তবে ব্যাপক লাগতো বিড়ালের মাছপ্রীতি , বিশেষ করে ইলিশপ্রীতি দেখতে। একটা ব্যাগে ইলিশ মাছ নিয়ে এসে খালি আমাদের বিড়ালটাকে শোঁকাতাম। তারপর ব্যাগের ওপর দিয়েই কামড়ে ধরত আর সেই অবস্থায় আস্তে আস্তে ব্যাগটা ওঠালেও দাঁত ও নখ ছাড়তো না। ঝুলতে ঝুলতে ঐ অবস্থায় ব্যাগ চিবোতো।
intellidiot | ০৭ আগস্ট ২০০৯ ১২:৩৩ | 220.225.245.130
হুঁ, বাঁদর কিম্বা হনুমান ট্যাকেল করাটা একটু কঠিন বটে। তবে পালাতে চাইলে বা হাতে যে খাবারটা আছে সেটা লুকোতে চাইলে ওরা রেগে যায়। তার থেকে নিঃস্বার্থ ভাবে হাতের জিনিসটা হাসিমুখে ওর দিকে এগিয়ে দিন। কিচ্ছু করবে না। মানুষের মত হাত বাড়িয়ে নিয়ে নেবে। ইভেন হাতে বাদাম থাকলেও আপনার হাতের তালুর উপর থেকে আলতো করে তুলে নেবে।
কুকুর-বিড়াল ইত্যাদি চারপেয়ে গুলোকে বশ করার সহজতম উপায় হল ওদের গলার নিচের দিকের নরম অংশটাতে হাত বোলানো। আরামে চোখ বুজে ফেলাটা দেখেতেও ভালো লাগে ঃ-)
san | ০৭ আগস্ট ২০০৯ ১২:৩৩ | 121.50.4.34
তায় আবার ছানা বেড়াল। চেপ্টে কাগজের মতন হয়ে যায় নি এই ঢের।
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:২৯ | 203.91.193.7
মানে পেটে পা তুলে দিলে....
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:২৯ | 203.91.193.7
দ-দি কে একটু ভয় পাই বলে বিড়ালটার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিলাম না ঃ(
Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১২:২৮ | 61.95.144.123
বাঁদরগুলো মনে হয় বেজায় হিংসুটে হয়। এলিফ্যান্টায় লঞ্চ থেকে নেমে আমি একটা বাঁদর দেখে হেসেছিলুম - আমার হাতে বাদামের ঠোঙা ছিলো - এক চড় মেরে ঠোঙা নিয়ে পালিয়ে গেসলো। আমি নাকি তখন পেল্লায় চিৎকার করে কাঁদতে কাঁদতে একটা ঢালু পথে দৌড়েছিলুম - একদিকে সমুদ্দুর, আরেকদিকে খাদ। শেষে ধপাস করে পড়ে গিয়ে নাকি বেঁচে গিয়েছিলুম। এসবই লোকে বলে - আমার কিছু মনে নাই - কারণ তখন আমার বছর চারেক বয়স ছিলো।
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:২৫ | 203.91.193.7
আরো একটু ডিটেল দিতে পারি। আমি প্রায় ওনার কোলেই বসেছিলাম ;)
আমার খুড়তুতো ভাইয়ের বুড়ো আঙ্গুলের ছাল তুলে নিয়েছিল এক বান্দর,আলিপুর চিড়িয়াখানায়। ইনফ্যাক্ট তারপরেই ঐ এক্সট্রা জালের রেলিংটা দেওয়া হয়।
আর আমার রুমমেট কে ধরে একটা মদ্দা হুমদো মতো বাঁদর আর তার বৌ মিলে চটাচট করে চড়িয়ে ছিল।
r | ০৭ আগস্ট ২০০৯ ১২:২৪ | 125.18.104.1
আমি পেয়ারা খাচ্ছিলাম, কিন্তু বাঁদরকে দিই নি বলে আমার পা ধরে ঝুলে পড়ে কামড়ে দিয়েছিল।
intellidiot | ০৭ আগস্ট ২০০৯ ১২:২৪ | 220.225.245.130
আমার সাথে কোন পশু কখনো অভদ্রতা করেনি... আমাকে বেজায় ভালবাসে ওরা...
san | ০৭ আগস্ট ২০০৯ ১২:২০ | 121.50.4.34
সেই দশ বছর বয়সের ট্রমা এখনো কাটে নাই ঃ-(
dipu | ০৭ আগস্ট ২০০৯ ১২:২০ | 207.179.11.216
আমি ছোটোবেলায় ছাদে বসে আপেল খাচ্ছিলাম। এমন সময় একটা গোদা হুনুমান এসে ঠ্যালা মেরে আপেল নিয়ে পালাল।
d | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৯ | 144.160.5.25
আমাকে একটা ইঁদুর কামড়েছিল ছোটবেলায়। আর এই ক'বছর আগে একটা বিড়ালছানা কামড়েছিল। অবশ্য তার আগে আমি পাপোশের অংশ ভেবে বিড়ালছানাটার পেট না কোমরে পাড়িয়ে দিয়েছিলাম।
rokeyaa | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৯ | 203.110.246.230
অজ্জিতদা, থেংকু।
intellidiot | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৮ | 220.225.245.130
হার্ডি লাগিয়ে নাও তারপর কিছু ছোটখাটো চেঞ্জ করলেই পুরো ম্যাক ঃ-)
পুওর ম্যানস ম্যাক ঃ-)
san | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৮ | 121.50.4.34
আমাকেও একটা কুকুর পাছুতে কামড়ে ধরে আমার সঙ্গে একতলা থেকে তিনতলা অব্দি উঠেছিল। অনেক চেঁচাতেও ছাড়েনি। প্রতিবেশীর পোষা ছিল, তখনও দাঁত ওঠেনি তার। ব্যথাট্যাথা পাইনি। কিন্তু কি ভয় পেয়েছিলাম।
dipu | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৮ | 207.179.11.216
মানে আমার সিরিয়াসলি ঝাঁট জ্বলে গ্যাছে। কম্পিউটার নিয়ে এই গুচ্ছের যন্তোনা পোষায় না ঃ-((
quark | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৭ | 202.141.148.99
যাক্! ভুতো আরো ডিটেইলের দিকে যায় নি।
Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৬ | 61.95.144.123
আমাকে একটা বাঁদরে চড় মেরেছিলো - এলিফ্যান্টায়।
intellidiot | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৬ | 220.225.245.130
ও দীপুউউ... এই তো ছেলের বুড্ডি খুলেচে...
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৫ | 203.91.193.7
জয় মা ওপেন সোর্সেশ্বরী।
intellidiot | ০৭ আগস্ট ২০০৯ ১২:১৪ | 220.225.245.130
কোন দিক দিয়ে উঠেছিলুম রে - একটা লেটেক কনভার্ট, আরেকটা ইউবান্টু কনভার্ট...আহা ওপেন সোর্সের আজ বড়ই সুদিন।
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:১২ | 203.91.193.7
বেশ ফোন করিস
কোয়ার্ক , আহা কেউ যদি দিত রে পার্ট টাইম চাগ্রিটা। টু পাইস ইনকাম হয়ে যেত।
dipu | ০৭ আগস্ট ২০০৯ ১২:১১ | 207.179.11.216
মানে মাদারবোর্ডের নামটি বড়ই গাম্বাট।
আচ্ছা, ওইযে কিসব কুবুন্টু না কি আছে, তাতে কি এসব হাঙ্গামা হয় না? তালে এবার থেকে আমি ওসবই লাগাব।
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৯ | 203.91.193.7
আমার ও হাতের আঙ্গুলে কাটা দাগ আছে, একটা নেকড়ে বাঘ কামড়ে দিয়েছিল (জার্মান শেফার্ড) ঃ) তার মুড ভালো ছিল না, আমি ছোট ছিলাম অত বুঝতাম না। প্লাস আমার কোলে ১ বছরের একটা পুঁচকে ছিল সে একটা কি হুশ হাশ আওয়াজ ও করেছিল। আমি তখন মাথা হাত দিয়ে আদর করছি (এটা চিরকাল রয়ে গেল)। আলতো করে একটু হাতটাকে ধরেছিল। কি সার্প দাঁত আর আমি ও টেনে নিয়েছিলাম , ফালা হয়ে গেছিলো প্রায় এক ইঞ্চি। তবে সেটা ডাগদারের নেকড়ে ছিল তায় ইঞ্জেকশন নেওয়া, তাই এখনো বেঁচে আছি।
মনে আছে ডাক্তারবাবুর বৌ আমাকে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছিলেন ভয়েতে।
Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৯ | 61.95.144.123
ণ
rabaahuta | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৮ | 121.241.111.12
গাম্বাট বিশেষন তো। অবশ্য কারো কারো নাম ও হয়। (শ ষ, ন ণ ঐসব ভুল হলো নাতো আবার? উঃ আর পারিনা)
quark | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৮ | 202.141.148.99
ভুতো কি সন্ধ্যের পর ট্রাফিক সার্জেন্টের কাজ ক'রে? যে রেটে ড্রাইভার নামাচ্চে!
dipu | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৭ | 207.179.11.216
ডিসপ্লের অবস্থা তো ওই সেফ মোড মার্কা হয়ে আছে। বাড়ি গিয়ে তোমাকে ফোং করে নোবো।
d | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৭ | 144.160.5.25
শমীক কাল নিলাম হচ্ছিল নাকি? তাই অপ্পন ওকে কিনে নিলো? কেন অপ্পন কি বেথে পুষবে?
dipu | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৫ | 207.179.11.216
গাম্বাট একটা নাম। এখন মনে নেই। বাড়ি গিয়ে বলব।
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:০৫ | 203.91.193.7
আরে না রে, সেফ মোডে যাবি কেন, যদি আমি ড্রাইভার পেয়ে যাই। তবে সেফ মোডেও উইথ নেটওয়ার্কিং এর অপশন আছে। কিন্তু সেফ মোডে যাবি কেন?
Arpan | ০৭ আগস্ট ২০০৯ ১২:০২ | 122.252.231.12
হরিবল। বলো হরি।
rabaahuta | ০৭ আগস্ট ২০০৯ ১২:০২ | 121.241.111.12
কুকুর তো ভালো। আমাদের একটা গাম্বাট অ্যালসেশিয়ান ছিলো, সে আমাদের প্রাইভেট টিউটরকে কামড়ে দিয়েছিল।
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১২:০২ | 203.91.193.7
দীপুর এলজির মনিটর এর পোষ্টটা দেখার সময় পাইনি ঐ পোষ্টটা লিখছিলাম বলে। হ্যাঁ সিডি তো দেওয়ার কথা ছিলো, তবে না হলেও চলবে এবং তোর তো চলতো। তাহলে মাদারবোর্ডের মডেলটা জানা।
dipu | ০৭ আগস্ট ২০০৯ ১২:০১ | 207.179.11.216
আচ্ছা, আগে ল্যান ইন্সটল করে দেখব ইন্টারনেট আসছে কিনা। কিন্তু আমার যদ্দূর মনে পড়ছে সেফ মোডে ইন্টারনেট খোলে না, ল্যান থাকলেও।
Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১২:০০ | 61.95.144.123
তাইলে ভুতোকে বলো - ও ড্রাইভার নামিয়ে দেবে।
dipu | ০৭ আগস্ট ২০০৯ ১১:৫৯ | 207.179.11.216
এলজি তো কোনো সিডি দিয়েছিল বলে মনে পড়ছে না! সবকিছু তো ওই মাদারবোর্ডের সিডি থেকেই হয়ে যাওয়ার কথা। কিন্তু সে মুখপোড়া খোলার নামটি করছে না। মরুগ্গে। এই উইকেন্ডে কিছু করতে না পারলে বুলডোজারের সামনে সব পাপ ফেলে দিয়ে আসব।
ঋতি খুব টিকটিকি পছন্দ করে - কিন্তু টিকটিকি বলতে পারে না, টিকলি বলে - বেশ ডাকাডাকি করে।
r | ০৭ আগস্ট ২০০৯ ১১:৫৬ | 125.18.104.1
৩৭৭! লোকে যা পারছে কইছে!
যাগ্গে! তার থেকে টিকটিকি ভালো।
ছিপকলি আমি তারেই বলি টিকটিকি বলে বাকি লোক, দেখেছিলেম টিউবলাইটের ফাঁকে, (ও) ছোট্টো দেহে জুল্জুলে দুই চোখ।
Arijit | ০৭ আগস্ট ২০০৯ ১১:৫৬ | 61.95.144.123
তবে লেটেক base system হিসেবে MikTex লাগবেই - ওটা হল ইঞ্জিন। সেটা TeX Archive-এ পাবে। বাকিগুলো ফ্রন্ট এণ্ড।
Bhuto | ০৭ আগস্ট ২০০৯ ১১:৫৬ | 203.91.193.7
হ্যা হ্যা হ্যা হ্যা, ছুন্টুমুন্টু করে আদর তো মেয়েরা করে নতুন পমেরিয়ান কিনে।
আমার মামাতো ভাই স্পিচ এর জিভে জিভ ঠেকাতো, এফ ওয়াই আই সে এখন ২২ বছরের জোয়ান।
দীপু, ইন্টারনেট চালু আছে? মানে ল্যান কার্ডের ড্রাইভার নিয়েছে? হলে মাদারবোর্ডের ডিটেলস দিয়ে ড্রাইভার ডাউনলোড করে নে। না পারলে আমাকে মডেল নাম্বার বল।
পোষ্যদের একটা নিয়মে রাখতে হয়, এতে ওদেরও সুবিধা বাকিদেরও, ইভেন গেষ্ট এলেও অসুবিধা হবে না। গন্ধ আর লোমের ব্যপারটা বিশেষ কেয়ার নিয়ে দেখতে হয়। মালিক এসে ছুন্টুমুন্টু করে কেটে পড়বে আর দেখবে তাকে কাজের লোক সেটা হলে চাপ হয়ে যাবে। ভালোবেসে পুষলে একটু সময় দিতেই হবেক ঃ) নইলে খেলনা কুকুর টুকুর কিনে নিলেও হয়।
না না ড্রাইভের মধ্যে আটকায় নি। সিডিতেও কোনো গোলমাল নেই। কিন্তু রাইট ক্লিক-প্রাপার্টি-সেটিংস-অ্যাডভান্সড এ ডিফল্ট মনিটর দেখাচ্ছে, আমার এলজি মনিটর কে ডিটেক্ট করছে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন