এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৮ | 216.52.215.232
  • আমি অ্যাডটাই দেখতে পেলাম না! কোন পাতায়?
  • arjo | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৭ | 168.26.215.13
  • ভেদিক ভিলেজ পুড়ে গেল যাঃ। একমাত্র অর্জিতই যা ঠিক ঠাক বলল। পাড়ার খেলায় আবার অফসাইড কি? ওটা তুলে দিলেই সব ল্যাঠা চুকে যেত। আর এদিকে দীপুকে দেখো। বড় হয়ে নীরো হবে। ব্ল্যাংকির সাথে বেউলো শিখে নাও এই বেলা।
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৬ | 216.52.215.232
  • সিকি, কী না কি, কী হবে?
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৬ | 219.64.11.35
  • অ্যাড তো কোন ছাড়, সিপিএমের পলিটিকাল অ্যাজেন্ডাতেই কোথাও কোনও ছবি দেবার গল্প নেই। কখনও সিপিএমের কোনও অধিবেশনে কেউ দেখেছে কোনও নেতার ছবি? কাটআউট? কোনও বামপন্থী দলই ছবির বিজনেস করে না নিজেদের পাবলিসিটিতে।

    মমতা বা রেলমন্ত্রক যে করছে, এবং আজ করছে না, অনেকদিন ধরেই অনেকে করে, মুখ্যমন্ত্রী হিসেবে মায়াবতী বা ভূপিন্দর সিংহ হুদা করে, তার পেছনে কিছু কারণ এবং মানসিকতা আছে। পরে কখনও বিশদে আলোচনা করা যাবে। প্রতিটা মিনিস্ট্রিতেই (সে¾ট্রাল সেক্রেটারিয়েটের কথা বলছি), নিজস্ব মিডিয়া অ্যান্ড পাবলিসিটি সেল থাকে। সেটা মূলত মন্ত্রীর অঙ্গুলিহেলনেই চলে, তবে মূল খসড়াটা তৈরি করে দেন কিছু আইএএস অফিসার, যাঁদের লক্ষ্য থাকে যেনতেনপ্রকারেণ মন্ত্রীর প্রিয়পাত্র হওয়া।

    কিছু গল্প আসছে মাথায়। পরে বলব।
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৫ | 203.99.212.224
  • প্রাপ্ত বয়সের চিহ্ন হিসেবে ক্যাপ্স দিলাম। নইলে যদি ছোতো ভাবে কেউ।
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৫ | 121.50.4.34
  • না না, আমি তর্ক করিনি। মানে এসব অবভিয়াস জিনিস নিয়ে তর্ক হয় না। জাস্ট পার্টি অফিস বানানো প্রসঙ্গে কিঞ্চিৎ স্বগতোক্তি করলাম।
  • H | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৪ | 203.99.212.224
  • ঃ-)))))))))
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৪ | 207.179.11.216
  • পশ্‌শু ফ্রায়েড চিকেন মোমো খেলুম। জীবনবিমানগর রোডের ওপর ওয়াংস -এ।
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৪ | 198.96.180.245
  • গড়িয়াবাজার স্টেশনে কাল যা দেখলাম তা হল কবি নজরুলের খাম্বায় ঝুলন্ত পকাতা। ইস্‌!
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩৩ | 125.22.97.34
  • অজ্জিদ্দা, "পরিবহন মন্ত্রক' না তো। আমি লিখলাম "পার্টি অফিস' কোথায় কোথায় বানানো যায় তার রেফারেন্সে।

    এমন বিজ্ঞাপনের ব্যাপারটা ওঁদের মাথায় আগে আসেনি। নইলে এটা পেটেন্ট করা থাকত।

    র'দা, হ্যা হ্যা।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩২ | 61.95.144.123
  • স্যান অপ্রাসঙ্গিক তর্ক করছে - সম্ভবতঃ ভেজ মোমোর এফেক্ট। কাজেই আমি এর উত্তর দিচ্ছি না।
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩১ | 121.50.4.34
  • বাই দ্য ওয়ে পর্নোগ্রাফিক হওয়া অন্যায় কেন? ;-)
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩১ | 121.50.4.34
  • অ্যাডফ্যাড না দিয়েও কত কিছু করা যায়।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:৩০ | 61.95.144.123
  • অফিসে যাদের দেখালাম তারাও অবাকই হল। কেউ রাস্তায় পোস্টার লাগানোর সাথে মিনিস্ট্রির অ্যাডের তুলনা টানলো না। কে জানে - সিনিক্যাল হয়ে যাচ্ছি হয়তো।
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৭:২৯ | 198.96.180.245
  • তবে "খাম্বা থেকে ঝুলন্ত পকাতা" হেবি অন্যায়। অলমোস্ট পর্নোগ্রাফিক।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:২৮ | 61.95.144.123
  • সায়ন - এগুলো আলাদা উদাহরণ হল। সিপিএম "পরিবহণ মন্ত্রক'-এর অ্যাডে নিজেদের পতাকার ছবি দেয়নি। আমি কখনো দেখিনি। সেটা করলে এই যুক্তিটা খাটতো। স্যানের যুক্তিটাও।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:২৬ | 61.95.144.123
  • মমতা ডিসেন্সি কাকে বলে কোনোদিনও শেখেনি। ওর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করে না - অন্ততঃ যাদের কিছু এথিক্স অবশিষ্ট আছে তারা। আরো বড় প্রশ্ন হল মিনিস্ট্রি অফিসিয়ালরা এগুলো কি করে করছে? আর মিডিয়া বিনা প্রশ্নে এগুলো ছাপে কি করে? পয়সা পেলে যাবতীয় রাবিশ বিনা প্রশ্নে ছেলে দেওয়া যায়?
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:২৬ | 121.50.4.34
  • হঃ, সিপিএম বলে স্কুলকে স্কুল, কলেজকে কলেজ, ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি ধরে পার্টি অফিস বানিয়ে গেল, আর এরা একটা ছবি নিয়ে কি করছে দ্যাখো !
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:২৪ | 125.22.97.34
  • অজ্জিদ্দা, অবশ্যই অন্যায়।
    কিন্তু গায়ের জোরে দেশ-গেরামের সব বাড়ি ঘরের দেয়াল আলো করে লাল ব্রিগেডের লোকজনের মিটিন-মিছিল-ভোটাবেদনের বিজ্ঞাপন, রাস্তা ঘাটে কদাকার ফেস্টুন, ইলেকটিরি টেলিফোনের খাম্বা থেকে ঝুলন্ত পকাতা - এগুলোও অন্যায়।

    মমতা বা ঘাসফুল পার্টির প্রতি একটু বায়াস না-রেখে বলছি, মমতার জায়গায় অন্য যে কেউ হলেও এমটাই করতেন। এত বছরের শিক্ষা।
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৭:২৩ | 198.96.180.245
  • মমতা অজ্জিতের উত্তেজনার কারণ?
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:২০ | 219.64.11.35
  • যাগ্‌গে, অরিজিৎ উত্তেজিত হয়ো না। মমতা তার লেভেলেরই কাজ করছে। ওর থেকে এর বেশি এক্সপেক্টেশন কিছু ছিল কী?
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:১৯ | 121.50.4.34
  • না না, খামোখা ভেজ মোমো খেতে যাব কেন?
  • Sanmik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:১৯ | 219.64.11.35
  • ঢাকনা দেওয়া এয়ার টাইট বটি। ঃ-)

    ভেজ নয়, নন ভেজই পাওয়া যায়। মানে, নন ভেজও পাওয়া যায়। আমার পাশের গোদাটা ঐ বাঁধাকপির পুর দেওয়া মোমো খায়, আমি চিকেন খাই।

    ফুল প্লেটে দশ পিস, হাফে পাঁচ।

    কিন্তু ক্ষিদে পেয়েছে ...
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৭:১৫ | 125.22.97.34
  • ভেজ মোমো? বাঁদাকপির পুর ভরা যেগুলো?
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৭:১৪ | 61.95.144.123
  • টেলিগ্রাফের পাঁচ নম্বর পাতায় রেলওয়েজের একটা অ্যাড দিয়েছে - আধ পাতা জুড়ে - তাতে ঘাসফুলের ছবি - তবে ফুলের ভিতরে অনেকগুলো মুখটুখ আছে। প্রশ্নটা হল এটা কি করা যায়? রেলমন্ত্রকটাকে মোটামুটি পার্টি অফিস বানিয়ে দিয়েছে তো! কাগজের অ্যাডে এরকম জিনিস সিপিএম করেছে বলে মনে পড়ছে না (এই শেষ কমেন্টটা রোকেয়ার জন্যে;-))

    এটা TOI তে দেখলাম না। শুনলাম আবাপ দিয়েছে আর টেলিগ্রাফ।
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৭:০৯ | 198.96.180.245
  • এখন বাটিও নিয়ে আসো? আগে কৌটো করে আনতে না?
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৭:০৮ | 121.50.4.34
  • ফুল, প্লেট আর মোমো আবার কি জাতীয় কম্বিনেশন ?
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:০৪ | 219.64.11.35
  • এখানেও মোমো পাওয়া যায়। কিন্তু আমি শিওর যে ফুল প্লেট মোমো খাবার পরেও আমার ক্ষিদে পাবে।
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৭:০৩ | 219.64.11.35
  • মুড়ি চানাচুরের বাটিটাও খালি হয়ে গেল। কিন্তু সাধ না মিটিল।
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৬:৫৫ | 121.50.4.34
  • এত ঘন ঘন খিদে পাওয়ার কি আছে? আমি ক্যামন মোমো+স্যুপ খেয়ে এসে বসেছি, আমার এখন একটুও খিদে পাচ্ছে না।
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৬:৫১ | 125.22.97.34
  • যা বলেছিস! যাই একপ্লেট পাপড়িচাট সাঁটিয়ে আসি।
  • Samik | ২৪ আগস্ট ২০০৯ ১৬:৪৯ | 219.64.11.35
  • খালি খালি ক্ষিদে কেন পায় রে!
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৬:৪৩ | 61.95.144.123
  • কালেকশন পর্যায় সম্পর্কে অপ্পনের এত ডেফিনিটিভ বক্তব্য কি কোনো কিছুর দিকে ইঙ্গিত করে না?
  • Blank | ২৪ আগস্ট ২০০৯ ১৬:১৭ | 170.153.65.102
  • ব্লাড ইউরিন টা ডোপ টেস্ট। আগের দিন গাঁজা খেলেই কেস গড়বড়
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৫:৪৩ | 121.245.15.43
  • এক্সট্যাসি খেলে নাকি পিতৃগর্ভের স্মৃতি ফিরে আসে।
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৫:৪১ | 216.52.215.232
  • কৌশিক, কালেকশন পর্যায়টি বেশ রোমাঞ্চকর ও সময়সাপেক্ষ। ঃ-)
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৫:১৭ | 61.95.144.123
  • মানে বলছিলুম যে খুব একটা কন্সপিরেসী থিওরি দিই নি।
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৫:১৫ | 121.50.4.34
  • অ্যাঁ, এইডস আর হার্ড ড্রাগস কাছাকাছি হল?
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৫:১১ | 61.95.144.123
  • তা আমি আর কি বেঠিক বল্লুম? কাছাকাছিই তো গেছি।
  • r | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০৯ | 121.245.15.43
  • সে তো আমার এক নিকটাত্মীয়া জলের ছোটো জ্যারিকেনে করে হিসু নিয়ে গিয়েছিল। ল্যাবের লোকেরা এই মারে কি সেই মারে।
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০৭ | 207.179.11.216
  • এল এস ডি খেলে নাকি মাতৃগর্ভের স্মৃতি ফিরে আসে।
  • kc | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০৬ | 213.132.250.2
  • অপ্পনকে,
    ৯৪ সালে তোমাদের ডিপার্টমেন্টের একজন, স্টুল টেস্টের জন্য এক হরলিক্সের শিশি ভর্তি করে "স্টুল" এনেছিল। তার সম্মানে সেই বছরের Tech এ তার ছবির পাশে লেখা হয়েছিল,
    " ধন্যি ছেলের অধ্যবসায়, বিদ্যে বলিহারি-
    মাথায় করে আনলি শেষে, আস্ত --এর হাঁড়ি।"
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০৬ | 121.50.4.34
  • কত কি বাকি জীবনে । হুঁকো। আফিম। কোকেইন ( একবার)। বেলা পড়ে এল ঃ-(
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০৪ | 121.50.4.34
  • পোস্তর বদলে আফিম খেলে চলবে?
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০৩ | 125.22.97.34
  • আমাদের আবার বলা হয়েছিল ব্লাড টেস্টের আগে যেন পোস্ত না খাই!
  • san | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০০ | 121.50.4.34
  • না, শুধু ব্লাড/ইউরিন।

    জিজ্ঞাসাবাদ করে জানা গেল আমরা হার্ড ড্রাগস নিই কি না সেটা জানার জন্য এইসব টেস্ট হচ্ছে ;-)
  • Sayantan | ২৪ আগস্ট ২০০৯ ১৪:৩৬ | 125.22.97.34
  • রেডবাস বেশ ভালো সাইট। আরেকটা আছে - http://www.ticketvala.com/
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৪:৩১ | 203.99.212.224
  • বেদের যুগের ক্ষুধার রচয়িতা যদি নাকতলা-দির সঙ্গে পরিচিত হতেন, তাইলে উনি নতুন সোশাল কমেন্টারিটির নাম দিতেন, শিবাজী যুগের পেট।
  • Bhuto | ২৪ আগস্ট ২০০৯ ১৪:৩১ | 203.91.193.7
  • বেশ এ মাসটা না হয় যাক। গাজরের ফলন যখন বাড়বে তখন না হয়...

    মোটেই জোর করে নয়, আমাকে গাজরের লোভ দেখিয়ে এদ্দিন ঠেকিয়ে রাখা হয়েছিল ঃ(
    ইনফ্যাক্ট এখনও ঠেকিয়ে রাখা হয়েছে। কমরেড অন্য মানে করবেন না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত