এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩২ | 8.4.8.12
  • কংকলে পোবোল বিতক্কো কুতক্কো কর্তে কর্তে ...

    পামিতাদি, হ্যাবাড্ডি। এক টুকরো মেটেও যদি পেতাম ... চিকেনটা ছেড়ে দিতাম।
  • tkn | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:২৪ | 122.161.164.150
  • পারমিতা
    জন্মদিনের শুভেচ্ছা রইল
  • sibu | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫২ | 67.152.86.163
  • পামিতা মাংসটা ভালই নামিয়েছিল। হে-এ-এ-এ-উ।

    ন্যাড়ার ক্লোসেটে কংকালের খবর আমি ভাবলুম অক্ষ জানে, তাই ন্যাড়াকে বাদ দিয়েছে। এখন অক্ষ যদি বিধুবাবুর মতন করে (ছাত্তর পোশ্নো করলে বিধুবাবু ফিরিয়ে একটি কূটপ্রশ্ন করে ছাত্তরের জিজ্ঞাসায় জল ঢেলে দিতেন), তবে বরং গুচ ছেড়ে আমি আবার রামকৃষ্ণ মিশনে ফিরে যাই। সেখেনে অন্ততঃ আমাকে ল্যালা বলার কেউ নেই।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:২১ | 59.93.247.240
  • পামিতাদি, শুভো জন্মোদিন।
  • Sayantan | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৯ | 115.108.25.26
  • অর্কুট'এ ইউনিকোডে স্ক্র্যাপালে স্ক্র্যাপগুলো নিজে নিজে মুছে যাচ্ছে। ইন্টারেস্টিং তো!
  • Bratin | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৬ | 117.194.98.54
  • পারমিতা কে জন্ম দিনের শুভেচ্ছা জানাই।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১৫ | 59.93.193.15
  • শুভ জম্ম দিন পামিতা দি।
    (যাই এট্টু ঘুমিয়ে নি ফের)
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৪ | 71.62.121.158
  • আম্মো ঘুমোই নাই। সিনিমা দেখছিলুম।
    the ice storm দেখলাম।

    পামিতাদিকে হ্যাপি বাড্ডে। খুব ভালো কাটুক সামনের দিনগুলো।

    এবার ঘুমোবো। গুন্নাইট।
  • Sayantan | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৪ | 115.108.25.26
  • শুভ জন্মদিন পারমিতা।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৭ | 72.83.80.253
  • পামিতাদির জন্মদিন খুব ভালো কাটুক। ক্যাঁচাখাই সময় থেকে চটপট বেরিয়ে এসো।
    মাংসটা কি শেষমেশ হাইপার লবণাক্ত কল্লে? ঃ)
  • Bhuto | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৯ | 203.91.193.7
  • আহ , সব চলে এলো, অন্তত লেখার ভাব টাকে মর্য্যাদা দিতেও তো একটু দেরি করে এলে পাত্তে ঃ-(

    পাম্মিতাদির জম্মদিন বুঝি? পাম্মিতাদি, জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা রইল ঃ))।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৩ | 122.252.231.12
  • মোটেও ঘুমোচ্ছি না। উইকেন্ডের দুইদিন দুইরাত এত ঠাসা কাজ যে ভাবলেই মাথার ভেতরে দ্রিমি দ্রিমি করে বাজনা বাজছে। ঃ-(
  • dipu | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:১১ | 59.164.191.232
  • আমি সেই কোন সকালে উটিচি। আবার ঘুমোতে যাবার টাইম হয়ে গ্যালো।
  • Bhuto | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:১০ | 203.91.193.7
  • যাহ দীপু উঠেও পড়েছে ঃ( , মাঠে মারা গেল পুরো ভাব টা।
  • Bhuto | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৯ | 203.91.193.7
  • আপিসে বসে পাহারা দিচ্ছি। সবাই কেমং ঘুমচ্ছে। বাদলার দিনে। দীপু ঘুম পাচ্ছে না পাচ্ছে না করেও দিব্বি নাক ডাকাচ্ছে, রামবার পালন করে সবাই গড়িয়ে নিচ্ছে, সব ঘুমচ্ছে, আমার আর রামবার হয় না, কিছুই হয় না , আমি পাহারা দিচ্ছি ।

    এটা একটু গুরুগম্ভীর গলায় বোধিদার প্রত্যাখ্যান বক্তিমের পরে পাঠ করে সবাই সভাত্যাগ করবেন। আহা, চোখে জল এসে যাবে।
  • dipu | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:০৫ | 59.164.191.232
  • ভয়ানক ভালো।

    শেষে ক্রেডিটস দেখানোর সময় যে মিউজিক টা বাজে সেটা আমি মাঝেমাঝেই শুনি।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:০১ | 71.62.121.158
  • আমি রিসেন্টলি the sea inside? দেখলাম। বড্ড ভালো।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৯ | 71.62.121.158
  • কি বিপজ্জনক পোশ্নো! এ যদি দারোগা না হয় তো কে হবে?
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৭ | 71.62.121.158
  • ইকিরে ভাই! দুলাইন প্রতিবাদী কবিতা লিখতেই সবাই হাওয়া। অন্তত শিবুদা তো মাংসটার ফিডব্যাক দিতে পাত্তো!
    ধুস সিনিমা দেখি। ঃ-(
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৭ | 143.111.22.23
  • না না, সবচেয়ে বড় কথা হল, বিশেষ করে ন্যাড়াদার নামটাই বাদ দিয়েছি কেন, এ প্রশ্ন কেন? ন্যাড়াদার ক্লোসেটে কি হাড় ঠকঠকানো কিছু আছে?
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৮ | 71.62.121.158
  • আমার কি (অক্ষবর্ণিত) ভাবসমাধি হয়েছে যে আমি প্রেমিক্লাবের মেম্বার হবো? হলোই বা প্রেম, তাই বলে একটা ইয়ে নেই? ;-)
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৬ | 71.62.121.158
  • খ্যাঁচাকল, জাঁতাকল, মায়াময় ভবে
    স্যালারি দেরাজে রেখো, মতি মোচ্ছবে।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৩ | 71.62.121.158
  • কে তরুণ, কেই বা প্রবীণ
    নুনকাটা প্রেম আর ভাঙা দূরবীন
  • Paramita | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৩ | 64.105.168.210
  • সবাই নিজেকে প্রেমের এক্সক্লুড লিস্টে ইনক্লুড করতে ব্যস্ত হয়ে উঠলো কেন? বিশেষতঃ টিমের মত তরুণ তুর্কীরা? চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর ইত্যাদি। আমারও অবস্থা ঐ অক্ষর মত - অনেক স্ট্রেসের মাঝখানে ঐ সুতোটা পড়ে আসছি, এই ক্যাঁচাখাই সময়ে প্রেম-ট্রেম কিরম মায়া মনে হয়, কিন্তু লেখার প্রসাদে দিব্য লাগছে ডিটেলগুলো। ছবির মত পুরো।

    আর শিবুদাকে দ্যাখো, আমার বৈঠকখানায় আমারই কত্তার ল্যাপটপ থেকে কিরম বাঁশ দিয়ে যাচ্ছে। দিচ্ছি মাংসটা নুনকাটা করে।
  • Du | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫২ | 71.252.172.197
  • প্রণামে আপত্তি নিয়েও আমার এইরকম কিছু মনে হয়। আমরা নিজের সমাজের আচরণের বিরুদ্ধে বিদ্রোহ করে পা ছুঁতে অপমানবোধ করি - কিন্তু সেটার মূলেও আমাদের নিজের সমাজের ধারনাই । অন্য দেশে পায়ের উঁচু নীচু কোন স্থানই নেই - জাস্ট একটা অঙ্গ।
  • Binary | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪০ | 70.64.19.80
  • এই উইকএন্ড, কারকার লং উইকএন্ড ?
  • Binary | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৩৭ | 70.64.19.80
  • আজ রাম নয়, হুউউউউউউউস্কি , তাই এত কতা পাচ্চে।

    তবে আজ্জো বহুদিন বাদে কবতে লিকলো।

    শিবুদা-ও বাদ।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৩২ | 24.42.203.194
  • আজ শুক্কুরবার বহুদিন পরে আজ রাম(বাকার্ডি) খাবার দিন
    প্রেম/পটি, পটি/প্রেম, প্রেম/পটি মিলিয়ে নিন মিলিয়ে নিন
  • sibu | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৩১ | 64.105.168.210
  • অক্ষ ন্যাড়াকে বাদ দিল কেন?
  • Binary | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:২৬ | 70.64.19.80
  • অক্ষ প্রেমের সাথে পটি ট্রেনিং-এর কম্প্যায়ার কচ্চে। আবার ক্রেডিট কার্ডে। বহুৎ না ইনসাফি হ্যায়।

    আমার নেবার এক ষাটোর্ধ বুড়ো-বুড়ি, নতুন করে প্রেম-টেম করে বিয়ে-টিয়ে কল্ল, চার্চে গিয়ে ।
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১৪ | 143.111.22.23
  • হে হে এই উইকেন্ড থেকে বুঁচি কে পটি ট্রেন করব ঠিক করেছি, তাই ইন্টার্নেট, ইউটিউবে তা নিয়ে বিশেষজ্ঞরা কি বলেছেন। কোন পুল-আপ সবচেয়ে কার্যকরী, ভেজা ভেজা ফিলিংওয়ালা অর রং ফেড করে যাওয়া। এমন পটিও আছে হিসি করলে টুং টাং গান বেজে উঠবে। কিম্বা সেসিমি স্ট্রীটের সংগীত মূর্ছণার সাথে শিশু হাল্কা হতে পারে।
    এইসবের পাশে পাশে ১৬-১৭'র প্রেমের গল্প। ক্রেডিট কার্ড ছাড়া আর কোথাও আপাতত টান বোধ করছিনা ঃ-)

    কিন্তু আমার খুব ভালো লাগে, যখন দেখি অনেকেরই মনে এখনও ঐ "একটুকু ছোঁয়া লাগে" ব্যাপারটা রয়ে গেছে।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১১ | 71.62.121.158
  • আমিও নেই লিস্টিতে। কিন্তু আমি সেই কবে থেকে ঝিমুচ্ছি। পেরেমটেরেম মোট্টে নেইকো। খালি ঘুম। ঃ(
  • Binary | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৮:০৫ | 70.64.19.80
  • একজ্যাক্টলি, গল্পগুলো তো হারিয়েই যায়না। সবই তো আর কনস্পিরেসি থিওরি নয়। হ্যাঁ নতুন প্রেম তো জাগেনা, কিন্তু শিকড়ে টান পড়ে ..... ঃ)
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৫৮ | 143.111.22.23
  • সেতো কি একটা বলতে। কোন থ্রেডে ভুলেও গেছি। গল্প গুলো তো হারিয়ে যায়না। কিন্তু নতুন করে প্রেমের গপ্প শুনে প্রেম আর জাগেনা ঃ-) জাগলে আমি খুশিই হতাম।
  • Binary | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৫৩ | 70.64.19.80
  • আরে সেই কবে য্যানো, চাঁদা-টাদা চাওয়ার, আর ক্যারাম পেটানো -দের কথা কার য্যানো মনে এসেছিলো, হেইটা মনে হয় অক্ষ নয়, বলেছিলাম তো।
  • Binary | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪৫ | 70.64.19.80
  • আরে, সেতো কোন কালে, সেকালে বাকিরাও .....
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪১ | 143.111.22.23
  • দিলাম তো। ঐ লেকে গার্লফ্রেন্ডকে চুমু টুমু খাওয়ার কথা কি আর এমনি এমনি মনে এসেছে?
  • Binary | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪০ | 70.64.19.80
  • অক্ষ আমারে বাদ দ্যালো , এঃ
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৩৯ | 143.111.22.23
  • আহ্‌ তোমার বা আমার বা পামিতার বা দ্রি'র বা ল্যাদোশ ব dd এদের কথা হচ্ছে নাকি।
  • h | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:২৯ | 61.95.144.10
  • মানে বলছি, যে, প্রেম, বিশেষতঃ টিন এজ প্রেমের জোয়ারে ভাসার পক্ষে আমার হয়তো একটু বয়স বেশি ;-)
  • h | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:২৭ | 61.95.144.10
  • কিন্তু আমার তো আসে নি।
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০৭:২৬ | 143.111.22.23
  • সিরিয়াসলি, আমি সেদিম বললাম না, সবার কেমন নিতাই গৌরাঙ্গ ভাব এসেছে ঃ-)
  • Paramita | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৫ | 63.82.71.141
  • পুরো গু-চ প্রেমের জোয়ারে ভেসে গেছে। এমন ঢেউ আগে দেখি নি, তেকোনার ক্যালি আছে বলতেই হবে।
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:০৮ | 143.111.22.23
  • অরিজিৎ যাই বলুক, যখনই জোনকে ডিলানের সাথে গাইতে শুনি, কেমন যেন বেসুরো লাগে। একা গাইলে তা মনে হয়না। এটা কি স্কেলের প্রবলেম?
  • tkn | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৯ | 122.163.3.117
  • অলরেডি তুলেছে সে হাই
    আর তো গানের আশা নাই
    ঃ-)
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫১ | 128.231.22.89
  • ধরো সা জ্ঞ ম দ ণ সা
    মধ্যরাতের জন্যি খাসা।
  • dipu | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪০ | 59.164.191.232
  • উঠেছে অবশেষে
    একটি হাই
    পরাণে তাই
    জেগেছে আশা
    আমারও দুচোখে
    হয়ত নামবে
    ক্লান্তিহারক
    ঘুমের ভাষা

    (পারিনা। অসা। দাড়িদাদু বেঁচে থাকলে বুকে জড়াত)
  • tkn | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:২৩ | 122.163.3.117
  • দীপু

    ঘুমায়োনা বরষন রাতে
    অকারণে জাগিয়া প্রভাতে
    কামড়াইতে হবে হাত
    ঘুমাইয়া সারা রাত
    হেলায় করিলে নষ্ট!
    তার চেয়ে সয়ে কষ্ট
    গাও সা রে গা মা পা ধা নি
    পার করো বিনিদ্ররজনী

    ঃ-)
  • dd | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৪ | 122.167.20.199
  • অ দীপু
    ফি শু, পি পু
    গুনে যাও ভেড়া, ঘোড়া,ঢোঁড়া সাপ, পরী
    পুড়াও পুড়াও হে যতো অ্যালারাম ঘড়ি
    মনে মনে গান গাও
    এবং ঘুমাও
  • dipu | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০০:০৬ | 59.164.191.232
  • রাত বাড়ে
    ঘুম পায় না
    একটুও না

    (মিশ্রকবিতা)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত