এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫৭ | 121.245.15.43
  • হে হে। নামের দুঃখ আমারে শোনাও? এদানীং কেউ নাম জিগাইলে বলি বি চক্রবর্ত্তী।
  • Samik | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫৬ | 122.162.236.171
  • এইবার আড়িয়াদহের ফড়িয়া হবেন। জিপিএস লাগানো সব্জির ট্রলিভ্যানে চড়ে ঘুড়িয়া বেড়াইবেন।

    হাম আভি আয়া। আভি হাম ঘুমোনে জায়েগা। ঘুমুতে গেলুম।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫৫ | 168.26.215.13
  • আমি কি আর করলাম!! এ হল বিদেশি অপভ্রংশ। ঃ(((

    কি খারপই লাগে শুনতে কি বলব। কিন্তু ঐ 'জীবন আর জীবিকার' জন্য মানিয়ে নিচ্ছি।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫৫ | 121.245.15.43
  • ফিরং লোগোঁকে লিয়ে এঁড়ে হি জেয়াদাতর সুবিধাজনক হোগা। এঁড়ে ভ্যাট্‌। বহোত এক্সটিক কিসিমকা নাম।
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫২ | 117.194.227.121
  • নো নো। স্টেপ জাম্প কড়লে তো হবে নি। আড়িয়া থেকে আউড়িয়া থেকে এঁড়ে।
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫০ | 117.194.227.121
  • ২০১১ প্রায় সমাগত। অ্যাদ্দিনে কি বুদ্ধদেব ভটচায্‌ হবার সময় হল আজ্জোবাউ? রবি যে এখন ওয়েস্ট গগনে। এখন তো মানস ভুঁইয়া হবার সময়। ধুতি তুলে কর্নফিল্ডের ওপর দিয়ে ছুট লাগান। হান্ডেড মিটার্স। দেখি ক'সেকেন্ডে পারেন
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫০ | 121.245.15.43
  • নামটাকে এইভাবে হতচ্ছেদ্দা করিস না। আর্য থেকে আরিয়া থেকে আড়িয়া করেছিস। নেক্সট স্টেজে এঁড়ে।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৪৮ | 123.201.53.133
  • আধা ঘন্টা কার্ডিও ভি চল রহা হ্যায় ঃ-)
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৪৮ | 168.26.215.13
  • সে তো আমি অখনই হইতে পারি। শুধু নাম এপিঠ ওপিঠ করতে লাগব। তাও আবার প্রথম নাম। তবে বিদেশে থাকলে ফোনে বোঝাতে কেলো হইব। এই আড়িয়া ভট্টাচারিয়া নিয়েই ঘেমে নেয়ে একসা।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৪৫ | 121.245.15.43
  • কথা ঘুরাইস না। তর মনের সুপ্ত বাসনা প্রকাশ হইয়া গ্যাছে গা। বিষম মেরুর প্রবল আকর্ষণ। "আর কয়দিন আগে জন্মাইলে আমি বুদ্ধদেব ভটচাজ হইতাম"। মহাকালের কীটদষ্ট পাতায় অব্যয় অজর অক্ষরে ল্যাখা হইয়া গেল। পালায়া যাবা কনে!
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৪৫ | 168.26.215.13
  • স্যান কে লিয়ে পরামর্শ দেতা হুঁ। হর রোজ ত্রিশ মিনিট কার্ডিও, কম খানা (ভুখা মত রহেনা) এ হি হ্যায় চর্বি ঝরানে কা রাজ। ইয়ে করনে সে হপ্তা মে ১ পাউন্ড চর্বি ঝরেগা।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৪০ | 168.26.215.13
  • অটোমেটিক আবার কে?
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৩৫ | 121.245.15.43
  • তুমি ব্যাটাচ্ছেলে শুধু বুদ্ধদেব হতে না, সাথে সাথে অটোমেটিকালি ভটচাজও হতে।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৩৪ | 123.201.53.133
  • কস্ট বেনিফিট অ্যানালিসিস কিজিয়ে অক্ষজি।

    জ্যাদা সে জ্যাদা নাম্মা গুরু মে কুছ লোগ মুঝে ইডিয়ট সমঝেঙ্গে। তো ক্যায়া হুয়া? এক বার চর্বি ঝর যানে দিজিয়ে। ফির সারে দুনিয়াসে চোখা চোখা প্রশ্ন করেঙ্গে। গুরু তো দুনিয়াকা এক ছোটা সাবসেট হি হ্যায় না, দুনিয়া তো নেহি হ্যায় ঃ-))))
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৩৩ | 168.26.215.13
  • অঃ এই। কিছুকাল আগে জন্মালে আমিই বুদ্ধদেব হতাম। বড্ড মিস হয়ে গেল।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৩৩ | 121.245.15.43
  • মানে ডঃ ইন্দো উইথ রিয়া রেজাল্টিং ইন ভড় ভড় ভড়াৎ! ওহ নো!!
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৩১ | 121.245.15.43
  • খুকী তোমার কিছু বোঝে না মা, খুকী তোমার ভারি ছেলেমানুষ, (গরু-মোষের সাথে মিল ভাবতে পারছি না বলে পরের দুটো লাইন ইগনোর কল্লুম)।

    খোঁখী, ত্রিপিটকে বস্তুতঃ একটাই কথা ল্যাখা আছে- চরম সত্য বইলা কিছু নাই।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৩০ | 143.111.22.23
  • স্যানের আজকের প্রশ্নমালা দেখে আর কেউ বহুদিন ডায়েট ক®¾ট্রালের দিকে এগোবে না মনে হয়।
  • Du | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২৯ | 65.124.26.7
  • ডি এর সাথে ওয়াই এবং আই এর কম্বিনেশনে পেটের দুটি বিখ্যাত রোগ আছে। অন্ততঃ অসমখ্যাত তো বটেই। তাই ওটাই মনে পড়লো আগে।
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২৮ | 123.201.53.133
  • এতদিন ত্রিপিটক পড়ার পরে বলছে চরম সত্য আগে মনে পড়ে কেন? নাঃ, এটা র নয়। হোক্স।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২৭ | 168.26.215.13
  • কেননা ক্ষুদ্রকোমল সব সে জাদা বিক্রি হোতা হ্যায়।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২৫ | 121.245.15.43
  • সবসময় আই ই মনে পড়ে কেন? ওয়াই ই কি ফেলনা?
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২৪ | 123.201.53.133
  • অঃ। ডাক্তার ইন্দোকে ডাই বলে ডাকা হচ্ছে? কি অলক্ষুণে ডাক মাইরি!
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২৪ | 121.245.15.43
  • ডাক্তার ইন্দো। সিম্পিল তো!
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২৩ | 123.201.53.133
  • ডাই? ??
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২২ | 121.245.15.43
  • *উটি
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২১ | 121.245.15.43
  • স্যান লক্ষ করে নি ডাই ভুত লিখেছে। হ্রস্ব উ থাকলে উই হোক্স। রেতের বেলা নাম নোব না।
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২১ | 117.194.229.156
  • ছাপোষা চাকুরীজীবি আজ বন গিয়া অন্ত্র্‌প্রনর্‌। কৈ তর্‌হা কা ঘোড়ারোগ সারানে কে লিয়ে আইয়ে ... ইন্দোকা চেম্বারমে। যাঁহা আপকো মিলেগা এক কমপ্লিট সলিউশান। আপকো জানবারোঁ কো সুরক্‌ষিৎ কিজিয়ে।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:২০ | 121.245.15.43
  • লক্ষণটা আবার কে?
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১৭ | 59.93.200.60
  • উঁহু, নচঞ্চুষ (ঠাকুর অর্থাৎ কিনা টেগোর হইলে)। আর ভৌমিক হইলে নজেন।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১৬ | 117.195.39.56
  • আরে ফ্লুয়ের লক্ষণের সাথে আমি আবার একটা ঝুপড়ি এরিয়ায় দুম করে পড়ে গেছিলাম। প্রচুর কালশিটে দেখে ডাক্তার জিগালো কি হয়েছে? বললাম। উরিত্তারা! তাপ্পর কত্ত প্রশ্ন। চিৎ হয়ে পড়েছি না উপুড় হয়ে? উপুড় শুনে মুখ মাটির কত কাছে ছিল? কতক্ষণ ছিল? নাক ঘষে গেছিল কিনা?
    বাপ্‌স্‌!
  • san | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১৬ | 123.201.53.133
  • ভূত ক্যানো হোক্স হতে যাবে?? ভূতেরা তো ভূতই !
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১৫ | 121.245.15.43
  • ছোটোবেলা থেকেই ছেলেটা দেখিচি টকাটক করে সব উত্তর দিয়ে দেয়। ভেরি গুড। লজেঞ্চুষ পাবা।
  • arjo | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১৩ | 168.26.215.13
  • স্নেহাশীষের মেয়ে?
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১৩ | 59.93.200.60
  • দ্রি কেয়া বোলনা চাহতে হেঁ কি সোয়াইন ফ্লু আসলে এক হোক্স হ্যায়? ভুত য্যায়সা?
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১১ | 143.111.22.23
  • বাচ্চাদের চোখের টেস্ট কি করে ক'রে? মানে আমাদের যেমন লাইন ধরে পড়তে বলে, দু বছরের বাচ্চার বেলা সেটা কি ভাবে বোঝে?
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১১ | 121.245.15.43
  • দ্যাট'স দ্য গুগলি। অ্যাজ ইন দাদাগিরি।
  • d | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১০ | 117.195.39.56
  • কিন্তু তোর দাদার দাদা, তোর দাদা নয় কেন?
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২৩:১০ | 117.194.229.156
  • টিভিতে দেখিয়েছে? তাহলে পাস। টিভিতে দেখানো কোন কিছুকে আমি ডেটা বলে ধরছি না, আপাতত। কিন্তু পার্সোনালি কেউ যদি কোন সোয়াইন ফ্লু কেস নিজেচ্চোখে দেখে থাকেন তবে জানতে ইচ্ছুক।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০৯ | 121.245.15.43
  • এ হে হে, মানে বলতে নাই, লিকতে লিকতে আমারও ঐরমটি মনে হচ্চিল। প্রকৃত প্রস্তাব, প্রাকৃত প্রস্রাব- ঐ হল। হলেই হল।
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০৭ | 59.93.200.60
  • ম্যায়নে প্রথমবার "প্রকৃত প্রস্রাব' পড়া থা।
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০৬ | 143.111.22.23
  • খুরোন্নতি।
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০৬ | 121.245.15.43
  • (স্বগত)খাইসে!

    (কাঁদো কাঁদো) আমি স্যার কিচ্ছু জানি না। মানে কে কি করেছে, চুকলি কেটেছে, কনস্পিরেসি করেছে, কিচ্ছু জানি না। মাইরি বলছি। টিভি-র তলায় দেখাচ্ছিল বলে খবরটা দিলুম। মাক্কালী, এর বেশি কোনো প্রকৃত প্রস্তাব নাই স্যার।

    (স্বগত) উফ্‌! "প্রকৃত প্রস্তাব"। কেমন দিলাম!
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০৫ | 59.93.200.60
  • সব লোগ মেরা পদোন্নতিকা খবর শুনকে কেইসা স্তব্ধবাক হো গিয়া !
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০২ | 59.93.200.60
  • হান্‌জি, অব মেরা নয়া নাম হ্যায় অশ্বিনী ঘোটক, ঘোড়ে কি ডাগদর (শর্দিন্দু শোচিয়ে)।
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০১ | 117.194.229.156
  • আচ্ছা কিকরে বোঝা গেল জ্বর শুয়োরেরই? কি সিমটম, আর কি টেস্ট করা হল?
  • I | ১৭ আগস্ট ২০০৯ ২৩:০০ | 59.93.200.60
  • আউর মেরে মরনেসে তো সব পেশেনলোগ মিলকে খুশী হোকে গালাগালি দেঙ্গে। ভাগ্যিস মরনেকে বাদ মেরেকো কুছ শুনাই নেহি দেগা !
  • dri | ১৭ আগস্ট ২০০৯ ২২:৫৯ | 117.194.229.156
  • ইন্দোপ্রবর, আপুনি অ্যাপোলো পরিত্যাগ করিয়াছেন! দীর্ঘ কমিউট হেতু?

    তবে কি এখন অশ্বিনীকুমার ব্রাদার্সের ন্যায় চেম্বার খুলিয়া বসিয়াছেন?
  • a x | ১৭ আগস্ট ২০০৯ ২২:৫৮ | 143.111.22.23
  • বেড়াতেই যাইনা তো, বাড়ি থাকতে বাইরে ঘুমোব কেন?

    আর ছোটেবেলায় মা টেনে টেনে নিয়ে যেত, কিন্তু আদপেই ঘুমোতে দিতনা! ছোট ছোট পায়ে কম পাহাড় চড়িয়েছে! তারপর হোটেলে ফিরে পায়ে ব্যাথা করে কাঁদলে আবার বজ্রাসনে বসিয়ে রাখত। পুরো বুট ক্যাম্প যাকে বলে। এরকম ট্রমাটাইজড ছোটবেলা ভাবা যায়!
  • r | ১৭ আগস্ট ২০০৯ ২২:৫৭ | 121.245.15.43
  • দাদার ভাইঝির, মানে দাদার দাদার মেয়ের শুয়োর-জ্বর হয়েছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত