পাঁচটা পাঁচজনকেও দেওয়া যেতে পারে, জীবনের বিভিন্ন সময়ে ।
অন্যে তোমাকে একটা দিলে সেটা তোমার হয়ে গেল। তুমি কাউকে দিলে তোমার থেকে একটা চলে গেল। ইত্যাদি।
tkn | ২৮ আগস্ট ২০০৯ ১৭:১৯ | 122.162.42.128
এটা কাছাকাছি না। শ্যামবাজার আর রাসবিহারী দুরত্ব ঃ-)
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১৭:১৭ | 61.95.144.123
মানে পাঁচজন অবধি চলতে পারে - গোটা নীলপদ্ম দিলে। তার বেশি নয়। পাপড়ি ছিঁড়ে দিলে অনেক। রিসাইক্লিং অ্যালাওড?
santanu | ২৮ আগস্ট ২০০৯ ১৭:১৩ | 82.112.6.2
সব ছেলেমেয়ের গোটা পাঁচেক করে প্রেমের নীলপদ্ম থাকে, কাউকে যদি একবার দিয়ে দিল তো হয়ে গেল, বাকী জীবন টা প্রেমহীন।
এটা ঠিক হিমুর নয়, হিমু কে নীল পদ্ম দিয়ে ফেলা একটি মেয়ের বাপের থিয়োরী।
teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৫৮ | 122.162.42.128
এই রে, সেটা কি থিওরি? হিমুকে তো চিনি! হলুদ পাঞ্জাবীতে সে রাত কাবার করে পথে হেঁটে হেঁটে, ফোন করে দোকানের কর্মচারীদের টাকা দিয়ে নয়ত বোকা বানিয়ে, নিজে না খেলেও বন্ধুকে গোস্ত খাওয়ায় মাঝরাতে হোটেল খুলিয়ে........ বাদলের সঙ্গে দেখা না করার বদলে ফুফার থেকে মাসোহারা নেয় পাঁচশো টাকা আবার অনায়াসে সেই টাকা দিয়ে দেয় কোনো রাতউপোসি মেয়েকে যে শিকারের খোঁজে সস্তা মেক আপে নিজেকে মুড়ে পথে নেমেছে...
বাহাদুর যদি প্রথম কাগুজে প্রেম হয় আমার, হিমু তবে দ্বিতীয় (দুজনেই হলুদ/ অরেঞ্জ পাঞ্জাবী পড়ে বলে কিনা জানিনা, পাঞ্জাবীর দোকানে ঐ রঙের পাঞ্জাবী দেখলেই আমি স্মৃতিজাবরিয়ে নিই একটুস) ঃ-) কিন্তু থিওরি টা কি? আর কাছাকাছি দুটো থিওরি হলে দুটো পেটেন্ট হওয়াই তো বিধিসম্মত ঃ-)
san | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৪৭ | 121.50.4.34
এখানে নির্ঘাৎ হিমুর গল্প কেউ পড়েনা, সবাই স্নব গোছের। না হলে সেখানে প্রেমের একটা নীলপদ্ম থিওরি আছে যা অনেকটা কেক থিওরির ধারেকাছে ঃ-)
মানে টিকেন যদি কপিরাইটের কথা ভাবেন তাই বল্লাম আর কি ।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৩৬ | 61.95.144.123
নাঃ আমি সিরিয়াসলি এই জানলা ল্যাপিটা ফেরত দিয়ে দেবো। আমার লেপার্ডই ভালো। কাজ যা করি সে ওতেও হবে - বড়জোর আবাপ পড়া হবে না। অসুবিধা নাই।
tkn | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৩৫ | 122.162.42.128
বেশ পুষ্টবংশনির্মিত মাচায় ফরাস পেতে বসে সেটা হওয়া সম্ভব? আর, তা হলে কি কেক থিওরি সেকেন্ডেড?
stoic | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৩৫ | 160.103.2.224
ঃ-)) না, না, এ কেক সেই আঁতোনিয়েতের কেক নয়।
Samik | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৩৩ | 8.4.8.12
ক্ষুদ্রকোমল নিয়ে এত ঝামেলা কেন কেবল অরিজিতের সাথেই হয়? কনস্পিরেসি?
teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৩২ | 122.162.42.128
স্যান, না না, এই তো একখানা গেল। আসছি ঃ-)
r | ২৮ আগস্ট ২০০৯ ১৬:৩২ | 121.245.15.43
টিকেন কি ফরাসী রাজবংশোদ্ভূতা? ;-)
teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২৯ | 122.162.42.128
না, ফ্রুট কেক একবার যখন বলেছি তখন ফ্রুট কেকই। তবে তার সাইজ ফ্লুরিজের তাকে বসানোর মত না গিনেসে নাম তোলার মত তা তো বলি নি ঃ-) তার ওপরেও আছে পিসে হিসেব। কত ছোটো পিস, কত বড় পিস, গুঁড়ো পেল কিনা কেউ, কেউ হয়ত বাদাম আটকালো গলায়, এসবও থাকতে পারে।
হুঁ, রাস্তায় চায়ের দোকানের বয়ামে একটা পাওয়া যায়, বাপুজী সম্ভবতঃ সেও দিব্য। আটকে থাকে এবং কপাল ভালো থাকলে ভেতরে একটা কিসমিসের দাগও পাওয়া যায়... কেক আর প্রেম দুটো বেশ পাশাপাশি যায়। ইচ্ছে হলে আইসিং দাও, হুইপড ক্রীম মাখাও, ফ্লেভারেও তারতম্য আনা যায়। কেকটা কনফার্ম, ফ্রুটকেকটা আমার পছন্দ। বাকি যার যার নিজের পিক
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২৯ | 61.95.144.123
একখান ওয়ার্ড ডকুমেন্ট আরেকজনের মেশিনে খুললে বলছে ৭৮ পাতা, আর আমার মেশিনে খুল্লে রিপ্যাজিনেট করেই চলেছে করেই চলেছে আট হাজার ন হাজার!!!
vikram | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২৯ | 193.120.76.238
এই ফিরে তাকানো ম্যামের ক্লাস বোধ হয় করিচি। দুটো ক্লাস টেস্টে ফেল। তিন নম্বরে বললাম ম্যাম পঁচিরে অন্ততঃ তেইশ দিতেই হবে। ভুল হলেও। তেইশই হলো। আস্কিং নেবে এলো। উনি একবার আমার নামে হেড ডিপ বোধ হয় বলবেন বলেছিলেন - বললাম এরম করবেন না ম্যাম - তখন করলেন না। আসলে ক্লাস টেস্ট নিয়ে শেষ করে খাতা নিয়ে, আমি ভেবেচি উনি বেরিয়েছেন, আসলে ফিরে তাকিয়েছেন, একটু টাইমিং এর মিসক্যালকুলেশান আর কি।
stoic | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২৮ | 160.103.2.224
প্রেমের সঙ্গে কেকের এই যে তুলনামূলক আলোচনা চলছে, এরমধ্যে কেউ কলোনিয়াল হেজিমনির গন্ধ পাচ্ছে না ? হোয়্যার ইজ বোধি ? ঃ-)
r | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২৫ | 121.245.15.43
বাপির কেক হলে খারাপ হয় না। খাবার পরে ইনভেরিয়েবলি দাঁতে মাড়িতে আটকে থাকে। খাওয়ার পরে আবার জিভ দিয়ে চেটে বের করতে হয়। তাতেও না হলে মুখের মধ্যে তর্জনী ঢুকিয়ে দাঁত মাজার স্টাইলে...মাখোমাখো প্রেম!! ;-)
r | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২১ | 121.245.15.43
তাহলে ফ্রুট কেক নাও হতে পারে?
san | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২০ | 121.50.4.34
তবে দয়া করে সারা উইকেন্ড টেনশনে রাখবেন না ঃ-)
Samik | ২৮ আগস্ট ২০০৯ ১৬:২০ | 219.64.11.35
এন্ড অফ ইমেল অ্যাড্রেস নয়, ওটা হবে এন্ড অফ ইমেল আইডি। তবে ফান্ডাটা আজই প্রথম শুনলাম। কেউ কনফার্ম করেছে?
san | ২৮ আগস্ট ২০০৯ ১৬:১৮ | 121.50.4.34
আরে, টিকেন একটা থিওরি নামিয়েছেন। উনি সে থিওরিতে ফিট করেন কিনা সে তো লেখেন নি ঃ-)
sinfaut | ২৮ আগস্ট ২০০৯ ১৬:১৭ | 203.91.193.7
এই ফান্ডাটা আমি জানতুম নাঃ you can create many e-mail addresses from a single e-mail address by appending "+something" to the end of your e-mail address. So, if my email address is xyz AT gmail.com and I want to register with amazon.com, I'll register w/ the e-mail xyz+amazon AT gmail.com and set up a filter that applies a particular label to all mail sent to that address. You can also have it automatically archive or delete that mail. That's useful if you're registering w/ a service that you know you'll get spam from. You can register with a "+spam" address and set the filter to mark all those e-mails as spam.
This is useful for tracking down who is spamming you. If I see that a lot of my spam is sent to my "+amazon" address, I know that Amazon is the one giving out my e-mail address.
teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ১৬:১৭ | 122.162.42.128
দুটো ষোলোর পোস্টের উত্তরের উত্তরে -
ওটা ইন জেনারেল হিসেব। টিকেন exception হয়ে নিজেকে বলি দিয়ে দিয়ে rule prove করেছে কিনা সেটা কোথাও লেখা নেই ঃ-)
dipu | ২৮ আগস্ট ২০০৯ ১৬:১২ | 207.179.11.216
ও আর বলতে হবেনি, আমরা বুজে নিইচি।
r | ২৮ আগস্ট ২০০৯ ১৬:১০ | 121.245.15.43
দুটো ষোলোর পোস্টের উত্তরে।
teman keu na | ২৮ আগস্ট ২০০৯ ১৬:১০ | 122.162.42.128
বুলাদিই হওয়ার কথা, টাইপো ঃ-( (অনেক দিন হোর্ডিং-এ চোখাচোখি না হলে এরকম নাম ভুলেই তো যাবো)
r | ২৮ আগস্ট ২০০৯ ১৬:০৯ | 121.245.15.43
টিকেন অল্পেই সন্তুষ্ট। ;-)
Samik | ২৮ আগস্ট ২০০৯ ১৬:০৮ | 219.64.11.35
বুলাদি লেখে নি তো! বেলাদি লিখেছে।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১৬:০৪ | 216.52.215.232
প্রাক বুলাদি ঃ-))
Samik | ২৮ আগস্ট ২০০৯ ১৬:০৩ | 219.64.11.35
প্যাঁড়া থেকে বিভাস-টা গুচ্ছ দিয়েছে ঃ-)
Samik | ২৮ আগস্ট ২০০৯ ১৬:০২ | 219.64.11.35
ফরিদাকে গুরু দিয়ে এলাম।
আর ওদিকে লিখলাম না। তেকোনা, প্লিজ পা চালিয়ে ...
dipu | ২৮ আগস্ট ২০০৯ ১৫:৩৭ | 207.179.11.216
ও হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনের চোতায় টাইম পিরিয়ডের ডেফিনিশন ছিল 'If T is the period of time, then T is called time period'।
dipu | ২৮ আগস্ট ২০০৯ ১৫:৩১ | 207.179.11.216
ম্যাথ এবং ইলেকট্রিক্যাল ডিপ থেকে প্রচুর বর্ণময় চরিত্র আমাদের পড়িয়েছেন। ম্যাথ থেকে একজন আসতেন, ভালনাম মনে নেই, ডাকনাম রাবণ। তিনি সব্বাইকে চোতা ধরিয়ে দিয়ে মিনিট দশেক চোতা থেকে কিসব আবৃত্তি করে বাকি সময়টা ফার্স্টবেঞ্চের মেয়েদের সঙ্গে সাংসারিক গল্পগুজব করে কেটে যেতেন। আর একজন ম্যাম ইলেকট্রিক্যাল বিল্ডিং থেকে দৌড়ে দৌড়ে আমাদের বিল্ডিংএ এসে ক্লাসে ঢুকে পুরো গাঁতটা বোর্ডে টুকে তবে ক্লাসের দিকে ফিরে তাকাতেন।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১৫:২৮ | 61.95.144.123
শালা। Only for Intel Macsঃ-((
intellidiot | ২৮ আগস্ট ২০০৯ ১৫:২৫ | 220.225.245.130
অমুক মানে কৃষ্ণ???
h | ২৮ আগস্ট ২০০৯ ১৫:২৫ | 203.99.212.224
তোরা সিটি-টা দিলি কখন?
vikram | ২৮ আগস্ট ২০০৯ ১৫:১৭ | 193.120.76.238
তারপ্রে বললো পুরো নাম অমুক। এই নামের মনে জানো? এর মানে হলো কৃষ্ণ।
vikram | ২৮ আগস্ট ২০০৯ ১৫:১৭ | 193.120.76.238
একবার গদা কিছু ক্লাস আমাদের পড়ানোর পর আমরা প্রতিবাদ করেছিলাম। তখন স্যার চেনজ হলো। মানে গদা প্রক্সি দিচ্ছিলেন।
আর একটি মেয়ে শোন, এখন কি গদার ক্লাস? এইটা বলার পর গদা পেছন থেকে এসে বলেছিলো গদা বলে কাউকে ডাকতে নেই জানো না?
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১৫:০৯ | 61.95.144.123
কোশ্চেন হল পুরনো পাওয়ারপিসিতে চলবে কিনা। চলা উচিত - কারণ অ্যাপল সার্ভার/ডেস্কটপে এখনও পাওয়ারপিসিই ব্যাভার করে। তবে র্যাম বাড়াতে হবে। সিটিসেন্টারে একটা অ্যাপল ডিলার আছে শুনেছি।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১৫:০১ | 61.95.144.123
লেপার্ডকে আপগ্রেড করা যাবে বলছে আর সেটা বেশ শস্তা - 29$
ধুর লেপার্ড নিয়েই বিশেষ খেলা হয়নি তো স্নো-লেপার্ডঃ-(
rabaahuta | ২৮ আগস্ট ২০০৯ ১৪:৪৬ | 121.241.111.12
ইন্টেলি, শমীক, আমিও একটু ব্যাতিব্যস্ত আছি এই সপ্তাহটা- ইন্টেলি নিয়ে নাও বরং, শমীকের কাছ থেকে, তারপর একদিন সময় নিয়ে বসা যাবে।
stoic | ২৮ আগস্ট ২০০৯ ১৪:৪৬ | 160.103.2.224
রাইট, ম্যাক স্নো লেপার্ড লঞ্চ করেছে।
Arpan | ২৮ আগস্ট ২০০৯ ১৪:৪৪ | 216.52.215.232
আশা করি আদেবায়োরের লস ডায়াবি পুষিয়ে দেবে এই সিজনে।
Blank | ২৮ আগস্ট ২০০৯ ১৪:৪৩ | 170.153.65.102
নতুন স্নো লেপার্ড এসে গেছে বাজারে
stoic | ২৮ আগস্ট ২০০৯ ১৪:৪৩ | 160.103.2.224
পঁয়ষট্টি হাজার 'বারো' টা ওয়েল সেইড। ঃ-)
intellidiot | ২৮ আগস্ট ২০০৯ ১৪:৪১ | 220.225.245.130
আমার কোন চাপ নেইকো। হুতোকো পুছো।
Arijit | ২৮ আগস্ট ২০০৯ ১৪:৪০ | 61.95.144.123
কোন মাঠে? ওল্ড ট্রাফোর্ড? তাইলে টাফ আছে। সত্তর হাজারের মধ্যে পঁয়ষট্টি হাজার ম্যানিউ, পাঁচ হাজার সিটি। ওল্ড ট্রাফোর্ডে ম্যানিউয়ের হয়ে অ্যাকচুয়ালি খেলে পঁয়ষট্টি হাজার বারো জন লোক।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন