এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৬ আগস্ট ২০০৯ ১০:৪৫ | 64.105.168.210
  • দেশে, অন্ততঃ কলকাতায়, নেটবিহীন কিন্তু পাতিরাম-ঢোঁড়া পাবলিকের সংখ্যা অযুত। কাজেই দেশে এটা, যাকে বলে, 'কমপ্লিটলি মেকস সেন্স'।
  • d | ০৬ আগস্ট ২০০৯ ১০:৪৪ | 144.160.5.25
  • বা আদৌ সেগুলো নেটে আসবেই না।
  • d | ০৬ আগস্ট ২০০৯ ১০:৪৩ | 144.160.5.25
  • এখানে-ওখানে বলে নয়, ওটা সাধারণভাবেই সত্যি। দেশেও যাদের নেট অ্যাকসেস আছে, তারা স্রেফ নেট খুলে পড়ে নেবে। কিন্তু এক্ষুণি সমস্ত নতুন কনটেন্ট দিয়ে ছাপানোর ব্যপারে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তাই চেষ্টা চলছে মিলিয়ে মিশিয়ে করার। মানে প্রিন্টে কিছু এক্সক্লুসিভ জিনিষ রাখতে হবে, যেটা হয়ত ৩ কিম্বা ৬ মাস বাদে নেটে আনা যেতে পারে।
  • nyara | ০৬ আগস্ট ২০০৯ ১০:৩৮ | 64.105.168.210
  • কন্টেন্ট যদি ওয়েব-ভার্সানের রিসাইকলড জিনিস হয় তবে আমাদের মতন লোকেরা এখানে রেগুলারলি পয়হা খরচ করে কিনে পড়বে বলে মনে হয়না।
  • d | ০৬ আগস্ট ২০০৯ ১০:৩৫ | 144.160.5.25
  • ওহো একটা স্মাইলী হবে ঃ)
  • d | ০৬ আগস্ট ২০০৯ ১০:৩৪ | 144.160.5.25
  • প্রথম সংখ্যাটা আম্রিকার লোকজন মনে হয় সেরেফ পিডিএফেই দেখবে। তবে দ্বিতীয় সংখ্যা থেকে পাঠাবার সুবন্দোবস্তের চেষ্টা জারি হ্যায়।
  • pi | ০৬ আগস্ট ২০০৯ ১০:২৮ | 74.96.42.42
  • এদেশে লাইব্রেরী ছাড়াও পাবার 'সুবন্দোবস্ত' করা হচ্ছে তো । ঃ)
  • nyara | ০৬ আগস্ট ২০০৯ ১০:১৯ | 64.105.168.210
  • আমাদের মতন ক্যালিফোর্নিয়ার এদিকের লোকজনকে তো হয় ইস্ট কোস্টে গিয়ে লাইব্রেরি অফ কংগ্রেস আর নয় দেশে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে 'আগাপাস্তলা উত্তম বাঁধাই' বুলবুলভাজা দেখতে হবে। তার আগে একটা করে, বাঁধাইবিহীন কিন্তু আগাপাস্তলার পিডিএফ ভার্সান এখানে রাখা যায় না?
  • Arijit | ০৬ আগস্ট ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
  • ইয়ে - ওটা ফোর ইনটু;-)
  • Arijit | ০৬ আগস্ট ২০০৯ ১০:০৭ | 61.95.144.123
  • লাস্ট কয়েক পাতা বুঝতে হলে খোপরির ভিতরের বস্তুটাকে বদলে মাল্টিকোর করে নিতে হবে - সিক্স কোর বা এইট কোর...তাও 4 x
  • ranjan roy | ০৬ আগস্ট ২০০৯ ০০:১৬ | 122.168.16.38
  • আমার ভালগার লাগছে সামনে হাজব্যান্ড, মা, শ্বাশুড়ীর বসে থাকা এবংআল্টিমেট ডিসিশন নেয়া।
    মেয়েটা স্বেচ্ছায় সত্যের মুখোমুখি হল কোথায়?
    পয়সা কামানোর লোভে বড়রা ওকে উশ্‌কে দিয়েছে। তারপর নিজেদের কম্ফর্ট লেভেলে অস্বস্তি বোধ করলে খেলা কাচ্চি করে দিচ্ছে।
  • Tim | ০৫ আগস্ট ২০০৯ ২৩:১২ | 198.82.3.89
  • ব্যক্তিস্বাধীনতার শো-অফ নিয়ে অবিশ্যি আমরা তক্কো কত্তেই পারি। আজ্জোদা কি কয়? ;-)
  • arjo | ০৫ আগস্ট ২০০৯ ২৩:১০ | 168.26.215.13
  • ঝগড়াই করতে পারছি না, তো এদিকে পোবন্ধো। ঃ(

    ঝগড়া জারি রহে, হাতের ব্যথা কমলেই লেগে যাব। ঃ)
  • Tim | ০৫ আগস্ট ২০০৯ ২৩:০৯ | 198.82.3.89
  • ধুস্‌, যে যা খুশি করুক না। শমীক এত চাপ ন্যায় ক্যান। এমনিতেই লাইফে এত চাপ।
  • san | ০৫ আগস্ট ২০০৯ ২২:৪৭ | 123.201.53.130
  • আজ্জোদা চটপট একটা প্রবন্ধ নামিয়ে দাও। হাতে ব্যথা সেরে যাবে, দ্যাখো।
  • arjo | ০৫ আগস্ট ২০০৯ ২২:৪৫ | 168.26.215.13
  • তোমরা আমাকে ঝগড়া করতে বলো না। আজ আমার হাতে ব্যথা।

    বিটিডব্লু এত জিনিষ নিয়ে চতুর্দিকে কথা চলছে যে মাথাটা কেমন কেমন করছে।
  • omnath | ০৫ আগস্ট ২০০৯ ২২:৪৪ | 117.194.192.152
  • না, মানে, এটা কিন্তু ঈশেনের বহুদিনের থিওরি ঃ শ্রমিক শ্রম বেচে, শিক্ষক বা ইঞ্জিনিয়র মেধা বেচে আর গণিকারা শরীর বেচে। তো, সবগুলোই বেসিকলি এক। তথা গনিকাবৃত্তি ও ঝাড়ুবৃত্তির মধ্যে আলাদা করে গনিকাবৃত্তিকে হ্যাটা দেওয়া বা সহানুভুতি দেওয়ার মানে নাই।

    মোটামুটি স্মৃতিনির্ভর ইন্টারপ্রিটেশনটাই বললাম। জানিনা মামু অবস্থান পরিবর্তন করেছে কিনা।
  • Blank | ০৫ আগস্ট ২০০৯ ২২:৩৪ | 59.93.222.134
  • belle de jour
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২২:০৬ | 193.120.76.238
  • মানে মুন্নাভাই হবে munnavij

    আইলা রে লড়কি মস্ত মস্ত হবে aijlja rje lajrki majst majst
  • d | ০৫ আগস্ট ২০০৯ ২১:৫৯ | 117.195.32.22
  • বলছি না তো। আগে ভাবতাম। ঃ)
  • san | ০৫ আগস্ট ২০০৯ ২১:৫৩ | 123.201.53.130
  • দমদি কাদের খুনিদের সমতুল্য বলছে???
  • anaamik | ০৫ আগস্ট ২০০৯ ২১:৫১ | 59.164.101.118
  • অরিজিৎ, j-টা সাইলেন্ট। http://en.wikipedia.org/wiki/Edsger_W._Dijkstra
    আমি এমন কি অনেককে k-টাও খুব হাল্কা উচ্চারণ করে 'ডাইস্ট্রা' বলতে শুনেছি।
    [সূত্রঃ অনামিক'স ল'জ অফ ইউরোপীয়ান প্রপার নাউন উরুশ্চারণ - (ডাচ ১)ঃ ডাচ নামে ij থাকলে সেটার উচ্চারণ সাধারণতঃ 'আই' হয়, 'ইজ' নয়।]

    ক্রিটিক্যাল পাথ বলার যৌক্তিকতা থেকে সরছি না, তবে কথা বাড়িয়ে লাভ নেই।
  • d | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৯ | 117.195.32.22
  • না সমতুল্য নয়। কিন্তু দুটোই গ্রহণযোগ্য নয়, সেটা বোঝাতে।
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৭ | 143.111.22.23
  • দ, খুনী বা ধর্ষক বললে। তোমার কাছে ধর্ষণ কি খুনের সমতুল্য?
  • d | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৭ | 117.195.32.22
  • আমাদের অফিসে আইপড আটকায়। সেটা আবার ২-৩ দিন বাদে ফেরত দেয়। মনে হয় ততদিন কেউ না কেউ গান শোনে।
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৭ | 193.120.76.238
  • খুব রগরগে কিছু বই নিয়ে মাস প্রটেস্ট করা যায়। বা বইয়ের ভেতরে চুলকানির পাউডার রেখে। বা বদ গন্ধওয়ালা গুঁড়ো। বা বই নষ্ট করে দিয়েছে বলে আদালতে কেস ঠুকে।
  • san | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৫ | 123.201.53.130
  • ওহো, দিনের শেষে গল্পের বই ফেরত দেয়।
  • d | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৫ | 117.195.32.22
  • ঠিক কারেকশান কারেকশান।
    কেউ কেউ, অনেক নয়।
  • san | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৪ | 123.201.53.130
  • না । একদমই মনে হয় না।

    হ্যাঁ। অনেক মানে কেউ কেউ।থ্যাংকু। অনেক বলা উচিত নয় বোধ হয়। কেননা পার্সেন্টেজ বলতে পারবনা। কেউ কেউ ইজ ফাইন।
  • d | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪৩ | 117.195.32.22
  • উফ্‌ এতগুলো বিষয় নিয়ে একসাথে আলোচনা চলছে।

    বিক্রম আমি আগে এদের প্রায় খুনী বা ধর্ষকের মত অপরাধী মনে করতাম। আজকাল আর তা মনে করি না। এরকম কারো সাথে আমি ঠিক বন্ধু হতে পারব না। কিন্তু না তাইবলে আমি তাকে জাজ ক্রতেও যাব না।

    স্যানের ৪ নং পয়েন্টে জানাই শুধু কলেজগার্ল নয়, অনেক স্কুলগার্লও নিজের শরীর ব্যবহার করে। কলকাতার অত্যন্ত নামীদামী ২-১ টা স্কুলের মেয়েদের কথা জানি। এরা সকলেই স্বচ্ছাল ঘরে মেয়ে। যথেষ্ট হাতখরচ পায়।
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪২ | 193.120.76.238
  • আবার জালিও হয়। পার্ক স্ট্রীটে কলেজ গার্ল লাগবে সাব লাগবে সাব এই বলে না, দুষ্টু লোকেরা, জোয়ান ছেলেদের শেষমেষ একেবারে পাতি ইয়েতে নিয়ে যায়। মিসটেক মিসটেক।
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪১ | 193.120.76.238
  • অনেক মানে, কজনের মধ্যে থেকে? ঐ আর কি। কেউ কেউ।
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪০ | 143.111.22.23
  • ধুত
    এটা কিরকম পার্সেন্টেজ ? এবং এটা কি সমাজের একটা স্তরেই দেখা যায় ? আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করতে আসে , বা এদের মত যারা , তারও কি এরকমটা এক্সট্রা রোজগারের জন্য করেই থাকেন বলে মনে হয় ?
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪০ | 193.120.76.238
  • আঃ, সবকটা ভ্যারিয়েবল এনে ফেললে গুলিয়ে যাবে। স্টেপ বাই স্টেপ। নইলে সেই ইলেকট্রিক কারেন্ট থেকে হীট তৈরির মতো হয়ে যাবে - কখোনো ভি স্কোয়ার বাই আর কখোনো আই স্কোয়ার আর, তাইলে কি মালটা আর এর সাথে বাঢ়ে না কমে তাই নিয়েই মারপিট হবে...
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:৪০ | 143.111.22.23
  • "অনেক গৃহবধূ বা চাকুরিরতা মেয়ে বা কলেজগার্ল এক্সট্রা রোজগারের জন্য শরীর ভাড়া দেয়।" - eTaa kirakam paarsenTej? eba`m eTaa ki samaajer ekaTaa starei dekhaa Jaay? aamaader baarhite Je meyeTi kaaj karate aase, baa eder mat Jaaraa, taarao ki erakamaTaa eksTraa rojagaarer jany karei thaakne bale mane hay?
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:৩৭ | 143.111.22.23
  • ও বলে নিই, তার বয়ফ্রেন্ড বা বর থাকলেও সে অনেকের সাথে পোষালে শুলে আমার কোনো প্রবলেম নেই।
  • san | ০৫ আগস্ট ২০০৯ ২১:৩৬ | 123.201.53.130
  • সিকিকে

    ১) আমি করব না। কিন্তু সে আমি মাস্টারিও করব না। দরকার হলে বেকার থাকব কিন্তু পড়াতে আমার অসহ্য লাগে। বলা বাহুল্য আমি পড়ানোকে অসম্মানজনক বা ডিরোগেটরি বলে মনে করিনা ঃ-)

    ২) সোশ্যাল পজিশন। আমি আগেই বলেছি সাধারণ বেশ্যাদের (সবাইকে নয়) সমাজে যে এক্সক্লুশনের মধ্যে থাকতে হয় সেটাকে আমি পছন্দ করিনা। ঝাড়ুদার হলে লাইফস্টাইল বলতাম, এক্সক্লুশন না বলে। এনিওয়ে, কোনটাই আমি পছন্দ করিনা। সেসব বালাই যদি না থাকত তবে শুধু এনজয় করা না করা দিয়েই পেশা ঠিক করতাম।

    (আমাকে ক্ষমা চাওয়া অনর্থক কেননা আমি তো বেশ্যা হওয়া খারাপ মনে করিনা)

    ৩) মরাল গার্জিয়ানের কথা মনে হয়েছে কেননা তুমি বলেছ ওনাকে ধমকে কিসব রুড কথা বলা উচিত। অন্য কিছু না। 'ধমকে' কথাটায় মনে হয়েছে। আসলে মনে মনে আমি বেশ্যাবৃত্তিকে খারাপ ভাবি তাই ওঁকে অসম্মানিত মনে করেছি, তা নয়।

    ৪) সকলেই চাপে পড়ে বেশ্যা হয় না। অনেক গৃহবধূ বা চাকুরিরতা মেয়ে বা কলেজগার্ল এক্সট্রা রোজগারের জন্য শরীর ভাড়া দেয়। বলাবাহুল্য তাদের আলাদা পাড়া নেই। সমাজের অন্যদের মতই বাঁচে। 'অন্যভাবে রোজগারের সুযোগ পেলেই তারা বেশ্যা হত না' এই কথাটাও পুরোপুরি সত্যি নয়।

    ৫) আরো কি একটা লিখব ভেবেছিলাম, ভুলে গেছি ঃ-)
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:৩৬ | 143.111.22.23
  • বিক্রম, না এতে কোনো আপত্তি দেখছিনা। এবং আমি জানি তুমি কোনদিকে যাচ্ছ। এই জিনিসটা নিয়েই আমি বহু বহু ভেবেছি। এটা একটা মূল তফাৎ। এই ক্ষেত্রে, ইচ্ছে বলে একটা ব্যপার আছে, গণিকার ক্ষেত্রে সেটা কম্পালশন। এবং কিছুটা she has lost control over her body
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:৩৫ | 193.120.76.238
  • ব্যাগ খুলে খুলে দেখে? আমি গোপন কিছু যদি আনি?
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:৩৩ | 143.111.22.23
  • ব্যাগ সার্চ করে গল্পের বই পেলে কি বই গুলো ঝেঁপে দেয়, নাকি আবার দিনের শেষে ফেরত দেয়?
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:৩১ | 193.120.76.238
  • কিন্তু আমি যে প্রকাশ্যে অ্যা অবস্তায় জলে নেবে পল্লাম - - - আমার বন্দুরাও যে পল্লো - - - তার কি হবে?

    আর গণিকাবৃত্তি খুব স্পেশাল বৃত্তি এটা ঘটনা, কিন্তু তার বেশি কমেন্ট করাটা হয়তো ঠিক না।

    আচ্ছা, ধরো, কোনও মেয়ে পয়সা নিয়ে শোয় না, কিন্তু শুতে খুব পছন্দ করে। পোষালে শোয়, নয়তো না। সুবিধে করে দিলাম, তার কোনও ধরো বয়ফ্রেন্ডও নেই, এমনি এমনি ই শোয়, ভালো লাগে বলে। তাতে কি কোনও আপত্তি দেখতাসো?
  • Samik | ০৫ আগস্ট ২০০৯ ২১:২৩ | 219.64.11.35
  • ও, থ্যাংকু ভিকিদা। জাফরি কাটা জানলা।
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:২৩ | 143.111.22.23
  • আমাকে হ্যালি বেরির মত দেখতে হলে প্রকশ্যে ন্যাংটো হতে কোনো প্রবলেম হত না ঃ-((
  • Samik | ০৫ আগস্ট ২০০৯ ২১:২২ | 219.64.11.35
  • কিন্তু আমার জানলার উত্তরটা কেউ দিল না? আমি যে পরের বারের বুলবুলভাজার জন্য লেখা লিখছিলাম একটা?
  • d | ০৫ আগস্ট ২০০৯ ২১:২২ | 117.195.32.22
  • এই বছর কয়েক আগেও আমি ঝট করে মরাল পয়েন্ট অফ ভিউ থেকে লোককে বিচার করে ভাল/খারাপ রায় দিয়ে দিতাম। এখন আর পারি না।
  • Samik | ০৫ আগস্ট ২০০৯ ২১:২২ | 219.64.11.35
  • ঈশানকে এই কথাটাই আমার বলার ছিল। পৃথিবীর কোনও পেশার সঙ্গেই গণিকাবৃত্তি তুলনীয় হতে পারে না। লোকদেখানি হলেও, শখের হলেও, নিজেকে "মেহনতী মানুষের পক্ষে' দেখানোর জন্যে হলেও আমি একদিনের জন্য ঝাড়ু হাতে নিতে পারি, বস্তিতে থাকতে পারি, কুলি হতে পারি, কিন্তু শরীর বেচতে পারি না। প্রকাশ্যে ন্যাংটো হতে পারি না। এক মিনিটের জন্যেও।
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:২১ | 193.120.76.238
  • আরে আমাদের ক জনার সাথে গণিকাদের পরিচয় বা যোগাযোগ আছে যে আমরা তাই নিয়ে বক্তব্য দেবো? ঝাড়ুও বোধ হয় বিশেষ দেই নি।

    আসল কথা হলো কোনখানে এসে আমাদের বহুদিন ধরে জমানো ডিগনিটিকে হঠাৎ ত্যাগ করতে হবে, তার কষ্টটা। অন্য কারোর সাফারিংকে ছোটো না করেও, হঠাৎ কারো পূর্বনির্ধারিত ডিগনিটি তার আয়ত্তের বাইরে চলে যাওয়াটা খুব অসহায় ব্যাপার।

    তবে এইগুলি নিয়ে উত্তর খুঁজে লাভ নাই। হোলি গ্রেল। পাণিনিও পারেন নি ভেবে ভেবে। দীপ্তেনদাও না।
  • a x | ০৫ আগস্ট ২০০৯ ২১:১৬ | 143.111.22.23
  • ঈশান, গণিকাবৃত্তি আর ঝাড়ুবৃত্তির মধ্যে কিছু তফাৎ আছে। একদিন গণিকা হয়ে, আরেকদিন ঝাড়ু দিয়ে দেখ, বুঝতে পারবে। তফাতটা নিজের কাছে, আর বেশ অ্যাকিউট। এটা আরো অনেক কিছুর সাথে মরালিটির জায়গা থেকে এবং একটা রেসিডুয়াল মরালিটি সবার মধ্যেই থাকে,সেইটাকে নিয়েও যখন একজনকে গণিকাবৃত্তি করতে হয়, সেটার সাথে ঝাড়ুবৃত্তি এক করা যায়না।
  • vikram | ০৫ আগস্ট ২০০৯ ২১:১৫ | 193.120.76.238
  • ল্যাটিসড উইন্ডো হলো - ঝলকা কাটা জানালা - কার্টেসি লালন ফকির
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত