১৪হাজার টাকা। সে তো আমাকে ছাড়েই না। তিনবার রং নাম্বার বলে কাটাবার পরে চতুর্থবার ফোন তুলতেই বলে, বারবার রং নাম্বার বলে কাটালেই হবে? পয়সা কওন দেগা? মেরা চওদাহাজার রুপইয়া জো লিয়া থা তুনে,
আ জা। আনেসে পেহ্লে একবার হাচ কি অফিস হোকে আনা, অ্যাড্রেস ওহি সে মিল জায়েগা তেরেকো।
এর পরে হতোদ্যম হয়ে লোকটা আর ফোন করে নি। তারপরেও কত যে টাকা আর এরিয়ার চেয়ে আমার কাছে অশোকের ফোন এসেছিল।
shrabani | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৭ | 124.124.86.102
আমার বাড়ির ল্যান্ডলাইন আজ পাঁচবছরের। রেগুলার "প্যাভিলিয়ন ইন্টেরিয়রের" ফোন আসে। মাঝে মাঝে তো ফোন তুললেই কে কেন এসব জিজ্ঞাসাবাদ না করেই সোজা কাজের কথায় এসে যায়। এই প্যাভিলিয়ন টা কোথায় জানবার খুব ইচ্ছে আমার। একদিন ওদের একটা মোবাইল ভ্যান রাস্তায় দেখে কি ভাল লাগল। যেন কতকালের চেনা! ঃ)
d | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৯ | 144.160.5.25
আমার সেই "লালে লাল রোশনলাল' ফোন-কাহিনীর পরে আমি যে নাম্বারটা নিয়েছিলাম, সেটা নির্ঘাৎ আগে কোন্ম গওরভ শর্মার ছিল। লোকে অবিরত আমাকে ফোন করে গওরভ কিম্বা শর্মাজিকে চাইত। রং নাম্বার বললে কেউ কেউ সরি বলে রেখে দিয়ে আবার করত। কেউ কেউ ঝগড়া করত। একদিন একজন আমাকে বলে "আপ উন্কা সেক্রেটারি হো? আপ কিঁউ হামেশা ফোন উঠাতে হো?' আমার ফোনে ওসব রিজেক্ট মিজেক্টের সুবিধে ছিল না। তো, জেরবার হয়ে একদিন একজনকে বললাম যেঃ "আর্রে আপ জান্তে নহীঁ উন্কো তো দেহান্ত্ হো গ্যয়া' সে তো একেবারে আকাশ থেকে ধপাস। আমিও গলায় যথাসম্ভব দুখ্দরদ ঢেলে জানালাম "হাঁ ইয়ার বহুত স্যাড কাহানি। পিছ্লে হপ্তে উওহ্ মেহ্রোলিকে পহ্লে যো ফ্লাইওভার আতা হ্যায় না .... উঁহাপে এক ট্রাককে সাথ টর্কায়া অউর একদম স্ম্যাশড হো গিয়া থা। উন্কা ফেস বিলকুল নহীঁ পহ্চান যাতা থা। উন্কি বিবি তো রো রো'কে পাগল হো গ্যায়ি। ইত্যাদি ইত্যাদি ....
তারপর থেকে আর একটাও ফোন আসে নি গওরভ শর্মাকে চেয়ে।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭ | 8.4.8.12
বীজে কি আর ফুলের সুবাস থাকে রে পাগল?
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৬ | 122.162.42.156
h ঃ-))
১০টা ৩০এর উত্তরে
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৫ | 122.162.42.156
নয়ডা ভর্তি অপরাজিতার পাখা থাকলে শমিক এবার কিছু অপরাজিতার বীজ নিয়ে যেও কলকাতা থেকে। বারান্দা আলো করে থাকবে সবার ঃ-)
প্রকাশকে অপ্রকাশিত রাখলে ঝগড়া করবেই তো লোকে ঃ-)
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:১৩ | 12.170.106.12
কল সেন্টারই লাগছে। বিজি আসছে।
অপরাজিতার রূপমুগ্ধরা কেবল এনসিআরেই থাকে তা হলে?
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:১২ | 207.179.11.216
আমাকে অনেক লোক ফোন করে কন্নড় বা তেলুগুতে জিজ্ঞেস করে আমিই প্রকাশ কি না। বিনীত ভাবে রং নাম্বার বললে অনেক বেদো পাবলিক আছে যারা ঝগড়া করে। আমি তাদের ধরে ধরে রিজেক্ট লিস্টিতে পুরে দিই।
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:১১ | 122.162.42.156
ভাড়া নিতে চায় তো কথা কয় না ক্যান??? এয়ারটেল নয়ডা? কোনো কল সেন্টার হতে পারে হয়ত। ৯১১২০৪৫৯৭৮০০ - এই নাম্বার।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৬ | 61.95.144.123
আরেক অপরাজিতা ফ্যান হবে - বারান্দা ভাড়া নিতে চায়;-)
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৪ | 8.4.8.12
একটা ডিজিট মিস করেছো মনে হচ্ছে। এই রকম হবে ঃ +91120459xxxx
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৩ | 8.4.8.12
নয়ডা গাজিয়াবাদের এয়ারটেল ল্যান্ডলাইন নম্বর।
আমি নই ঃ-)
tkn | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১১:০১ | 122.162.42.156
সকাল থেকে তিনবার আমার মোবাইলে একটা ফোন এসেছে। তুললে কেটে যাচ্ছে। রিং ব্যাক করা যাচ্ছে না। কেমন অদ্ভুত একটা টোন আসছে যেটা এনগেজ টোন নয় কক্ষোনো। নাম্বারটা এই রকম - ৯১১২০৪৫৯৩১৫ (শেষের চারটে ডিজিট পাল্টে দিলাম) কোথাকার নাম্বার কি করে বুঝব? নেটে সার্চ দিয়ে বুঝলাম না।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৭ | 203.91.193.7
দিলাম তো। mencoder এর লিঙ্কটা।
Samik | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৬ | 12.170.106.12
না। লিনাক্স আমার জন্যে নয়। হজম হয় নি। জানলার কোনও সল্যুশন থাকলে দে। ঃ-)
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৫ | 203.91.193.7
আরে, লিস্টে ফিল্ম নামের কিলিক করলেই সর্ট করে দেবে, সেতো যেকটা কলাম আছে সব কটাই করে দেবে, কিন্তু সেটা স্টে করাতে গেলে কী করতে হবে জানিনা।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৪ | 203.91.193.7
কানে কানে বললাম, কারন আরও কিছু কথা উহ্য রেখেছি। যেমন, mencoder ব্যবহারই করবে তো, আহেম, লিনাক্সে কর না কেন। এইরকম।
dipu | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৪ | 207.179.11.216
১ হলেই চলবে। দেখা যাক, সময় পেলে একটু ভালো করে নেড়েঘেঁটে দেখতে হবে। আর নোট সেকশনের আইডিয়াটা ভালো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন