এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১৬ | 207.179.11.216
  • এসেছিলা, পেয়েছিলা!
    এ কি লীলা?!
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১৫ | 59.93.255.3
  • কিন্তু মজা বাদ দিলে এমন ঘটনা খুব শকিং হয়, আমার এখন ও পাশ থেকে বাইক গেলেই কেমন ভয় লাগে।
  • san | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১৪ | 121.50.4.34
  • এটি কি একটি মহৎ কবিতাপ্রচেষ্টা ছিল, বাই এনি চান্স?
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১৩ | 170.153.65.102
  • দিপুর কথা শুনে হ্যা হ্যা হাসি।
    যাই অল্প কফি খেয়ে আসি
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১৩ | 59.93.255.3
  • তারপর এক মোর থেকে আরেক মোর পর্যন্ত্য টানা টানি চললো, আমি এত ভেবলে যে মুখ থেকে আর আওয়াজ বেরোয় নাকো। শেষে সামনের ছেলেটা আমাদের বাইকটার হ্যান্ডেল ঘুরিয়ে দিলো আর আমরা পড়ে গেলাম আর ব্যাগ ছিঁড়ে নিয়ে চলে গেলো। তাতে আমার একটা দামী মোবাইল ছিলো।সেই ইস্তক কেউ আমায় দামী মোবাইল দেয় নারে, লুকিয়ে কথা বলতে হয় রাস্তায়।ঃ(
  • r | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১৩ | 198.96.180.245
  • ঐ রেজর্টটা বেসিকালি মায়ের ভোগে গেছে, হরিপুর-সংক্রান্ত গন্ডগোলের জন্য। জুনপুটে প্রায় চব্বিশ ঘন্টা কাটানোর পরে প্রপার সমুদ্র দেখতে পেয়েছিলা। নইলে মাইলের পর মাইল কাদা, বালি, তার মধ্যে মাইলের পর মাইল ইতস্ততঃ পোড়া কাঠ, ভাঙা হাঁড়ি, বালিতে পোঁতা চাদর কম্বল। শ্মশানের প্রোফাইলটা খুব ফোটোজেনিক।
  • dipu | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১১ | 207.179.11.216
  • অ। শাবল।

    শুনে হাসবেন না, তবে গ্রামদেশে চালু আছে গোবরে বাজ পড়লে সিঁদকাঠি তৈরী হয় আর অমনি চোরেরা খপ করে সেটাকে কব্জা করে ন্যায়।
  • quark | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১১ | 202.141.148.99
  • ঘ্যাঁটকোল?
  • sinfaut | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১১ | 203.91.207.30
  • এঃ
  • sinfaut | ১৩ আগস্ট ২০০৯ ১৪:১১ | 203.91.207.30
  • কমলা সাপ রাতে দেখাতে পারবো।
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৯ | 170.153.65.102
  • ওরে শাবল ও রড আসলে। মাথাটা এমন করা জে মাটি খুড়তে শুবিধে হয়
  • r | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৯ | 198.96.180.245
  • *এসেছিলাম।
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৮ | 59.93.255.3
  • কি কান্ড! আমার একবার ছিনতাইএর অভিজ্ঞতা হয়েছিলো, রাত একটায় বরের সাথে চড়ে বেরাচ্ছিলাম, হাতে ব্যাগ ছিলো আর সেটাকে দিব্যি ঝুলিয়ে । আর ডুটো বাইক আমাদের ফলো করছিলো, আর হতচ্ছাড়া আমার গাড়ীর চালকের একা থাকার এইসা অভ্যেস, আর আমার বডি ওয়েট এত কম ছিলো যে পিছে আমি আছি, ভুলে মেরে দিয়েছে, তাড়াহুড়ো করে আলো আছে এমন জায়গায় এসে বাইক আস্তে করেছে কি দেখি(মানে তার আগে পর্যন্ত্য আমি ভাবছিলাম বাইক রেস হচ্ছে বুঝি আর বেশ মজাই পাচ্ছিলাম)একটা ছেলে আমার দিকে ঝুঁকে আসছে। আমি অবাক, ওদেশের ছেলেরা মেয়েদের দিকে খুব একটা ঝোঁকে না, ইতিমধ্যে তিনি আমার ব্যাগ টেনে ছেন।
  • san | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৮ | 121.50.4.34
  • থার্কোল কি ? নারকোল জানি, খারকোল জানি।
  • r | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৭ | 198.96.180.245
  • আমরা যখন জুনপুট গিয়েছিলাম, তখন ইন্ডিয়ার কোনো একটা ওয়ান-ডে চলছিল। অসংখ্য কর্মচারী, সারাদিন খেলা দেখত আর চিল্লাত। তাদের মধ্যে ম্যানেজার স্থানীয় আমাকে বললেন- দেখলেন দাদা, ওয়াইড বলে আউট দিয়ে দিল? আমি বললাম- ব্যাটে খোঁচা লাগল তো? ম্যানেজার- ধুস! তাতে কি হয়েছে? বলটা তো ওয়াইড রে বাবা! পরে বুঝলাম কেসটা ওয়ান-অফ নয়। খুব সম্ভবতঃ ডাকওয়ার্থ-লুইস মেথডে ইন্ডিয়া হেরেছিল। উনি কেবল বুঝিয়ে গেলেন ইন্ডিয়া ম্যাচ জিতেছে কারণ অন্য দল ইন্ডিয়ার থেকে কম রান করেছে। রাতের বাংলা খবরের পরিষ্কার বলার পরেও উনি নিজের নৈতিক স্ট্যান্ড থেকে সরেন নি কিন্তু। এরপর ভদ্রলোকের সাথে ডিল করার সাহস দেখাই নি। অন্য একজনকে হিসেব বুঝিয়ে টাকা দিয়ে এসেছিলা।
  • dipu | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৭ | 207.179.11.216
  • সাধারণ রডের থেকে তফাত কি? মানে কি এমন ছিল যে সহজে মাটির দেওয়াল কাটা যেত।
  • samran | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৭ | 117.99.27.115
  • খড়ে ঢাকা খাওয়ার জায়গা আর পুকুরের উপর সাঁকো। পুকুরের উপর ঝুলন্ত একটা চা-নাস্তা খাওয়ার জায়গাঃ-))

    না। একদমই বলা যায় না ঃ-((
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৫ | 170.153.65.102
  • লম্বা সরু রড, মাথাটা বাঁকা
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৪ | 170.153.65.102
  • পাঁজি দেখে হাসা উচিত। খনা লিখেছিল
  • h | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৪ | 203.99.212.224
  • বড়দের কথা বলতে, শমিক লজ্জা পেল জেনু। কিন্তু ভুল জায়গায় ইয়ে ব্যবহার করায়, যাকে বলে নাথিং লেফট টু ইমাজিনেশন।
  • dipu | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০৩ | 207.179.11.216
  • কেউ সিঁদকাঠি দেখেছো? কেমন দেখতে হয়?
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০১ | 59.93.255.3
  • ই বাবা,
    ভুল ভাল সময়ে হেসে ফেলেছি।
  • h | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০০ | 203.99.212.224
  • আমরা একবার ভুবনেশ্বর গেছিলাম। সেখানে রাত একটা নাগাদ আমাদের ঘরে চোর এসছিল। একজন। কোন অস্ত্র ছিল না। ঘরের একটা আলো জ্বলছিল বলে, আমি পরিষ্কার তাকে দেখতে পাচ্ছিলাম। আমাদের সুটকেসের দিকে এগোচ্ছে। এইবার আমি চোর চোর বলে চেঁচিয়েছি, চোর তার পরে জানলা দিয়ে লাফ মেরে ভেগে গেছে। পরদিন সকাল আটটা নাগাদ কেয়ার টেকার এসছেন চা নিয়ে। আমি বলেছি, দাদা চোর এসছিল। হঠাৎ চা ঠক করে টেবিলের উপরে নামিয়ে রেখে 'চোর চোর' করে কি ডাক আর হম্বি তম্বি। শুধু তাই নয়, তিনিও জানলা দিয়ে লাফ মেরে নীচে গেলেন, এবং এই ভাবে সকাল আটটা নাগাদ একটা ক্রাইম সিন এনাক্টমেন্ট করলেন। শুধু তাই নয়, সিঁড়ি দিয়ে উঠে , ফিরে এসে , ভীষাণ হাঁপাতে হাঁপাতে বল্লেন, পেলাম না, পেলে দিতাম দু ঘা। লাকিলি আমরা সেদিন দুপুরেই পুরী চলে গেলাম।
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০০ | 59.93.255.3
  • D
  • Samik | ১৩ আগস্ট ২০০৯ ১৪:০০ | 219.64.11.35
  • বক্ষ আর নিতম্বের ইয়েটা মিটল?

    আর অজ্জিতের কি আজ বিবাহবার্ষিকী?
  • quark | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৫৮ | 202.141.148.99
  • বোঝো! সমুদ্রের ধারে নিরিবিলি জায়গাতে রিসর্ট, লোকজন নেই, ডাকলে লোক পাওয়া যায় না, এইর'ম জায়গাতে কি কি হয়েছিলো তা কি বলো বল্লেই বলা যায়?
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৫৬ | 59.93.255.3
  • আমার আজকে থার্কোল পাতা বাটা, মোচা, লইটা মাছ, পোস্ত বড়া খেতে ইচ্ছা করছেরে...........ঃ(
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৫৪ | 59.93.255.3
  • ধুস্‌স্‌স্‌স্‌স, রোজ রোজ আর ঐ খেতে ভালো লাগে নাকি?

    সামরান, যেগুলো বলা যাবেনা, সেগুলো বলো প্লিজ্‌জ্‌জ্‌জ্‌জ্‌জ্‌জ্‌জ্‌জ্‌জ
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৫৩ | 170.153.65.102
  • নয়াচরের রিসর্ট টা খাসা
  • r | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪৯ | 125.18.104.1
  • জুনপুট রিজর্ট? মানে খড়ে ঢাকা খাবার জায়গা আর পুকুরের উপর সাঁকো?
  • san | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪৮ | 121.50.4.34
  • ঃ-)))))
  • h | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪৮ | 203.99.212.224
  • বাতাস।
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪৭ | 170.153.65.102
  • ঃ) ঃ) ঃ)
  • h | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪৬ | 203.99.212.224
  • এর পরের বিষয় টি চিলিসস দেওয়া কেক হবে না কাসুন্দি সহ স্কোন হবে নাকি সেটা ডিপেন করছে ব্ল্যাংকির মুডের উপরে। হোয়ার ইজ ব্ল্যাংকি গো-ইং টুডে? এই প্রশ্নটি হল ফিউসন কুইজিনের প্রথম পাঠ। প্রায় সব উইকেন্ড দূরঙ্কেÄই স্বীকৃত। আন্তর্জাতিক ভাবে।
  • san | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪৫ | 121.50.4.34
  • কেন, স্যান্ডউইচ তো আমিও খুব ভালবাসি । রোজ দুবেলা করে খেতে পারি।

    ম, কেক-বিস্কুট-পাউঁরুটি-ফল এইসব খাননা?
  • samran | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪৫ | 117.99.27.115
  • জুনপুট জায়গাটা এমনিতে ভালই, নিরিবিলি।
    থাকার জায়গা বলতে একখান রিসর্ট আছে, বাকি সব ভাল হলেও রাত্তিরবেলা সেখানে সড়কি-টড়কি নিয়ে চোর ঢোকে, অন্তত আমাদের ঘরে ঢুকেছিল, আর রিসর্টের লোকজন মানে কেয়ারটেকার-রাঁধুনি সব ফোন বন্ধ করে ঘুমোয় যাতে ডাকলে কাওকে না পাওয়া যায়।
    সমুদ্দুর সেখান থেকে অনেকটা সরে গেছে বলে বিচ বলে কিছু নেই, থকথকে কাদা শুধু। অনেকটা দূরে বিচ বলতে যা আছে, সেখানে বালিতে পা দিলে হাঁটু অব্দি ঢুকে যায়, কেউ এসে তুলবে সেই উপায় নেই, বেড়াতে যাওয়া লোকজন তো দূরের কথা স্থানীয় কোনো মানুষও দেখা যায় না। পরে রিসর্টের ম্যানেজার বেশ ঝাড়ি দিয়েছিল ভ্যানওয়ালাকে, ওখানে নিয়ে গেছিল বলে। মানে বিপদ।

    আর যা যা ঘটেছিল সেগুলো এখানে বলা যাবে না।
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৪০ | 170.153.65.102
  • আরে ২০০৬ তেই মনে হয়, স্যান্ডউইচ খাবো বলে বেড়াতে গেছিলাম, সত্যি সত্যি। একদম তিন সত্যি মাইরি
  • h | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৩৯ | 203.99.212.224
  • সেটা শিওর নয়। ব্যাড়ানো নিয়েও হতে পারে। বা আসন্ন উইকেন্ডে যুবসমাজের কর্তব্য।
  • M | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৩৬ | 59.93.255.3
  • আমার বলে রাঁধতে ভাল্লাগে না, আর এই সকালে ল্যাদের চোটে প্রায় না খেয়ে বসে থাকতে হয়, আর ছেলে পুলেরা খাবার নিয়ে কথা বলছে।
  • r | ১৩ আগস্ট ২০০৯ ১৩:৩২ | 125.18.104.1
  • স্যান্ডউইচ খেতেও ব্ল্যাঙ্কি বেড়াতে যায়।
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৩:২৪ | 170.153.65.102
  • সপ্তা দুই ধরে আমাদের ঘরের পাশেই একটা ছোট্ট বেকারির দোকান বসছে। ঘর থেকে বেড়িয়েই। স্যান্ডউইচ আর চিকেন কাটলেট টা বেশ বানায়
  • dipu | ১৩ আগস্ট ২০০৯ ১৩:২৩ | 207.179.11.216
  • আমার এক তেলুগু ক্লাসমেট রেস্টুরেন্টে নিজের থালাবাটি নিয়ে যেত।
  • san | ১৩ আগস্ট ২০০৯ ১৩:২৩ | 121.50.4.34
  • তবে আজকাল ক্যাফেটেরিয়ায় খুব চমৎকার দেখতে লাল টুকটুকে তন্দুরি চিকেন বিক্কিরি হয়। চিকেন রোল বিক্কিরি হয়, অনেকটা কোলকাতার মতই। চিকেন স্যান্ডউইচ পাওয়া যায় ইত্যাদি। অফিস মুভ করে গিয়ে এই একটা ভাল হয়েছে।
  • san | ১৩ আগস্ট ২০০৯ ১৩:২০ | 121.50.4.34
  • না না , ননভেজ হয়, মানে আজও হবে। মদও বন্ধ না। তবে যারা খায় তারা অনেকেই আজকের জন্য অহিংসবাদী। তারাই রাগ করেছে ঃ-)

    ভেজ জনতা তো রাগ করতে করতে বোর হয়ে গেছে এতদিনে। কেউ কেউ আছে যারা ননভেজদের সঙ্গে এক টেবিলে খেতে পর্যন্ত বসেনা ঃ-)
  • dipu | ১৩ আগস্ট ২০০৯ ১৩:১৮ | 207.179.11.216
  • ব্যাঙ্গালোরের সব মালের দোকানে আজ ননী বিক্কিরি হচ্ছে।
  • Blank | ১৩ আগস্ট ২০০৯ ১৩:১৭ | 203.99.212.224
  • জন্মাষ্টমী তে মাল বন্ধ নাকি !!
  • intellidiot | ১৩ আগস্ট ২০০৯ ১৩:১০ | 220.225.245.130
  • তাহলে কি ছেলে-ছেলে আর মেয়ে-মেয়ে নাচতে হবে, স্যান?
  • intellidiot | ১৩ আগস্ট ২০০৯ ১৩:০৯ | 220.225.245.130
  • আমাদের আপিসে এসবের চাপ নাই। মানে ভেজ হবে না ননভেজ এইসবের চাপ নেইকো। সদা সর্বদা ভেজ ঃ-(
  • san | ১৩ আগস্ট ২০০৯ ১৩:০৫ | 121.50.4.34
  • আমি জিগালাম জন্মাষ্টমীতে ছেলেমেয়ে একসঙ্গে নাচা যাবে? (ডিজে ফিজে আনা হচ্ছে)। তাতে হেবি খচে গেল ঃ-)
  • intellidiot | ১৩ আগস্ট ২০০৯ ১৩:০৫ | 220.225.245.130
  • আমি কাল ল্যান্সডাউন যাবার তাল করছি। শুক্কুরবার দুপুর দুপুর আপিস কেটে ছোট্টুইকেন্ড ট্রিপ ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত