এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ২২ আগস্ট ২০০৯ ০১:১৬ | 122.167.16.160
  • ফের লিখি, অক্ষরে

    মানে য্যামন লোকে পদ্দো ল্যাখে।
    লোকে পড়ুক বা না পড়ুক। নিজের খেয়ালে।

    অবশ্যি কেউ কেউ, কখনো সখনো শুধু ইন গ্রুপ হইতে কবতে ল্যাখে। বা নাচে। তারা সংখল্প্য।

    বাজনা শুনলেই আমার ঠ্যাং কাঁপে, নাঁচতে চায়। হুল্লাট। শুক্কুরবারে পদ্দো পাওয়ার মতন।

    আমার তো মনে হয় বেশীর ভাগ নাচিয়ের ই তাই।

    তবে এ বিষয়ে আমাদের ঈশেন/দৃ/রমগন কিছু না কইলে গ্র্যান্টি দিয়ে কিছু কওয়া যাইবো না।
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০১:১০ | 143.111.22.23
  • আরে স্পেসিফিকালি কম্বিটা বলে দিলাম তো। ঐ কম্বি হলে তবে রাগ হয়। কেন হয় আমি জানিনা। কিন্তু হয়, উদ্দাম রাগ হয়। অশ্লীল লাগে। এবার এই রাগের হয়ত কোনো সোশিও, ইকনোমিক ব্যাখ্যা থাকতে পারে।

    আর এইখানে যখন নাচে, চ্যাংড়া না মোটামুটি সব বয়সের লোকজনই নাচে, যা দেখেছি। আমার দেখা ভিডিও অবধি।
  • dd | ২২ আগস্ট ২০০৯ ০১:০৩ | 122.167.16.160
  • অক্ষরে
    ব্যাংগালুরে (এবং বোস্টনে বা শিকাগোয় বা বদ্ধোমানে)চন্দোবিন্দু(বা ভুমি বা অর্ক) গাইলেই চ্যাংড়ারা নাচতে থাকে। এটা ট্র্যাডিশন। ঐতিহ্য।

    মানে, আম্মো নাচি। আমার কন্যারা জাপটে ধরে থাকে, এমব্যারাসড হয়। তাও ও নাচি। শ্রী চৈতন্যের মতন।

    খুব সস্তার জামা পরে।

    এটার কোনো সোসিও/ইকোনোমিক/ কালচারল ব্যাখ্যা নেই।

    হিস্ট্রি জিওগ্রাফিও নেই।

    অহৈতুকী নাচ।
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০১:০১ | 143.111.22.23
  • থ্যান্‌কু।
  • rokeyaa | ২২ আগস্ট ২০০৯ ০০:৫৯ | 203.110.243.21


  • ডিডিদা কি সব গালাগাল কল্লেন, যমের অখাদ্য বলে ঃ(
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০০:৫৭ | 143.111.22.23
  • শিলাজিতের সাইটের অ্যাড্রেস কি?
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০০:৫৪ | 143.111.22.23
  • কেন জানিনা ভয়ানক রাগ হয়। রাগ না, অসহ্য লাগে। যখন কলকাতার ব্যান্ড এসে আম্রিকায় বাজায় আর হলের মধ্যে ভয়ঙ্কর দামী দামী জামা কাপড় গয়না পরা মহিলা পুরুষে ধেই ধেই করে নাচে। তারপর আবার বাউলাঙ্গের গান হলে নাচ আরও বেশি হয়।

    ডিঃ ধেই ধেই নাচে, দামী দামী জামা কাপড় পরা দেখে, আম্রিকায় এসে ব্যান্ড বাজানোতে, বাউলাঙ্গের গানকে আর্বানাইজ করা কে - এর কোনোটাতেই তেমন রিয়াকশন হয়না। কিন্তু এগুলোর কম্বিনেশনটা হলেই হয়।
  • rokeyaa | ২২ আগস্ট ২০০৯ ০০:৪৮ | 203.110.243.21
  • নোবেল পাওয়ার পর খাওয়াবো না :X
  • dipu | ২২ আগস্ট ২০০৯ ০০:৪৫ | 59.164.99.73
  • পুরন্দর সেই "চরাচরে/ শুধু ঘুঘু চরে...' লেখার পর দাঁড়কাক কি বলেছিল জানিস তো? আমিও তোকে তাই বললাম ;-)
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০০:৪৪ | 143.111.22.23
  • হ্যাঁ তাই তো, ডট ইন কাজ করছে, আগের বার www দিই নি।
  • rokeyaa | ২২ আগস্ট ২০০৯ ০০:৪১ | 203.110.243.21
  • ডট ইন টাই লেটেস্ট।
    তবে শিলাজিৎ ডট কম সবচেয়ে কেতোয়ালা সাইট।
    আমার কবিতা নিয়ে কেউ কিছু বল্লো না ঃ(
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০০:৪১ | 143.111.22.23
  • ওটা কাজ করেনা। মানে ঐ জুজুর পাতাটা আসে, তারপর নট নড়ন চড়ন।

    .com/backup দিয়ে কয়েকটা ফাইল আসছে।
  • dipu | ২২ আগস্ট ২০০৯ ০০:৩৯ | 59.164.99.73
  • আছে তো! দিব্বি খুলছে।
  • Samik | ২২ আগস্ট ২০০৯ ০০:৩৯ | 122.162.236.11
  • ইশেন, পাই অর্পণ, মেল দ্যাখো। কষ্ট করে জেগে রয়েছি।
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০০:৩৪ | 143.111.22.23
  • chandrabindoo.in সাইটটা আর নেই?
  • arjo | ২২ আগস্ট ২০০৯ ০০:২৪ | 168.26.215.13
  • শোষণ আছে, কোমরে বেদনা আছে, নাকে জল আছে, মাথায় বেদনা তাও আছে।
    এত প্রাপ্তি! অভ্যেস নেই, তাই তো হঠিয়ে দিলাম সোয়াইনকে, মরে যাই পাছে।

    এটা একটা আধুনিক কবিতা। মানে জিগ্যেস করে কবিকে অপমান করিবেন না প্লিজ।
  • teman keu na | ২২ আগস্ট ২০০৯ ০০:২২ | 122.161.165.150
  • কবি হে
    অই কেশ ঢেকে রাখা মানা?
    বেশ তবে ছাড়িনু বাহানা..
    হেলমেট পথপাশে কাঁদুক একাকী
    "পি পি কে" তে উঁকি দিয়ে
    আমি বসে কথামালা আঁকি ঃ-)
  • Tim | ২২ আগস্ট ২০০৯ ০০:১০ | 198.82.21.214
  • মামু একটা পোবোন্ধোকাব্য লিখলে পারে।
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০০:০১ | 143.111.22.23
  • সিঁফো একটা লিংকও দিতে পারেনা। এত হাফ-হার্টেড কাজ করলে চলবে? সার্চ করে ১১ মিনিটের এক্ত ইউটিউব দেখাচ্ছে, তাতে গান ছাড়া আর সব আছে।
  • a x | ২২ আগস্ট ২০০৯ ০০:০০ | 143.111.22.23
  • বৌবাজারে কেন যাব? চশমা করতে?
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 12.163.39.254
  • আর দীপু যুগলসেতুতে।
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 122.167.16.160
  • য্যাঃ
    আমাদের ঈশেন এক্কেবারে কবি হয়ে গ্যালো। বিলকূল।

    গ্যালো গো।
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 12.163.39.254
  • হ্যাঁ হ্যাঁ কবিরা পিপিকে তে যান। আমি যাই কাজে। অক্ষ বৌবাজারে।
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৮ | 59.164.99.73
  • কানন দেবীর রবীন্দ্রসংগীত শুনছি।
  • a x | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৬ | 143.111.22.23
  • প্রার্থী ছিলনা কেন?
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৬ | 12.163.39.254
  • তেকোনা
    আপুনি তো তবে টেকো না।
    অই কেশরাশি হেলমেটে কভু ঢেকোনা। **

    ** কবি এখানে ধরে নিচ্ছেন মেয়েদের টাক পড়েনা। কবিকল্পনায় কেউ ভুল ধরবেন না।
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৪ | 122.167.16.160
  • নয় ছয় হয়ে গ্যালো সর্বদিক
    ধিক।
    পি পি কে তে একাকী ফরিদা
    (আমি রামে পুরুষোত্তম মর্যাদা)।

    পদ্য? আমি শুধু তুলছো "হিক"
  • rokeyaa | ২১ আগস্ট ২০০৯ ২৩:৫৩ | 203.110.243.21
  • ধুউউউউস্‌স্‌স!!
    বাÇফ্রন্টের প্রার্থী তো ছিলো না বৌবাজারে।
    মিনতি গোমস তো বাÇফ্রন্ট সমর্থিত নির্দল।
  • teman keu na | ২১ আগস্ট ২০০৯ ২৩:৪৮ | 122.161.165.150
  • ওগো কবি,
    থোঁতা মুখ ভোঁতা হওয়া ছবি
    প্রাণে আনে ভয়
    তাহারে করিতে জয়
    হেলমেট চড়াইনু শিরে
    ক্ষম নিজগুণে রমণীরে ঃ-)

    আমিও আবেগতাড়িত ঃ-)
    এবং খানিক ভীত ঃ-( হয়ে ছয় লাইন নয় নয় করে নামালাম
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২৩:৪৫ | 122.167.16.160
  • উফ্‌ফ
    ছিঁ ফোঁ তো একেবারে zআ তা। লিং দ্যাও। নীল নীল। কিলিক কল্লেই শুনতে পাবো।

    তবে না।
  • sinfaut | ২১ আগস্ট ২০০৯ ২৩:৩৭ | 117.254.91.45
  • কোথায় আবার পাবেন? আমার কাছে। কিংবা ইন্তারনেতে। এতো সহজ।
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২৩:৩২ | 122.167.16.160
  • ছি ফোঁ ও য্যামন !
    য্যাসে্‌সতাই।
    আরে কি (কী) করে শুনবো? কোথায় পাবো তারে?

    ঐ সব য্যাজ ত্যাজ ??
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ২৩:২৮ | 12.163.39.254
  • অ্যাঁ? জামানত বাজেয়াপ্ত? এটা তো জানিনা।

    আর রোম যখন ধ্বসে যাচ্ছে, সিঁফো তখন জ্যাজ বাজাচ্ছে? ইয়ার্কি হচ্ছে?
  • Ishan | ২১ আগস্ট ২০০৯ ২৩:২৭ | 12.163.39.254
  • প্রবল কাজের ফাঁকে আমার দুলাইন আবেগী পদ্যঃ

    তেকোনা।
    হেলমেট পরে কখনও কবিকে ডেকোনা।

    তুষার রায়ের পুলিশ এর পর বাংলায় এমন কবিতা এই প্রথম। গ্রান্টি।
  • sinfaut | ২১ আগস্ট ২০০৯ ২৩:২৪ | 117.254.91.45
  • যারা জ্যাজ ম্যাজ শোনেন আর কি, একটু আধটু। Thelonious Monk এর Brilliant Corners শুনে দেখুন। গুচ্ছ।
  • Arpan | ২১ আগস্ট ২০০৯ ২৩:১৯ | 122.252.231.12
  • ঠিকাচে। ঃ-)
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২৩:১৭ | 122.167.16.160
  • অপ্পন
    কুর্গ? মনে মাদিকেরি? আমি পোচুর জানি। পোচ্চুর।
    আমারে ফোনাও।
    আরে আরে আরে। অখন নয়।
    কাইলে।
    ভোর নয়টার পরে। ঠিকাচে ?
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ২৩:০৮ | 59.164.99.73
  • তারানন্দে দেখেছে নিশ্চই।
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২৩:০৭ | 122.167.16.160
  • আচ্ছা অপ্পন
    এইসব কলকেতার খপর কি তুমি নেটে পাও? তো, দ্যাও না লিং।
    TOI তে বাংলার খপর তো মোটে পাই ই না।

    আরে তেকোন

    ল্যাখেন। ল্যাখেন, পদ্য ল্যাখেন। ভাট ফাটে আইয়েন না। ঝুট মুট টাইম পাস। শুদু মুদু।
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ২৩:০৫ | 59.164.99.73
  • যেকোনো সিনেমায় অ্যাডাল সিন এলেই আমার চোখ আপনা থেকে বুজে আসে। অসব্যতা আমি একদম সহ্য করতে পারি না।
  • Arpan | ২১ আগস্ট ২০০৯ ২৩:০১ | 122.252.231.12
  • বৌবাজারে সিপিয়েমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ৩২ বছরে এই প্রথম।
  • intellidiot | ২১ আগস্ট ২০০৯ ২৩:০১ | 59.164.204.110
  • তাবলে তুমি আবার যেন দেখতে বোসনা দীপুখোকা। ওটা একটু অ্যাডাল টাইপের কমেডি...
  • teman keu na | ২১ আগস্ট ২০০৯ ২৩:০০ | 122.161.165.150
  • ইকি? সবাই এমন ধমকালে চলবে শুক্কুর সন্ধ্যেয়!!! dd! আপনি তো ওখানেও আছেন এখানেও, তবে আমায় এমন গলাধাক্কা ট্রিটমেন্ট কেন! এখুনি আপনার নাম লিখে আসব "ক্ষমা করিনিতে" বুঝবেন তখন...
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ২২:৫৫ | 59.164.99.73
  • হুঁ। থ্যাঙ্কু
  • intellidiot | ২১ আগস্ট ২০০৯ ২২:৫৩ | 59.164.204.110
  • ও ইয়েস, "হ্যাংওভার '
  • intellidiot | ২১ আগস্ট ২০০৯ ২২:৫২ | 59.164.204.110
  • মনে পচ্ছেনা ঃ-(
  • dipu | ২১ আগস্ট ২০০৯ ২২:৫১ | 59.164.99.73
  • অ্যাই যে ইন্টেলি, কি একটা হালের কমেডি ফিলিম দেখে ভাটে বলেছিলে না? নামটা য্যানো কি?
  • dd | ২১ আগস্ট ২০০৯ ২২:৫১ | 122.167.16.160
  • অ তেকোনা
    ফরিদা এয়েছেন (দ্রষ্টব্য ঃ পর্বে পর্বে কবিতা)। আপনে হোথায় যান গিয়া।
    এই সব ডিশ ফিস ছারান দ্যান।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত