অরিজিৎ, ঠিক কথা, একমত। কিন্তু তার কারণ হল, যে কোনো ইভেন্টকেই একটা পলিটিক্যাল ইমেজ দেওয়া। আর, মানুষ সেভাবেই দেখতে চায়। মিডিয়া বাদ দাও, অনেক মানুষ সকাল থেকে সন্ধে সুযোগ পেলেই পলিটিক্যাল পার্টি/নেতা ইত্যাদিদের গালাগাল/সমালোচনা করে যাচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যে কোনো সাধারণ কথোপকথন রাজনৈতিক তর্কে পরিণত হয় কোনো প্ররোচনা ছাড়াই। শুধু মিডিয়া-কে দোষ দিয়ে লাভ নেই। মানুষ যা চায়, মিডিয়া তাই দেয়। একথা ঠিক, ক্ষেত্র বিশেষে মিডিয়া যা খাওয়ায় মানুষ তাই খায়। কিন্তু আজ এত অপশনের যুগে, যা ভাল লাগে (যেমন, রাজনৈতিক খেউড়) মানুষ খুঁজে নেবেই।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১২:০০ | 61.95.144.123
আহা গত্তের পাশে বেড়া দিয়েছে বলে কি গত্তটা নেই হয়ে যাবে নাকি? করুণাময়ীর ওখানে এক সাইড পুরো বন্ধ। অন্যদিক দিয়ে আপ-ডাউন চলছে, পাশে ট্যাক্সি, বাস, অটো...
quark | ২৬ আগস্ট ২০০৯ ১১:৫৮ | 202.141.148.99
হুম, চিত্তরঞ্জন অ্যাভেন্যু'র নাম দিয়েছিলাম উদয়শঙ্কর সরণী, মানে বাসগুলো যের'ম হেলেদুলে, নাচতে নাচতে যেত। সত্যি, রাস্তার মাঝখানে বিরাট গহ্বর, আর পাশদিয়ে কোনক্রমে গাড়িঘোড়া চলেছে। নাহ্ এবার সল্লেকে যা হচ্ছে তা এর ধারপাশ দিয়েও যাবে না।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:৫৪ | 61.95.144.123
এমা এলসিএম কাগজ পড়ে না। সিরিয়াসলি বলেছিলো।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:৫৩ | 61.95.144.123
কোন স্টেশন কি করে জানবো।
বাই দ্য ওয়ে - কলকাতার মেট্রোর সময় বহু বছর আমরা কষ্ট করেছি - গর্ত ডজ করতে করতে। এবার হাই-প্রোফাইল সল্লেকের হাই-প্রোফাইল বাসিন্দারা করবে। সেদিন সিটি সেন্টার যেতে গিয়ে দেখলুম...
lcm | ২৬ আগস্ট ২০০৯ ১১:৫৩ | 69.236.191.143
ধ্যার, প্রসেনজিৎ এরকম বলেছিল না কি! 'মরে গেলে আমাকে সবাই মহানায়ক বলবে' !
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:৫২ | 61.95.144.123
টাইমস/গার্ডিয়ানেও পলিটিক্যাল পোলারাইজেশন আছে - বিশেষ করে ইমিগ্রেশন, মধ্য প্রাচ্য ইত্যাদি নিয়ে - হোয়াইট কনজারভেটিভ রেটরিক ভার্সাস উদার সামহোয়াট লেফট - কিন্তু সেগুলো দেখবে অপ-এড বা কলামগুলোতে। কিন্তু খবরের ক্ষেত্রে মোটামুটি ফ্যাক্টই দেবে - কোনো রকম স্পিন ছাড়া - ট্যাবলয়েড এক্সেপশন। উল্টোদিকে আমাদের কাগজগুলো পুরোপুরি ট্যাবলয়েড - অসত্য, অর্ধসত্য, স্পিন - যার যেখানে ইন্টারেস্ট সেখানে। আজকের বাস অ্যাক্সিডেন্ট নিয়ে মোটামুটি একই কথা পাবে, কিন্তু ওই যে বোধি বল্ল - বৈদিক ভিলেজ - সেখানে আলাদা আলাদা স্পিন - কারণ ওখানে সবার ইন্টারেস্ট আছে।
quark | ২৬ আগস্ট ২০০৯ ১১:৫০ | 202.141.148.99
স্বভূমি ৮৯ সিনেমার কাছে? মানে ঐ স্টেশনটা?
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:৪৬ | 61.95.144.123
হঃ। ইস্ট ওয়েস্ট মেট্রোতে (হতে হতে আরো দশ বছর) একটা স্টেশন হবে - রাগীযুবা পোসেনজিত।
rokeyaa | ২৬ আগস্ট ২০০৯ ১১:৪৩ | 203.110.246.230
তখন কি বুম্বাদাও "প্রাপ্য মর্যাদা' পাবে না? বুম্বাদার নামে স্টেশন হবে?
lcm | ২৬ আগস্ট ২০০৯ ১১:৪৩ | 69.236.191.143
অরিজিৎ, ঠিক। কিন্তু এই যে তুমি বলছ মিডিয়ার লেজুড়গিরি বা একচোখেমি... এটাও মেইনলি পলিটিক্যাল প্রসপেক্টে। যেমন, তুমি এমন দেখবে না, একটা মিডিয়া হাউস কোনো সিনেমার হার্শ ক্রিটিসিজিম্ করছে, আর অন্যরা একেবারে প্রশংসায় পঞ্চমুখ.... বা, কোনো কাগজ লিখছে অমর্ত্য সেন-এর একটি বই জঘন্য, এবং অন্য কাগজ উল্টো কথা বলছে। এরকম হয়, কিন্তু অনেক কম। এই পোলারাইজেশন বা একচোখেমি, মূলত পলিটিক্যাল ইস্যু নিয়ে। পশ্চিমবাংলায় এটা একটু বাড়াবাড়ি রকমের মনে হয় সময় বিশেষে - তার একটা কারণ বোধহয়, দীর্ঘ দিন ধরে এক পার্টি ক্ষমতায় থাকলে এরকম একটা পোলারাইজেশন ন্যাচার্যালি হয়।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:৪২ | 61.95.144.123
এইডা কোথায় যেন পড়লাম? মনে পড়ছে না। কিন্তু টালিগঞ্জে মূর্তিটা তো পঃবঃ সরকারের অনুমোদনেই বসেছিলো - অবিশ্যি বিদঘুটে দেখতে - মানে কষ্ট করে চিনতে হয় আর কি;-)
পোসেনজিত কিছু বলে নি এই নিয়ে? "মারা গেলে আমাকেও লোকে মহানায়ক বলবে' গোছের?
rokeyaa | ২৬ আগস্ট ২০০৯ ১১:৩৯ | 203.110.246.230
আচ্ছ, এই উত্তমকুমার-সিপিয়েম বাওয়ালের ব্যাপারটা কি? সিপিয়েম "মহানায়ক' কে "প্রাপ্য মর্যাদা' দেয় না ক্যানো?
বেশি ভাবছি - কিন্তু এটা যে বেয়াদপি হতে চলেছে সেটা বোঝার আগেই চার পাঁচটা key ইন্টারভিউ নিয়ে নেওয়া যায়...
গান্স অব ন্যাভারোনে ক্যাপ্টেন ম্যালরি-র প্রিসিসনড অ্যাটাক পুরো;-)
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:৩৪ | 61.95.144.123
কনট্র্যাস্ট থাকুক না - গার্ডিয়ান আর টাইমসে কি নাই? কিন্তু যতদূর পড়েছি তারা আমাদের মিডিয়া, স্পেশ্যালি বাংলা মিডিয়ার মতন লেজুড় ট্যাবলয়েড মিডিয়া নয়। আমাদের মিডিয়া পুরো কাছাখোলা নির্লজ্জ হয়ে গেছে ইদানিং। শুধু রাজনৈতিক দল আর কর্পোরেট হাউজের মুখপত্র হলে যা হয়।
Tim | ২৬ আগস্ট ২০০৯ ১১:৩২ | 71.62.121.158
বুবুভা নিয়ে এই আইডিয়াটা বেশ। কিন্তু বেসিকালি ধান্দাবাজ কিছু লোক, যারা পেটোয়া মিডিয়ার সুবিধে নিয়ে বিখ্যাত হয়েছে, তারা এই বেয়াদবি সইবে ক্যানো? মিডিয়ার বেইজ্জতি মানে তো তাদেরও অসুবিধে। কেনই বা তারা সাক্ষাৎকার দেবে? সবাই তো আর "নায়কের"" মত ডিসটার্বড না, যে একটা উইন্ডো চায়।
lcm | ২৬ আগস্ট ২০০৯ ১১:৩০ | 69.236.191.143
অরিজিৎ, দেখো, কনট্র্যাস্ট চাই। টোট্যাল ইগ্যালিটেরিয়ানিজম হল একটা মিথ। মিডিয়া-র তো কনট্রাডিকশন / কনট্র্যাস্ট ... এসব বেশী করে চাই-ই।
h যে পোলারাইজেশন-এর কথা বলছে, সেটা মেইনলি পলিটিক্যাল প্রসপেক্টে। ইন জেনারেল, মানুষ কিন্তু তত পোলারাইজ্ড নয়।
একটা আদর্শ সমাজে শুধু বিবেকবান মিডিয়া কথা বলবে তাইলেঃ-)
h | ২৬ আগস্ট ২০০৯ ১১:২১ | 203.99.212.224
কোয়ার্ক মাইরি আমাকে ভুল বুঝলেন। আমি জাস্ট আলোচনার স্বার্থে নন পার্টিজান পজিশনের কথা বলছিলাম। সরি। রিয়েলি সরি।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:১৮ | 61.95.144.123
উত্তর দেবে না। দ্যাটস দ্য পয়েন্ট।
lcm | ২৬ আগস্ট ২০০৯ ১১:১৭ | 69.236.191.143
হা হা, h কি ইচ্ছাকৃত ভাবে মাঝখানে 'বা' বসালে (দেশ আর চিন্তাজগৎ-এর মাঝখানে)
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:১৬ | 61.95.144.123
এলসিএম - সিরিয়াসলি চাই। ওদের মাঠে ওদের মারতে।
h | ২৬ আগস্ট ২০০৯ ১১:১৫ | 203.99.212.224
আমি সব খবর-ই কাল্টিভেট করি, তর্ক করবো বলে। আমার পেটোয়া থিয়োরী যেটা, সেটা হল, এত পোলারাইজেশনে দেশের বা চিন্তাজগতের কোন উপকার হচ্ছে না। ইত্যাদি। এগুলো সব ই নিষ্পহ্ল কর্মহীনতার পরিচয়।
অরিজিত তোমার মাইরি সারল্যটা সিরিয়াসলি ইনফেকশাস। তুমি এখনো মনে করো, কঠিন প্রশ্ন করলে সামাজিক পরিবর্তন সম্ভব। তা সোজা উত্তরটা কে দেবে?
lcm | ২৬ আগস্ট ২০০৯ ১১:১৩ | 69.236.191.143
হে, হে, অরিজিৎ মিডিয়ার রুটি রুজি-তে ঘা দিতে চায় ।
quark | ২৬ আগস্ট ২০০৯ ১১:১৩ | 202.141.148.99
অর্থাৎ আপনি অ্যাকটিভিস্ট আর আমি গুন্ডা হ'তে চলেছিলাম। ঃ-)
যাগ্গে, হ্যাঁ চুপই রইলাম।
lcm | ২৬ আগস্ট ২০০৯ ১১:১২ | 69.236.191.143
আরে h,তুমি এই ভেদিক ভিলেজ-এর খবরটা বেশ কাল্টিভেট করেছ মনে হচ্ছে। তোমার কভারেজটায় বেশ একটা জিস্ট পাওয়া গেল।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১১:১২ | 61.95.144.123
ইন জেনারেল সবকটা মিডিয়ার বিরুদ্ধে কনজিউমার ফোরামে চিটিং-এর অভিযোগ আনা যায় না? আমাদের কাছ থেকে পয়সা নিয়ে বেসিক্যালি ঠকাচ্ছেই তো।
এখন মাথায় "নায়ক'-এর ওই লাইভ ইন্টারভিউটার কথা মাথায় ঘোরে - সবকটার অমন ইন্টারভিউ যদি নেওয়া যেত...
বুবুভা নিয়ে সত্যিই বড় কিছু করার প্ল্যান থাকলে এটা ভাবতে পারো - একদম চাঁচাছোলা কোশ্চেন দিয়ে ইন্টারভিউ - সকলের।
dipu | ২৬ আগস্ট ২০০৯ ১১:১২ | 207.179.11.216
এই বেদিক ভিলেজ ব্যাপারটা ঠিক কি ছিল? তপোবন? হেথা-হোথা অপ্সরা ঘুরে বেড়াত?
h | ২৬ আগস্ট ২০০৯ ১১:১০ | 203.99.212.224
কি চান না, আর কি তুলে নিলেন? পরিষ্কার বুঝতে পারছি না। আলোচনা করতে চান না। তাইলে ভালো। হ্যাঁ আপাততঃ যারা গুন্ডা বা কাগজ বা অ্যাকটিভিস্ট নয়, তাদের সকলেরি বসে চুপ চাপ মন খারাপ করার দিন।
quark | ২৬ আগস্ট ২০০৯ ১১:০৮ | 202.141.148.99
চাই না, তুলে নিলাম।
h | ২৬ আগস্ট ২০০৯ ১১:০৭ | 203.99.212.224
বাই দ্য ওয়ে, কোয়ার্ক যে লাইনে আর্গুমেন্ট টা করছো, সেটাকে আমার আর্গুমেন্টের এক্সটেনশন হিসেবে পেশ করছো ঠিক-ই কিন্তু দাঁড়াচ্ছে না। কারণ তুমি সিপিএমের অফিসিয়াল পজিশন কে স্রেফ সমর্থন করছো। যেটা ল্যান্ড কোশ্চেনে আপাততঃ করা যায় না। এবং সে কারণেই তোমার কথার কোনো ভ্যালিডিটি থাকছে না, প্রায় মুকুল রায়ের রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগের মত শোনাচ্ছে। মাইরি। একটু নন-পার্টিজান হয়ে আলোচনা করলে কথাটা বলা যায়, এই আর কি। তুমি বলা টা ঠিক হল না হয়তো। আপনি সম্বোধন করেই বলছি, আলোচনা করতে গেলে হার্ড পশ্চারিং কইরা লাভ নাই।
h | ২৬ আগস্ট ২০০৯ ১১:০৪ | 203.99.212.224
আসা করা যায় অচিরেই টিএমসি হয়ে যাবে। বা শুধু রেলপন্থী। ২০১১ অব্দি ইন্টারিম পলিসি। তার পরে পুরো পুরি টি এমি্স। কিম্বা যদি সিপিএম অনেক টা দেয়, তাইলে হয়তো সিপিএম থেকে গেল ঃ-) এই হল গিয়ে মোটামুটি মহত সমাজ দর্পণ ব্যবস্থা।
quark | ২৬ আগস্ট ২০০৯ ১১:০৩ | 202.141.148.99
সরকার জমি নিলে বলব, সরকার দাম দিচ্ছে না, সরাসরি ব্যবসায়ী জমি নিলে অনেক দাম পাওয়া যেত। ব্যবসায়ী জমি নিতে গিয়ে গুন্ডার সাহায্য নিলে বলব সরকারের মদতে এইসব হচ্ছে।
h | ২৬ আগস্ট ২০০৯ ১১:০০ | 203.99.212.224
ইটিভি কি সিপিএম হয়ে গেল? ওরা বিজেপি ছিল না? তাইলে বোধায় কোন ব্যবসার জন্য জমি পেয়েচে বা পাবে।
h | ২৬ আগস্ট ২০০৯ ১০:৫৬ | 203.99.212.224
রাব ইন করার বিশেষ স্কোপ নেই অক্ষ। (এইখানে অর্পণ হলে বলতো 'কমরেড', কিন্তু আমি বললাম না কারণ কমরেড কথাটার কোনো চার্ম অবশিষ্ট নাই।) কয়েকটা ন্যারেটিভ এসছে। টেলিগ্রাফ এর প্রথম পাতা বলছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বেদিক ভিলেজকে বাড়তে দিয়েছে, এবং নানা রকম আউট অফ দ্য কোর্ট সেটলমেন্ট করেছে। এবং কয়েকজন এলাকার মানুষ বলছেন, তাঁদের জমি বিক্রি করতে বা বেআইনি ভাবে রেজিস্ট্রি করা হয়েছে। এই গোটা কাজে, গফুর তার সঙ্গী। টেলিগ্রাফেরি সিটি মেট্রো সাপ্লিমেন্টারি বলছে, সেদিনের গন্ডোগোলের পর থেকে এলাকয় কনস্ট্রাকশনের কাজ স্তব্ধ হয়ে গেছ, এগিয়ে চলা থেমে রয়েছে। প্রতিদিন বলছে মাফিয়া পুলিশ-সিপিএমের মদতে বেআইনি কাজ করেছে। গণশক্তি বলছে গফুর ২০০৬ এর নির্বাচন থেকেই তণমুলের আশ্রিত। মুকল রায় বলছেন, পশ্চিমবঙ্গে পুলিশ ও মাফিয়া রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। ইন্টারেস্টিং হল প্রতিদিন, সিপিএম না বলে 'পুলিশ-সিপিএম' বলছে। আর গণশক্তি, ভাঙড়ের টি এম সি নেতার সঙ্গে এই ডজি ভদ্রলোকের যোগসাজসের কথা বলছে এবং বলছে, সে দীর্ঘদিন ধরেই এই কাজ করে চলেছে। ২৪ ঘন্টা বলছে বেদিক ভিলেজের মদতে এই ভদলোক এই সব গুন্ডামি, জমি র গন্ডোগোল এই সব করেছে। ২৭ জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে ৯ জন ভাঙচুরের অভিযোগে। এবং কিছু লোকের ইনটারভিউ নিচ্ছে যারা বলছে, বেদিক ভিলেজ তাদের জমি নিয়ে নিয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন করে নি। আর বলছে পুলিশের হেলমেট আর দুটো পুরোনো দেশি বন্দুক পাওয়া গেছে, বেদিক ভিলেজের ভেতর থেকে।
এই সব নানা বাজে সাংবাদিকতার মধ্যে তিন্টে জিনিস স্পষ্ট ভাবে উঠে আসছে। এক হল সকলেই এই ডজি ভদ্রলোক কে ডিসওন করতে চাইছে, কিন্তু 'শিল্পের' কারণের বেদিক ভিলেজকে বেশিদিন ডিসওন করতে চাইছে না। দুই ব্যবসায়ী সংস্থা গুলি যখন সরাসরি নিজেরাই দায়িঙ্কÄ নিয়ে জমি যোগাড়ের কাজে নামেন, তখন-ও ল্যান্ড ব্যাংক কিম্বা ল্যান্ড ম্যাপ থাকুক না থাকুক সরকারী অধিগ্রহণের পদ্ধতির মতই নানা কনফ্লিক্ট হয়। সেই কনফ্লিক্ট রিজোল্লুশনের কোন ননক্রিমিনাল পদ্ধতি আপাততঃ নাই। লিটল ম্যাটার অফ ক্লাস ইন্টারেস্ট আই সাপোজ। তিন, কোন রাজনৈতিক দল বা তার কোন মুখপত্রর বা সংবাদ মাধ্যমের আদৌ কোনো ক্রেডিবিলিটি নাই। কেউ কোন পরিবর্তন চায় না, নানা ধরণের দখলে আগ্রহ।
এবার বলো, একজ্যাক্টলি কি কাকে রাব করবে।
Arpan | ২৬ আগস্ট ২০০৯ ১০:৫৬ | 122.252.231.12
অরিজিত, ঐ টুলটা নেড়েচেড়ে দেখে নাও। দরকার পড়বে।
Samik | ২৬ আগস্ট ২০০৯ ১০:৫৪ | 122.162.236.216
খিস্তি কে মারতে গেছে? ঃ-) মজা পাই।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১০:৫০ | 61.95.144.123
দ্যাখো - এটা এখন খুব অবভিয়াস যে বড়সড় টাকা-পয়সার খেলা হয়েছে একটা (যেটা আগে গুজব ছিলো)। কিন্তু আবাপ/স্টারাহ্লাদী-কে এরকম খিস্তি মেরে লাভ নেই যতক্ষণ না অল্টারনেটিভ দেওয়া হচ্ছে। এবং আবাপ/স্টারাহ্লাদীকে মারতে হলে ওদের খেলাতেই মারতে হবে।
খুব সিমিলার এগজাম্পল হল ক্ষুদ্রকোমল - এখন অল্টারনেটিভ আছে বলে লোকে সেদিকে যাচ্ছে, এবং ক্ষুদ্রকোমল নিজেও বেশ নড়েচড়ে বসেছে - ফ্রী অনলাইন আপিসের প্ল্যান সবচেয়ে বড় উদাহরণ।
Samik | ২৬ আগস্ট ২০০৯ ১০:৪৪ | 122.162.236.216
সে তো বটেই। সরকারি কর্মী আর কটামাত্র এ দেশে? বাকি সবাই তো ঐ স্টার কিন্তু দেখেই খবর খাবে।
ইটিভি নিউজের আরেকটা নমুনা ঃ
বন্ধ কলকারখানার শ্রমিকদের পব সরকার প্রতি বছর পুজোর সময়ে এক হাজার টাকা করে বোনাস দেন। আগের বারেও দিয়েছেন, এবারেও তাই দেবেন বলে ঘোষণা হয়েছে। সেইটাকে ইটিভি বলল, রাজ্য সরকার এক হাজার টাকা করে বাড়তি বোনাস দেবার কথা ঘোষণা করেছেন।
ঐ একটা বাড়তিতেই সব মানে বাড়তি হয়ে গেল।
quark | ২৬ আগস্ট ২০০৯ ১০:৪১ | 202.141.148.99
আমি নিশ্চিত যে কাল যাদের কথা বলেছিলাম, তারা স্টার কিন্তুর এই খবর দেখে বিশ্বাস করবে এবং আবারও বলবে "এতদিন কোথায় ছিলে ..."
Samik | ২৬ আগস্ট ২০০৯ ১০:৩৫ | 122.162.236.216
কোয়ার্ক, নিচের ওগুলোকে বলে "ব্রেকিং নিউজ'। ঃ-)))
Samik | ২৬ আগস্ট ২০০৯ ১০:৩৪ | 122.162.236.216
তাই তো জানতাম। ঘোষণাটা তো কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। আমার বউও পাবে ঃ-) এখনে মমতা এল কোত্থেকে?
স্টার কিন্তু এখন সবকিছু মমতার নামে চালাবার চেষ্টা করে।
Arijit | ২৬ আগস্ট ২০০৯ ১০:৩৪ | 61.95.144.123
"স্টার কিন্তু' বদলে "স্টারাহ্লাদে গদগদ' করে দেওয়া হোক;-)
quark | ২৬ আগস্ট ২০০৯ ১০:৩০ | 202.141.148.99
কাল রাত ১০ঃ১৮ - টিভির চ্যানেল ঘোরাতে ঘোরাতে "স্টার কিন্তু" (এই নামটা আমার দারুণ লেগেছে), নীচে হেডলাইন (এটাকে আর কী বলে জানি না)"মমতা উদ্যোগী", খবরে দেখানো হচ্ছে রেলের কর্মীদের জন্য বকেয়া ৬০% অরিয়ার ঘোষণা করলেন রেলমন্ত্রী। অবাক হ্যে ভাবলাম, এখন কি রেলমন্ত্রীই রেলের কর্মীদের মাইনে দেন?
মিনিট তিনেক পরে - আবার চ্যানেল ঘোরাতে ঘোরাতে এবার ডিডি বাংলা, রাত দশটা কুড়ির বাংলা খবর, "কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ৬০% এরিয়ার দেওয়ার কথা গোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের"
dipu | ২৬ আগস্ট ২০০৯ ১০:২০ | 207.179.11.216
হায়দ্রাবাদে রেডিওতে বাংলা চ্যানেল আসে নাকি?
dipu | ২৬ আগস্ট ২০০৯ ১০:১৯ | 207.179.11.216
তিনজনের হাতকাটা যাওয়ার খবরটা সকালে পড়ে থেকে খুব ভয় করছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন