এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৫:১৯ | 198.82.192.108
  • একটু ঘুত্তে যেতে ইচ্ছে কচ্ছে। ভাবছি ব্লু রিজ মাউন্টেন চলে যাই।
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৫:১৮ | 198.82.192.108
  • হনুদা শুনলে কি বলতো কেজানে। ঃ)
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ০৫:০৯ | 128.231.22.89
  • মুখ পুড়লে হনু হওয়া যায়। পোরিপুন্নতার পুরো পরাকাষ্ঠা ঃ)
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ০৪:৫২ | 92.225.72.207
  • দুর কি যে বলিস। পুড়লে তবেই না পরিপুন্নতা। দেখ না, সোনা পুড়লে গয়না, কয়লা পুড়লে বিদুৎ, ক্যালরি পুড়লে ছিলিম আর বেগুন পুড়লে কি সে আর নাই বললামঃ-)
    সাধে কি আর কবি জ্বালানো পোড়ানো নিয়ে এত এত লিখে গেছেন ( কি লিখেছেন সে এখন মনে কত্তে পারছি না। তবে কিছুমিছু যে লিখে গেছেন সে নিয়ে সন্দো নেই)।
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৪:৪০ | 198.82.192.108
  • পিপিকে দেখেই কবি বলেছেন, ""পুড়িতে চাহিনা আমি সুন্দর ভুবনে""। ঃ)
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ০৪:১০ | 92.225.72.207
  • হ্যাঁ আমি পুড়িতে ও পোড়াইতে বিশেষ ভাবে সক্ষমঃ-))
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ০৩:৪৯ | 128.231.22.89
  • ঃ)
    তবে দীপটা জ্বালাময়ী। ধূপটা বোধহয় পোড়ারমুখী। ঃ)
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৩:৪৬ | 198.82.192.108
  • ও খ্যাল ছিলোনা। তবে খুবই জ্বালাময়ী অবস্থান সন্দেহ নেই। ঃ)
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ০৩:৩৮ | 128.231.22.89
  • আহা, ধূপ ও একটি অবস্থান কমরেড। কাঠবিড়ালির মতন। ;-)
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৩:৩৪ | 198.82.192.108
  • পিপি কি ধূপ? তবে হ্যাঁ ধুপ করে পড়ে যেতেই পারে।
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ০৩:২২ | 128.231.22.89
  • পুড়ে গিয়ে ধূপের নিজের কি বেনিফিট ?
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০৩:১৩ | 198.82.192.108
  • বাহ্‌ ওর বেনিফিটের কি হবে? ;-)
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ০৩:১০ | 128.231.22.89
  • সেটা হলে তো আরো ই বেনিফিট। বিজ্ঞানের। জগতের।
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০২:৫৫ | 198.82.192.108
  • আর মেদ না থাকলে? তখন তো থিন ফিলিম হয়ে যাবি রে!
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ০২:২৩ | 92.225.72.207
  • হ্যাঁ হ্যাঁ শত্রু পরিবৃত থাকা ভাল। তাতে সব সময় অ্যালার্ট থাকতে হয়, অ্যালার্ট থাকতে গিয়ে এনার্জী খচ্চা হয়, এনার্জী খচ্চা হলে ক্যালোরি বার্ন হয়, ক্যালোরি পুড়লে মেদ ঝরে, মেদ ঝরলে ছিলিম হওয়া যায়। কত্ত বেনিফিট। বললে হবে?
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০২:১২ | 198.82.192.108
  • পিপির জলে শত্রু, ডাঙ্গায় শত্রু.....উড়ুক্কু সাপদের ধরলে অন্তরীক্ষেও শত্রু।
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০২:০৭ | 198.82.192.108
  • দলাইরা বিয়ের সময় খুরে মেহেন্দি করে। সেই অনুষ্ঠানটিকে বলে দলের মেহেন্দি।
  • sb | ০৭ আগস্ট ২০০৯ ০২:০৬ | 92.225.72.207
  • আমি যমকেও ডরাই না ভূতকেও না (অবশ্য যাদের দেখি নি তাদের আর কি করে ডরাই) কিন্তু আরশোলাকে সাংঘাতিক ডরাই। একবার আরশোলা তাড়া করায় সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর ডিসেকশন করতে গিয়ে মূর্দা আরশোলা জিন্দা হয়ে যাওয়ায় ট্রে উল্টে স্যারের টাকে আরশোলার নাড়িভুঁড়ি মিশ্রিত জল ফেলে এক অভদ্র ছেলের গলা ধরে ঝুলে কোলে চড়ে বসেছিলাম (অভদ্র কারণ সে আমাকে কোল থেকে ধপ করে মাটিতে ফেলে দিয়েছিল। শরীরে ও মনে বহুত ব্যথা পেয়েছিলাম)। সেই থেকে কেউ ভুলেও আরশোলা নিয়ে মস্করা করে না।
    কুকুর খুব খুব ভাল, বিল্লিও ভাল, খরগোশ সবচে ভাল, ল্যাবের মাউসরাও ভাল, পাখিরা কি ভাল কি ভাল। মোদ্দা কথা বার্ডস ও ম্যামাল সবাই ভাল, নক্কী, সুন্দর। ফিশ, অ্যামফিবিয়া এবং রেপটাইলস মাত্রেই অ্যা। ওদের সাথে আমার সদ্ভাব নেই।
  • a x | ০৭ আগস্ট ২০০৯ ০২:০১ | 143.111.22.23
  • আর দলাইদের সমাজ মাতৃতান্ত্রিক সমাজ, এঁরা মা-কে দলমা বলিয়া থাকেন। এবং যে সব দলাইরা পরিবার ছেড়ে বেড়িয়ে যায়, তাদের দলমার দলছুট বলা হয়।
  • kc | ০৭ আগস্ট ২০০৯ ০০:৪০ | 91.140.137.113
  • দলাইরা অনেকে মিলিয়া থাকিলে, তাহারা ওড়িশা চলিয়া যায়, আর দলাই পদবী গ্রহন করিয়া সুখে কালাতিপাত করিয়া থাকে।
  • pi | ০৭ আগস্ট ২০০৯ ০০:৪০ | 128.231.22.89
  • গিরগিটি, লামা ও অ-লামা মনুষ্যের গ্যাংবাজিটার বিষয়টা কিলিয়ার হইলেও তক্ষকদের ওটা প্র্যাকটিসের ব্যাপারটা এখনো একটু আবছা।
    উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। ৫ নং।
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০০:৩৫ | 198.82.192.108
  • দলাস, অর্থাৎ কিনা একক লামা একমাত্র টেক্সাসের এক বিশেষ অঞ্চলে দেখতে পাওয়া যায়। সেই থেকে জায়গাটার নাম হয়েছে দালাস।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ০০:২৯ | 123.201.53.130
  • অক্ষদির এক প্রশ্নের ধাক্কায় সবাই কুপোকাৎ
  • a x | ০৭ আগস্ট ২০০৯ ০০:১৮ | 143.111.22.23
  • দলাইরা একা থাকলে কি তাদের দলাস বলা হয়?
  • kali | ০৭ আগস্ট ২০০৯ ০০:১৬ | 69.245.5.71
  • একজন ছোট লামাও ছিলেন। তিনি আর বড় লামা মিলে একটা দল গড়েছিলেন, তাই তাঁদের দলাই বলা হত। ধিঙ্গিপদ আবার তক্ষক কোথায়? সে তো গিরিগিটি। তার আরেক বন্ধুর নাম ছিলো গ্যাং। এ থেকেই বোঝা যাচ্ছে যে দলবাজি শুধু মানুষদের একচেটিয়া নয়, তক্ষক থেকে গিরগিটি সবাইই তা সমান দক্ষতার সঙ্গে প্র্যাকটিস করে থাকে।
  • arjo | ০৭ আগস্ট ২০০৯ ০০:১৫ | 168.26.215.13
  • টিম কিসুই জানে না পাশা খেলতে গুবড়ে পোকা লাগে।
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০০:১৪ | 198.82.192.108
  • আর্শোলা পাশা খেলতেও লাগে। খুবই বুদ্ধিমান প্রাণী। চড়াইপাখির সাথেও কি একটা সম্পর্ক ছিলো। নারায়ণ গান্‌হুলী জানতেন।
  • I | ০৭ আগস্ট ২০০৯ ০০:১২ | 59.93.200.175
  • না না, আরশোলা গা চেটে দেয়। তৈলাক্ত গা পছন্দ করে। তারাপদ রায়ের চেনা এক ভদ্রলোক আরশোলাদের দুধ খাইয়ে খাইয়ে বিষম হিংস্র করে তুলেছিলেন।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ০০:১০ | 123.201.53.130
  • ইন্দোদার ছেলের নাম ইন্দোক? ঃ-)
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০০:১০ | 198.82.192.108
  • আরে আমাদের নারকেল গাছের গর্ত করে থাকতো। ঐ রঞ্জনদা যেমন বল্লো অবিকল তাই। গাছটা আবার বেঁকে সদর দরজার ওপর ঝুঁকে থাকতো, আর সে এসে ওপরে গলাটা বাড়িয়ে বসতো, অ্যাজ ইফ নিচ দিয়ে যারা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলতে চায়।
    মাঝে মাঝে পাশের বাড়ির দেয়াল বেয়ে বাথরুমে ঢুকে যেতো। কিন্তু সেসব ক্ষমা করিনির টইতে জাবে। ;-)
  • I | ০৭ আগস্ট ২০০৯ ০০:১০ | 59.93.200.175
  • তক্ষ-র ছেলের নাম তক্ষক। যেমন জনের ছেলে জনক, অক্ষর ছেলে অক্ষক।
  • san | ০৭ আগস্ট ২০০৯ ০০:০৯ | 123.201.53.130
  • কিন্তু আর্শোলা তো কিছু করেনা। গায়ে পড়লে একটু সুড়সুড়ি লাগে। ব্যাস। আমি কুকুরে ভয় পেলেও আর্শোলায় পাইনা।
  • I | ০৭ আগস্ট ২০০৯ ০০:০৫ | 59.93.200.175
  • দলাই লামা বলে কিছু হয় না। একজন বড় লামা ছিলেন। তিনি খুব ভালো অঙ্ক কষতে পারতেন। তাঁর ধিঙ্গিপদ নামে একজন যন্ত্রতক্ষক ছিল। কলি সব জানে।
  • ranjan roy | ০৭ আগস্ট ২০০৯ ০০:০৩ | 122.168.28.247
  • তক্ষক নিয়ে ইয়ার্কি হচ্ছে? মোটেই থুতু ছেটায় না। দু-দুবার কাছ থেকে দেখেছি। চুঁচড়োর পিপুলপাতির একটা পুরনো বাড়িতে, মাত্র একটা খাটা পায়খানার দেয়ালে ছিলো। আর একটা শামুক স্বাভাবিকের চেয়ে কিনচিৎ দ্রুতগতিতে পায়খানার্ন গর্তের দিকে নামছিলো। সদ্য কোলকাতা থেকে আসা আমার বন্ধ হয়ে গেল।
    আর গিন্নি বিলাসপুরের এক পুরনো বিড়ি গোদাম ভাড়া নিলেন। স্কুল চালাবেন। ওরে বাবা! ভেতরের কামরায় দেয়াল থেকে টালির চাল অব্দি আটটা। গিরগিটির চেয়ে একটু বড়। চেহারা একটু চিজেলকাট্‌। কড়া চোখে তাকায়। জল ছেটালে নড়ে না, বরং পাড়ার মাস্তানের মত বুক চিতিয়ে এগিয়ে আসে। আমি কাট্‌। শেষে অনুভবী লোক জন এনে ধোঁয়া জ্বালিয়ে তবে শান্তি।
    থুতু ছেটায় গোসাপ।
    একবার গাঁয়ের দিকে এক সাপুড়ে সবার গলায় জ্যান্ত ঢোঁড়া সাপ ঝুলিয়ে ভয় দেখিয়ে পয়সা আদায় করছিল। সেটা আবার কালো চেরা জিভ লক্‌লক্‌ করে বার করে আর ঢোকায়।
    আমি বল্লাম-- গলায় না, কিন্তু আমি হাতে নিজে তুলে নেব। তারপর তুমি এখান থেকে যাবে। তা শরীর-মন শক্ত কাঠ করে সাপটাকে দুহাতে টানটান করে মাথার ওপরে তুললাম। ওয়েট লিফটার দের স্ন্যাচ অ্যান্ড জার্ক ভঙ্গিমায়। তিরিশ সেকন্ড। ওকে ফেরত দিলাম। কিন্তু কি ঠান্ডা মসৃণ গা', শিরশির করে। যীবনে আর করবো না। আর আরশোলা গায়ে পড়লে এখনও পরিত্রাহি চেঁচাই।
  • dri | ০৭ আগস্ট ২০০৯ ০০:০২ | 117.194.230.23
  • অ্যান্ডিজের চারপেয়ে লামারা তো? অফ কোর্স বুদ্ধিস্ট। আরে বুদ্ধদেব চীন, জাপান হয়ে যখন চিয়াপাসে পৌঁছলেন, তখনই তো সব হোলসেল ... সে যাগ্গে। তবে থুতু ছেটানোর কেসটা ঠিক বলতে পারব না। দেখুন বেলজিয়ান কার্টুনিস্টের দেখাদেখি লামা শিখতে গেলেই হয়েছিল আর কি। তবে খুব ডিভাউট চতুষ্পদ, এইটুকু বলতে পারি। লুজ লুজ গেরুয়া গার্মেন্ট্‌স পরেন, আর মাথা মুড়িয়ে রাখেন।
  • d | ০৭ আগস্ট ২০০৯ ০০:০০ | 117.195.32.47
  • হ্যাঁ ২৭ ২৮ খন্ডের বই যখন ---- কেজানে হয়ত আমার আত্মজীবনীটাও ত্রিপিটকে আচে!
  • Tim | ০৭ আগস্ট ২০০৯ ০০:০০ | 198.82.192.108
  • ফলের মধ্যে ঢুকে থাকে আর রাজাদের কামড়ায়। এতদ্বারা প্রমাণিত হলো তক্ষক প্রলেতারিয়েত।
  • I | ০৭ আগস্ট ২০০৯ ০০:০০ | 59.93.200.175
  • স্থাণুবৎ আদর ! ত্রিপিটকে নির্ঘাত বাৎসায়ন নাই।
  • arjo | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 168.26.215.13
  • তাতে শুধু স্থলের গুলোই কভার করা যাবে। জলের নীচে গেলে মনে হয় ৫৪ ক্রেডিট আওয়ার্স লাগবে।
  • Samik | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 122.162.236.128
  • আমি এখন একসাথে তিনখন্ড ঘনাদা সমগ্র পড়ছি।
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 198.82.192.108
  • ত্রিপিটকে সব আছে। আমাদের ব্যাদের মত অনেকটা।
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫৯ | 117.195.32.47
  • কলি ঠিক।
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫৭ | 198.82.192.108
  • আমি স্যানকে পশুপাখি চেনাতেই পারি। নয় ক্রেডিট আওয়ারের কোর্স নিতে হবে! ;-)
  • kali | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫৪ | 69.245.5.71
  • তক্ষক শুধু ডাকতেই পারেনা, ইচ্ছে মতো ছোট আর বড়ও হতে পারে, ফলের ভেতরে সেঁধুতে আর বেরুতেও পারে।
  • san | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫২ | 123.201.53.130
  • বৌদ্ধধর্মে স্থাণুবৎ আদর খেতে বলা আছে?
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫২ | 117.195.32.47
  • স্যানকে জীবজন্তু, পশুপক্ষী চেনানোর জন্য কেউ একটু উদ্যোগ নিলে পারে। :-P
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫১ | 198.82.192.108
  • আমরা কিন্তু সেদিন গুচ্ছের লামা দেখলাম। দিব্যি স্থাণুবৎ আদর খেয়ে গ্যালো। কোনো হেলদোল নেই। থুতু ছেটানো তো পরের কথা। সেই থেকে আমার ধারণা হয়েছে সব লামাই বৌদ্ধধর্মাবলম্বী।
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৫০ | 117.195.32.47
  • না না দুপেয়ে লামা নয়। ওদের গায়ে ভয়ংকর বোঁটকা গন্ধ। এমনকি দলাই লামার গায়েও খুব গন্ধ।

    আমি চারপেয়ে লামাদের কথা বলছি।
  • Tim | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৯ | 198.82.192.108
  • ঃ-))))
  • d | ০৬ আগস্ট ২০০৯ ২৩:৪৮ | 117.195.32.47
  • ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত