এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১২:৫৩ | 207.179.11.216
  • সেই ভালো। পরোটা খেতে রাজারহাট যেতে হবে জানলে দুঃখ পেতাম।
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:৫০ | 203.91.207.30
  • আরে ধুর। কোথাও যাইনি আমি।
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১২:৫০ | 121.50.4.34
  • আরে প্যাঁক ফ্যাঁক দিই নি।অ্যানালিটিকস ইন্ডাস্ট্রি তে সাধারণতঃ যা কাজ হয় তা মাধ্যমিকে ইংরিজি আর অংকে যারা পাশ করে সবাই করতে পারবে। তার তুলনায় তুই উচ্চশিক্ষিত ইত্যাদি নোস? তাছাড়াও তুই মানে তোরা। একা তুই নোস। ব্ল্যাংকিকে বললেও একই কথা বলতাম।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১২:৫০ | 203.99.212.224
  • রাজারহাটে র এর পরে গোটাটাই ধুধু। আফটার মি দ্য ডিলিউজ। ইত্যাদি।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৮ | 203.99.212.224
  • আরিশ্লা, সিফো তো ব্যাপক নতুন জায়্‌গায় বাড়ি নিলি তার মানে। কিন্তু সেখানে কিস্যু তো পাওয়ার কথা নয়। হয়ে্‌তা ডিম আন্তে বিশ কিমি গেলি, এরকম। তবে খোলামাঠ , জখন তখন হিসু হাগু পেলে চাপ নেই।
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৮ | 203.91.207.30
  • যাহ্‌।
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৮ | 207.179.11.216
  • ওটা আসলে আমাস্‌সাথে
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৭ | 203.91.207.30
  • চোপ।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৭ | 203.99.212.224
  • স্যান প্রাইমারিলি প্যাঁক দিল, সিফোকে। সিফো কী প্রতিবাদ করবে?
  • r | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৬ | 121.245.15.43
  • মেগাসিটি তো রাজারহাটের ওদিকে কোথায় একটা। সিঁফো কি সেখানে শিফ্‌ট করল?
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৪ | 207.179.11.216
  • আমাসাত্থে কোল্কাতার কে পাল্টাপাল্টি কর্বে? আমি যে কোডও লিখতে পারি না ঃ-((((((((((
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৩ | 203.91.207.30
  • বেসিকালি এটা প্যাঁকের মত শোনায়।
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১২:৩৯ | 121.50.4.34
  • ধুস আমি যা করি তা গরুগাধারাও পারবে । তুই তো বরং উচ্চশিক্ষিত উচ্চমেধার মানুষ। আধঘন্টার বেশি ট্রেনিং লাগবেনা। কি বোর। কি বোর।
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:৩২ | 203.91.207.30
  • পারবো****
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:৩২ | 203.91.207.30
  • তুই তো কিসব অ্যানালিসিস করিস। ওসব আমি পরবো কি করে? ঃ((
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:৩১ | 203.91.207.30
  • না হায়দ্রাবাদ নয়। এখন তো কলকাতা নামক মেগাসিটিতেই অবস্থান করছি। এই শহরকেই নিয়েই বলা।
  • rabaahuta | ১৮ আগস্ট ২০০৯ ১২:৩০ | 121.241.111.12
  • থ্যাঙ্কিউ!
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১২:২৮ | 121.50.4.34
  • সিফো, আমাস্‌সাথে চাক্রি পাল্টাপাল্টি করে নে না !
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১২:২৬ | 203.99.212.224
  • তকন কত করে বল্লাম আসিস না আসিস না। বোর জায়গা।
  • rabaahuta | ১৮ আগস্ট ২০০৯ ১২:২৪ | 121.241.111.12
  • পায়ের তলায় সর্ষে, sbর লেখাগুলো- কেউ একটু লিংক টা খুঁজে দেবেন?
  • Blank | ১৮ আগস্ট ২০০৯ ১২:২৩ | 170.153.65.102
  • ছিঃ সিঁফো। হায়দ্রাবাদ কে অমনি করে গাল দিস নে ....
  • Blank | ১৮ আগস্ট ২০০৯ ১২:২২ | 170.153.65.102
  • আরে রিসেসানের বাজারে এমনি হয়। আগেও যেবার বাজারের হাল ঢিলে হলো সেবারে সব কম্পু সাইন্স নেওয়া বন্ধ করে দিলো আর ইলেকট্রনিক্স নিতে লাগলো আগে ভাগে।
    তারা প্রায় সবাই পরে কনসালটেন্সি তেই ঢুকেছে
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১২:২২ | 121.50.4.34
  • ওরকম বলে না। নাম্মা কোলকাতা। নাম্মা বেঙ্গালুরু।
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৯ ১২:২০ | 203.91.207.30
  • বালের সিটি।
  • Blank | ১৮ আগস্ট ২০০৯ ১২:২০ | 170.153.65.102
  • মেগাসিটি তেও নেটের এত্ত সমস্যা। আর কোথায় গিয়ে থাকবে মানুষ!!!
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১২:১৯ | 61.95.144.123
  • হুঁ - আগে ওই দেড়শোর কাছাকাছি যেত। আমার ঠিক আগের র‌্যাঙ্কে শেষ হয়ে গেসলো বলে আমি সেবার বহুত দুঃখ পেয়েছিলুম - প্রথমে। পরে সেটা উবে গেসলো।
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১২:১০ | 207.179.11.216
  • আমাদের কালে যদুতে কম্পু একশোর কাছাকাছি কোথাও শেষ হয়েছিল।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১২:০৬ | 61.95.144.123
  • http://www.telegraphindia.com/1090818/jsp/calcutta/story_11369749.jsp

    এবার যদুপুরে কম্প সায়েন্স মনে হয় পাঁচশো অবধি গেছে, বেসুতে এগারোশো। ক্রেজটা কমছে মনে হচ্ছে।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:৫৫ | 203.99.212.224
  • তারেকের সঙ্গে ফুটবল ট্রান্সফারের মত অ্যারেঞ্জমেন্ট করতে পারো। লেখার বদলে লেখা স্কিম ঃ-)
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:৫০ | 144.160.5.25
  • গাঁ গেরামে নেটের হাল খুব খারাপ রে ব্ল্যাংকি।
  • Blank | ১৮ আগস্ট ২০০৯ ১১:৪৮ | 170.153.65.102
  • এখনো আমার বাড়ির নেট ঠিক হলো না ঃ(
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:৪৬ | 144.160.5.25
  • হুঁ বানানবিধিটা প্রথমেই সৈকতকে পাঠাতে হবে। আর ইন্দ্রাণীকে কিচ্ছু করতে হবে না। শুধু একটা করে লেখা দিলেই। ব্যাস!

    অর্পণ, ঠিক আছে।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:৩৫ | 203.99.212.224
  • ইন্দ্রাণীদিকে রিকোয়েস্ট করতে পারো, প্রুফ দেখার জন্য। হেবি যত্ন।
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১১:৩৫ | 216.52.215.232
  • টিম একা নয়। আমাকেও শুনিয়েছে লোকে এমন। ঃ-)
  • Arpan | ১৮ আগস্ট ২০০৯ ১১:৩৩ | 216.52.215.232
  • দময়ন্তী, আজ সন্ধেবেলা কনকল হয়ে গেলে বাকি উইকটা একটু দম ফেলার সময় পাব। তুমি আমাকে কয়েকটা পাঠিয়ে দাও আলাদা করে। লং উইকেন্ড ও তার পরের সোম ও মঙ্গলবার পুরো ঝাড় নেমে আছে। কাল-পরশুর মধ্যে সব কটা দেখে চেক করে জানিয়ে দেব।

    এখানেই লিখলাম। মেল অফিস থেকে খোলা যায় না।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১১:৩৩ | 61.95.144.123
  • হুঁ - বড় ক্রিকেটাররাও নাকি পঁচিশ রান, তাপ্পর নেক্সট পঁচিশ - এরকম করে ব্যাট করে - সম্ভবতঃ জেফ বয়কটের কথা।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:৩২ | 203.99.212.224
  • একটা বানানের স্ট্যান্ডার্ড ধরো। বাংলা আকাদেমি ধরতে পারো। আমাদের ফোনেটিকের আরেকটা স্ট্যান্ডার্ড হতে পারে। এইবার আমাদের ফোনেটিকের স্ট্যান্ডার্ড টা আস্তে আস্তে এমার্জ করবে, স্টাইলশীট ও এমার্জ করে যাবে। প্রুফ রিডিং কমিটির সবাই কে বলো, একটা করে যেকোনো একটা কমন বানান বিধির অভিধান যোগাড় করতে। একই সংস্করণ সবার কাছে থাকলে আরো বেটার।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:৩১ | 144.160.5.25
  • ওয়ান স্টেপ অ্যাট এ টাইম কমরেড। একলাফে অডিটে না গিয়ে আগে ৩ টে সংখ্যা মন দিয়ে বের করতে হবে। তারপর আরো ৩টে। এমনিভাবে। ঃ)
  • Tim | ১৮ আগস্ট ২০০৯ ১১:৩০ | 71.62.121.158
  • আজ একটা মেল পেলাম এক বন্ধুর কাছে থেকে। লিখেছে " তোরা চন্দ্রবিন্দু থেকে টুকে টুকে লিখছিস?"
    আঃ কঃ বাঃ.... ঃ-(
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৮ | 61.95.144.123
  • এদিক ওদিক দৌড়নো টাফ। লেখা - আরো বেশি টাফ, প্রায় অসম্ভব। অডিটিং - অসম্ভব। গ্রাহক - হবো। এর বেশি কিছু কϾট্রবিউট করতে চাইলে ওই প্রুফ দেখা ছাড়া কিছু থাকে না। সফট কপি হলে পাঠিয়ে দিও।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৮ | 144.160.5.25
  • তারেক মানে কনফুর কথা বলছ তো? ঐটা আমি সিরিয়াসলি চেষ্টা করছি। কনফুর চেনাপরিচিত অনেকেই ফাটাফাটি লেখে।
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৭ | 121.50.4.34
  • অতীতে তো ৩৭৭ ছিল না !
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • দমু কোন মেল দেখতে বল্ল? অতীতের না ভবিষ্যতের?
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৬ | 203.99.212.224
  • হ্যাঁ সি.এ পাশ করা অডিটর লাগবে। ও সেসব নিশ্চই সৈকত ভেবে ফেলেছে, বা কেউ একটা ভবে ফেলেছে। আমি দেখেছি, পৃথিবীতে বেশির ভাগ মহত কাজ ই হয়ে গেছে। এখন আমাদের মূল কর্তব্য হল রেগুলার গুলতানিটা করে একটা ঐতিহ্য বজায় রাখা;-)
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৬ | 144.160.5.25
  • আরে না প্যানিক করছি না। বলছি আর কি। বানানটা সত্যি বড় ব্যথা।

    অজ্জিত, সত্যি সত্যি প্রুফ দেখবে? বেশী দেব না। অল্প অল্প কটা দেবো।
  • Tim | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৫ | 71.62.121.158
  • বাহ্‌ আমার নামে কত ভালোভালো কথা বলছে।ঃ-)
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • সেটাই তো ভাবছি - অডিটিং নিশ্চয় আমি/তুমি করলে হবে না - বলবে অমুক তমুক অডিটরকে দিয়ে করাতে হবে। তার খরচা আছে। সব নিয়ম মানা মানে প্রচুর দৌড়োদৌড়ি...

    লেখা-টেখা তো হবে না, প্রুফ দেখা ইত্যাদি কম্পু-কেন্দ্রিক কাজ থাকলে বোলো।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১১:২২ | 203.99.212.224
  • আর বছরে কয়েকটা ছাপা পত্রিকার সংখ্যাকে কালেক্টার্স আইটেম করতে গেলে, আরেকটু চাপ নিতে হবে, তবে তাও হয়ে যাবে। তোমাদের কে ভালো লেখা দেওয়ার লোকের অভাব নাই। সৈকত অনেক কে চেনে। প্লাস একটু তারেকের সাহায্য নিলে তো আর কথাই নাই। প্লাস, এইখানকার অনেক ভালো ভালো সিরিয়াসলি ভালো লেখক আছে। রিয়েলি ইউনিক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত