এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৯ | 219.64.11.35
  • কিন্তু তেকোনা, তুমি তো সত্তরের জাতক! তা হলে "পরে জন্মেছি' হলে কেং কয়ে?

    সত্তর দশক কি আজকের কথা?
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৮ | 122.163.79.117
  • আমার র‌্যাটল স্নেকও পছন্দ। বেশ মিউজিক্যাল ঃ-)
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৭ | 122.163.79.117
  • শমীক,
    এটা নিয়ে আগেই সিনেমা করে ফেলেছে মনোজকুমার আর সাধনা মিলে "ও কৌন থি" ঃ-)

    এটাও মতো হয়ে গেল ঃ-)
  • intellidiot | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪৩ | 220.225.245.130
  • "হেলে' আর "ব্ল্যাক মাম্বা' এই দুটো সাপের নাম আমার সবচেয়ে প্রিয় ।
  • Samik | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪২ | 219.64.11.35
  • আরেকটা রহস্য গল্প। ঃ-) তেকোনা কে?
  • intellidiot | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪১ | 220.225.245.130
  • কিম্বা হেলে সাপ
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪০ | 122.163.79.117
  • কেন? গোখরোটা বা জলঢোঁড়াটা নয় কেন?
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৪০ | 207.179.11.216
  • কেউকেটা
  • te ke na | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৮ | 122.163.79.117
  • ও ডিডি
    হাম ম্যাম হ্যায়, স্যার জী নেহি হ্যায়। স্যারজী কে পাস আইডিয়া হ্যায়, মেরে পাস কাহানী হ্যায় ঃ-)
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৭ | 144.160.5.25
  • হ্যাঁ আর বেশী খোঁচালে হনু একটা দরজা ঘাড়ে করে তেড়ে আসবে। ঃ)
  • teman keu na | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৭ | 122.163.79.117
  • দুটো অপশন রাখছি

    ১। আদি পিতৃদত্ত
    ২। আস্তিনের সাপ

    ঃ-)
  • dd | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৫ | 122.166.134.43
  • কিন্তু তেকোনা য্যামন লিখছে তাতে শিগগিরই বিখ্যাত হয়ে যাবে। "ত্যামন কেউ" হবে।
    তো, স্যার, সে সময়ে কি নাম রাখবেন কিছু ঠিক করেছেন ?
  • teman keu na | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩৫ | 122.163.79.117
  • ঃ-) এচ্চেয়ে শমীকের পিস্তল ভালো ঃ-)
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩২ | 65.194.243.232
  • আমিও এইরকম নানা সম্ভাবনার কথা সেদিন আরেকজনের মুখে শুনে এলুম। কিন্তু সেগুলি এখন বলব না। ঃ)
  • teman keu na | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩১ | 122.163.79.117
  • নাঃ খুব কম, খুবই কম। প্রায় নাই বলা যায়। কার কথা মনে হল জিগাচ্ছি না কারণ এখুনি আয়নার সামনে দাঁড়িয়ে দেকলুম আমি "তেমন কেউ না'ই ঃ-)। আপনি আজ্ঞে কল্লে আমাকেও উল্টে আপনি আজ্ঞে করতে হয় ঃ-( (তাই কচ্চি যদিও)। তবে ইয়ে, সত্যিই, বিখ্যাত নই । এরকম করে বললে আরো দুঃখু বাড়ে। তাইলে হয়ত আমিও হতে পারতুম ঃ-(
  • san | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৭ | 121.50.4.34
  • আমারও ক্যামন জানি ধারণা তেকোনা হয়ত লেখালেখি করেন এবং পরিচিত নাম। কিন্তু ঠিক প্লেস করতে পারিনা কে নিক নিয়ে এখানে লিখতে পারেন ঃ-)
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৩ | 144.160.5.25
  • নাঃ আমার ঠিক ন-দে-সে লাগছে না। অন্য কার মত যেন। সেদিন অন্য একজনের (বিখ্যাত) কথা মনে হল। কিজানি যদি তিনিই "তেকেনা' নিক নিয়ে লেখেন, তাই ভয়ে ভয়ে "আপনি-আজ্ঞে' করে যাচ্ছি।

    আচ্ছা তেকেনা, আপনি কি বেশ কিছুদিন হল নেটে লেখালেখি করেন টরেন।
  • rokeyaa | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২০ | 203.110.240.21
  • পি না, পাই।
  • rokeyaa | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৯ | 203.110.240.21
  • হাড়ে দুব্বো গজাতে দিয়ে এসেছি। পনেরো দিন পরে গিয়ে কেমন গজালো দেখতে হবে। তার আগে আর কোনো কাজ নেই। ফুর্তি!
    ও পি দি, গু-মেইল খুলতে পারছি না, এখোনো ছাপা হয়নি, কাজ চলছে। কাল।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৯ | 207.179.11.216
  • আমারো নেই।
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৭ | 122.163.79.117
  • পরে জন্মালে এই হয় ঃ-( স------ব সবাই আগে করে লিখে গেয়ে বলে বসে আছে। এখন যাই করো 'মত' হয়ে যেতে হয় ঃ-(
    এতে আমার মোটেই মত নেই ঃ-(
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৪ | 65.194.243.232
  • আমার তো নবনীতা দেবসেনের মত লাগছে।
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১২ | 144.160.5.25
  • এক্ষুণি মনে পড়ছে না। ঃ(
    "বাংলা অন্তর্জাল'এর টইয়ে ব্ল্যাঙ্কি একটা সংসদ অভিধানের লিঙ্ক দিয়েছিল।

    আচ্ছা তেকেনা'র লেখা যেন কার মত ----- কিছুতেই মনে আসছে না ঠিক করে, কিন্তু কার মত যেন একটা।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১০ | 65.194.243.232
  • সে তো বটেই। নেটে পাওয়া বেশিরভাগ জিনিসই ভরসার নয়।

    স্পেসিফিক কিছু মনে পড়ছে?
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৭ | 144.160.5.25
  • এই ভাল কথা মনে পড়েছে। অপ্পন, ঐ বাংলা ডিকশনারিটায় কিছু কিছু ঘাপলা আছে। ঢাকা আকাদেমিও মনে হয় পুরোটা ফলো করে নি।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৬ | 216.52.215.232
  • কীভাবে জানাবো?
  • dd | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৫ | 122.166.134.43
  • সিংগল ডি
    দেখি আমি কবে হাটফোড যেতে পারি।
    অপ্পন
    লোপার গান? আমায় জানিও তো।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৫ | 216.52.215.232
  • ওপেন অফিস জিনিসটা মোটেও রিলায়েবল নয়। সেদিন বাংলা ডিকশনারির কনটেন্টটা কপি করে পেস্ট করতে গেলুম, বারবার ক্র্যাশ করতে থাকল। অথচ যতই বিলুদাকে গাল পারো, ওয়ার্ডে ঠিকঠাক পেস্ট হয়ে গেল।
  • aishik | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০৪ | 122.166.22.73
  • লুরু তে গেট টুগেদার হলে আমায় একটু জানিও, যেকোনো দিন, যেকোনো সময়ে, যেকোনো জায়গায়।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 207.179.11.216
  • ৩২ এর পাতায় ওপর থেকে দ্বিতীয়।
  • sinfaut | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 203.91.193.7
  • সার্চ এ গিয়ে টইপত্তরে ক্লিক করতেই ফাফা ক্র্যাশ করে গেল।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 216.52.215.232
  • ওক্কে স্যার। আর লোপামুদ্রার গান শুনতে চাইলে আমাগো পাড়ায় চলে আসতে পারেন। কোনদিন এখন মনে নাই। বাড়ি গিয়ে কার্ড দেখতে হবে।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০১ | 207.179.11.216
  • ছিলো তো। টইয়ের আগের পাতা বা তার আগের পাতায় আছে।
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০০ | 144.160.5.25
  • বাংলা উইকি'র টইটার নাম অনেক সংখ্যা দিয়ে।
  • tkn | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৫:০০ | 122.163.79.117
  • শমীক
    কিসিকো কুছ নেহি জায়েগা...
    বাস 'কালি ঘটা', 'জিয়া' ঔর 'কোয়ি' একসাথ হো অঔর ওয়াক্ত থম যায়ে ঃ-)
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৯ | 144.160.5.25
  • ও ডিডি, পুনা থেকে ঘুরে যান না। নাহলে আপনাকে দেখবো কেমন করে?
  • omnath | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৮ | 220.226.186.71
  • বাংলা উইকিপিডিয়া নিয়ে একটা টই ছিল, যদ্দুর মনে আছে। নাকি ছিল না!
  • dd | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৭ | 122.166.134.43
  • অপ্পন
    সপ্তমী অষ্টমী ছুটিতে। কিন্তু কোথায় থাকবো দুপুরে বা রাত্রে সেটা তখন জানবো। ফোনিও।
    তৎক্ষনাত উত্তর পে' যাবে।
  • d | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৭ | 144.160.5.25
  • কুড়ি তারিখ আম্মো আছি। তবে কারো সাথে দেখা না হলেও একটুও দুঃখু পাব না।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৫ | 117.194.98.203
  • বা, একটা get-togeher র গন্ধ পাচ্ছি যেন। কলকাতায় না ব্যাঙ্গালোর??
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৪ | 207.179.11.216
  • এ বার সে বার লয়।
  • teman keu na | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৩ | 122.163.79.117
  • বাব্বাঃ, পুজোয় কলকাতায় কি ভীড় হবে!! যাই, কটা ঠাকুর এখনই দেখে নিই কুমোরটুলি গিয়ে, পরে বেরোতে পারি কি না পারি ঃ-)

    পিনাকী,
    গেছে লেখা

    স্যান,
    সে কি আর জানিনা! ভেন্টিলেটেড হৃদয় আশেপাশে থাকলে ব্যথা দেওয়া পাওয়া দুইই চলে, সকলেরই ঃ-)। এইচের কথা মত কনফেশন বক্স খোলা হলে এক কোনায় আম্মো কটি গপ্প দেব, আপনি দেবেন খন ঃ-) (বাকিরা পড়েটড়ে যদি উদ্বুদ্ধ.... শোনাতে)
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৩ | 216.52.215.232
  • হ্যা হ্যা, তালে দিপু "বারমুখো' হতে পারবে।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫১ | 207.179.11.216
  • তাই বলে কেষ্টপুর যাওয়া হেব্বি চাপ। মাঝামাঝি কোথাও একটা হলে ভাল হয়। যেমন পার্কস্ট্রীট, ধর্মতলা।
  • dipu | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫০ | 207.179.11.216
  • বং অ্যাস ঃ-))))))))

    ২০ তারিখ রোব্বার। দুকুরের দিকে হলে আমি আছি।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫০ | 216.52.215.232
  • দুকুরে! দুকুরে কী কচ্ছেন? কেম্ব্রিজ লেআউটে পৌঁছনোর বহুত হ্যাপা। পার্কিঙের জায়গা থাকবে না ইত্যাদি।
  • dd | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৮ | 122.166.134.43
  • স্যান আর অপ্পনকে
    সষ্ঠী সপ্তমী (বোধয়) কেম্ব্রীজ লে আউটে আমার মে'দের সমস্কিতিক অনুষ্ঠান। সন্ধ্যা থেকে ঠায় ওখানে।
    অষ্টমী নবমী কোথায় যাবো কে জানে।
    পঞ্চমীতে বং অ্যাস (মানে বেংগলী অ্যাসোসিয়েশনে)সন্ধ্যা বেলা একটা হোম মেড ফুডের স্টল মেলা বসে। সেখানে যাবো।

    শমীক
    ঐ যে কইলাম, প্লীজ কেউ টেকনিক্যাল হেল্প কইরেন না। তুমি "না" টা বোধয় পড়ো নি।
    আমি যে সিস্টেমে গতো তিন বচ্ছর ধরে আপিস থেকে গুরু দেখি আইজ ও সেটাই করছি। তবে ঘেঞ্চু অ্যামন করে ক্যানো?
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৬ | 216.52.215.232
  • * জন্য

    সেদিন ডিডিদা অফিসের খুব কাছ থেকে ঘুরেটুরে রাস্তা হারিয়ে ফিরে গেছেন। ঃ(
  • sinfaut | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৬ | 203.91.193.7
  • দীপুর কথায় ভরসা করে কোনো প্ল্যান করা যাবেনা। ভয়ানক ল্যাদখোর ছেলে। প্লাস বাড়ি ফিরলে ছেলেটা আর বারমুখো করা যায় না। তবে ২০ তারিখ হাইলি দেখা করা যায়, রবিবার আছে।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৪৪ | 216.52.215.232
  • * কেন

    (আজকেও কিবোর্ড চানাচুর পায়নি)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত